Breaking



Showing posts with label Physical Science. Show all posts
Showing posts with label Physical Science. Show all posts

Thursday, February 11, 2021

February 11, 2021

ভৌত বিজ্ঞান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ Physical Science Model questions in Bengali for all competitive Exam SSC- CGL, RRB NTPC ect]

ভৌত বিজ্ঞান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ Physical Science Model questions in Bengali for all competitive Exam SSC- CGL, RRB NTPC , TET ect]
ভৌত বিজ্ঞান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ Physical Science Model questions in Bengali for all competitive Exam SSC- CGL, RRB NTPC ect]


নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি ভৌত বিজ্ঞান বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।


আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।

ভৌত বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর

 1.C.G.S পদ্ধতিতে তাপের একক হল - ক্যালরি

2.F.P.Sপদ্ধতিতে তাপের একক হল - ব্রিটিশ থার্মাল ইউনিট

3.যেসব রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাদের ভেক্টর রাশি বলে ।

4.পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে । যেমন দৈর্ঘ্য ,  প্রস্থ , আয়তন , ওজন,  বেগ ।

5.ভৌত রাশি দুই রকম  - স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ।

6.যেসব রাশি কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে । যেমন তাপমাত্রা ,  ভর  , সময় , দৈর্ঘ্য ,আয়তন প্রভৃতি ।

7.দৈর্ঘ্য ,  ভর ,সময়  ভিন্ন অন্যান্য যে সব রাশির একক এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে গঠন করা যায় , তাদের লব্ধ একক বলে । যেমন - আয়তন,  ঘনত্ব , বৃদ্ধি ।

8.সি.জি.এস পদ্ধতিতে কোন বস্তুর আয়তনের একক - ঘন সেমি ।

9.সি.জি.এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক -সেন্টিমিটার ।

10.এফ. পি. এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল - ফুট ।

11.এম .কে .এস পদ্ধতিতে ভরের একক -কিলোগ্রাম ।

12.এম কে এস পদ্ধতিতে সময়ের একক  -সেকেন্ড ।

13.এফ. পি .এস পদ্ধতিতে ভরের একক -পাউন্ড ।

14.পদার্থের তিন রকম অবস্থা আছে - i) কঠিন অবস্থা ii)তরল অবস্থা iii)গ্যাসীয় অবস্থা ।

15. ইন্দ্রিয় গ্রাহ্য যেসব বস্তুর ওজন আছে তাকে পদার্থ বলে । যেমন -টেবিল, চেয়ার , কাগজ প্রভৃতি ।

16.পৃথিবী 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্রতলের অভিকর্ষজ ত্বরণের মানকেই G এর প্রমাণ মান ধরা হয়।

17.সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভরের পরিমাপ করা হয় ।

18.তুলাদন্ডর মাঝখানে লম্বভাবে যুক্ত যে সরু কাটা (P) রয়েছে তাকে সূচক বলে ।

19.কোন গতিশীল বস্তুর স্থির অবস্থা আসার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তাকে বস্তুর গতিশক্তি বলে ।

20.যান্ত্রিক শক্তির দুই প্রকার যথা- স্থিতিশক্তি ও গতিশক্তি ।

21.ম্যাগনেসিয়ামের তার বায়ুতে জ্বললে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় ।

22.মেঝে থেকে হাতুড়ি তুললে হাতুড়িতে স্থিতি শক্তি সঞ্চিত হবে ।

23.কঠিন , তরল ও গ্যাসীয় পদার্থের একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় পরিবর্তনকে অবস্থার পরিবর্তন বলে।

24.কপূর ,  নিশাদল ও আয়োডিন প্রভৃতি কঠিন পদার্থের তাপ প্রয়োগ করলে পদার্থ গুলি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় ।

25.তাপ প্রয়োগের ফলে কোন কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে গলন বলে ।

26. 0° C তাপমাত্রায় বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত হয়।

27.প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে কোন তরল পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিনে পরিণত হয় তাকে ওই পদার্থে হিমাঙ্ক বলে । যেমন জলের হিমাঙ্ক 0° C .

28.প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে কোন কঠিন পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় তরলে পরিণত হয় তাকে ওই পদার্থে গলনাঙ্ক বলে । যেমন-   যেমন বরফের গলনাঙ্ক 0° C  (সেলসিয়াস ) , ন্যাপথলিনের গলনাঙ্ক 80° C  (সেলসিয়াস) এবং সীসার গলনাঙ্ক 327° C (সেলসিয়াস )।

29. অকেলাসিত পদার্থের কোন নির্দিষ্ট হিমাঙ্ক ও গলনাঙ্ক পাওয়া যায় না ।

30.কঠিন পদার্থে অপদ্রব্য মেশানো থাকলে ঐ মিশ্রিত পদার্থের গলনাঙ্ক ও বিশুদ্ধ পদার্থের স্বাভাবিক কলঙ্ক থেকে কম হয় ।


বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য