ভারতের কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য [ Names of some important sanctuaries in India]
![]() |
ভারতের কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য [ Names of some important sanctuaries in India] |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি ভারতের কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য সম্পর্কে আলোচনা ।যেমন - বিভিন্ন অভয়ারণ্যের নাম , কোন রাজ্যে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ প্রাণী ও উদ্ভিদ । আশা করি তোমাদের খুব উপকৃত হবে । সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
❖ ভারতের কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য
অভয়ারণ্যের নাম |
রাজ্য |
গুরুত্বপূর্ণ
প্রাণী ও উদ্ভিদ |
১. আন্নামালাই অভয়ারণ্য |
তামিলনাড়ু |
হাতি, বাঘ, প্যান্থার,
সম্বর, স্পটেড
হরিণ, বন্য কুকুর |
২. বক্সা অভয়ারণ্য |
পশ্চিমবঙ্গ |
হাতি, বাঘ, চিতা, হরিণ, পাখি |
৩.সুলতানপুর লেক পক্ষী
অভয়ারণ্য |
হরিয়ানা |
সারস, স্পট চিল, হাঁস,সবুজ টিয়া, পাইথন। |
৪.ভাচিগাম অভয়ারণ্য |
জম্মু ও কাশ্মীর |
মাস্ক হরিণ, তুষার চিতা, কালো ভল্লুক, বাদামী ভল্লুক।
|
৫.মুদুমালাই অভয়ারণ্য |
তামিলনাড়ু |
হাতি, সম্বর, চিতল, বার্কিং হরিণ |
৬.শিকারী দেবী অভয়ারণ্য |
হিমাচল প্রদেশ |
কালো ভল্লুক, তুষার চিতা,বার্কিং হরিণ, মাস্ক হরিণ। |
৭.নাগার্জুনসাগর অভয়ারণ্য |
অন্ধ্রপ্রদেশ |
বাঘ, প্যান্থার, চিতল,নীলগাই,বন্য ভল্লুক, শিয়াল। |
৮.পেরিয়ার অভয়ারণ্য |
কেরালা |
হাতি, লেপার্ট, সম্বর,
বাইসন, ব্ল্যাক লেঙ্গুর,
হরিণ |
৯.চিল্কা হ্রদ পক্ষী অভয়ারণ্য |
ওড়িশা |
বাঘ, প্যান্থার, গন্ডার, বন্য মহিষ, সম্বর। |
১০.মানস অভয়ারণ্য |
আসাম |
গন্ডার, হাতি, বাঘ, চিতা, বন্য মহিষ। |
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।