![]() |
ভারতের সংবিধান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Indian Polity and Constitution MCQ PDF |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি ভারতের সংবিধান থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
◆ সংবিধানের ১৯ নং ধারায় কয়টি অধিকার স্বীকৃত ?
উত্তর : ৬ টি
◆ ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় স্বীকৃত
উত্তর : ২৫-২৮ নম্বর ধারায়।
◆ বর্তমানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা কত ?
উত্তর : ১৮ টি
◆পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্য রাজ ভাষা কি ?
উত্তর : নেপালী
◆ সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের রায়,ডিক্রি বা নির্দেশ কোন ভাষায় লেখা হয় ?
উত্তর : ইংরাজী
◆ ভারতের প্রথম কবে ভাষা কমিশন গঠিত হয় ?
উত্তর : ১৯৫৫ সালে
◆ কার সভাপতিত্বে ভাষা কমিশন গঠিত হয় ?
উত্তর : বি.জি, খারের সভাপতিত্বে
◆ ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে ভাষা সংক্রান্ত ব্যবস্থাদি আলোচিত হয়েছে ?
উত্তর : অষ্টম তফসিলে
◆ আর্থিক জরুরী অবস্থা জারি হয়েছে –
উত্তর :১ বারও না
◆ রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট পদ্ধতির কথা বলা হয়েছে কত নম্বর ধারায়?
উত্তর : ৬১ নম্বর ধারা।
◆ সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার উল্লেখ আছে ?
উত্তর : ৩ ধরনের
◆ আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি হয়েছে ।
উত্তর : ৩ বার
◆ জাতীয় জরুরী অবস্থার কথা বলা হয় কত নম্বর ধারায় –
উত্তর : ৩৫২ নম্বর ধারায়
◆ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?
উত্তর : ৫ বছর
◆ রাষ্ট্রপতির মৃত্যু ঘটলে তাঁর দায়ভার কাকে নিতে হয়
উত্তর : উপরাষ্ট্রপতি
◆ রাজ্যসভার চেয়ারম্যান কে কী বলা হয়?
উত্তর : উপরাষ্ট্রপতি
◆ সর্বপ্রথম জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছিল -
উত্তর : ১৯৬৫ সালে
◆ যেকোন ব্যাক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য?
উত্তর : ৬ মাস
◆ রাজ্যসভার সর্বোচ্চ সদস্যের সংখ্যা কত জন -
উত্তর : ২৫০ জন
◆ রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন-
উত্তর : ৬ বছরের জন্য
◆ কে লোকসভা ও রাজ্যসভায় যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন -
উত্তর : উপরাষ্ট্রপতি
◆ কোন অর্থবিল বিল শুধুমাত্র কোন কক্ষে উপস্থাপন করা হয় ?
উত্তর : লোকসভায়
◆ লোকসভার সর্বপ্রথম স্পীকার নির্বাচিত ছিলেন -
উত্তর : জি ভি মাভালাঙ্কার
◆ লোকসভার অধিবেশন পরিচালনার দায়ভার থাকে কার উপর -
উত্তর : লোকসভার স্পীকার
◆ সুপীমকোর্টের বিচারপতিগন কত বছর পর্যন্ত পদে বহাল থাকেন -
উত্তর : ৬৫ বছর
◆কে রাজ্যের কার্য নির্বাহকএর প্রধান দায়ভার গ্রহণ করেন-
উত্তর : রাজ্যপাল
◆ রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার নিকট দায়বদ্ধ থাকেন ?
উত্তর : রাষ্ট্রপতি
◆ ভারতের প্রকৃত শাসক কে ?
উত্তর : প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ
◆ সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে কত নম্বর ধারায় -
উত্তর : ৩৬৮ নম্বর ধারা
◆ জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর কোন বছর -
উত্তর : ১৯৫৭ সালের ২৬ জানুয়ারী
◆ কাশ্মীর চুক্তি যে সালে হয়েছিল –
উত্তর : ১৯৭৫ সালে
◆ ৩৭০ নম্বর ধারা প্রযোজ্য হয় কোথায় -
উত্তর : জম্মু ও কাশ্মীরে
◆ জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় কোন সালের কোন দিন -
উত্তর : ১৯৪৭ সালের ২৬ অক্টেবর
◆ ভারতের নির্বাচন ব্যাবস্থা মূলত কোন দেশের অনুকরণে তৈরি -
উত্তর : ব্রিটেন
◆ পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নিধারন ঠিক করেন -
উত্তর : রাজ্য সরকার
◆ ভারতের প্রথম প্রধান বিচারপতি পদে বহাল ছিলেন -
উত্তর : হিরালাল জে কানিয়া
◆ ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন -
উত্তর : গভর্নর জেনারেল
◆ যে রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয় -
উত্তর : পাঞ্জাব
◆ কোন বছর প্রথম লোকসভা নির্বাচন হয় -
উত্তর : ১৯৫২ সালে
◆ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কোন বছর -
উত্তর : ১৯৬৪ সালে।
◆ "Right to Information Act "প্রথম চালু হয়-
উত্তর : ১৯৬৪ সালে।
◆ ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন
উত্তর : সচ্চিদানন্দ সিংহ
◆ ভারতের নামসর্বস্ব শাসক কে ?
উত্তর : রাষ্ট্রপতি
◆ রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বয়স্ক হতে হয় ?
উত্তর : ৩৫ বছর
◆ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে কি বলা হয় ?
উত্তর : একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধমে
◆ রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক সংস্থার সদস্য কারা ?
উত্তর : পার্লামেন্ট ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত প্রতিনিধিরা
◆ রাষ্ট্রপতি নির্বাচনে কোটা’ বলতে কি বোঝায়?
উত্তর : মোট বৈধ ভোট কে দুই দিয়ে ভাগ করে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় কোটা’ বলা হয় ।
◆ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা কত ?
উত্তর : ৫ বছর
◆ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারী ভাষা সমন্ধে আলোচনা করা হয়েছে?
উত্তর : ৩৪৩ নম্বর ধারায়।
আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক করুন এবং সর্বদা আমাদের পাশে থাকুন ।
Language : Bengali
Size :0.5 MB
Number of Page : 05
Download link : Click Here to Download
|
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment