গণিতের প্র্যাকটিস সেট -০১ [ Mathematics Practice Set for all Competitive exam PDF ]
![]() |
গণিতের প্র্যাকটিস সেট -০১ [ Mathematics Practice Set for all Competitive exam PDF ] |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি গণিতের প্র্যাকটিস সেট থেকে কয়েকটি বাছায় করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( PDF) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE, CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect
আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।
গণিতের প্র্যাকটিস সেট -০১
কয়েকটি নমুনা
❒ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 2 বছরে 2,240 টাকা এবং 5 বছরে 2,600 টাকায় পরিণত হয়। এই অর্থের পরিমাণ কত?
(a) 2.120 (b) 1.800 (c) 2.000 (d) 2,060
❒ 8 জন লোেক যদি 80 হেক্টর জমি 24 দিনে চাষ করতে পারে, তাহলে 36 জন লােক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে?
(a) 450 হেক্টর (b) 350 হেক্টর (c) 250 হেক্টর (d) 150 হেক্টর
❒ একই দিনে একই সময়ে দুজন সাইকেল আরােহী যথাক্রমে হাওড়া ও আসানসােল থেকে পরস্পরের দিকে এগিয়ে চলেছে। তাদের গতিবেগ ঘণ্টায় যথাক্রমে 8 কিলােমিটার ও 10 কিলােমিটার। হাওড়া ও আসানসােলের দূরত্ব যদি 200 কিলােমিটার হয় তবে 7 ঘণ্টা পর তাদের মধ্যে দূরত্ব কত থাকবে?
(a) 90 (b) 74 (c) 85 (d) 105
❒ একজন বিক্রেতা 400টি আমের ক্রয়মূল্যে 320টি আম বিক্রয় করলেন। তাঁর লাভের হার কত?
(a) 25% (b) 30% (c) 20% (d) 35%
❒ 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 40 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত?
(a) 16.5 কিলোমিটার (b) 19.8 কিলােমিটার (c) 13 কিলােমিটার (d) 18 কিলােমিটার
❒ কোনও শ্রেণীর 30 জন ছাত্রের গড় বয়স 12 বছর। এদের কোনও 5 জন ছাত্রের গড় বয়স 10 বছর হলে এবং অন্য 5 জনের গড় বয়স 14 বছর হলে, বাকি 20 জনের গড় বয়স কত?
(a) 12 (b) 10 (c) 8 (d) 4
❒ একটি দৌড় প্রতিযােগিতায় রীতা ও মিতা মিনিটে যথাক্রমে 140 মিটার ও 145 মিটার বেগে ছুটেছিল। 580 মিটার দৌড় প্রতিযােগিতায় কে, কত মিটারে বিজয়ী হয়েছিল?
(a) 30 (b) 25 (c) 20 (d) 35
❒ একজন ব্যবসায়ী 2.90 টাকা দরে 15 কিলােগ্রাম, 3.10 টাকা দরে 12 কিলােগ্রাম এবং 3.48 টাকা দরে 7 কিলােগ্রাম চাল ক্রয় করেন। এতে তার কিলােগ্রাম প্রতি কত টাকা ক্রয়মূল্য পড়ে?
(a) 2.50 (b) 3.09 (c) 4.20 (d) 2.25
❒ একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় সমানুপাতিটি 18 ও 32 হলে,মধ্যসমানুপাতিটি কত হবে?
(a) 6 (b) 12 (c) 31 (d) 24
❒ যদি A: B = 6: 7 এবং BC= 4: 9 হয়, তাহলে A: B : C কত হবে?
(a) 48: 56 : 63 (b) 56 : 48 : 63 (c) 53:56 : 48 (d) 20 : 48: 63
❒ একজন ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর ক্রেতাকে 5% কমিশন দেয়। যদি দ্রব্যটির ক্রয়মূল্য 712.50 টাকা হয় তবে 33 1/3% লাভ করতে হলে ধার্যমূল্য কত ঠিক করতে হবে ?
(a) 2,000 (b) 1.500 (c) 1,000 (d) 750
❒ কোনও শ্রেণীতে ছাত্রদের গড় বয়স ওই শ্রেণীর ছাত্রীদের সংখ্যার দ্বিগুণ। ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত 5 :1 হলে এবং ছাত্রছাত্রীদের মােট সংখ্যা 36 হলে,ছাত্রদের সকলের বয়সের সমষ্টি কত?
(a) 420 (b) 360 (c) 196 (d) 490
❒ ৪৪ দ্বারা পুরােপুরি বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কী?
(a) 9988 (b) 9768 (c) 9994 (d) 8888
❒ একটি জলাধারে দুটি পাইপ যুক্ত। একটি পাইপ জলাধারটিকে 10 মিনিটে পূর্ণ করতে পারে, অপর পাইপটি 15 মিনিটে খালি করতে পারে। প্রাথমিক অবস্থায় জলাধারটির 3/5 অংশ পূর্ণ থাকলে বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
(a) 10 মিনিট (b) 12 মিনিট (c) 15 মিনিট (d) 18 মিনিট
❒ শ্যামল একটি সাইকেল কিনেছে 1,800 টাকা দিয়ে, সে সেটি 10% লােকসানে বিক্রি করেছে। সাইকেলটির বিক্রয়মূল্য কত ?
(a) 1,500 টাকা (b) 2,000 টাকা (c) 1,620 টাকা (d) 1,400 টাকা
❒ এক ব্যক্তি 600 মিটার পথ 5 মিনিটে অতিক্রম করেন। প্রতি ঘন্টায় তার গতিবেগ কত ?
(a) 3 .6 (b) 7. 2 (c) 8.4 (d) 10
❒ কোনও বৃত্তের ব্যাসার্ধ 40 শতাংশ হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত শতাংশ হ্রস পায় ?
(a) 25% (b) 50% (c) 64% (d) 100%
Language : Bengali
Size : 1 MB
No. of Pages : 1
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
সাধারণ জ্ঞান | |
পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্র্যাকটিস সেট |