![]() |
| Daily Current Affairs 20th Feb 2021 |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি Daily Current Affairs 20.02.2021 আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন ।
আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।
❖ ২০ শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয় ।
❖ Manika Batra ৮৮ তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে একক জয়ী হয়েছে।
❖বিশ্ব 'Pangolin Day' প্রতি বছর "ফেব্রুয়ারির তৃতীয় শনিবার" পালিত
হয়। 2021 সালে, বার্ষিক 'World Pangolin Day' 2020 সালের 20 ফেব্রুয়ারি পালিত হচ্ছে
।
❖ 2021 সালের 19 ফেব্রুয়ারি 6th মাটি স্বাস্থ্য কার্ড দিবস পালন করা হয়।প্রতি বছর ভারত মাটি
স্বাস্থ্য কার্ড (এস.এইচ.সি) প্রকল্পের উদ্বোধনের স্মরণে এবং এই প্রকল্পের সুবিধা সম্পর্কে
সচেতন করার জন্য ১৯ ফেব্রুয়ারি মাটি স্বাস্থ্য কার্ড দিবস পালন করে। 2021 এসএইচসি
স্কিমটি প্রবর্তনের ষষ্ঠ বছর চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ ফেব্রুয়ারি
২০১৫ রাজস্থানের সুরতগড়ে মাটি স্বাস্থ্য কার্ড (এস.এইচ.সি) প্রকল্প চালু করেছিলেন।
❖ ভীম আর্মি চিফ চন্দ্র শেখর আজাদ এবং পাঁচ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব 2021
TIME100 পরবর্তীতে প্রদর্শিত হয়েছে । TIME 100 পরবর্তীতে 2021 হ'ল TIME ম্যাগাজিনের
100 'উদীয়মান নেতাদের যারা ভবিষ্যতের রূপ নিচ্ছেন তাদের বার্ষিক তালিকার দ্বিতীয়
সংখ্যা।
❖বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল
(CSIR) ভারতে স্বাস্থ্য গবেষণার উন্নয়ন, পরিচালনা ও প্রচারকে সমর্থন করার জন্য Bill & Melinda Gates Foundation সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
❖ভারতীয় নৌবাহিনীর শিপ প্রলয়া এনএভিডেক্স 21 এবং আইডিএক্স 21-তে অংশ নিয়েছে।
❖প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে India Australia
Circular Economy Hackathon (I-ACE) এর valedictory অনুষ্ঠানে বক্তব্য রাখেন। একটি
বিজ্ঞপ্তি অর্থনীতি এম্বেড থাকা সংস্থান সহ এ জাতীয় পদার্থগুলি অপচয় করার পরিবর্তে
নতুন পণ্য তৈরি করতে বর্জ্য পদার্থ ব্যাবহারের নির্দেশ দেয়।
❖প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা সাফল্যের সাথে রাজস্থানের পোখরান মরুভূমিতে
অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে দেশীয়ভাবে বিকশিত Helina and Dhruvastra
Anti-Tank Guided Missiles ( ATGM) এর যৌথ ব্যবহারকারীর ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে।
❖তেলঙ্গানার রাজধানী, হায়দ্রাবাদ শহরে বনজ বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি
হিসাবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা [United Nations Food and Agriculture
Organization (FAO)] এবং Arbor Day Foundation দ্বারা ২০২০ সালের ‘Tree
City of World’ হিসাবে স্বীকৃতি পেয়েছে। হায়দরাবাদ ভারতের একমাত্র শহর, যা আজ
অবধি ‘Tree City of World’ হিসাবে স্বীকৃত।
❖ শ্রীলঙ্কার এই প্রথম বোলার ধাম্মিকা প্রসাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার
ঘোষণা দিয়েছেন। তিনি 25 টেস্ট এবং 24 ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছিলেন,
যথাক্রমে 75 এবং 32 উইকেট পেয়েছেন। তিনি ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একা T-20 খেলেছিলেন। তিনি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
২০১৫ সালের অক্টোবরে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
❖ নাসা পার্সিভারেন্স রোভার পৃথিবী থেকে ২৯২.৫ মিলিয়ন মাইল যাত্রা শেষে নিরাপদে
মঙ্গল গ্রহে অবতরণ করতে
সফল হয়েছে। 6 মাসেরও
বেশি আগে পৃথিবী ছেড়ে যাওয়ার পর থেকে রোভারটি প্রায় 300 মিলিয়ন মাইল যাত্রা করেছে।
File Details :
PDF Name : Daily Current Affairs 20th Feb 2021
Language : Bengali
Size:458 KB
Download link : Click Here To Downloads
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment