![]() |
| Daily Current Affairs 23rd Feb 2021 |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি Daily Current Affairs (23.02.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন ।
1. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, Dr Harsh Vardhan সারা দেশে টিকাদান সম্প্রসারণের জন্য
Intensified
Mission Indradhanush 3.0, (IMI 3.0), চালু করেছেন।
2. প্রধানমন্ত্রী মোদী আসামে তেল ও গ্যাস প্রকল্পের উদ্বোধন করেছেন
।
3. পুদুচেরির মুখ্যমন্ত্রী V. Narayanasamy পদত্যাগ করেছেন ।
4. RBI সিকিমের স্টেট ব্যাংককে তার নিয়ন্ত্রকের পরিধির আওতায় নিয়েছে ।
5. HSBC FY22 অর্থিক বছরের জন্য
ভারতের GDP পূর্বাভাস বাড়িয়ে ১১.২% করেছে ।
6. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিং উত্তর প্রদেশের Pilkhuwa ভার্চুয়াল মোডের মাধ্যমে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর ফায়ার সেফটি ট্রেনিংয়ের দক্ষতা উন্নয়ন কেন্দ্র (SDC) উদ্বোধন করেছেন।
7. প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডি আর ডিও) Vertical Launch Short
Range Surface to Air Missile (VL-SRSAM). এর দুটি সফল লঞ্চ পরিচালনা করেছে।
8. ওড়িশার উপকূলে চণ্ডীপুর Integrated Test Range (ITR) স্ট্যাটিক উল্লম্ব লঞ্চার থেকে
ডি.আর.ডিও এই উৎক্ষেপনটি চালায়।
9. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে
‘Rashtra Pratham
– 82 varshon ki Swarnim Gatha’ একটি বই প্রকাশ করেছেন।
10. এবছর Khelo India
University Games-এর দ্বিতীয় সংস্করণ হোস্ট
করবে কর্নাটক ।
11. করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের পাবলিক ফেসিলিটি ব্যবহারের সুবিধার্থে
Green
Pass’লঞ্চ করলো
ইজরায়েল।
12. পাবলিক সচেতনতা ক্যাম্পেইনের জন্য পাঞ্জাবী
র্যাপ শিল্পী Viruss-কে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
13. .Prime
Minister Kisan National Award-এর জন্য মনোনীত হলো অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলা
File Details :
PDF Name : Daily Current Affairs 23rd Feb 2021
Language : Bengali
Size:422 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment