![]() |
| বিভিন্ন কারক সম্পর্কে পরিচয় (বাংলা ব্যাকরণ) PDF |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি বাংলা ব্যাকরণ থেকে সহজ পদ্ধতিতে কারক সম্পর্কে পরিচয় (PDF ) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
❖ ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য
পদের সম্বন্ধকেই কারক বলে। নীচের বাক্যটি দেখো -
➤ হর্ষবর্ধন রাজকোষ থেকে ধনরত্ন নিয়ে দরবারে স্বহস্তে দরিদ্রদের দান করতেন।
➦ওপরের বাক্যটির সমাপিকা ক্রিয়া
হল - দান করতেন।
এই ‘দান করতেন’ ক্রিয়াপদটির
সঙ্গে বাক্যের প্রত্যেকটি পদেরই সন্বন্ধ রয়েছে।
|
প্রশ্ন |
উত্তর |
সম্বন্ধ |
|
কে দান করতেন ? |
হর্ষবর্ধন |
কর্তা-সম্বন্ধ |
|
কী দান করতেন ? |
ধনরত্ন |
কর্ম-সম্বন্ধ |
|
কিসের দ্বারা দান
করতেন ? |
স্বহস্তে |
করণ-সম্বন্ধ |
|
কাদের দান করতেন ? |
দরিদ্রদের |
সম্প্ৰ দান-সম্বন্ধ |
|
কোথা থেকে নিয়ে দান
করতেন ? |
রাজকোষ থেকে |
অপাদান-সম্বন্ধ |
|
কোথায় দান করতেন ? |
দরবারে |
অধিকরণ-সম্বন্ধ |
কারক ছ’রকমের - ১) কর্তৃ , ২) কর্ম, ৩) করণ, ৪) সম্প্ৰ দান , ৫) অপাদান ও ৬) অধিকরণ।
❖ কর্তৃকারক :
যে পদ কাজ
নিষ্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। যেমন
- কমল বই পড়ে। কুকুরটি শুয়ে আছে। মানস গান করে ইতাদি ।
কী
শুয়ে আছে ?
- কুকুরটি। কে গান করে ? - মানস।
অতএব
কমল, কুকুরটি, মানস'- এরা
সকলেই বাক্যের কর্তা, তাই এরা কর্তৃকারক।
❖ কর্মকারক:ক্রিয়ার সঙ্গে যে পদের কর্ম-সম্বন্ধ থাকে তাকে
কর্মকারক বলে। যেমন - বাপী বই পড়ে। মৌ তাকে পড়ায়। তন্ময় ছবি আঁকে।
বাপী
কি পড়ে ?
- বই। মৌ কাকে পড়ায় ? তাকে। তন্ময় কী আঁকে ?, ছবি।
এখানে
বই, তাকে, ছবি
- কর্মকারক।
❖ করণ কারক
: কর্তা যার সাহায্যে কাজটি সম্পাদন করে তাকে করণকারক বলে।যেমন
- আমরা কলম
দিয়ে লিখি। সে তুলি দিয়ে ছবি আঁকে।
এখানে
কলম ও তুলি দিয়ে আমরা , তুমি , এই কর্তারা কাজ সম্পাদন করছে।
সুতরাং কলম ও তুলি
এখানে
করণ কারক।
❖ সম্প্রদান কারক : কর্তা যাকে নিঃস্বার্থভাবে কিছু দেন ,
তাকে সম্প্ৰ দান কারক বলে। যেমন
- ক্ষুধার্তকে অন্ন দাও। দরিদ্রকে বস্ত্র দাও।
কাকে অন্ন দাও ? – ক্ষুধার্তকে ।কাকে বস্ত্র দাও ? - দরিদ্রকে এখানে ক্ষুধার্তকে ও দরিদ্রকে সম্প্রদান কারক।
দোকানদারকে পয়সা দাও। এধরনের বাক্যে দোকানদারকে সম্প্রদান
কারক হবে না। কারণ, এখানে
নিঃস্বার্থভাবে দান করা বোঝাচ্ছে না। বিনিময়ে দেওয়া বোঝাচ্ছে।
❖ অপাদান কারক : যে পদের দ্বারা কোনও কিছু থেকে চ্যুত, ভীত, উৎপন্ন, প্রাপ্ত ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলে। যেমন -মেঘ থেকে বৃষ্টি পড়ে। গাছ থেকে ফল পড়ে। বিপদ থেকে রক্ষা করো।
কোথা
থেকে বৃষ্টি পড়ে ? - মেঘ থেকে। কোথা থেকে ফল পড়ে ? - গাছ
থেকে।
কিসের
থেকে রক্ষা করো ? - বিপদ থেকে।
মেঘ
থেকে , গাছ থেকে, বিপদ
থেকে এগুলি হল অপাদান কারক।
অনেক
সময় থেকে কথাটি ব্যবহার না করেই বাক্য রচনা হতে পারে। যেমন - বাঘকে কে না ভয়
পায় ?
❖ অধিকরণ কারক : যেখানে বা যে সময়ে কাজটি হয়, ক্রিয়ার সেই
আধারকে অধিকরণ কারক বলে। যেমন
-
নদীতে মাছ আছে। বনে বাঘ আছে।
গর্তে সাপ আছে।
কোথায়
মাছ আছে ? - নদীতে। কোথায় বাঘ থাকে ? - বনে।
কোথায় সাপ থাকে ? - গর্তে।
এখানে
এই নদীতে, বনে ও গর্তে পদগুলি অধিকরণ কারক।
তে, এ, য় এই গুলি অধিকরণ কারকের চিহ্ন।
❖ সম্বন্ধ,পদ : পাশাপাশি
অবস্থিত বিশেষ্য পদ ও সর্বনাম পদের সঙ্গে সম্বন্ধ বোঝালে সম্বন্ধ পদ হয়।
যেমন -এটি আমার বই। রামের ছাতাটি
সুন্দর। তার পেনটি হারিয়েছে।
এখানে আমার, রামের, তার পদগুলি সম্বন্ধ পদ।
❖ নিমিত্ত সম্বন্ধ : যে
পদের ক্রিয়ার সঙ্গে কোনও সম্বন্ধ থাকে না, কিন্তু
কোনও বিশেষ্য বা সর্বনাম
পদের
সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে। যেমন – খেলার(খেলার নিমিত্ত); মাঠ
এখন কাদায় ভরা।
লেখার (লেখার নিমিত্ত) টেবিলটি সরাও।
মনে
রাখবে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ না থাকার জন্য সম্বন্ধ পদ কারক নয়।।
File Details :
PDF Name : বিভিন্ন কারক সম্পর্কে পরিচয় (বাংলা ব্যাকরণ) PDF
Language : Bengali
Size: 1.0 MB
Download link : Click Here To Downloads
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment