![]() |
Today current affairs 18 Aug 2025 || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫ |
01. ইসরো (ISRO) এবং মুসকান(Muskaan) ফাউন্ডেশন অরুণাচল প্রদেশের মেচুকাতে(Mechuka) মহাকাশ বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করতে এবং গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনকে অনুপ্রাণিত করতে একটি মহাকাশ ল্যাব স্থাপন করেছে।
02. খুব শীঘ্রই হতে যাচ্ছে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া SLINEX-2025 --ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ।
03.প্রথম খেলো ইন্ডিয়া water sport festival (KIWSF) মাসকট হলো - হিমালয়ান কিংফিশার ।
04. 79 তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সর্বত্র 7 টি যুদ্ধ সেবা পদক প্রদান করেছেন।
05. বুরেভেস্টনিক পারমানবিক চালিত ক্রুজ ক্ষেপনাস্ত্র তৈরি করল - রাশিয়া।
06.কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স এর ইতিহাসের প্রথম একক চ্যাম্পিয়ান হলেন - ভিনসেন্ট কেইমার ।
07. 4 th Sub 'Junior National Boxing Championship' 2025 এ ছেলে ও মেয়ে উভয় বিভাগে হরিয়ানা রাজ্য সামগ্রিক দলগত শিরোপা জিতেছে।
08. মহারাষ্ট্র নতুন উদ্যোগের মাধ্যমে গণেশউৎসবকে রাজ্যের নতুন উৎসব হিসাবে ঘোষণা করেছে। এই নতুন উদ্যোগের অধীনে ভাজানি মণ্ডপ গুলি 5 কোটি টাকা অনুদান পেতে পারে।
09.2030 সালে 'কমনওয়েলথ গেমস' আয়োজনের জন্য ভারত আহমেদাবাদ কে প্রস্তাব করেছেন।
10.আগস্ট 2025 এ জিনাত কুরেশি প্রথম ভারতীয় মহিলা হিসাবে GCC-India Trade Commissioner luxury diplomacy তে নিযুক্ত হয়েছেন।
![]() |
জয়েন্ট করুন |
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment