ইতিহাস জিকে (History GK Part-09 )
![]() |
ইতিহাস জিকে (History GK Part-09 ) |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি ইতিহাস থেকে বাছায় করা কয়েকটি প্রশ্নোত্তর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE, CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect
প্রশ্ন : কোন্ বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হত?
উত্তর : সামবেদ
প্রশ্ন : ঋকবেদে কতগুলি স্তোত্র আছে?
উত্তর : ১০২৮
প্রশ্ন : কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা
অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : রাজা অজাতশত্রুর রাজত্বকালে ।
প্রশ্ন : বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন
উত্তর : কুশীনগর
প্রশ্ন : বুদ্ধচরিত কে রচনা করেন
উত্তর : অশ্বঘোষ
প্রশ্ন : শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায়
কোন ধর্ম বিভক্ত-
উত্তর : জৈন ধর্ম
প্রশ্ন : মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া
যায়?
উত্তর : পাক আর্যযুগে
প্রশ্ন : হর্যবর্ধনের রাজত্বকালে মহামোয়ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : প্রয়াগ।
প্রশ্ন : কার রাজত্বকালে বৌদ্ধধর্ম
রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল?
উত্তর : অশোকের
প্রশ্ন : আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী?
উত্তর : 'নিষ্ক' ও 'মনা'
প্রশ্ন : সেন বংশের সর্ব শ্রেষ্ট
নরপতি কাকে বলা হত?
উত্তর : বল্লাল সেন
প্রশ্ন : পাল বংশের শ্রেষ্ট
রাজা কে?
উত্তর : ধর্মপাল
প্রশ্ন : কার রাজত্ব কালে কৈবর্ত বিদ্রোহ হয় ?
উত্তর : দ্বিতীয় মহীপাল
প্রশ্ন : রামচরিত’কার লেখা?
উত্তর : সন্ধ্যাকর নন্দীর
প্রশ্ন : সিপাহি বিদ্রোহে বিহারের যে রাজপুত
নায়ক নেতৃত্ব দেন তিনি হলেন-
উত্তর : কুমার সিংহ
![]() |
জয়েন্ট করুন |
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।