General Science Model Question in Bengali ( Part -02) [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর ]
![]() |
General Science Model Question in Bengali ( Part -02) [ সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর ] |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি জেনারেল সায়েন্স বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (PDF Part- 02) আশা করি তোমাদের খুব উপকৃত হবে । বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
জেনারেল সায়েন্স [ পর্ব - 02]
কয়েকটি নমুনা দেওয়া হল ঃ
০১. লীন
তাপ শব্দটি কে প্রবর্তন করেন ?
➩ জোসেফ ব্ল্যাক
(১৭৫০ খ্রিঃ)
০২. মাপনী
চোঙের সাহায্য
➩তরলের আয়তন নির্ণয় করা হয় ।
০৩. ভেক্টর রাশি হল-
➩ ভরবেগ
০৪. রাইডার ব্যবহার করা হয় –
➩ সাধারন তুলাযন্ত্রে
০৫. কার্যের একক হল-
➩ লব্ধ একক
০৬. মাত্রাহীন ভৌত রাশি হল-
➩আপেক্ষিক গুরুত্ব
০৭. পদার্থ কাকে বলে ?
➩ যা
ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর বর্তমান ,যা কিছুটা স্থান দখল করে এবং যার জাড্য ধর্ম আছে
তাকে পদার্থ বলে ।
০৮. অভিকর্ষ ত্বরণ কি ?
➩ একক ভরের বস্তুর
ওপর ক্রিয়াশীল অভিকর্ষ
বলকে অভিকর্ষ ত্বরণ বলে।
·
অভিকর্ষ ত্বরণকে ‘g’ অক্ষর দ্বারা
প্রকাশ করা হয় ।
০৯. স্প্রিংতুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয় ?
➩ ভার ও ওজন মাপা
হয়
১০. যান্ত্রিক শক্তি কি
? ইহা কয় প্রকার ?
➩কোনো বস্তুর
যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলে ।
·
ইহা দুপ্রকার – ক. গতি শক্তি খ. স্থিতি
শক্তি
১১. 1 আলোক
সেকেন্ড কাকে বলে ?
➩শূন্যস্থানের মধ্য
দিয়ে আলো ১ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ,তাকে ১ আলোক সেকেন্ড বলে ।
১২.পৃথিবী থেকে ধ্রুবতারার
দূরত্ব কোন এককে প্রকাশ করা হয় ?
➩আলোকবর্ষ
১৩.বৈজ্ঞানিক পরীক্ষাগারে কোন্ প্রকার ঘড়ি ব্যবহার করা হয়?
➩স্টপওয়াচ
১৪. ক্ষেত্রফল ও আয়তনের একক হল –
➩লব্ধ একক
১৫. একটি
মাত্রাহীন ভৌত রাশির নাম হল-
➩ আপেক্ষিক গুরুত্ব ।
১৬ ভর ,ভার ,বেগ এবং ত্বরণ – এগুলির কোনটির একক মৌলিক ,
কোনটির একক লব্ধ?
➩ ভরের
একক মৌলিক এবং ভার ,বেগ ও ত্বরণের একক লব্ধ
১৭. Milliliter কীসের একক ?
➩ Milliliter হল তরল পদার্থের আয়তনের একক ।
১৮. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
➩ ০ (
শূন্য)
১৯. গলন কি ?
➩ তাপ
প্রয়োগের ফলে পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে ।
২০.গলনাঙ্ক কি ?
➩ কোনো
নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় , সেই
উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে ।
·
প্রমান বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের
গলনাঙ্ককে ওই পদার্থের স্বাভাবিক
গলনাঙ্ক বলে ।
২১. হিমাঙ্ক কি ?
➩কোনো
নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই
পদার্থের হিমাঙ্ক বলে ।
·
প্রমান বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের
হিমাঙ্ককে ওই পদার্থের স্বাভাবিক
হিমাঙ্ক বলে ।
২২.SI পদ্ধতিতে তাপের একক হল –
➩
কেলভিন
২৩.কয়েকটি অপ্রচলিত শক্তির উৎস হল-
➩ সৌর
শক্তি ,জোয়ারভাটা , বায়ু , ভূ-তাপ,জৈব গ্যাস ।
২৪. উত্তাপ্ত একটি লোহার বলের মধ্যে কোনটি শক্তি ?
➩
পদার্থ- লোহা , শক্তি-তাপ ।
২৫.CGS পদ্ধতিতে এবং SI তে ওজনের পরম একক কী?
➩ CGS পদ্ধতিতে এবং SI তে ওজনের পরম একক যথাক্রমে ডাইন ও নিউটন ।
২৬.গলনাঙ্কের নির্ভরশীলতা কোন দুটি বিষয়ের ওপর নির্ভর
করে ?
➩ i) পদার্থের ওপর প্রযুক্ত চাপ ।
ii) পদার্থটিতে অপদ্রব্যের উপস্থিতি ।
২৭.বটমলির পরীক্ষার প্রবর্তক হলেন -
➩ জেমস
থমসন বটমলি (১৮৭২ খ্রিস্টাব্দে )
২৮. বাষ্পীভবন কি ?
➩তরল
পদার্থের বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে তরলের বাষ্পীভবন বলে ।
·
তরলের বাষ্পীভবন ২ ভাবে হোটে পারে-
ক. বাষ্পায়ান খ.স্ফুটন
২৯.বাষ্পায়ান কি ?
➩ যে
কোনো উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনকে
তরলের বাষ্পায়ান বলে ।
৩০.স্ফুটন কি ?
➩একটি
নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনকে স্ফুটন
বলে ।
৩১.তাপ প্রয়োগে গলে না এমন দুটি অক্সাইডের নাম হল ?
➩ক্যালশিয়াম
অক্সাইড ও ম্যাগনেশিয়াম অক্সাইড ।
File Details :
PDF Name : General Science Model Question in Bengali [ Part -02]
Size: 01 MB
Download link :Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ]
'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।