ভৌত বিজ্ঞান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ Physical Science Model questions in Bengali for all competitive Exam SSC- CGL, RRB NTPC ect]
![]() |
ভৌত বিজ্ঞান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ Physical Science Model questions in Bengali for all competitive Exam SSC- CGL, RRB NTPC ect] |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি ভৌত বিজ্ঞান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
ভৌত বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর
1.C.G.S পদ্ধতিতে তাপের একক হল - ক্যালরি
2.F.P.Sপদ্ধতিতে তাপের একক হল - ব্রিটিশ থার্মাল ইউনিট
3.যেসব রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাদের ভেক্টর রাশি বলে ।
4.পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে । যেমন দৈর্ঘ্য , প্রস্থ , আয়তন , ওজন, বেগ ।
5.ভৌত রাশি দুই রকম - স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ।
6.যেসব রাশি কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে । যেমন তাপমাত্রা , ভর , সময় , দৈর্ঘ্য ,আয়তন প্রভৃতি ।
7.দৈর্ঘ্য , ভর ,সময় ভিন্ন অন্যান্য যে সব রাশির একক এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠন করা যায় , তাদের লব্ধ একক বলে । যেমন - আয়তন, ঘনত্ব , বৃদ্ধি ।
8.সি.জি.এস পদ্ধতিতে কোন বস্তুর আয়তনের একক - ঘন সেমি ।
9.সি.জি.এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক -সেন্টিমিটার ।
10.এফ. পি. এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল - ফুট ।
11.এম .কে .এস পদ্ধতিতে ভরের একক -কিলোগ্রাম ।
12.এম কে এস পদ্ধতিতে সময়ের একক -সেকেন্ড ।
13.এফ. পি .এস পদ্ধতিতে ভরের একক -পাউন্ড ।
14.পদার্থের তিন রকম অবস্থা আছে - i) কঠিন অবস্থা ii)তরল অবস্থা iii)গ্যাসীয় অবস্থা ।
15. ইন্দ্রিয় গ্রাহ্য যেসব বস্তুর ওজন আছে তাকে পদার্থ বলে । যেমন -টেবিল, চেয়ার , কাগজ প্রভৃতি ।
16.পৃথিবী 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্রতলের অভিকর্ষজ ত্বরণের মানকেই G এর প্রমাণ মান ধরা হয়।
17.সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভরের পরিমাপ করা হয় ।
18.তুলাদন্ডর মাঝখানে লম্বভাবে যুক্ত যে সরু কাটা (P) রয়েছে তাকে সূচক বলে ।
19.কোন গতিশীল বস্তুর স্থির অবস্থা আসার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তাকে বস্তুর গতিশক্তি বলে ।
20.যান্ত্রিক শক্তির দুই প্রকার যথা- স্থিতিশক্তি ও গতিশক্তি ।
21.ম্যাগনেসিয়ামের তার বায়ুতে জ্বললে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় ।
22.মেঝে থেকে হাতুড়ি তুললে হাতুড়িতে স্থিতি শক্তি সঞ্চিত হবে ।
23.কঠিন , তরল ও গ্যাসীয় পদার্থের একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় পরিবর্তনকে অবস্থার পরিবর্তন বলে।
24.কপূর , নিশাদল ও আয়োডিন প্রভৃতি কঠিন পদার্থের তাপ প্রয়োগ করলে পদার্থ গুলি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় ।
25.তাপ প্রয়োগের ফলে কোন কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে গলন বলে ।
26. 0° C তাপমাত্রায় বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত হয়।
27.প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে কোন তরল পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিনে পরিণত হয় তাকে ওই পদার্থে হিমাঙ্ক বলে । যেমন জলের হিমাঙ্ক 0° C .
28.প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে কোন কঠিন পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় তরলে পরিণত হয় তাকে ওই পদার্থে গলনাঙ্ক বলে । যেমন- যেমন বরফের গলনাঙ্ক 0° C (সেলসিয়াস ) , ন্যাপথলিনের গলনাঙ্ক 80° C (সেলসিয়াস) এবং সীসার গলনাঙ্ক 327° C (সেলসিয়াস )।
29. অকেলাসিত পদার্থের কোন নির্দিষ্ট হিমাঙ্ক ও গলনাঙ্ক পাওয়া যায় না ।
30.কঠিন পদার্থে অপদ্রব্য মেশানো থাকলে ঐ মিশ্রিত পদার্থের গলনাঙ্ক ও বিশুদ্ধ পদার্থের স্বাভাবিক কলঙ্ক থেকে কম হয় ।
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।