![]() |
| সাধারণ জ্ঞান পর্ব - ০২ (General Knowledge Model Question for all competitive exam ) |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান থেকে কয়েকটি বাছায় করা গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE, CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect
❖চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কী হবে? ⇒কমবে।
❖বরফ ও লবণের মিশ্রণকে কী বলে? ⇒ হিমমিশ্র।
❖কত মিলিমিটার চাপের পরিবর্তনে জলের স্ফুটনাঙ্কের পরিবর্তন হয় 1°C ? ⇒27
❖বরফ গলনের লীনতাপ কত? ⇒80ক্যালরি/গ্রাম।
❖জলের বাষ্পীভবনের লীনতাপ কত? ⇒537 ক্যালরি/গ্রাম।
❖0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালরি তাপ দিলে তার উষ্ণতা কতহবে? ⇒ 0°C.
❖পরমাণুর সবচেয়ে ভারি কণা ⇒নিউট্রন।
❖পরমাণুর সবচেয়ে হালকা কণা ⇒ইলেক্ট্রন।
❖কার্যের ব্যবহারিক একক কী? ⇒জুল।
❖ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?⇒ স্থিতিশক্তি।
❖ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? ⇒32°F.
❖-40°C সমান কত ডিগ্রি ফারেনহাইট ? ⇒ -40°F.
❖0°C সমান কত ডিগ্রি ফারেনহাইট? ⇒ 32°F.
❖একটি বস্তু দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে আছে বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে কতদূরে? ⇒40 সেন্টিমিটার।
❖ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত? ⇒ ৮°৪' উত্তর অক্ষাংশ।
❖ভারতের মূল ভূখণ্ড উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত? ⇒ ৩৭°৬' উত্তর অক্ষাংশ।
❖ভারতের পূর্বে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত? ⇒৬৮° ৭'পূর্ব দ্রাঘিমা।
❖ভারতের পশ্চিমে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত?⇒৯৭°২৫' পূর্ব দ্রাঘিমা।
❖ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার ⇒শূন্য।
❖ মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ⇒ ধ্রুবক।
❖চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কী হবে? ⇒কমবে।
❖বরফ ও লবণের মিশ্রণকে কী বলে? ⇒ হিমমিশ্র।
❖কত মিলিমিটার চাপের পরিবর্তনে জলের স্ফুটনাঙ্কের পরিবর্তন হয় 1°C ? ⇒27
❖বরফ গলনের লীনতাপ কত? ⇒80ক্যালরি/গ্রাম।
❖জলের বাষ্পীভবনের লীনতাপ কত? ⇒537 ক্যালরি/গ্রাম।
❖0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালরি তাপ দিলে তার উষ্ণতা কতহবে? ⇒ 0°C.
❖পরমাণুর সবচেয়ে ভারি কণা ⇒নিউট্রন।
❖পরমাণুর সবচেয়ে হালকা কণা ⇒ইলেক্ট্রন।
❖কার্যের ব্যবহারিক একক কী? ⇒জুল।
❖ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?⇒ স্থিতিশক্তি।
❖ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? ⇒32°F.
❖-40°C সমান কত ডিগ্রি ফারেনহাইট ? ⇒ -40°F.
❖ 0°C সমান কত ডিগ্রি ফারেনহাইট? ⇒ 32°F.
❖একটি বস্তু দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে আছে বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে কতদূরে? ⇒40 সেন্টিমিটার।
❖ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত? ⇒ ৮°৪' উত্তর অক্ষাংশ।
❖ভারতের মূল ভূখণ্ড উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত? ⇒ ৩৭°৬' উত্তর অক্ষাংশ।
❖ভারতের পূর্বে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত? ⇒৬৮° ৭'পূর্ব দ্রাঘিমা।
❖ভারতের পশ্চিমে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত?⇒৯৭°২৫' পূর্ব দ্রাঘিমা।
❖পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার ⇒শূন্য।
❖একটি বস্তু 9.8 নিউটন হলে বস্তুটির ভর হবে ⇒1 কিলোগ্রাম।
❖বস্তুর ভর যত বাড়ে তার ওজন তত ⇒বাড়ে ।
❖বাঁধে যে জল জমা থাকে তার মধ্যে সঞ্চিত থাকে ⇒ স্থিতিশক্তি।
❖কোনও বস্তুকে খনির মধ্যে নিয়ে গেলে তার ওজন ⇒ কমে।
❖যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয়েরই প্রয়োজন হয়, তাকে বলে ⇒ভেক্টর রাশি।
❖ভারত মোটামুটিভাবে কত ডিগ্রি অক্ষাংশ ও কত ডিগ্রি দ্রাঘিমাংশ জুড়ে বিস্তৃত? ⇒ কমে ২৯° অক্ষাংশ এবং ২৯ °দ্রাঘিমাংশ।
❖ভারতের তিনদিকে সমুদ্র থাকায় সমুদ্র থেকে দেশের সর্বাধিক প্রান্তের দূরত্ব কত কিলোমিটারের বেশি হতে পারে না? ⇒ ১,৭০০ কিলোমিটার।
❖ভারতের সঙ্গে কটি দেশের সীমান্ত যুক্ত? ⇒ ৭টি
❖আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান ⇒ সপ্তম (২.৪২ শতাংশ)।
❖ভারতের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত কিলোমিটার ? ⇒ ৩,২১৪কিলোমিটার।
❖ভারতের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত কিলোমিটার ? ⇒ ২,৯৩৩ কিলোমিটার।
❖ভারতের প্রামাণ্য দ্রাঘিমা কত ডিগ্রি ? ⇒ ৮২ ১\২° পূর্ব দ্রাঘিমা।
❖জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত? ⇒ দ্বিতীয়।
❖ভারতের প্রতি বর্গকিলোমিটাররে কতজন লোক বাস করে? ⇒ ৩৮২ জন।
❖বর্তমান ভারতে কটি রাজ্য এবং কটি কেন্দ্রশাসিত অঞ্চল? ⇒ ২৮টি রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল ।
❖ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোন দ্বীপে অবস্থিত? ⇒ গ্রেট নিকোবরে।
❖কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রেপরিণত হয়? ⇒ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
❖রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?⇒ ১৯৫৩ সালে।
❖কোন বছর ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয়? ⇒ ১৯৫৬ সালের ১ নভেম্বর।
❖সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের কত গুণ?⇒ ১৩ লক্ষ গুণ।
❖পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?⇒ ১৫ কোটি কিলোমিটার (প্রায়)।
❖সূর্যের আলোপৃথিবীতে আসতে কত সময় লাগে? ⇒৫০০ সেকেন্ড/৮.৩মিনিট।
❖পৃথিবীর ভরের তুলনায় সূর্যের ভর কত গুণ? ⇒ ৩ ১\২ লক্ষ বেশি)।
❖সূর্যের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের কত ভাগ? ⇒ ১\৪ ভাগ।
❖প্রতি সেকেন্ডে সূর্যের গতিবেগ কত ? ⇒২৫০ কিলোমিটার ।
❖ছায়াপথের কেন্দ্রকে সূর্যের একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ⇒ ২৫কোটি বছর
❖ছাপথের কেন্দ্রকে সূর্যের একবার প্রদক্ষিণকালকে কী বলে? ⇒কসমিক বছর।
❖গঙ্গানদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? ⇒ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার,
পশ্চিমবঙ্গ।
❖সূর্যে সর্বাধিক পরিমাণ গ্যাস কী থাকে? ⇒হাইড্রোজেন।
❖ আধুনিক গণনা অনুযায়ী ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব ⇒ ৩২,০০০আলোকবর্ষ।
❖সূর্যের শক্তির উৎস ⇒ নিউক্লিয়ার ফিউশন।
❖সূর্যের উজ্জ্বল পৃষ্ঠতলের নাম কী? ⇒ফোটোস্ফিয়ার।
❖ফোটোস্ফিয়ারের ওপরের অংশের নাম কী? ⇒ক্রোমোস্ফিয়ার।
❖সূর্যগ্রহণের সময় আমরা সূর্যের কোন অংশ দেখতে পাই? ⇒করোনা।
❖ভারতের দীর্ঘতম নদী:⇒ গঙ্গা(২,৫১০ কিলোমিটার)।
❖ শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? ⇒কাবেরী।
❖ কৃত্রিম হ্রদ কৃষ্ণরাজসাগর কোন নদীতে বাঁধ দিয়ে সৃষ্ট? ⇒ কাবেরী।
❖ হিমবতী, বেদবতী, সিমসা এবং ভবানী কোন নদীর উপনদী? ⇒ কাবেরী।
❖ তিরুচিরাপল্লিতে বিভক্ত হওয়া কাবেরীর অপর অংশের নাম ⇒ কোলেরুন।
❖ শ্রীরঙ্গম দ্বীপটি কোন নদীতে অবস্থিত ? ⇒ কোলেরুন ও কাবেরীর মাঝে।
❖ ভারুচ শহর বন্দরটি কোন নদীর মোহনার কাছে অবস্থিত? ⇒ নর্মদা।
❖ নর্মদা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ? ⇒মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র,গুজরাট।
❖ ইউরেনাস গ্রহটিকে কে, কবে প্রথম শনাক্ত করেন? ⇒wiliam Harschel (1781).
❖ নেপচুন গ্রহটি কে, কবে প্রথম শনাক্ত করেন ? ⇒ J
.G .Galle (1846).
❖ প্লুটো বামনগ্রহটি কে, কবে প্রথম শনাক্ত করেন? ⇒C W Tombaugh (1930),
❖ চাঁদের উপরিভাগের কত অংশ পৃথিবী থেকে দেখা যায় ? ⇒৫৯ শতাংশ।
❖ চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্ৰল পৃথিবীর কোন মহাসাগরের অর্ধেক? ⇒ আটলান্টিক ।
❖ চাঁদের মহাকর্ষ বলপৃথিবীর অভিকর্ষের কত ভাগ ⇒ ১/৬ ভাগ।
❖ চাঁদের পৃথিবী পরিক্রনের কাল কত? ⇒২৭ ১\৩ দিন।
❖ চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কী? ⇒ লিবনিৎজ (১০.৬৬০ মিটার)।
❖ জোয়ার-ভাটার ক্ষেত্রে চাঁদ ও সূর্যের মধ্যে কার প্রভাব বেশি? ⇒চাঁদের ।
❖ চন্দ্রালোক পৃথিবীতে পৌঁছাতে তে সময় লাগে? ⇒ ১.৩ সেকেন্ড ।
❖ নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় ⇒ ১.৬০০কিলোমিটার/ঘন্টা।
❖চম্বল, সিন্দ, বেতোয়া এবং কেন কোন নদীর উপনদী? ⇒ যমুনা।
❖উৎপত্তিস্থলে ব্রহ্মপুত্র নদের নাম ⇒ সাংপো ।
❖ব্রহ্মপুত্র কী নামে ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? ⇒দিহং/ডিহং, অসম।
❖দক্ষিণ থেকে আগত ব্রহ্মপুত্রের উপনদী ⇒ বুড়িডিহং, ডিসাং, কোপিলি, ধনসিরি।
❖দিহং ছাড়া আর কোন কোন নদীর মিলিত প্রবাহ ব্ৰহ্মপুত্র ? ⇒ উত্তর থেকে আসা দিহং এবং পূর্ব থেকে আসা লোহিত নদী।
❖ভারতে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত কিলোমিটার ? ⇒৮৮৫ কিলোমিটার।
❖উত্তর থেকে আগত ব্রহ্মপুত্রের উপনদী ⇒সুবৰ্ণগিরি, মানস।
❖ব্রহ্মপুত্র অসমের কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে? ⇒ অসমেরধুবড়ির কাছে।
❖ব্রহ্মপুত্র কী নামে বাংলাদেশে প্রবেশ করেছে ⇒যমুনা।
❖পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কী এবং কোন নদীতে অবস্থিত? ⇒ মাজুলি,ব্রহ্মপুত্র।
❖পশ্চিমবাহিনী একমাত্র কোন নদীর মোহনায় বদ্বীপ দেখতে পাওয়া যায় ? ⇒ লুনি।
❖বৈতরণী ও ব্রাহ্মী কোন নদীর উপনদী? ⇒মহানদী।
❖মহানদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ? ⇒ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,ওড়িশা।
❖হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ? ⇒সুবর্ণরেখা।
❖ভীমা এবং তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? ⇒ কৃষ্ণা।
❖তুঙ্গভদ্রার উৎসস্থল ⇒ গঙ্গামূল শৃঙ্গ (কর্নাটক)।
❖সুবর্ণরেখা কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? ⇒ বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা।
❖গোদাবরী, অপ্রদেশের রাজা মুন্দ্রিতে কটি শাখায়, কী কী নামে বিভক্ত? ⇒তিনটি। গৌতমী, বশিষ্ঠ, বৈনতয়ে।
❖ইন্দ্রাবতী, প্রাণহিতা মঞ্জিরা উপনদীগুলি কোন নদীর? ⇒ গোদাবরী।
❖গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? ⇒ মহারাষ্ট্র এবংঅন্ধ্রপ্রদেশ।
❖কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ? ⇒ মহারাষ্ট্র, কর্নাটক এবং অন্ধ্র প্রদেশ।
PDF Name : General Knowledge Model Question in Bengali PDF
Language : Bengali
Size: 1.0 MB
Download link : Click Here To Downloads
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment