Breaking



Wednesday, February 24, 2021

Daily Current Affairs 23rd Feb 2021

 

Daily Current Affairs 23rd Feb 2021
Daily Current Affairs 23rd Feb 2021

নমস্কার বন্ধুরা,

 আপনাদের কাছে আজ শেয়ার করছি  Daily Current Affairs (23.02.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন ।



আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।

1.  কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, Dr Harsh Vardhan সারা দেশে টিকাদান  সম্প্রসারণের জন্য Intensified Mission Indradhanush 3.0, (IMI 3.0), চালু করেছেন।

2.  প্রধানমন্ত্রী মোদী আসামে তেল ও গ্যাস প্রকল্পের উদ্বোধন করেছেন

3.  পুদুচেরির মুখ্যমন্ত্রী V. Narayanasamy পদত্যাগ করেছেন ।

4.  RBI সিকিমের স্টেট ব্যাংককে তার নিয়ন্ত্রকের পরিধির আওতায় নিয়েছে ।

5.  HSBC  FY22 অর্থিক বছরের জন্য ভারতের GDP পূর্বাভাস বাড়িয়ে ১১.২% করেছে ।

6.  ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ সিং উত্তর প্রদেশের Pilkhuwa ভার্চুয়াল মোডের মাধ্যমে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর ফায়ার সেফটি ট্রেনিংয়ের দক্ষতা উন্নয়ন কেন্দ্র (SDC) উদ্বোধন করেছেন।

7.  প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডি আর ডিও) Vertical Launch Short Range Surface to Air Missile (VL-SRSAM).    এর দুটি সফল লঞ্চ পরিচালনা করেছে।

8.  ওড়িশার উপকূলে চণ্ডীপুর Integrated Test Range (ITR) স্ট্যাটিক উল্লম্ব লঞ্চার থেকে ডি.আর.ডিও এই উৎক্ষেপনটি চালায়।

9.  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে  ‘Rashtra Pratham – 82 varshon ki Swarnim Gatha’ একটি বই প্রকাশ করেছেন।

10. এবছর Khelo India University Games-এর দ্বিতীয় সংস্করণ হোস্ট

   করবে কর্নাটক ।

11. রোনা ভ্যাকসিন গ্রহণকারীদের পাবলিক ফেসিলিটি ব্যবহারের সুবিধার্থে

   Green Pass’লঞ্চ করলো ইজরায়েল।

12. পাবলিক সচেতনতা ক্যাম্পেইনের জন্য পাঞ্জাবী র্যাপ শিল্পী Viruss-কে     নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

13. .Prime Minister Kisan National Award-এর জন্য মনোনীত হলো অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলা


File Details :

PDF Name :  Daily Current Affairs 23rd Feb 2021

Language : Bengali 

Size:422 KB

Download link : Click Here To Downloads 

Join Telegram Channel Link Click Here To Join

    

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 

No comments:

Post a Comment