Breaking



Showing posts with label General Science. Show all posts
Showing posts with label General Science. Show all posts

Saturday, April 3, 2021

April 03, 2021

General Science Model Question in Bengali ( Part -02) [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর ]

 

General Science Model Question in Bengali ( Part -02) [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর ]
General Science Model Question in Bengali ( Part -02) [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর ]

প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল সায়েন্স বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (PDF Part- 02) আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে   খুবই গ্রহণযোগ্য  ।


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

     জেনারেল সায়েন্স  [ পর্ব - 02]

 কয়েকটি নমুনা দেওয়া হল ঃ

০১.  লীন তাপ শব্দটি কে প্রবর্তন করেন ?

   ➩ জোসেফ ব্ল্যাক (১৭৫০ খ্রিঃ)

০২. মাপনী চোঙের সাহায্য

তরলের আয়তন নির্ণয় করা হয় ।

০৩. ভেক্টর রাশি হল-

ভরবেগ

০৪. রাইডার ব্যবহার করা হয়

সাধারন তুলাযন্ত্রে

০৫. কার্যের একক হল-

লব্ধ একক  

০৬. মাত্রাহীন ভৌত রাশি হল-

আপেক্ষিক গুরুত্ব

০৭. পদার্থ কাকে বলে ?

যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর বর্তমান ,যা কিছুটা স্থান দখল করে এবং যার জাড্য ধর্ম আছে তাকে পদার্থ বলে ।

০৮. অভিকর্ষ ত্বরণ কি ?

একক ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষ বলকে অভিকর্ষ ত্বরণ বলে।

·        অভিকর্ষ ত্বরণকে g অক্ষর দ্বারা

প্রকাশ করা হয় ।


০৯. স্প্রিংতুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয় ?

ভার ও ওজন মাপা হয়


১০. যান্ত্রিক শক্তি কি ? ইহা কয় প্রকার ?

কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলে ।

·        ইহা দুপ্রকার ক. গতি শক্তি খ. স্থিতি শক্তি


১১.  1 আলোক সেকেন্ড কাকে বলে ?


শূন্যস্থানের মধ্য দিয়ে আলো ১ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ,তাকে ১ আলোক সেকেন্ড বলে ।


১২.পৃথিবী থেকে ধ্রুবতারার দূরত্ব কোন এককে প্রকাশ করা হয় ?

আলোকবর্ষ

১৩.বৈজ্ঞানিক পরীক্ষাগারে কোন্‌ প্রকার ঘড়ি ব্যবহার করা হয়?

স্টপওয়াচ

১৪. ক্ষেত্রফল ও আয়তনের একক হল

  লব্ধ একক

১৫. একটি মাত্রাহীন ভৌত রাশির নাম হল-

আপেক্ষিক গুরুত্ব ।

১৬ ভর ,ভার ,বেগ এবং ত্বরণ এগুলির কোনটির একক মৌলিক , কোনটির একক লব্ধ?

ভরের একক মৌলিক এবং ভার ,বেগ ও ত্বরণের একক লব্ধ

১৭Milliliter কীসের একক ?

Milliliter হল তরল পদার্থের আয়তনের একক ।

১৮. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?

০ ( শূন্য)

১৯.  গলন কি ?

তাপ প্রয়োগের ফলে পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে ।

২০.গলনাঙ্ক কি ?

কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় , সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে ।

·        প্রমান বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের গলনাঙ্ককে ওই পদার্থের স্বাভাবিক

গলনাঙ্ক বলে ।

২১. হিমাঙ্ক কি ?

কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলে ।

·        প্রমান বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের হিমাঙ্ককে ওই পদার্থের স্বাভাবিক

হিমাঙ্ক  বলে ।

২২.SI পদ্ধতিতে তাপের একক হল

কেলভিন

২৩.কয়েকটি অপ্রচলিত শক্তির উৎস হল-

সৌর শক্তি ,জোয়ারভাটা , বায়ু , ভূ-তাপ,জৈব গ্যাস ।

২৪. উত্তাপ্ত একটি লোহার বলের মধ্যে কোনটি শক্তি ?

পদার্থ- লোহা , শক্তি-তাপ ।

২৫.CGS পদ্ধতিতে এবং SI তে ওজনের পরম একক কী?

CGS পদ্ধতিতে এবং SI তে ওজনের পরম একক যথাক্রমে ডাইন ও নিউটন ।

 ২৬.গলনাঙ্কের নির্ভরশীলতা কোন দুটি বিষয়ের ওপর নির্ভর করে ?

i) পদার্থের ওপর প্রযুক্ত চাপ ।

     ii) পদার্থটিতে অপদ্রব্যের উপস্থিতি

২৭.বটমলির পরীক্ষার প্রবর্তক হলেন -

জেমস থমসন বটমলি (১৮৭২ খ্রিস্টাব্দে )

২৮. বাষ্পীভবন কি ?

তরল পদার্থের বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে তরলের বাষ্পীভবন বলে ।

·        তরলের বাষ্পীভবন ২ ভাবে হোটে পারে-

ক. বাষ্পায়ান খ.স্ফুটন

২৯.বাষ্পায়ান কি ?

যে কোনো উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনকে তরলের বাষ্পায়ান বলে ।

৩০.স্ফুটন কি ?

একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনকে স্ফুটন বলে ।

৩১.তাপ প্রয়োগে গলে না এমন দুটি অক্সাইডের নাম হল ?

ক্যালশিয়াম অক্সাইড ও ম্যাগনেশিয়াম অক্সাইড ।

 

File Details :

PDF Name :    General Science Model Question in Bengali [ Part -02]

Size: 01 MB

Download link :Click Here To Downloads

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     


Sunday, March 7, 2021

March 07, 2021

General Science Model Question in Bengali ( Part -01) [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর ]

 

General Science Model Question in Bengali [ Part -01] [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর
General Science Model Question in Bengali ( Part -01) [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর

প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল সায়েন্স বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (PDF Part- 01) আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে   খুবই গ্রহণযোগ্য  ।


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

     জেনারেল সায়েন্স  [ পর্ব -০১]

  প্রশ্ন : অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?

উত্তর:লাল করে

 প্রশ্ন : লেখার চক কী দিয়ে তৈরী ?

উত্তর:ক্যালসিয়াম কার্বনেট

  প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হল-

উত্তর:সিসমোগ্রাফ।

 প্রশ্ন : ক্যালসিটোনিনএর উৎপত্তিস্থল কোথায় ?

উত্তর:অগ্ন্যাশয়ে।

 প্রশ্ন : তরুণাস্থির কোশ কোনটি?

উত্তর:কন্ট্রোসাইট।

 প্রশ্ন : উদ্ভিদ কোশে কীসের পরিমাণ সবচেয়ে বেশি থকে ?

উত্তর:শর্করা।

 প্রশ্ন : অ্যাটাকামাইট (Attacamite) কোন ধাতুর আকরিক ?

উত্তর:তামা।

 প্রশ্ন : চিনামাটি বা, ক্যাওলিন কোন ধাতুর আকরিক ?

উত্তর:অ্যালুমিনিয়াম  

 প্রশ্ন :প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে ?

উত্তর:৫ জুন

 প্রশ্ন : হাড় ও দাঁতকে মজবুত করে-

উত্তর:ক্যালসিয়াম ও ফসফরাস

 প্রশ্ন : হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?

উত্তর:আমিষ (হিম হলো লৌহ আর গ্লোবিন হলো প্রোটিন)

 প্রশ্ন : চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?-

উত্তর:পিত বিন্দু।

 প্রশ্ন : নখে কোন ধরণের প্রোটিন থাকে?

উত্তর:কেরাটিন।

 প্রশ্ন : অ্যাপেন্ডিক্স মানুষের শরীরের কোন অঙ্গের সাথে যুক্ত থাকে?

উত্তর:বৃহদ্র।

 প্রশ্ন : ফুসফুসের আবরনীকে কি বলা হয়?

উত্তর:পুরা।

 প্রশ্ন : সোডিয়াম বাই কার্বনেট কি জাতীয় লবণ?

উত্তর:আম্লিক লবণ।

 প্রশ্ন : মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ ?

উত্তর: স্নায়ুতন্ত্রের

 প্রশ্ন :কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?  

উত্তর:উট 

 প্রশ্ন :ব্রোমিন কি ?

উত্তর:এক ধরনের তরল অধাতু

 প্রশ্ন : আয়তনের একককে কি একক বলে?

উত্তর:লব্ধ

 প্রশ্ন : স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়?

উত্তর: ওজন

 প্রশ্ন : সরণের মাত্রা হল-

উত্তর: L

 প্রশ্ন :বেগের মাত্রা হল -

উত্তর: LT⁻¹

 প্রশ্ন :বস্তুর একক আয়তনের ভরকে কি বলে ?

উত্তর:ঘনত্ব

 প্রশ্ন : আলোকবর্ষ  কি একক  ?

উত্তর:মৌলিক একক

 প্রশ্ন : মন্দনের মাত্রা হল-

উত্তর: LT⁻² 

 প্রশ্ন :SIতে কোনো পদার্থের ঘনত্বের সংখ্যামান CGS পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্বের সংখ্যা মানের

উত্তর: বেশি

 প্রশ্ন : 40° C উষ্ণতায় 5cm³ জলের ভর

উত্তর:5g

 প্রশ্ন : কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?

উত্তর: ১৯৭২

 প্রশ্ন : ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি-

উত্তর:কাইটিন

 প্রশ্ন : DNA কোথায় থাকে ?

উত্তর:নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় নিউক্লিয় রেটিকুলামে

 প্রশ্ন : সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?

উত্তর:সুইফট বার্ড

 প্রশ্ন : বিলিরুবিন কোথায় থাকে?

উত্তর: প্লীহায়

 প্রশ্ন : রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে?

উত্তর:আয়রনের অভাবে।

 প্রশ্ন : মানবদেহে সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি হল-

উত্তর:থাইরয়েড গ্রন্থি।

 প্রশ্ন : তরুণাস্থির পর্দার নাম কি?

উত্তর: পেরিকন্ড্রিয়াম

 প্রশ্ন : রেচনতন্ত্রের গাঠনিক একক কি?

উত্তর:নেফ্রন

 প্রশ্ন : যকৃতের গাঠনিক একক কি ?

উত্তর:হেপাটোসাইট

 প্রশ্ন : মাংসপেশীর গাঠনিক একক কি?

উত্তর:মায়োসাইট

 প্রশ্ন : ফুসফুসের গাঠনিক একক কি?

উত্তর:এলভিওলাই

 প্রশ্ন : মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ?

উত্তর:হাইপোথ্যালামাস

 প্রশ্ন : পিত্তের বর্ণের জন্য দায়ী কি?

উত্তর:বিলিরুবিন

 প্রশ্ন : ক্যান্সারের কারন কোন জীনের সক্রিয়তা ?

উত্তর:অঙ্কোজিন।

 প্রশ্ন : ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ?

উত্তর:৬ মিটার

 প্রশ্ন : অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম ও সংকেত কি ?

উত্তর:নাইট্রিক অ্যাসিড এবং এর সংকেত হল

HNO3 |

 প্রশ্ন : একটি বায়ু দূষক গ্যাসের নাম হল-

উত্তর:সালফার ডাই-অক্সাইড ( SO₂ )

 প্রশ্ন : একটি বরধাতুর নাম -

উত্তর:প্লাটিনাম।

 প্রশ্ন : একটি জারক অ্যাসিডের নাম হল-

উত্তর:নাইট্রিক অ্যাসিড।

 প্রশ্ন : একটি অজারক অ্যাসিডের নাম হল-

উত্তর:হাইড্রোক্লোরিক অ্যাসিড।

 প্রশ্ন : অম্ল বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম হল-

উত্তর:সালফার ডাই অক্সাইড। ( SO₂ )

 প্রশ্ন : তীব্র জল শোষক অ্যাসিডটির নাম হল-

উত্তর:গাঢ় সালফিউরিক অ্যাসিড।

 প্রশ্ন : একটি নিষ্ক্রিয় মৌলের নাম হল-

উত্তর:ক্রিপটন।

 প্রশ্ন : একটি জৈব সারের নাম হল-

উত্তর:ইউরিয়া।

 প্রশ্ন : একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও

উত্তর:খাদ্যলবণ

 প্রশ্ন : মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয়?

উত্তর:HCl

 প্রশ্ন : নিউরোস্পোরা ছত্রাক কোথায় ব্যবহৃত হয়?

উত্তর:জেনেটিক্সে গবেষণাগারে, উপাদান হিসাবে।

 প্রশ্ন : ব্রোমিন কী এক ধরনের -

উত্তর: তরল অধাতু।  

 প্রশ্ন : আর্সেনিক ও অ্যান্টিমণি কী ?

উত্তর:ধাতুকল্প।

 প্রশ্ন : সোডা ওয়াটারের উপাদান কী ?

উত্তর:জল ও কার্বন-ডাই অক্সাইড।

File Details :

PDF Name :    General Science Model Question in Bengali [ Part -01]

Size: 813KB

Download link :Click Here To Downloads

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।