Breaking



Tuesday, February 9, 2021

ভারতের সংবিধান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Indian Polity and Constitution MCQ PDF file in Bengali (Part -1)

 

 
ভারতের সংবিধান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Indian Polity and Constitution MCQ PDF 


নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি ভারতের সংবিধান থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।


 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।


ভারতের সংবিধান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 
 

সংবিধানের ১৯ নং ধারায় কয়টি অধিকার স্বীকৃত ?
 উত্তর : ৬ টি
ধর্মীয় স্বাধীনতার অধিকার  সংবিধানের কোন ধারায় স্বীকৃত
উত্তর : ২৫-২৮ নম্বর ধারায়।
বর্তমানে স্বীকৃত আঞ্চলিক ভাষার  সংখ্যা কত ?
উত্তর : ১৮ টি
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্য রাজ ভাষা কি ?
উত্তর : নেপালী
সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের রায়,ডিক্রি বা নির্দেশ কোন ভাষায় লেখা হয় ?
 উত্তর : ইংরাজী
ভারতের প্রথম কবে ভাষা কমিশন গঠিত হয় ?
 উত্তর : ১৯৫৫ সালে
কার সভাপতিত্বে ভাষা কমিশন গঠিত হয় ?
 উত্তর : বি.জি, খারের সভাপতিত্বে
ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে ভাষা সংক্রান্ত ব্যবস্থাদি আলোচিত হয়েছে ?
 উত্তর : অষ্টম তফসিলে
আর্থিক জরুরী অবস্থা জারি  হয়েছে –
 উত্তর :১ বারও না
রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট পদ্ধতির কথা বলা হয়েছে কত নম্বর ধারায়?
 উত্তর : ৬১ নম্বর ধারা।
সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার উল্লেখ আছে ?
  উত্তর :  ৩ ধরনের
আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি হয়েছে ।
    উত্তর : ৩ বার
জাতীয় জরুরী অবস্থার কথা বলা হয় কত নম্বর ধারায় –
     উত্তর : ৩৫২ নম্বর ধারায়
রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?
     উত্তর : ৫ বছর
রাষ্ট্রপতির মৃত্যু ঘটলে তাঁর দায়ভার কাকে নিতে হয়
     উত্তর : উপরাষ্ট্রপতি
রাজ্যসভার চেয়ারম্যান কে কী বলা হয়?
    উত্তর : উপরাষ্ট্রপতি
সর্বপ্রথম জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছিল -
   উত্তর : ১৯৬৫ সালে
যেকোন ব্যাক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য?
   উত্তর : ৬ মাস
রাজ্যসভার সর্বোচ্চ সদস্যের সংখ্যা কত জন -
    উত্তর : ২৫০ জন
রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত    হন- 
   উত্তর : ৬ বছরের জন্য
কে লোকসভা ও রাজ্যসভায় যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন -
   উত্তর : উপরাষ্ট্রপতি
কোন অর্থবিল বিল শুধুমাত্র কোন কক্ষে উপস্থাপন করা হয় ?
   উত্তর : লোকসভায়
লোকসভার সর্বপ্রথম স্পীকার নির্বাচিত ছিলেন -
   উত্তর : জি ভি মাভালাঙ্কার
লোকসভার অধিবেশন পরিচালনার দায়ভার থাকে কার উপর -
উত্তর : লোকসভার স্পীকার
সুপীমকোর্টের বিচারপতিগন কত বছর পর্যন্ত পদে বহাল থাকেন -
উত্তর : ৬৫ বছর
কে রাজ্যের কার্য নির্বাহকএর প্রধান দায়ভার গ্রহণ করেন-
উত্তর : রাজ্যপাল
রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার নিকট দায়বদ্ধ  থাকেন ?
উত্তর : রাষ্ট্রপতি
ভারতের প্রকৃত শাসক কে ?
উত্তর : প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ
সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে কত নম্বর ধারায় -
উত্তর : ৩৬৮ নম্বর ধারা
জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর কোন বছর -
উত্তর : ১৯৫৭ সালের ২৬ জানুয়ারী
কাশ্মীর চুক্তি যে সালে হয়েছিল –
 উত্তর : ১৯৭৫ সালে
৩৭০ নম্বর ধারা প্রযোজ্য হয় কোথায় -
উত্তর : জম্মু ও কাশ্মীরে
জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় কোন সালের কোন দিন -
উত্তর : ১৯৪৭ সালের ২৬ অক্টেবর
ভারতের নির্বাচন ব্যাবস্থা মূলত কোন দেশের অনুকরণে তৈরি -
উত্তর : ব্রিটেন
পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নিধারন ঠিক করেন -
উত্তর : রাজ্য সরকার
ভারতের প্রথম প্রধান বিচারপতি পদে বহাল ছিলেন -
উত্তর : হিরালাল জে কানিয়া
ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন -
উত্তর : গভর্নর জেনারেল
যে রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয় -
উত্তর : পাঞ্জাব
কোন বছর প্রথম লোকসভা নির্বাচন হয় -
উত্তর : ১৯৫২ সালে
কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কোন বছর -
উত্তর : ১৯৬৪ সালে।
"Right to Information Act "প্রথম চালু হয়-
উত্তর : ১৯৬৪ সালে।
ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন
উত্তর : সচ্চিদানন্দ সিংহ
ভারতের নামসর্বস্ব শাসক কে ?
উত্তর : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বয়স্ক হতে হয় ?
উত্তর : ৩৫ বছর
রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে কি বলা হয় ?
উত্তর : একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধমে
রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক সংস্থার সদস্য কারা ?
উত্তর : পার্লামেন্ট ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত প্রতিনিধিরা
রাষ্ট্রপতি নির্বাচনে কোটা’ বলতে কি বোঝায়?
উত্তর : মোট বৈধ ভোট কে দুই দিয়ে ভাগ করে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় কোটা’ বলা হয় ।
রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা কত ?
উত্তর : ৫ বছর
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারী ভাষা সমন্ধে আলোচনা করা হয়েছে?
উত্তর : ৩৪৩ নম্বর ধারায়।


আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক করুন এবং সর্বদা আমাদের পাশে থাকুন ।  

File Details :

PDF Name : Indian Polity and constitution Gk Part -1

Language : Bengali

Size :0.5 MB

Number of Page : 05

Download link : Click Here to Download

 

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 




No comments:

Post a Comment