![]() |
| সাধারণ জ্ঞান পর্ব - ০৪ (General Knowledge Model Question for all competitive exam ) |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান থেকে বাছায় করা কয়েকটি প্রশ্নোত্তর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE, CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect
প্রশ্ন : মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : ঝাড়খণ্ড
প্রশ্ন : পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন
পর্বতমালার সঙ্গে যুক্ত ?
উত্তর : নীলগিরি
প্রশ্ন : প্রোটিন পরিপাককারী উৎসেচক হল:
উত্তর : ট্রিপসিন
প্রশ্ন : কোন পদার্থের উপস্থিতির জন্য রক্তবাহে
রক্ত জমাট বাঁধে না ?
উত্তর : হেপারিন
প্রশ্ন : গ্লুকোজ, ফুক্টোজ, গ্যালাক্টোজ কী
জাতীয় শর্করা?
উত্তর : মনোস্যাকারাইড
প্রশ্ন : কোন কলায় সক্রিয় বিভাজন ঘটে?
উত্তর : ক্যাম্বিয়াম
প্রশ্ন : কোন প্রাণীর রেচন পদার্থ ইউরিক অ্যাসিড
?
উত্তর : পাখি
প্রশ্ন : একটি তাম্রঘটিত শ্বাসরঞ্জকের নাম হল-
উত্তর : হিমোসায়ানিন
প্রশ্ন : ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক
পদার্থটি হল:
উত্তর : মেলানিন
প্রশ্ন : মহম্মদ আলি জিন্নাহ ১৯৪৬ সালের ১৬
আগস্ট ঘোষণা করেন:
উত্তর : প্রত্যক্ষ সংগ্রাম দিবস
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম দ্বীপ কী?
উত্তর : গ্রিনল্যান্ড
প্রশ্ন : নিরক্ষরেখা পৃথিবীকে বেষ্টন করে আছে:
উত্তর : পূর্ব-পশ্চিমে
প্রশ্ন : কংগ্রেসের রামগড় অধিবেশনে সভাপতিত্ব
করেন:
উত্তর : মৌলানা আবুল কালাম
প্রশ্ন : সুবর্ণরেখা নদীতীরে কোন ইস্পাত নগরী
অবস্থিত?
উত্তর : জামশেদপুর
প্রশ্ন : ঝুলন্ত উপত্যকা তৈরি হয়:
উত্তর : হিমবাহের কার্যে
প্রশ্ন : রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের
সর্বাধিক সংখ্যা:
উত্তর : ২৩৮ জন
প্রশ্ন : কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরোধ
কোন সংস্থা প্রধানত সমাধান করে ?
উত্তর : ফিনান্স কমিশন
প্রশ্ন : ভারতের ইতিহাসে কোন রাজাকে ‘পাগলা রাজা হিসেবে আখ্যায়িত করা হয় ?
উত্তর : মহম্মদ বিন তুঘলক
প্রশ্ন : কলকাতার শহিদ মিনারের পূর্বনাম ছিল:
উত্তর : অক্টারলোনি মনুমেন্ট
প্রশ্ন : মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই
রাখা হয় কোন বছরে ?
উত্তর : 1996
প্রশ্ন : ইংরিজি ভাষার খ্যাতনামা লেখক উইলিয়াম
সিডনি পোর্টার কী নামে পরিচিত?
উত্তর : ও হেনরি
প্রশ্ন : ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর
লেখা বইয়ের নাম ‘দ্য ইনসাইডার’?
উত্তর : নরসিমা রাও
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার
পেয়েছিলেন কত সালে?
উত্তর : 1913 সালে
প্রশ্ন : বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়?
উত্তর : কোশি
প্রশ্ন : যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা বিভিন্ন
কিন্তু নিউট্রন সংখ্যা সমান সেগুলিকে
বলা হয়:
উত্তর : আইসোটোন
প্রশ্ন : নীচের কোনটি গুজরাটের একটি নৃত্যরীতি?
উত্তর : গরবা
প্রশ্ন : তেজস্ক্রিয় মৌলগুলি হল-
উত্তর :ইউরেনিয়াম (U),থোরিয়াম (Th) ,রেডিয়াম (Ra), নেপচুনিয়াম
প্রশ্ন : প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন
উপাধি পেয়েছিলেন?
উত্তর : লাল বাহাদুর শাস্ত্রী
প্রশ্ন : তুরস্কের মুদ্রার নাম কী?
উত্তর : লিরা
প্রশ্ন : শেক্সপিয়ার বিরচিত বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’-এর মূল চরিত্র ম্যাকবেথ কোন
দেশের রাজা হয়েছিলেন?
উত্তর : স্কটল্যান্ড
প্রশ্ন : ‘লিজিয়ন অব অনার কোন দেশ থেকে দেওয়া
একটি সম্মান?
উত্তর : ফ্রান্স
প্রশ্ন : ‘উড়ন্ত শিখ কাকে বলা হত?
উত্তর : মিলখা সিং
প্রশ্ন : রামচরিত’কার লেখা?
উত্তর : সন্ধ্যাকর নন্দী
প্রশ্ন : নিষিদ্ধ নগরী বা ফরবিডেন সিটি কোন দেশে
আছে?
উত্তর : চিন
প্রশ্ন : বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে
অবস্থিত?
উত্তর : কর্নাটক
প্রশ্ন : ক্ষরিত পদার্থের ভাণ্ডার বলা হয়:
উত্তর : গলগিবডিকে
প্রশ্ন : ভারতীয় নাগরিকদের সর্বাপেক্ষা
গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হল:
উত্তর : সাংবিধানিক প্রতিকারের অধিকার
প্রশ্ন : সিলভারের প্রলেপ দিতে হলে
তড়িৎবিশ্লেষ্য পদার্থ কী?
উত্তর : পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড
প্রশ্ন : রক্তে RBC-র সংখ্যা কমে গেলে কী হয়?
উত্তর : অলিগোসাইথিমিয়া
প্রশ্ন : ক্ষুদ্রান্ত্রের মধ্যস্থিত অসংখ্য ছোট
ছোট প্রকোষ্ঠকে কী বলা হয়?
উত্তর : ভিলাই
প্রশ্ন : ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত
হওয়ার কারণ:
উত্তর : বাষ্পমোচন রোধ করার জন্য
প্রশ্ন : নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমকালীন
ছিলেন:
উত্তর : হর্ষবর্ধন
প্রশ্ন : হাড়ের শাস্ত্রকে কী বলা হয় ?
উত্তর : অস্টিওলজি
প্রশ্ন : মাদার টেরেজা কোন সালে ভারতরত্ন
পুরস্কার পান?
উত্তর : ১৯৮০ সালে
প্রশ্ন : মানুষের শরীরের কোন অংশের সঙ্গে
নিউমোনিয়া অসুখটি জড়িত?
উত্তর : ফুসফুস
প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতির সর্বোচ্চ বয়সসীমা
হবে:
উত্তর : কোনও বয়সসীমা নেই
প্রশ্ন : ভারতীয় সংবিধানে রিপাবলিক কথাটি কোথা
থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ফ্রান্স
প্রশ্ন : সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি
লিপিবদ্ধ?
উত্তর : সংবিধানের তৃতীয় খণ্ডে
প্রশ্ন : সিপাহি বিদ্রোহে বিহারের যে রাজপুত
নায়ক নেতৃত্ব দেন তিনি হলেন-
উত্তর : কুমার সিংহ
File Details :
PDF Name : সাধারণ জ্ঞান পর্ব - ০৪
Language : Bengali
Size: 488 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment