Breaking



Sunday, February 14, 2021

সাধারণ জ্ঞান পর্ব - ০২ (General Knowledge Model Question for all competitive exam )

সাধারণ জ্ঞান পর্ব - ০১ (General Knowledge Model Question for all competitive exam )
সাধারণ জ্ঞান পর্ব - ০২ (General Knowledge Model Question for all competitive exam )


নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান থেকে কয়েকটি বাছায় করা গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE,  CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect


আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।

কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হল ঃ-

সাধারণ জ্ঞান (পর্ব - ০২)
  ❖ মহাবিশ্বে ভর শক্তির মোট পরিমাণ     ধ্রুবক

চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কী হবে? কমবে

বরফ লবণের মিশ্রণকে কী বলে?  হিমমিশ্র

কত মিলিমিটার চাপের পরিবর্তনে জলের স্ফুটনাঙ্কের পরিবর্তন হয় 1°C ?  27

বরফ গলনের লীনতাপ কত? 80ক্যালরি/গ্রাম

জলের বাষ্পীভবনের লীনতাপ কত? 537 ক্যালরি/গ্রাম

0°C উষ্ণতায় গ্রাম বরফকে 80 ক্যালরি তাপ দিলে তার উষ্ণতা কতহবে?   0°C.

পরমাণুর সবচেয়ে ভারি কণা নিউট্রন

পরমাণুর সবচেয়ে হালকা কণা ইলেক্ট্রন

কার্যের ব্যবহারিক একক কী? জুল

ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি

ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? 32°F.

-40°C সমান কত ডিগ্রি ফারেনহাইট ?   -40°F.

0°C সমান কত ডিগ্রি ফারেনহাইট?   32°F.

একটি বস্তু দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে আছে বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে কতদূরে? 40 সেন্টিমিটার

ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত?  °উত্তর অক্ষাংশ

ভারতের মূল ভূখণ্ড উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত?  ৩৭°উত্তর অক্ষাংশ

ভারতের পূর্বে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত? ৬৮° 'পূর্ব দ্রাঘিমা

ভারতের পশ্চিমে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত?৯৭°২৫' পূর্ব দ্রাঘিমা

 পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার শূন্য।

 মহাবিশ্বে ভর শক্তির মোট পরিমাণ     ধ্রুবক

চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কী হবে? কমবে

বরফ লবণের মিশ্রণকে কী বলে?  হিমমিশ্র

কত মিলিমিটার চাপের পরিবর্তনে জলের স্ফুটনাঙ্কের পরিবর্তন হয় 1°C ?  27

বরফ গলনের লীনতাপ কত? 80ক্যালরি/গ্রাম

জলের বাষ্পীভবনের লীনতাপ কত? 537 ক্যালরি/গ্রাম

0°C উষ্ণতায় গ্রাম বরফকে 80 ক্যালরি তাপ দিলে তার উষ্ণতা কতহবে?   0°C.

পরমাণুর সবচেয়ে ভারি কণা নিউট্রন

পরমাণুর সবচেয়ে হালকা কণা ইলেক্ট্রন

কার্যের ব্যবহারিক একক কী? জুল

ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি

ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? 32°F.

-40°C সমান কত ডিগ্রি ফারেনহাইট ?   -40°F.

 0°C সমান কত ডিগ্রি ফারেনহাইট?   32°F.

একটি বস্তু দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে আছে বস্তুটির প্রতিবিম্ব বস্তু থেকে কতদূরে? 40 সেন্টিমিটার

ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত?  °উত্তর অক্ষাংশ

ভারতের মূল ভূখণ্ড উত্তরে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত?  ৩৭°উত্তর অক্ষাংশ

ভারতের পূর্বে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত? ৬৮° 'পূর্ব দ্রাঘিমা

ভারতের পশ্চিমে কত ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত?৯৭°২৫পূর্ব দ্রাঘিমা

পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভার শূন্য

একটি বস্তু 9.8 নিউটন হলে বস্তুটির ভর হবে কিলোগ্রাম

বস্তুর ভর যত বাড়ে তার ওজন তত বাড়ে 

বাঁধে যে জল জমা থাকে তার মধ্যে সঞ্চিত থাকে  স্থিতিশক্তি

কোনও বস্তুকে খনির মধ্যে নিয়ে গেলে তার ওজন  কমে

যে রাশি প্রকাশের জন্য মান অভিমুখ উভয়েরই প্রয়োজন হয়তাকে বলে ভেক্টর রাশি

ভারত মোটামুটিভাবে কত ডিগ্রি অক্ষাংশ কত ডিগ্রি দ্রাঘিমাংশ জুড়ে বিস্তৃত  কমে ২৯° অক্ষাংশ এবং ২৯ °দ্রাঘিমাংশ

ভারতের তিনদিকে সমুদ্র থাকায় সমুদ্র থেকে দেশের সর্বাধিক প্রান্তের দূরত্ব কত কিলোমিটারের বেশি হতে পারে না?  ,৭০০ কিলোমিটার

ভারতের সঙ্গে কটি দেশের সীমান্ত যুক্ত?  ৭টি

আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান   সপ্তম (.৪২ শতাংশ)

ভারতের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত কিলোমিটার  ,২১৪কিলোমিটার

ভারতের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত কিলোমিটার   ,৯৩৩ কিলোমিটার

ভারতের প্রামাণ্য দ্রাঘিমা কত ডিগ্রি  ৮২ \° পূর্ব দ্রাঘিমা

জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত?  দ্বিতীয়

ভারতের প্রতি বর্গকিলোমিটাররে কতজন লোক বাস করে ৩৮২ জন

বর্তমান ভারতে কটি রাজ্য এবং কটি কেন্দ্রশাসিত অঞ্চল?  ২৮টি রাজ্য এবং টি কেন্দ্রশাসিত অঞ্চল

ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোন দ্বীপে অবস্থিত?  গ্রেট নিকোবরে

কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রেপরিণত হয়?  ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? ১৯৫৩ সালে

কোন বছর ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয় ১৯৫৬ সালের নভেম্বর

সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের কত গুণ? ১৩ লক্ষ গুণ

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? ১৫ কোটি কিলোমিটার (প্রায়)

সূর্যের আলোপৃথিবীতে আসতে কত সময় লাগে৫০০ সেকেন্ড/.৩মিনিট

পৃথিবীর ভরের তুলনায় সূর্যের ভর কত গুণ  \ লক্ষ বেশি)

সূর্যের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের কত ভাগ \ ভাগ

প্রতি সেকেন্ডে সূর্যের গতিবেগ কত ২৫০ কিলোমিটার 

ছায়াপথের কেন্দ্রকে সূর্যের একবার প্রদক্ষিণ করতে সময় লাগে  ২৫কোটি বছর

ছাপথের কেন্দ্রকে সূর্যের একবার প্রদক্ষিণকালকে কী বলেকসমিক বছর

গঙ্গানদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?  উত্তরাখণ্ডউত্তরপ্রদেশবিহার

পশ্চিমবঙ্গ

সূর্যে সর্বাধিক পরিমাণ গ্যাস কী থাকেহাইড্রোজেন

 আধুনিক গণনা অনুযায়ী ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব   ৩২,০০০আলোকবর্ষ

সূর্যের শক্তির উৎস  নিউক্লিয়ার ফিউশন

সূর্যের উজ্জ্বল পৃষ্ঠতলের নাম কী?  ফোটোস্ফিয়ার

ফোটোস্ফিয়ারের ওপরের অংশের নাম কী? ক্রোমোস্ফিয়ার

সূর্যগ্রহণের সময় আমরা সূর্যের কোন অংশ দেখতে পাই? করোনা

ভারতের দীর্ঘতম নদী: গঙ্গা(,৫১০ কিলোমিটার)

 শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত?  কাবেরী।
 কৃত্রিম হ্রদ কৃষ্ণরাজসাগর কোন নদীতে বাঁধ দিয়ে সৃষ্ট?  কাবেরী।
 হিমবতীবেদবতীসিমসা এবং ভবানী কোন নদীর উপনদী?  কাবেরী।
 তিরুচিরাপল্লিতে বিভক্ত হওয়া কাবেরীর অপর অংশের নাম  কোলেরুন।
 শ্রীরঙ্গম দ্বীপটি কোন নদীতে অবস্থিত ?  কোলেরুন কাবেরীর মাঝে।
 ভারুচ শহর বন্দরটি কোন নদীর মোহনার কাছে অবস্থিত?  নর্মদা।
 নর্মদা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ? মধ্যপ্রদেশমহারাষ্ট্র,গুজরাট।
 ইউরেনাস গ্রহটিকে কেকবে প্রথম শনাক্ত করেন? wiliam Harschel (1781).
 নেপচুন গ্রহটি কেকবে প্রথম শনাক্ত করেন ?  J .G .Galle (1846).
 প্লুটো বামনগ্রহটি কেকবে প্রথম শনাক্ত করেন? C W Tombaugh (1930),
 চাঁদের উপরিভাগের কত অংশ পৃথিবী থেকে দেখা যায় ? ৫৯ শতাংশ।
 চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্ৰল পৃথিবীর কোন মহাসাগরের অর্ধেক?  আটলান্টিক
 চাঁদের  মহাকর্ষ বলপৃথিবীর অভিকর্ষের কত ভাগ  / ভাগ।
 চাঁদের পৃথিবী পরিক্রনের কাল কত? ২৭  \ দিন।
 চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম কী?  লিবনিৎজ (১০.৬৬০ মিটার)
 জোয়ার-ভাটার ক্ষেত্রে চাঁদ সূর্যের মধ্যে কার প্রভাব বেশি? চাঁদের
 চন্দ্রালোক পৃথিবীতে পৌঁছাতে তে সময় লাগে?  . সেকেন্ড
 নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায়  .৬০০কিলোমিটার/ঘন্টা

চম্বলসিন্দবেতোয়া এবং কেন কোন নদীর উপনদী?  যমুনা

উৎপত্তিস্থলে ব্রহ্মপুত্র নদের নাম  সাংপো

ব্রহ্মপুত্র কী নামে ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? দিহং/ডিহংঅসম

দক্ষিণ থেকে আগত ব্রহ্মপুত্রের উপনদী  বুড়িডিহংডিসাংকোপিলিধনসিরি

দিহং ছাড়া আর কোন কোন নদীর মিলিত প্রবাহ ব্ৰহ্মপুত্র ?  উত্তর থেকে আসা দিহং এবং পূর্ব থেকে আসা লোহিত নদী

ভারতে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য কত কিলোমিটার ? ৮৮৫ কিলোমিটার

উত্তর থেকে আগত ব্রহ্মপুত্রের উপনদী সুবৰ্ণগিরিমানস

ব্রহ্মপুত্র অসমের কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে?  অসমেরধুবড়ির কাছে

ব্রহ্মপুত্র কী নামে বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা

পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কী এবং কোন নদীতে অবস্থিত?  মাজুলি,ব্রহ্মপুত্র

পশ্চিমবাহিনী একমাত্র কোন নদীর মোহনায় বদ্বীপ দেখতে পাওয়া যায়   লুনি

বৈতরণী ব্রাহ্মী কোন নদীর উপনদীমহানদী

মহানদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ?  মধ্যপ্রদেশছত্তিশগড়,ওড়িশা

হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ? সুবর্ণরেখা

ভীমা এবং তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?   কৃষ্ণা

তুঙ্গভদ্রার উৎসস্থল   গঙ্গামূল শৃঙ্গ (কর্নাটক)

সুবর্ণরেখা কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত বিহারঝাড়খণ্ড এবং ওড়িশা

গোদাবরীঅপ্রদেশের রাজা মুন্দ্রিতে কটি শাখায়কী কী নামে বিভক্ততিনটি। গৌতমীবশিষ্ঠ, বৈনতয়ে

ইন্দ্রাবতীপ্রাণহিতা মঞ্জিরা উপনদীগুলি কোন নদীর?  গোদাবরী

গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত?  মহারাষ্ট্র এবংঅন্ধ্রপ্রদেশ

কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ?  মহারাষ্ট্রকর্নাটক এবং অন্ধ্র প্রদেশ


File Details :

PDF Name :  General Knowledge Model Question  in Bengali PDF

Language : Bengali 

Size: 1.0 MB

Download link : Click Here To Downloads

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


  

 






No comments:

Post a Comment