![]() |
| ভূগোল সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ||Geography MCQ(GK) Question With Answer key |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি ভূগোল বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
০১ . সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ (Elegant Planet ) হল –
ক) বৃহস্পতি খ) পৃথিবী গ) মঙ্গল ঘ) শনি
০২.The Nova Theory উদ্ভাবন করেন-
ক) এ. সি. ব্যানার্জি খ) হােয়েল এবং লিটন গ)হােমস্ আফরেন ঘ)অটোবামিড
০৩.সৌর জগতের সমস্ত গ্রহের মােট কৌণিক ভরবেগ কত?
ক) 50% খ) 98% গ) 87% ঘ) 97%
০৪. প্রথম পৃথিবীর ওজন পরিমাপ করেন-
ক) ম্যাঙ্গেলান খ) ক্যাভেনডিশ গ) এরাটোসথেনিস ঘ) বরাহমিহির
০৫.'540 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ঘােষিত হয় যে পৃথিবী গােল, সমতলবা চ্যাপ্টা নয়' ঘােষণা করেন-
ক) এরাটোসথেনিস খ) পিথাগােরাস গ) ক্যালিক আলমামুন ঘ) হেকার্টিয়াস
০৬. Big Bang কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন—
ক) স্টিফেন হকিং খ) ল্যাপলাস গ) আইনস্টাইন ঘ)ফ্রেড হােয়েল
০৭.মহাবিস্ফোরন তত্ত্ব বা Big Bang Theory-এর সর্বাধুনিক
ব্যাখাকার হলেন-
ক) স্টিফেন হকিং খ) ইম্যানুয়েল কান্ট গ) চেম্বারলিন ও জুলটন ঘ) জেফ্রি
০৮.ইউরেনাস আবর্তন করে -
ক) উত্তর থেকে দক্ষিণে খ) দক্ষিণ থেকে উত্তরে গ) পূর্ব থেকে পশ্চিমে ঘ) পশ্চিম থেকে পূর্বে
০৯. গণিতের যে শাখায় পৃথিবীর আকার, আকৃতি সংক্রান্ত
আলােচনা করা হয়, তাকে বলে-
ক) জিয়ােডেসি খ) জিয়ােলজি গ) জিয়ােগ্রাফি ঘ) কোনােটিই নয়
১০.পৃথিবীর গড় ব্যাস হল—
ক) 1220 কিমি খ) 6400 কিমি গ) 4000 কিমি ঘ)12800 কিমি
১১. পৃথিবীর গড় ব্যাসার্ধ হল—
ক) 3933 কিমি খ) 5871 কিমি গ) 6400 কিমি ঘ)6371 কিমি
১২.কে প্রথম দোলক পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন পৃথিবীর আবর্তন গতি আছে—
ক) নিউটন খ) আর্যভট্ট গ) কোপারনিকাস ঘ)ফুকো
১৩.সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় লাগে কোন গ্রহের?
ক) নেপচুনের খ) পৃথিবীর গ) বুধের ঘ) নেপচুনের
১৪.বিজ্ঞানী কোরিওলিস ‘কোরিওলিস বল' আবিষ্কার করেন—
ক) 1835 খ্রিস্টাব্দে খ) 1837 খ্রিস্টাব্দে গ) 1842 খ্রিস্টাব্দে ঘ) 1859 খ্রিস্টাব্দে
১৫.পৃথিবী থেকে সূর্যকে ছােটো দেখায়—
ক) কর্কট সংক্রান্তির দিন খ) বিষুবের দিন গ) অপসুর অবস্থানে ঘ) অনুসুর অবস্থানে
১৬.উত্তর অয়নান্ত দিবস হল-
ক) 23 সেপ্টেম্বর খ) 4 এপ্রিল গ) 21 শে জুন ঘ) 22 ডিসেম্বর
১৭. জেফ্রিক্সের সংঘর্ষ তত্ত্বে আগন্তুক তারকাটির সঙ্গী তারকার সংখ্যা ছিল—
ক) একটি খ) দুটি গ) বহু ঘ) কোনাে সঙ্গী ছিলই না
১৮.পৃথিবীর কেন্দ্ৰবহির্মুখী শক্তি সর্বাধিক হয়,অণ্ডলে-
ক) মেরুবৃত্তীয় অঞ্চলে খ) মেরু গ) ক্রান্তীয় ঘ) নিরক্ষীয়
১৯.সূর্যের উত্তরায়ণ শুরু হয়—
ক) 22 জুন খ) 22 ডিসেম্বর গ) 21 জুন ঘ) 23 ডিসেম্বর
২০.পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘােরে তাকে বলে—
ক) রবিমার্গ খ) কক্ষ গ) কক্ষপথ ঘ) ছায়াপথ
২১.কোন্ ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন সূর্য স্থির পৃথিবী ঘুরছে—
ক) ভাস্করাচার্য খ) জা রিচার গ) আযভট্ট ঘ) বরাহমিহির
২২.সম্প্রতি মহাকাশে প্রেরিত ভারতের GPS পদ্ধতির নাম হল-
ক) IRSS খ) IRSA গ)IRNSS ঘ) INSAT
২৩.চন্দ্রগ্রহণের সময় চাদের উপর পৃথিবীর ছায়াকে দেখতে লাগে—
ক) সরলাকার খ) লম্বাকার গ) বৃত্তাকার ঘ) শঙ্কুবাকার
২৪.পিথাগােরাস ছিলেন একজন -
ক) পতুর্গিজ খ) ব্রিটিশ গ) গ্রিক ঘ) দার্শনিক
২৫.USA GPS পরিষেবার জন্য মহাকাশে কয়টি উপগ্রহ স্থাপন করেছে-
ক) 20 টি খ) 21 টি গ) 24 টি ঘ) 28 টি
২৬.কোন গ্রহের আবর্তনের সময় অপেক্ষা বেশি?
ক) পৃথিবী খ) বুধ গ)শুক্র ঘ) কোনােটি নয়
২৭.কোনটি বামন গ্রহ নয়-
ক) সেরেস খ) বুধ গ) প্লটো ঘ) হাউমিয়া
২৮.সৌরজগতের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ হল-
ক) প্লটো খ) বুধ গ)পৃথিবী ঘ) শুক্র
২৯.অধিবর্ষ সালের উদাহরণ হল—
ক) 2100 খ) 2200 গ)2300 ঘ) 2400
৩০.বহিস্থ গ্রহ হল—
ক) বুধ খ) বৃহস্পতি গ) শুক্র ঘ) মাল
প্রশ্নগুলির উত্তরপত্র নিচে দেওয়া হল -
|
১.(ঘ) |
৬.(খ) |
১১.(গ) |
১৬.(গ) |
২১.(গ) |
২৬.(গ) |
|
২.(খ) |
৭.(ঘ) |
১২.(ঘ) |
১৭.(ক) |
২২.(গ) |
২৭.(খ) |
|
৩.(গ) |
৮.(খ) |
১৩.(ক) |
১৮.(ঘ) |
২৩.(গ) |
২৮.(খ) |
|
৪.(খ) |
৯.(ক) |
১৪.(ক) |
১৯.(ঘ) |
২৪.(গ) |
২৯.(ঘ) |
|
৫.(খ) |
১০.(ঘ) |
১৫.(গ) |
২০.(গ) |
২৫.(গ) |
৩০.(খ) |

No comments:
Post a Comment