Breaking



Wednesday, February 17, 2021

বিভিন্ন কারক সম্পর্কে পরিচয় (বাংলা ব্যাকরণ) PDF

 
বিভিন্ন কারক সম্পর্কে পরিচয় (বাংলা ব্যাকরণ)  PDF
বিভিন্ন কারক সম্পর্কে পরিচয় (বাংলা ব্যাকরণ)  PDF



 নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি  বাংলা ব্যাকরণ থেকে সহজ পদ্ধতিতে কারক সম্পর্কে পরিচয়    (PDF ) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।

 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।

                         বিভিন্ন কারক সম্পর্কে পরিচয় 

  ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্বন্ধকেই কারক বলে। নীচের বাক্যটি দেখো -

  হর্ষবর্ধন রাজকোষ থেকে ধনরত্ন নিয়ে দরবারে স্বহস্তে দরিদ্রদের দান করতেন।

ওপরের বাক্যটির সমাপিকা ক্রিয়া হল - দান করতেন।

এই দান করতেনক্রিয়াপদটির সঙ্গে বাক্যের প্রত্যেকটি পদেরই সন্বন্ধ রয়েছে।

প্রশ্ন

উত্তর

সম্বন্ধ

কে দান করতেন ?

                    হর্ষবর্ধন

কর্তা-সম্বন্ধ

কী দান করতেন ?

ধনরত্ন

কর্ম-সম্বন্ধ

কিসের দ্বারা দান করতেন ?

স্বহস্তে

করণ-সম্বন্ধ

কাদের দান করতেন ?

দরিদ্রদের

সম্প্ৰ দান-সম্বন্ধ

কোথা থেকে নিয়ে দান করতেন ?

রাজকোষ থেকে

অপাদান-সম্বন্ধ

কোথায় দান করতেন ?

দরবারে

অধিকরণ-সম্বন্ধ












কারক ছরকমের - ১) কর্তৃ , ২) কর্ম, ৩) করণ, ৪) সম্প্ৰ দান , ৫) অপাদান ও ৬) অধিকরণ।

 কর্তৃকারক : যে পদ কাজ নিষ্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। যেমন - কমল বই পড়ে। কুকুরটি শুয়ে আছে। মানস গান করে ইতাদি ।

কী শুয়ে আছে ? - কুকুরটি। কে গান করে ? - মানস।

অতএব কমল, কুকুরটি, মানস'- এরা সকলেই বাক্যের কর্তা, তাই এরা কর্তৃকারক।

 কর্মকারক:ক্রিয়ার সঙ্গে যে পদের কর্ম-সম্বন্ধ থাকে তাকে কর্মকারক বলে। যেমন - বাপী বই পড়ে। মৌ তাকে পড়ায়। তন্ময় ছবি আঁকে।

বাপী কি পড়ে ? - বই। মৌ কাকে পড়ায় ? তাকে। তন্ময় কী আঁকে ?, ছবি।

এখানে বই, তাকে, ছবি - কর্মকারক।

 করণ কারক : কর্তা যার সাহায্যে কাজটি সম্পাদন করে তাকে করণকারক বলে।যেমন -  আমরা কলম দিয়ে লিখি। সে তুলি দিয়ে ছবি আঁকে।

এখানে কলম ও তুলি দিয়ে আমরা , তুমি , এই কর্তারা কাজ সম্পাদন করছে। সুতরাং কলম ও তুলি

এখানে করণ কারক।

 সম্প্রদান কারক : কর্তা যাকে নিঃস্বার্থভাবে কিছু দেন , তাকে সম্প্ৰ দান কারক বলে। যেমন -  ক্ষুধার্তকে অন্ন দাও। দরিদ্রকে বস্ত্র দাও।

কাকে অন্ন দাও ? – ক্ষুধার্তকে ।কাকে বস্ত্র দাও ? - দরিদ্রকে এখানে ক্ষুধার্তকে ও দরিদ্রকে সম্প্রদান কারক।

দোকানদারকে পয়সা দাও। এধরনের বাক্যে দোকানদারকে সম্প্রদান কারক হবে না। কারণ, এখানে

নিঃস্বার্থভাবে দান করা বোঝাচ্ছে না। বিনিময়ে দেওয়া বোঝাচ্ছে।

  অপাদান কারক : যে পদের দ্বারা কোনও কিছু থেকে চ্যুত, ভীত, উৎপন্ন, প্রাপ্ত ইত্যাদি  বোঝায় তাকে অপাদান কারক বলে। যেমন -মেঘ থেকে বৃষ্টি পড়ে। গাছ থেকে ফল পড়ে। বিপদ থেকে রক্ষা করো।

কোথা থেকে বৃষ্টি পড়ে ? - মেঘ থেকে। কোথা থেকে ফল পড়ে ? - গাছ থেকে।

কিসের থেকে রক্ষা করো ? - বিপদ থেকে।

মেঘ থেকে , গাছ থেকে, বিপদ থেকে এগুলি হল অপাদান কারক।

অনেক সময় থেকে কথাটি ব্যবহার না করেই বাক্য রচনা হতে পারে। যেমন - বাঘকে কে না ভয় পায় ?

 অধিকরণ কারক : যেখানে বা যে সময়ে কাজটি হয়, ক্রিয়ার সেই আধারকে অধিকরণ কারক বলে। যেমন -

 নদীতে মাছ আছে। বনে বাঘ আছে। গর্তে সাপ আছে।

কোথায় মাছ আছে ? - নদীতে। কোথায় বাঘ থাকে ? - বনে। কোথায় সাপ থাকে ? - গর্তে।

এখানে এই নদীতে, বনে ও গর্তে পদগুলি অধিকরণ কারক। তে, , য় এই গুলি অধিকরণ কারকের চিহ্ন।

 সম্বন্ধ,পদ : পাশাপাশি অবস্থিত বিশেষ্য পদ ও সর্বনাম পদের সঙ্গে সম্বন্ধ বোঝালে সম্বন্ধ পদ হয়।

যেমন -এটি আমার বই। রামের ছাতাটি সুন্দর। তার পেনটি হারিয়েছে।

 এখানে আমার, রামের, তার পদগুলি সম্বন্ধ পদ।

 নিমিত্ত সম্বন্ধ : যে পদের ক্রিয়ার সঙ্গে কোনও সম্বন্ধ থাকে না, কিন্তু কোনও বিশেষ্য বা সর্বনাম

পদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে। যেমন – খেলার(খেলার নিমিত্ত); মাঠ এখন কাদায় ভরা।

 লেখার (লেখার নিমিত্ত) টেবিলটি সরাও।

মনে রাখবে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ না থাকার জন্য সম্বন্ধ পদ কারক নয়।।


File Details :

PDF Name :  বিভিন্ন কারক সম্পর্কে পরিচয় (বাংলা ব্যাকরণ)  PDF

Language : Bengali 

Size: 1.0 MB

Download link : Click Here To Downloads 

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


No comments:

Post a Comment