Breaking



Tuesday, February 16, 2021

ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-01 ]

 

ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-01 ]
ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-01 ]


নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি  ইতিহাস বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর (PDF Part -01) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।


 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।

 ইতিহাস সম্পর্কিত কয়েকটি প্রশ্নোওর (পর্ব- ০১)

নিস্ক' কাকে বলা হয় ?

উত্তর ঋ্ক্‌-বৈদিক যুগে গলায় পরিহিত স্বর্ণ অলঙ্কারের নামনিস্ক'

 শ্রেষ্ঠিনবলতে কী বোঝায়?

উত্তর পরবর্তী বৈদিক যুগে ব্যবসা বাণিজ্য আগের তুলনায় অনেক পরিণত ছিলশ্রেষ্ঠিনবলতে ধনী বণিককে বোঝাত ।

কুসীদিনবলতে কী বোঝায় ?

উত্তর পরবর্তী বৈদিক যুগে টাকা ধার দেওয়ার রীতিটি বাণিজ্যের বিকাশে বিশেষ সহায়ক হয় কুসীদিনশব্দের অর্থ

সুদের ব্যবসায়ী ।

 শকাব্দ কে প্রচলন করেন?

উত্তর কুষাণ রাজ কণিষ্ক ৭৮  খ্রিষ্টাব্দে সিংহাসনে  আরোহণ করে একটি সম্বৎপ্রচলন করেন কণিষ্ক প্রবর্তিত সম্বৎকে শকাব্দ বলা হয়ে থাকে

 শকারি উপাধি কে গ্রহণ করেন?

উত্তর গুপ্ত বংশীয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকবংশের উচ্ছেদসাধন করে শকারিউপাধি গ্রহণ করেন

 ফা-হিয়েন রচিত মূল গ্রন্থটির নাম কী?

উত্তর ভারত সম্পর্কে ফা-হিয়েন-এর রচিত মূল গ্রন্থটির নামফো কুত্ত-কিঙ

 গুপ্তা কার রাজত্বকালে প্রচলিত হয়েছিল ?

উত্তর গুপ্তরাজা প্রথম চন্দ্রগুপ্তগুপ্ত সম্বৎপ্রচলন করেছিলেনগুপ্তাব্দআনুমানিক ৩২০ খ্রীষ্টাব্দে চালু হয়েছিল

 হরপ্পা সভ্যতায় কোন্ দেবদেবীর আরাধনা হত ?

উত্তর সিন্ধুবাসীদের মধ্যে পশুপতি শিবের পূজা মাতৃপূজা জনপ্রিয় ছিল

. রাজতরঙ্গিণী লেখকের নাম কী ? কোন্ রাজ্যের ইতিহাস এতে বর্ণিত আছে?

উত্তর রাজতরঙ্গিণীর লেখকের নাম কলহন তৎকালীন কাশ্মীর রাজ্যের ইতিহাস এতে লিপিবদ্ধ আছে

আর্যসত্য চতুষ্টয়বলতে কী বোঝায়?

উত্তর এটি বৌদ্ধ দর্শনের একটি প্রধান ভিত্তি নির্বাণলাভের জন্য গৌতম বুদ্ধ এই চারটি পরম সত্যকে উপলব্ধি করার নির্দেশ দিয়েছেন—() জগৎ দুঃখময় () উচ্চাকাঙক্ষা দুঃখের মূল কারণ () কামনা-বাসনা ত্যাগ করলে আকাঙক্ষার অবসান হয় () দুঃখ নিরোধের জনজ অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করা প্রয়োজন

 হর্ষবর্ধন কোন্ বাঙালী রাজার সঙ্গে যুদ্ধ করেন? এই যুদ্ধে তিনি অন্য কোন্ রাজার সঙ্গে মৈত্রীতে আবদ্ধ হয়েছিলেন?

উত্তর হর্ষবর্ধন গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন -যুদ্ধে তিনি কামরূপের রাজা ভাস্করবর্মণের সঙ্গে কনৌজের মৌখরীরাজের সঙ্গে মৈত্রীতে আবদ্ধ হন

 মাৎস্যন্যায় কী?

উত্তর বাংলাদেশে গৌড়পতি শশাঙ্কের মৃত্যু পালবংশীয় রাজন্যবর্গের উত্থানের মধ্যবর্তী সময়ে গভীর রাজনৈতিক অরাজক অবস্থা দেখা দেয় এই অবস্থাকেই আলঙ্কারিক ভাষায় মাৎস্যন্যায়বলা হয়েছে (“মাৎস্যন্যায় শব্দটির অর্থমৎস্যসম্বন্ধীয় ন্যায় অর্থাৎ মৎস্য যেমন ক্ষুদ্র মৎস্য ভক্ষণ করে, সেইরূপ অরাজক রাজ্যে প্রবল দুর্বলকে ধ্বংস করে)

 কোন্ পালবংশীয় রাজাউত্তরপথস্বামীবলে খ্যাত হন? কেন?

উত্তর পালবংশীয় রাজা দেবপালকে বাদল স্তম্ভলিপিতেউত্তরপথস্বামীঅধিপতি বলে উল্লেখ করা হয়েছে সম্ভবত দেবপাল (৮১০-৮৫০ খ্রীঃ) উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত এবং পূর্ব-পশ্চিমে সমুদ্রের মধ্যবর্তী ভূভাগে কর্তৃত্ব বিস্তার করেছিলেন দেবপালের নেতৃত্বেই পাল সাম্রাজ্য গৌরবের চরম শিখরে পৌঁছায়

 শীলভদ্র কে ছিলেন?

উত্তর বাঙালী পণ্ডিত শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন তিনি বিভিন্ন বৌদ্ধশাস্ত্র, বেদ, চিকিৎসাশাস্ত্র প্রভৃতিতে পারঙ্গম ছিলেন হিউয়েন সাঙ শীলভদ্রের কাছে অধ্যয়ন করেন আনুমানিক ৬৫৪ খ্রীষ্টাব্দে শীলভদ্র দেহত্যাগ করেন

কৌলীন্য প্রথা কী ?

উত্তর কথিত আছে যে সেনবংশীয় রাজা বল্লালসেন (১১৫৮-১১৭৯ খ্রীঃ) বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন আচার, বিনয়, বিদ্যা, চরিত্র, স্বভাব প্রভৃতি নয়টি গুণের  অধিকারীকেকুলীনআখ্যা দেওয়া হয়েছিল অভিধাটি ক্রমশ বংশানুক্রমিক হয়ে পড়ে

কোন্ আরব পর্যটক দেবপালের আমলে বাংলায় আসেন?

উত্তর আরবদেশীয় পর্যটক সুলেমান দেবপালের রাজত্বে বাংলায় আসেন তার বিবরণী থেকে দেবপালের রাজত্বের কাহিনী, তাঁর সুদক্ষ শাসনব্যবস্থা সামরিক অভিযানের কথাজানতে পারা যায়

আইহোল লিপি কার রচিত ? এর গুরুত্ব কী?

উত্তর রবিকীর্তি নামে জনৈক জৈন কবি কর্তৃক রচিতআইহোললিপিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর রাজ্য বিস্তারের বিশদ বিবরণ পাওয়া যায়

 তাম্র-প্রস্তর যুগীয় সভ্যতার অর্থ কী? কোথায় এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে?

উত্তর মানব-সভ্যতার প্রাচীনতম প্রস্তর যুগের শেষ পর্বে তামার আবিষ্কার প্রচলনের ফলে সভ্যতার ইতিহাসে তাম্র-প্রস্তর যুগের সূচনা হয় পশ্চিম ভারত উত্তর ভারতে হরপ্পা মহেঞ্জোদাড়োতে এই তাম্র-প্রস্তর যুগের বহু নিদর্শন পাওয়া গেছে

  নন্দবংশে মোট কয়জন রাজা শাসন করেন? তাঁদের প্রথম শেষজন কারা

ছিলেন?

উত্তর নন্দবংশে মোট নয়জন শাসক-এর নাম পাওয়া যায়, তাই তারা নব-নন্দবলে পরিচিত হন এঁদের প্রথম জন মহাপদ্ম শেষজন ধননন্দনামে পরিচিত

 কে, কবে হর্ষঙ্ক বংশের উচ্ছেদ ঘটান?

উত্তর হর্ষঙ্ক বংশের উচ্ছেদ ঘটান শিশুনাগ আনুমানিক ৪৩০ খ্রীষ্ট পূর্বাব্দে শিশুনাগ নন্দবংশের উচ্ছেদসাধন করে শৈশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন

 শৈশুনাগ বংশের ধ্বংসপ্রাপ্তি কিভাবে হয় ?

উত্তর হর্ষচরিত গ্রন্থে বাণভট্টের বিবরণ থেকে জানা যায় যে শৈশুনাগ বংশের রাজা কালাশোক তাঁর দশপুত্র জনৈক শূদ্রের হাতে নিহত হন শৈশুনাগ বংশের পতনে নন্দবংশটা সূত্রপাত হয়েছিল

 অজাতশত্রুর সঙ্গে লিচ্ছবিদের সংঘাতের কারণ কী?

উত্তর লিচ্ছবি প্রজাতন্ত্রের সঙ্গে অজাতশত্রুর সংঘাতের কারণ ছিল চুক্তির মাধ্যমে ধার্য শর্ত লিচ্ছবিরা ভঙ্গ করে। চুক্তিতে স্থির হয়েছিল খনি থেকে প্রাপ্ত রত্ন উভয় শক্তির মধ্যে ।সমভাবে বন্টিত হবে। চুক্তি ভঙ্গ করায় অজাতশত্রু লিচ্ছবিদের আক্রমণ করেন।

গীতগোবিন্দ কে রচনা করেন ? তিনি কার সভাপতি ছিলেন ?

উত্তর বৈষ্ণব কবি জয়দেব । জয়দেব রাজা লক্ষ্মণসেনের সভাকবি ছিলেন ।

File Details :

PDF Name :  ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর 

Language : Bengali 

Size: 1.0 MB

Download link : Click Here To Downloads 

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 

 

No comments:

Post a Comment