![]() |
| ভারতের স্বাভাবিক উদ্ভিদের ভৌগোলিক বণ্টন সম্পর্কে বিবরণ (PDF ) |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি থেকে ভুগাল থেকে ভারতের স্বাভাবিক উদ্ভিদের ভৌগোলিক বণ্টন সম্পর্কে বিবরণ (PDF ) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
ভারতের স্বাভাবিক উদ্ভিদের
ভৌগোলিক বণ্টন
স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ু, বিশেষত উন্নতা ও বৃষ্টিপাতের প্রভাব অপরিসীম।
ভারতের বিভিন্ন অংশে জলবায়ুর তারতম্য এবং জোয়ারভাটার প্রভাবে সাত প্রকার স্বাভাবিক
উদ্ভিদ দেখা যায়, যেমন— ১.চিরসবুজ অরণ্য, ২.আর্দ্র পর্ণমোচী অরণ্য, ৩.শুষ্ক পর্ণমোচী
অরণ্য,৪. কাঁটাঝোপ ও মরু উদ্ভিদ,৫. হিমালয়
পার্বত্য অঞ্চলের অরণ্য, ৬. শুষ্ক তৃণ ও গুল্ম জাতীয় উদ্ভিদ এবং ৭.উপকূলের লবণাক্ত
জলাভূমির বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য। নীচের সারণিতে এগুলি আলালোচনা
করা হল-
|
স্বাভাবিক উদ্ভিদ |
আঞ্চলিক বণ্টন |
জলবায়ু |
প্রধান উদ্ভিদ |
|
১.চিরসবুজ অরণ্য |
উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল বা পূর্বাচল, পূর্ব
হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল,আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জ। |
ক. বার্ষিক গড় তাপমাত্রা ২৭°সে.। খ.বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ সেমি-র বেশি। |
শিশু, গর্জন, তুন, পুন,বিশপকাঠ, গোলাপকাঠ প্রভৃতি। |
|
২.আর্দ্র পর্ণমোচী অরণ্য |
অসমের সমভূমি এলাকা, ঝাড়খণ্ড,মধ্য-গঙ্গা সমভূমি, পশ্চিমবঙ্গের
, সমভূমি ও মালভূমি এলাকা, ওড়িশার
মালভূমি ও উপকূলভাগ, পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল। |
ক. বার্ষিক গড় তাপমাত্রা ২৭°সে.। খ.বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ১০০ সেমি থেকে ১৫০
সেমি। |
শাল, সেগুন, পলাশ, আলুশ,জাড়ূল,মহুয়া, শিরিশ,কুসুম,খয়ের
প্রভৃতি। |
|
৩.শুষ্ক পর্ণমোচী
অরণ্য |
পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম বিহার এবং কর্ণাটক, মহারাষ্ট্র,
তামিলনাড়ু,অপ্রদেশ প্রভৃতি রাজ্যের মালভূমি অঞ্চল । |
ক. বার্ষিক গড় তাপমাত্রা ৩০°সে.। খ.বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ১০০ সেমি থেকে ১৫০ সেমি। |
সেগুন, কেন্দু, পলাশ, মহুয়া, শাল, শিমুল প্রভৃতি |
|
৪.কাঁটাঝোপ ও মরু উদ্ভিদ |
রাজস্থান এবং কচ্ছের মরু ও মরুপ্রায় অঞ্চল । |
ক.বার্ষিক গড় তাপমাত্রা ৩৫°সে.। খ.বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেমি থেকে ৫০ সেমি।
|
ফণীমনসা, ক্যাকটাস প্রভৃতি |
|
৫.হিমালয় পার্বত্য অঞ্চলের অরণ্য। |
পূর্ব ও পশ্চিম হিমালয়ের ১,০০০ মি থেকে প্রায় ৪,০০০
মি উচ্চতায়। |
ক.বার্ষিক গড় তাপমাত্রা ১৫°সে.। খ.বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ সেমি থেকে ৩০০
সেমি। |
শিশু, গর্জন, বাচ, পপলার, ওক, মেপল, লরেল, পাইন,পাইন,|
ফার, দেবদারু, জুনিপার,রডোডেনড্রন, ভুর্জ প্রভৃতি |
|
৬. শুষ্ক তৃণ
ও গুল্ম জাতীয় উদ্ভিদ |
রাজস্থানের মরুপ্রান্ত, গুজরাতের কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপ, দাক্ষিণাত্য মালভূমির মধ্যভাগ। |
ক.বার্ষিক গড় তাপমাত্রা ৩০°সে.। খ.বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫০সেমি থেকে ১০০ সেমি।
|
সাবাই ঘাস, হাতি ঘাস,শরচাপড় প্রভৃতি |
|
৭.উপকূলের
লবণাক্ত জলাভূমির বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য। |
গঙ্গা, মহানদী, গােদাবরী ও কাবেরী নদীর বদ্বীপ অঞ্চল। |
ক.বার্ষিক গড় তাপমাত্রা ২৫°সে.থেকে
২৮°সে খ.বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ ১০০ সেমি থেকে ১৫০
সেমি। |
সুন্দরী, গরান, গেওয়া, হেতাঁল, কেয়া, গোলপাতা, । হোগলাপাতা প্রভৃতি |
File Details :
PDF Name : ভারতের স্বাভাবিক উদ্ভিদের ভৌগোলিক বণ্টন সম্পর্কে বিবরণ
Language : Bengali
Size: 386 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য
❖ যে সকল বন্ধুরা এই পোস্টটি দেখছেন , সম্পূর্ণ দেখার জন্য তাঁরা মোবাইলে ডেক্সটপ মুড করে দেখুন ।

No comments:
Post a Comment