Breaking



Thursday, February 25, 2021

Daily Current Affairs 24th Feb 2021

 

Daily Current Affairs 24th Feb 2021
Daily Current Affairs 24th Feb 2021

নমস্কার বন্ধুরা,

 আপনাদের কাছে আজ শেয়ার করছি  Daily Current Affairs (24.02.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন ।



আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।

Daily Current Affairs 24th Feb 2021

1. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে 'Hunar Haat’ এর 26 তম সংস্করণটির উদ্বোধন করেছেন।

2. মধ্য প্রদেশ রাজ্যের Hoshangabad  শহরের নাম বদলে নামকরণ করা হবে Narmadapuram. মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এটি হোশানাবাদে অনুষ্ঠিত নর্মদা জয়ন্তী অনুষ্ঠানের সময় ঘোষণা করেছিলেন।

3. ইংল্যান্ডের Jasmine Harrison একজন ব্রিটিশ মহিলা আটলান্টিক মহাসাগর পেরিয়ে একক সারির কনিষ্ঠতম মহিলা হয়েছেন।

4. ভারত সরকার, নাগাল্যান্ড সরকার এবং বিশ্বব্যাংক একত্রে নাগাল্যান্ড জুড়ে বিদ্যালয়ের পরিচালনা বৃদ্ধির জন্য "নাগাল্যান্ড: শ্রেণিকক্ষ পাঠদান ও সম্পদ প্রকল্প উন্নত করার" জন্য একটি  68 মিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষর করেছে।

5. ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত মহাসাগর অঞ্চলের অন্তরর্গত দুটি   দেশ মালদ্বীপ এবং মরিশাসের যখন ভ্রমণে ছিলেন। দু'দেশের মধ্যে বিস্তৃত ও গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা করেছেন এবং ভারত মরিশাসের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি  [Free Trade Agreement (FTA) ]বা(Comprehensive Economic Cooperation Partnership Agreement-(CECPA) চুক্তি স্বাক্ষর করেছে ।

6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ২ শে মার্চ থেকে virtual Maritime India Summit (MIS)   উদ্বোধন করবেন। '

7. ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত এবং ওটিটির সেরা সম্মানের জন্য দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছিল।

8. নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে, আহমেদাবাদে নতুন পুনর্গঠিত মতেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

9. কেন্দ্রীয় আবগারি দিবস প্রতি বছর 24 ফেব্রুয়ারি ভারতজুড়ে পালিত হয়। Central Board of Excise and Custom (CBEC) পরিষেবাকে সম্মান জানাতে দিবসটি পালিত হচ্ছে।

10. খাজুরাহো ডান্স ফেস্টিভ্যালের ৪৭তম সংস্করণ অনুষ্ঠিত হলো মধ্যপ্রদেশে ।

File Details :

PDF Name :  Daily Current Affairs 24th Feb 2021

Language : Bengali 

Size:522 KB

Download link : Click Here To Downloads 

Join Telegram Channel Link Click Here To Join

    

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 

No comments:

Post a Comment