![]() |
ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর G.K |
আপনাদের কাছে আজ শেয়ার করছি ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে উপযোগী ।
আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।
ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
০১। কালিদাস কার সভাকবি ছিলেন?
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত০২। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর : মুর্শিদকুলি খাঁ
০৩। মেঘদুত কাব্যগ্রন্থের এর রচয়িতা কে?
উত্তর : কালিদাস
০৪। পল্লব বংশের শ্রেষ্ট রাজা কে?
উত্তর : প্রথম নরসিংহ বর্মন
০৫।সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : শিমুক
০৬।পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর : ১৫৫৬ খ্রিস্টাব্দে
০৭।ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?
উত্তরঃ গান্ধিজী
০৮।শকাব্দ
গণনা কে প্রচলন করেন?
উত্তরঃ কনিষ্ক
০৯।নৌ বিদ্রোহ কত সালে হয়?
উত্তর : ১৯৪৬ সালে
১০। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিম্বিসার
১১।মাষ্টারদা নামে কে পরিচিত?
উত্তর : সূর্য সেন
১২।ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?
উত্তর :নেতাজি সুভাষচন্দ্র বসু
১৩।গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?
উত্তর : ১৯৩১ সালে
১৪। মেঘলযুগের তাম্রমুদ্রার নাম কি ছিল ?
উত্তর: দাম
১৫।প্রিয়দর্শীকা কে লিখেন?
উত্তর:হর্ষবর্ধন
১৬। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উওর:- মঙ্গল পান্ডে
১৭।চতুরাশ্রমপ্রথার প্রথম আশ্রমের নাম কি ?
উওর:-ব্রহ্মচর্য
১৮ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় কত সালে?
উওর ঃ১৮০০ সালে
১৯। পুরন্দরের চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উওর: ইংরেজ ও মারাঠাদের মধ্যে
২০।পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উওর: দেবপাল
২১।কে ডাক দিয়েছিলেন --করেঙ্গে ইয়া মরেঙ্গে?
উত্তর :-গান্ধীজি
২২।মার্শাল টিটো কে ছিলেন?
উত্তর :-যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপতি
২৩।চৌ-এন-লাই কে ছিলেন?
উত্তর :-চিনের প্রধানমন্ত্রী
২৪।জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্টিত হয়?
উত্তর :-১৯৬১খ্রি: বেলগ্রেডে
২৫।ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক কাকে বলা হয়?
উত্তর :-ড: হো-চি-মিন-কে
২৬।ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন?
উত্তর :-ড: হো-চি-মিন
২৭।ট্রুম্যান কে ছিলেন?
উত্তর :-মার্কিন প্রেসিডেন্ট
২৮।দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে জয়লাভ করেছিল?
উত্তর :-মিত্রশক্তি
২৯।জাতিসংঘ কবে গড়ে উঠে?
উত্তর :-১৯১৯খ্রিস্টাব্দের ২৮এপ্রিল
৩০।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়?
উত্তর :-১৯৩৯খ্রিস্টাব্দের ১সেপ্টেম্বর
৩১।দ্বিজাতিতত্বের উদ্ভাবক কে ছিলেন?
উত্তর :-স্যার সৈয়দ আহমেদ খান
৩২।কাদম্বরী কার রচনা?
উত্তর :-বানভট্ট
৩৩।বুদ্ধচরিত কার রচনা?
উত্তর :-অশ্বঘোষ
৩৪।আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর :-বেদ
৩৫।হুমায়ন নামা কার রচনা?
উত্তর :-গুলবদন বেগম
৩৬।গৌতম বুদ্ধএর বাবার নাম কি?
উত্তর :-শুদ্ধোধন
৩৭।সন্ধ্যা পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর :-ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৩৮।বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়?
উত্তর :-১৯০৫খ্রিস্টাব্দের ১৬অক্টোবর
৩৯।বেঙ্গল কেমিক্যাল কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উত্তর :-আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে
৪০।বেঙ্গল কেমিক্যাল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
:-১৯০১ সালে
৪১।বন্দোমাতরম্ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :-
অরবিন্দ ঘোষ
৪২।যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ব নাম কী ছিল?
উত্তর :-বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
৪৩।আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী কে ছিলেন?
উত্তর :-দেশ বন্ধু চিত্তরঞ্জন দাশ
৪৪।নীল দর্পণ কে ইংরেজি তে অনুবাদ করেন?
উত্তর :-মাইকেল মধুসূদন দত্ত
৪৫।রাষ্ট্রগুরু কাকে বলা হয়?
উত্তর :সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় কে
৪৬।কংগ্রেসের আদি পর্বের নেতারা কী নামে পরিচিত?
উত্তর :-নরমপন্থি
৪৭।শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কে?
উত্তর :-স্বামী বিবেকানন্দ
৪৮।বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস টির নাম কী?
উত্তর:-দুর্গেশনন্দিনী
৪৯।বন্দেমাতরম ধ্বনি কোন উপন্যাসে রয়েছে?
উত্তর :-আনন্দ মঠ উপন্যাসে
৫০।নীলদর্পন কার রচনা?
উত্তর :-দীনবন্ধু মিত্র
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
➤ এছাড়াও আমাদের whatapp Group এ Link কে ক্লিক করে Join হয়ে যান ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment