Breaking



Friday, February 19, 2021

সাধারণ জ্ঞান পর্ব - ০৩ (General Knowledge Model Question for all competitive exam )


সাধারণ জ্ঞান পর্ব - ০৩ (General Knowledge Model Question for all competitive exam )
সাধারণ জ্ঞান পর্ব - ০৩ (General Knowledge Model Question for all competitive exam )


 নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান থেকে  বাছায় করা একটি প্র্যাকটিস সেট আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE,  CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect


আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।
             সাধারণ জ্ঞান (পর্ব - ০৩)
                               প্র্যাকটিস সেট 

01. বজ্রধ্বনি শােনার আগেই বিদ্যুৎ দেখা যায়, কারণ:

(a) শব্দের চেয়ে আলাের গতিবেগ বেশি (b) আলাের চেয়ে শব্দের গতিবেগ বেশি

(c) শ্রবণক্ষমতার চেয়ে আমাদের দৃষ্টিশক্তি প্রখর (d) এটি একটি যােগাযােগ বা কাকতালীয়।

02. কোথায় সবথেকে কম বৃষ্টিপাত হয় ?

(a) জয়পুর (b) জয়সলমির (c) কোটা (d) যোধপুর

03. কোন মহাযানপন্থী বৌদ্ধপণ্ডিত তিব্বতে বৌদ্ধধর্মের সংস্কার ও প্রসার করেন?

(a) রত্নাকর শান্তি (b) দীপঙ্কর শ্রীজ্ঞান (c) বুদ্ধজ্ঞানপাদ (d) শ্রীধর

04. গডউইন অস্টিন বা মাউন্ট K, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এটি কোন

পর্বতশ্রেণীর অন্তর্গত?

(a) হিমালয় (b) আরাবল্লি (c) কারাকোরাম (d) নাঙ্গা পর্বত

05. ছত্রাকের মধ্যে কোন জাতীয় পুষ্টি দেখা যায় ?

(a) মৃতজীবী (b) বহুজীবী (c) স্বভােজী (d) পরভােজী

06. ইউরােপের ইতিহাসে আধুনিক যুগ শুরু হয় কত সালে?

(a) ১৪৫০ সালে (b) ১৯৫২ সালে (c) ১৪৫৩ সালে (d) ১৪৫৬ সালে।

07. ‘কিং লিয়ার’ হল:

(a) ইংল্যান্ডের রাজা (b) স্পেনের রাজা (c) শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি (d) একটি মহাকাব্য

08. ব্লটিং পেপার কেন কালি শােষণ করে ?

(a) সান্দ্রতার জন্য (b) কালিতে দ্রাবক থাকার জন্য (c) কালিতে দ্রাব থাকার জন্য (d) কৈশিক ক্রিয়ার ফলে

09. ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় কোন স্মৃতিরক্ষাজনিত কারণে?

(a) ASLV-র সফল উৎক্ষেপণ (b) এইচ ভাবার জন্মদিন (c) আচার্য জগদীশচন্দ্র

বসুর জন্মদিন (d) রমন এফেক্ট দিবস

10. সংবিধানের কোন অংশে কল্যাণকামী’ রাষ্ট্রের ধারণাটি আছে?

(a) প্রস্তাবনা (b) মৌলিক কর্তব্য (c) মৌলিক অধিকার (d) নির্দেশাত্মক নীতি

11. কোন প্রণালী ইউরােপ থেকে আফ্রিকাকে বিভাজিত করেছে?

(a) বেরিং (b) জিব্রাল্টার (c) বসফোরাস (d) এগুলির কোনওটিই নয়

12. ভারতবর্ষে কবে, কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল?

(a) কলকাতায়, ১৭০৮ সালে (b) মুম্বইয়ে, ১৭২৫ সালে (c) চেন্নাইয়ে, ১৭৮০ সালে

(d) দিল্লিতে, ১৭০৭ সালে

13. চায়নাম্যান’ শব্দটি কোন খেলায় প্রযােজ্য?

(a) জুডাে (b) বক্সিং (c) ক্রিকেট (d) গল্ফ

14. কোন ছবিতে প্রথম দ্বৈত ভূমিকার সূত্রপাত হয়?

(a) রাজতরঙ্গ (b) ইনসানিয়াৎ (c) বিল্বমঙ্গল (d) বরসাত কি এক রাত

15. ঘুণপােকা’ কোন ঔপন্যাসিকের বিশিষ্ট রচনা?

(a) প্রফুল্ল রায় (b) জ্যোতিরিন্দ্র নন্দী (c) শীর্ষেন্দু মুখােপাধ্যায় (d) সমরেশ মজুমদার

16. জুভেনিস’ ছদ্মনাম কে ব্যবহার করতেন?

(a) ডিরােজিও (b) বেথুন (c) চার্লস ল্যাম্ব (d) জোনাথন সুইফট

17. ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ দেখা যায় ?

(a) চারটি (b) দুটি (c) তিনটি (d) একটি

18. ‘কানহা ন্যাশনাল পার্ক’ হল:

(a) মৎস্য সংরক্ষণকেন্দ্র (b) পক্ষী সংরক্ষণকেন্দ্র (c) বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র (d) এগুলির কোনওটিই নয়

19. থুম্বা রকেট উৎক্ষেপণকেন্দ্র থেকে প্রথম রকেট উৎক্ষিপ্ত হয় কবে?

(a) ১৯৬৩ সালে (b) ১৯৬২ সালে (c) ১৯৫৯ সালে (d) ১৯৮৩ সালে

20. সূত্র' কথাটির অর্থ কী?

(a) স্মৃতিসহায়ক সংক্ষিপ্ত শব্দসমষ্টি (b) সাহিত্য (c) শ্লোক (d) অধ্যয়ন

21. জন্মসূত্রে মাদার টেরেসা কোন দেশের অধিবাসী?

(a) আলবেনিয়া (b) যুগােশ্লাভিয়া (c) অস্ট্রিয়া (d) পােল্যান্ড

22. একঝাক মাছকে কী বলে?

(a) শােল (b) প্যারেড (c) লিটার (d) রাউট

23. “চিনের প্রাচীর’ কে নির্মাণ করেন?

(a) কনফুসিয়াস (b) চিনের রাজা শি-হােয়াংতি (c) নেবু কাদনেজার (d) চিনের রাজা চাও-কুয়াং-য়িন

24. কোন ফসলটি ‘সবুজ সােনা বা Green Gold নামে অভিহিত ?

(a) কফি (b) চা (c) পান (d). এগুলির কোনওটিই নয়

25. দ্বিতীয় অশােক’ বলে কে পরিচিত ছিলেন ?

(a) অতীশ দীপঙ্কর (b) আলেকজান্ডার (c) চন্দ্রগুপ্ত (d) কণিষ্ক

26. রাষ্ট্রীয় ব্যাপারে আলাউদ্দিন খিলজি কাদের হস্তক্ষেপ বন্ধ করেন?

(a) উজির (b) মকাদ্দম (c) উলেমা (d) সারিজ-ই-মামালিক

27. গদর পার্টির নেতা কে ?

(a) ভগৎ সিং (b) লালা হরদয়াল (c) বালগঙ্গাধর তিলক (d) আবুল কালাম আজাদ

28. গান্ধিজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?

(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (b) বালগঙ্গাধর তিলক (c) দাদাভাই নৌরজি (d) গােপালকৃষ্ণ গােখলে

29.ওয়াহাবি আন্দোলন আসলে একটি

(a) সামাজিক আন্দোলন (b) কমিউনিস্ট আন্দোলন (c) রাজদ্রোহী আন্দোলন (d)

এগুলির কোনওটিই নয়

30.কোন পালরাজা 'বিক্রমশীল’ উপাধি নিয়েছিলেন ?

(a) ধর্মপাল (b) দেবপাল (c) মহীপাল (d) রামপাল

31. 'জুনা খাঁ’ দিল্লির কোন সুলতানের নাম ?

(a) আলাউদ্দিন খিলজি (b) মহম্মদ বিন তুঘলক (0) গিয়াসুদ্দিন (d) ফিরােজ শাহ

32. 'সর্বভারতীয় মুসলিম লিগ’ কে স্থাপন করেন ?

(a) মহম্মদ আলি জিন্নাহ (b) নবাব সলিমুল্লাহ (c) স্যার সৈয়দ আহমেদ খান (d)

লিয়াকত আলি খান

33. ক্যান্সার চিকিৎসায় কোন ধাতুর ব্যবহার আছে?

(a) কোবাল্ট (b) সােনা (c) লােহা (d) রুপাে

34. 'জয়হিন্দ অভিবাদনটি প্রথম কে করেন?

(a) নেতাজি সুভাষচন্দ্র বসু (b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (c) মহাত্মা গান্ধি (d)

রাসবিহারী বসু

35.‘অদ্বৈতবাদ আন্দোলনের নেতা কে?

(a) রামানুদাস (b) গুণবর্মা (c) আচার্য শঙ্কর (d) বিজয়াদিত্য

36. প্ৰাথমিক শিক্ষাক্ষেত্রে কে ওয়ার্ধা পরিকল্পনা প্রস্তাব করেন ?

(a) মহাত্মা গান্ধি (b) লিয়াকত আলি খান (c) জওহরলাল নেহরু (d) এম এ জিন্নাহ

37. নীচের কোন জোড়াটি সঠিক নয় ?

(a) বালগঙ্গাধর তিলক-ভারত ছাড়াে আন্দোলন (b) মহাত্মা গান্ধি-লবণ সত্যাগ্রহ (c)

অ্যানি বেসান্ত-থিওজফিক্যাল সােসাইটি (d) নেতাজি সুভাষচন্দ্র বসু-আজাদ হিন্দ ফৌজ

38. বিশ্ব খাদ্য পুরস্কার বিজেতা প্রথম ভারতীযের নাম কী?

(a) ডঃ এম এস স্বামীনাথন (b) ভার্গিজ কুরিয়েন (c) ডঃ অমিতা প্যাটেল (d) এঁদের কেউই নন

39. বাদুড় রাতে উড়তে পারে কেন?

(a) তারা আন্ট্রাসােনিক তরঙ্গ তৈরি করে (b) তারা রাতে ভালাে দেখতে পায় (c)

তারা রাতে ভালাে দেখে (d) এগুলির কোনওটিই নয়

40. বৈদ্যুতিক চুম্বকের সূত্র কে আবিষ্কার করেন?

(a) লেঞ্জ (b) ওহম (c) ফ্যারাডে (d) ফ্রেমিং

41. সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

(a) মহেন্দ্রগিরি (b) পরেশনাথ (c) পাঁচমারি (d) এগুলির কোনওটিই নয়

42. কৌলীন্য প্রথার প্রবর্তক কে?

(a) লক্ষ্মণ সেন (b) বল্লাল সেন (c) বিজয় সেন (d) গােপাল

43. ‘দি মডার্ন ইন্ডিয়ান মাইন্ড ' গ্রন্থটির রচয়িতা কে?

(a) রেবা সােম (b) উমা ধুফেলিয়া মিস্ত্রি (c) অমিতাভ কুমার (d) দীপঙ্কর গুপ্ত

44. মাইথন বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত?

(a) সুবর্ণরেখা (b) বরাকর (c) দামােদর (d) কোশি

45. কোন গ্যাস প্রায়শই বায়ুদূষণ ঘটাতে সাহায্য করে?

(a) নাইট্রোজেন (b) কার্বন-ডাই-অক্সাইড (c) কার্বন-মনােক্সাইড (d) অক্সিজেন

46. পরিবেশের চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?

(a) হাইড্রোমিটার (b) অল্টিমিটার (c) ব্যারােমিটার (d) অ্যামমিটার

47. ‘কিরাতাৰ্জুনীয়ম' কার রচনা?

(a) ভারবি (b) কবি দতি (c) বিহুন (d) সুলেমান

48. ‘ডঃ ওয়াটসন’ নামে কল্পিত চরিত্রের স্রষ্টা কে?

(a) পি জি ওডহাউস (b) স্যার আর্থার কোনান ডয়েল (c) ডি এইচ লরেন্স (d) আগাথা ক্রিস্টি

49. কোথাকার নটরাজ মূর্তি চোলশিল্পের অন্যতম দৃষ্টান্ত ?

(a) ইলােরা (b) তাঞ্জোর (c) মাদুরাই (d) কাঞ্চীপুরম

50. ‘মালগুডি ডেজ’ গল্পের লেখক কে?

(a) প্রেমচাঁদ (b) আর কে নারায়ণ (c) কে আর নারায়ণ (d) খুশবন্ত সিং

51. ফিরােজাবাদ শহরে কোন শিল্প গড়ে উঠেছে?

(a) কাচ (b) তামাক (c) সিমেন্ট (d) কৃষি

52. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না; কারণ কাচ:

(a) অন্তরক (b) অর্ধপরিবাহী (c) সুপরিবাহী (তাপের) (d) কুপরিবাহী (তাপের)

53. নীচে উল্লিখিত কোন সমুদ্রকে ‘হ্যারিংপন্ড' বলা হয় ?

(a) আটলান্টিক মহাসাগর (b) প্রশান্ত মহাসাগর (c) ভারত মহাসাগর (d) কৃষ্ণসাগর

54. শতাব্দীর মৃত্যু' উপন্যাসটি কার লেখা?

(a) বনফুল (b) সুনীল গঙ্গোপাধ্যায় (c) তারাশংকর বন্দ্যোপাধ্যায় (d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

55. ‘কাইগা নিউক্লিয়ার পাওয়ার প্রােজেক্ট' কোন রাজ্যের অন্তর্গত?

(a) কর্নাটক (b) তামিলনাড়ু (c) অন্ধপ্রদেশ (d) মহারাষ্ট্র

56. শৈলেন্দ্র রাজাদের তৈরি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধপটির নাম কী?

(a) আঙ্কোরভাট (b) সহস্র বুদ্ধগুহা (c) বরােবুদুর (d) গৌতমী বিহার

57. সংসদে lame-duck অধিবেশন কাকে বলা হয় ?

(a) নতুন লােকসভার প্রথম অধিবেশন (b) বাজেট পেশ করার অধিবেশন (c)

লােকসভা ভেঙে দেওয়ার শেষ অধিবেশন (d) প্রতি বছরের প্রথম অধিবেশন

58. স্টেনলেস স্টিল কী দিয়ে তৈরি ?

(a) ক্রোমিয়াম, নিকেল, লােহা এবং কার্বন (b) নিকেল, লােহা এবং কার্বন (c) লােহা

এবং কার্বন (d) ক্রোমিয়াম, লােহা এবং কার্বন

59. ভি রামচন্দ্রন কমিটি কিসের সঙ্গে যুক্ত?

(a) গােধরা কাণ্ড (b) সিঙ্গুর কাণ্ড (c) পার্বত্য জেলাগুলির উন্নয়ন (d) রেল দুর্ঘটনা-সংক্রান্ত

60. শব্দের বেগ কার ভেতরে সর্বাধিক?

(a) জল (b) বায়ু (c) ইস্পাত (d) শূন্যমাধ্যম

61. জল ও অ্যালকোহলের মিশ্রণকে কিসের সাহায্যে পৃথক করা হয়?

(a) ডিস্টিলেশন (b) ফিল্টারেশন (c) সাব্লিমিশন (d) ক্রোমােটোগ্রাফি

62.বিশ্ব খাদ্যদিবস' কোন দিনটিকে বলা হয়?

(a) ১২ অক্টোবর (b) ১৪ অক্টোবর (c) ১৫ অক্টোবর (d) ১৬ অক্টোবর

63. টিবি কিসের অসুখ?

(a) চামড়া (b) ফুসফুস (c) রক্ত (d) হৃদযন্ত্র

64. ইউরিয়া কীভাবে তৈরি হয় ?

(a) অ্যাস্টোমাইড এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণে (b) ক্লোরিন ও জলের মিশ্রণে

(c) অ্যামােনিয়া ও কার্বন-ডাই-অক্সাইডের মিশ্রণে (d) এগুলির কোনওটিই নয়

65. মায়ােপিয়ার প্রতিরােধ করা যায় কী ব্যবহার করে ?

(a) সমতল লেন্স (b) কনডেস্ক কনকেভ লেন্স(c) প্লেনােকনডেক্স লেন্স (d) উত্তল লেডেস্ক

66. নীচের কোনটি ভাইরাসঘটিত রােগ নয়?

(a) জলবসন্ত (b) টিটেনাস (c) হাম (d) ইনফ্লুয়েঞ্জা

67. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্বরাজ্য দলের নেতা ছিলেন না?

(a) লালা লাজপত রায় (b) মতিলাল নেহরু (c) চিত্তরঞ্জন দাশ (d) রাজা সি গােপালাচারী

68. নিম্নোক্ত কোন ব্যাধিটি জিনের সঙ্গে সম্পর্কযুক্ত?

(a) এইডস (b) বর্ণান্ধতা (c) মৃগীরােগ (d) লিউকোমিয়া

69. লবণাক্ত সাগর' কাকে বলে?

(a) আরবসাগর (b) ভূমধ্যসাগর (c) লােহিতসাগর (d) মৃতসাগর বা ডেড সি

70. বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?

(a) অসম (b) পাঞ্জাব (c) গুজরাট (d) উত্তরপ্রদেশ

71. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক কে ?

(a) সি ভি রমন (b) মৌলানা আবুল কালাম আজাদ) ডঃ সর্বপল্লি রাধাকৃষান (d)

দাদাভাই নৌরজি

72. NABARD-এর প্রাথমিক ভূমিকা হল:

(a) রাজ্য সমবায় ব্যাঙ্কগুলিকে খেপে খেপে ঋণদান (b) পুঁজিদানের ক্ষেত্রে অংশগ্রহণ।

করতে রাজ্য সরকারগুলিকে সহায়তা দান (C) পুনর্বার অর্থদানের সংস্থা হিসেবে

কাজ করা (d) কৃষি ও গ্রামীণ উন্নতিতে অর্থসাহায্য করা।

73. ‘খিলাফত' শব্দের অর্থ কী?

(a) উত্তরাধিকারী (b) বিচারক (c) প্রতিষ্ঠাতা (d) প্রবর্তক

74. পণ্ডিত রবিশঙ্করের নাম নীচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?

(a) সরােদ (b) সেতার (c) বেহালা (d) বীণা

75. 'লেপচা’ উপজাতির বাস কোন রাজ্যে ?

(a) মেঘালয় (b) বিহার (c) মণিপুর (d) সিকিম

76. পালযুগে কোন ধর্মের বিকাশ ঘটে ?

(a) জৈন (b) শিখ (c) বৌদ্ধ (d) খ্রিস্টীয়

77. মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম:

(a) নদীদ্বীপ (b) সমভূমি অঞ্চল (c) মালভূমি অঞ্চল (d) এর কোনওটিই নয়

78. সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম কী?

(a) রুপাে (b) সােডিয়াম (c) তামা (d) সােনা

79. নােবেল পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয় ?

(a) ম্যানিলা (b) স্টকহােম (c) জেনিভা (d) নিউইয়র্ক

80. ভারতে বিদ্যুৎ স্টেশন সর্বপ্রথম কোথায় স্থাপিত হয় ?

(a) দিল্লি (b) জম্মু (c) নাগপুর (d) দার্জিলিং

.


                                        উত্তর পত্র

1.(A)

2.(B)

3.(B)

4.(C)

5.(A)

6.(C)

7.(C)

8.(D)

9.(D)

10.(D)

11.(B)

12.(A)

13.(C)

14.(A)

15.(C)

16.(A)

17.(C)

18.(C)

19.(C)

20.(A)

21.(A)

22.(A)

23.(B)

24.(B)

25.(D)

26.(C)

27.(B)

28.(D)

29.(C)

30.(A)

31.(B)

32.(B)

33.(A)

34.(A)

35.(C)

36.(A)

37.(A)

38.(A)

39.(A)

40.(A)

41.(C)

42.(B)

43.(A)

44.(B)

45.(C)

46.(B)

47.(A)

48.(B)

49.(B)

50.(B)

51.(A)

52.(D)

53.(A)

54.(C)

55.(A)

56.(C)

57.(C)

58.(D)

59.(C)

60.(C)

61.(A)

62.(D)

63.(B)

64.(C)

65.(D)

66.(B)

67.(D)

68.(B)

69.(D)

70.(B)

71.(C)

72.(D)

73.(A)

74.(B)

75.(D)

76.(C)

77.(A)

78.(B )

79.(B)

80.(D)


বিঃদ্র-পরবর্তী সময়ে এই PDF file টি আপলোড করা হবে ।

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


No comments:

Post a Comment