Breaking



Saturday, February 6, 2021

ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ( জি.কে) Modern Indian History Gk in Bengali

ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর G.K
নমস্কার বন্ধুরা, 
আপনাদের কাছে আজ শেয়ার করছি
 ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে উপযোগী ।

 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।

                   ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

০১   কালিদাস কার সভাকবি ছিলেন?

উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত

০২    বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তর : মুর্শিদকুলি খাঁ

০৩।  মেঘদুত কাব্যগ্রন্থের এর রচয়িতা কে?

উত্তর : কালিদাস

০৪ পল্লব বংশের শ্রেষ্ট রাজা কে?

উত্তর : প্রথম নরসিংহ বর্মন

০৫সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : শিমুক

 ০৬পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর : ১৫৫৬ খ্রিস্টাব্দে

০৭ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?

উত্তরঃ গান্ধিজী

০৮শকাব্দ গণনা কে প্রচলন করেন?

উত্তরঃ কনিষ্ক

 ০৯নৌ বিদ্রোহ কত সালে হয়?

উত্তর : ১৯৪৬ সালে

১০ হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বিম্বিসার

১১মাষ্টারদা নামে কে পরিচিত?

উত্তর : সূর্য সেন

১২ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?

উত্তর :নেতাজি সুভাষচন্দ্র বসু

১৩।গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?

 উত্তর : ১৯৩১ সালে

১৪ মেঘলযুগের তাম্রমুদ্রার নাম কি ছিল ?

উত্তর: দাম

১৫।প্রিয়দর্শীকা কে লিখেন?

উত্তর:হর্ষবর্ধন

১৬ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? 

উওর:- মঙ্গল পান্ডে

১৭চতুরাশ্রমপ্রথার প্রথম আশ্রমের নাম কি ?

উওর:-ব্রহ্মচর্য

১৮ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় কত সালে?

উওর ঃ১৮০০ সালে

১৯ পুরন্দরের চুক্তি কাদের মধ্যে হয়েছিল?

উওর: ইংরেজ মারাঠাদের মধ্যে

২০পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন

উওর: দেবপাল

২১।কে ডাক দিয়েছিলেন --করেঙ্গে ইয়া মরেঙ্গে?

উত্তর :-গান্ধীজি

২২।মার্শাল টিটো কে ছিলেন?

উত্তর :-যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপতি

২৩।চৌ-এন-লাই কে ছিলেন?

উত্তর :-চিনের প্রধানমন্ত্রী

২৪।জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্টিত হয়?

উত্তর :-১৯৬১খ্রি: বেলগ্রেডে

২৫।ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক কাকে বলা হয়?

উত্তর :-: হো-চি-মিন-কে

২৬ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন?

উত্তর :-: হো-চি-মিন

২৭।ট্রুম্যান কে ছিলেন?

উত্তর :-মার্কিন প্রেসিডেন্ট

২৮দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে জয়লাভ করেছিল?

উত্তর :-মিত্রশক্তি

২৯।জাতিসংঘ কবে গড়ে উঠে?

উত্তর :-১৯১৯খ্রিস্টাব্দের ২৮এপ্রিল

৩০।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়?

উত্তর :-১৯৩৯খ্রিস্টাব্দের ১সেপ্টেম্বর

৩১।দ্বিজাতিতত্বের উদ্ভাবক কে ছিলেন?

উত্তর :-স্যার সৈয়দ আহমেদ খান

৩২।কাদম্বরী কার রচনা?

উত্তর :-বানভট্ট

৩৩।বুদ্ধচরিত কার রচনা?

উত্তর :-অশ্বঘোষ

৩৪।আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর :-বেদ

৩৫।হুমায়ন নামা কার রচনা?

উত্তর :-গুলবদন বেগম

৩৬।গৌতম বুদ্ধএর বাবার নাম কি?

উত্তর :-শুদ্ধোধন

৩৭।সন্ধ্যা পত্রিকা কে প্রকাশ করেন?

উত্তর :-ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৩৮।বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়?

উত্তর :-১৯০৫খ্রিস্টাব্দের ১৬অক্টোবর

৩৯।বেঙ্গল কেমিক্যাল কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :-আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে

৪০।বেঙ্গল কেমিক্যাল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :-১৯০১ সালে

৪১।বন্দোমাতরম্ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর :- অরবিন্দ ঘোষ

৪২।যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ব নাম কী ছিল?

উত্তর :-বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট

৪৩।আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী কে ছিলেন?

উত্তর :-দেশ বন্ধু চিত্তরঞ্জন দাশ

৪৪।নীল দর্পণ কে ইংরেজি তে অনুবাদ করেন?

উত্তর :-মাইকেল মধুসূদন দত্ত

৪৫।রাষ্ট্রগুরু কাকে বলা হয়?

উত্তর :সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় কে

৪৬।কংগ্রেসের আদি পর্বের নেতারা কী নামে পরিচিত?

উত্তর :-নরমপন্থি

৪৭।শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা কে?

উত্তর :-স্বামী বিবেকানন্দ

৪৮।বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস টির নাম কী?

উত্তর:-দুর্গেশনন্দিনী

৪৯।বন্দেমাতরম ধ্বনি কোন উপন্যাসে রয়েছে?

উত্তর :-আনন্দ মঠ উপন্যাসে

৫০।নীলদর্পন কার রচনা?

উত্তর :-দীনবন্ধু মিত্র

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 

➤ এছাড়াও আমাদের whatapp Group এ Link কে  ক্লিক করে Join হয়ে যান ।







No comments:

Post a Comment