 |
| West Bengal Police Sub Inspector Practice Set in Bengali PDF |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি পশ্চিমবঙ্গ পুলিশ ( সাব ইন্সপেক্টর ) পরীক্ষার প্র্যাকটিস সেট PDF File আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।
পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্র্যাকটিস সেট -০১
1.
নিম্নলিখিত কোনটির ওপর কেবলমাত্র অ্যাভোগ্যাড্রোর
সূত্র প্রযোজ্য?
(a)
কঠিন পদার্থ (b) বায়বীয় পদার্থ (c) কঠিন ও তরল পদার্থ (d) তরল পদার্থ
2.
একটি ফিউজ তার:
(a)
নিম্নরোধ ও উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
(b) উচ্চরোধ ও নিম্ন গলনাঙ্কবিশিষ্ট (c) নিম্নরোধ ও
উচ্চ ই এম এফ-বিশিষ্ট (d) উচ্চরোধ ও নিম্ন ই এম এফ-বিশিষ্ট
3.
কমিউনিস্ট ম্যানিফেস্টো' কত সালে প্রকাশিত হয় ?
(a)
১৮৮৯ সালে (b) ১৮৪৮ সালে (c) ১৮০৫ সালে (d) ১৮১৭ সালে
4.
নীচের কোনটি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত নয় ?
(a)
কপিরাইট (b) গ্যাস ও গ্যাসসংক্রান্ত কাজ (c) লাইটহাউসেস (d) সংবাদপত্রসমূহের ওপর
কর।
5.
সংবিধানে তারকা চিহ্নযুক্ত প্রশ্ন কথাটির অর্থ কী?
(a)
প্রশ্নটির দ্রুত উত্তর দিতে হবে (b) প্রশ্নটির লিখিত উত্তর দিতে হবে (c) প্রশ্নটির
মৌখিক
উত্তর দিতে হবে (d) এগুলির কোনওটিই নয়
6.
পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
(a)
মহম্মদ আয়ুব খান (b) লিয়াকত আলি খান (c) মহম্মদ আলি জিন্নাহ (d) ইসকন্দর মির্জা
7.
পরাশ্রয়ী কিন্তু পরভোজী নয়:
(a)
অর্কিড (b) ছত্রাক (c) ব্যাক্টিরিয়া (d) ভাইরাস
8.
ভারতের অহিংস অসহযোগ আন্দোলনের
সূত্রপাত হয়:
(a)
১৯২০ সালের ১ আগস্ট (b) ১৯১৯ সালের ৬ এপ্রিল (c) ১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর
(d) ১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারি
9. ভারতের কোন স্থানে রকেট উৎক্ষেপণকেন্দ্র অবস্থিত ?
(a) থুম্বা (b) তারাপুর (c) পোখরান (d) পুনে।
10. নীচের ভিটামিনগুলির কোনটি প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করে
?
(a) ভিটামিন B, (b) ভিটামিন B, (c) ভিটামিন E (d) ভিটামিন K
11 রিকিয়াভিক (Reykjavik) কোন দেশের রাজধানী ?
(a) আইসল্যান্ড (b) এস্তোনিয়া (c) সোভানিয়া (d) সার্বিয়া
12 দৃষ্টিহীনদের পঠনপদ্ধতির আবিষ্কর্তা কে?
(a) টমাস আলভা এডিসন (b) লুই ব্রেল (c) বাট্রান্ড রাসেল (d)
পিয়েরি কুরি
13. এক অণু সালফারে কত সংখ্যক পরমাণু আছে?
(a) আট (b) ছয় (c) চার (d) দুই
14. ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন:
(a) বাবর (b) হুমায়ুন (c) আকবর (d) শাহজাহান।
15. ‘জেমস বন্ড’ চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন?
(a) চার্লস ডিকেন্স (b) গ্যেটে (c) আগাথা ক্রিস্টি (d) ইয়ান
ফ্লেমিং
16. মুদ্রাস্ফীতি হওয়ার কারণ কী?
(a) মুদ্রার দ্রুত মূল্যবৃদ্ধি (b) মুদ্রার মানের দ্রুত অবনতি
(c) জিনিসপত্রের মূল্যবৃদ্ধি
(d) বাজারে মুদ্রার অতিমাত্রায় প্রচলন
17. যে তড়িৎ পরিবাহীর রোধ উষ্ণতা বৃদ্ধি এবং অশুদ্ধির জন্য
কমে তা হল:
(a) স্বাভাবিক পরিবাহী (b) অর্ধপরিবাহী (c) উচ্চপরিবাহী (d)
বিপরীত পরিবাহী
18. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর:
(a) জেনিভা (b) নিউইয়র্ক (c) মস্কো (d) লন্ডন
19. সালোকসংশ্লেষ কী ?
(a) একটি সংযোজন প্রক্রিয়া (b) কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া
(c) একটি বিশেষ ধরনের গমন প্রক্রিয়া (d) একটি পরিপাক ক্রিয়া
20. ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি?
(a) টোকোফেরল (b) সায়ানিন (c) অ্যাসকরবিক অ্যাসিড (d) কায়োনিন
21. দক্ষিণ ভারতে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইঙ্গ-ফরাসি যুদ্ধ
ভারত ইতিহাসে কোন যুদ্ধ নামে খ্যাত?
(a) কর্নাটকের যুদ্ধ (b) মাইলাপুরের যুদ্ধ (c) আমুরের যুদ্ধ
(d) তরাইনের যুদ্ধ
22. লাক্ষাদ্বীপ নীচের কোনটিতে অবস্থিত?
(a) ভারত মহাসাগর (b) বঙ্গোপসাগর (c) আরবসাগর (d) পক প্রণালী
23. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
(a) ভাস্কর (b) অ্যাপোলো (c) রোহিণী-১ (d) আর্যভট্ট
24. কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে
রূপান্তরিত হয় ?
(a) জেনারেটর (b) ডায়নামো (c) ইনকাক্রান (d) বৈদ্যুতিক মোটর
25. নীচের কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে?
(a) মহানদী (b) সবরমতী (c) নর্মদা (d) তাপ্তি
26. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়
?
(a) সৈয়দ আহমেদকে (b) মৈনুদ্দিনকে (c) শরিয়উল্লাকে (d) মির
নিশার আলিকে
27. খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগের সৃষ্টি হয় ?
(a) অ্যামিবায়োসিস (b) ক্যান্সার (c) ডায়াবেটিস (d) কোয়াশিওকর
28. কে রাষ্ট্রবিজ্ঞানকে ‘সর্বোত্তম বিজ্ঞান বলেছেন?
(a) গার্নার (b) অ্যারিস্টটল (c) ব্রাইট (d) প্লেটো
29, নীচের কোনটি আলো ছড়ায় না?
(a) সূর্য (b) তারা (c) চাঁদ (d)মোমবাতির শিখা
30. দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
(a) উত্তল লেন্স (b) অবতল লেন্স (c) অবতলোত্তল লেন্স (d) এগুলির
কোনওটিই নয়
31. বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান নীচের কোনটি?
(a) কেঁচো (b) আলো (c) কৃষক (d) সবুজ উদ্ভিদ
32 উত্তর অয়নান্ত কী ?
(a) গ্রীষ্মের প্রথমদিন (b) গ্রীষ্মের শেষদিন (c) যে দিনটিতে
সূর্য কর্কটক্রান্তিরেখার ঠিক ওপরে অবস্থান করে। (d) যে দিনটিতে সূর্য মকরক্রান্তিরেখার
ঠিক ওপরে অবস্থান করে
33.
বহিঃশুল্ক কী ধরনের কর ?
(a)
এটি রাজ্যের অধিকারভুক্ত কর (b) এটি কেন্দ্রের অধিকারভুক্ত কর (c) এটি কেন্দ্রকর্তৃক
আরোপিত কিন্তু রাজ্য দ্বারা
সংগৃহীত কর (d) কেন্দ্র
কর্তৃক আরোপিত ও সংগৃহীত
কিন্তু রাজ্যসমূহের জন্য নির্দিষ্ট কর
34.
একটি পদার্থকণা সমগতিতে বৃত্তাকার পথে ঘুরছে, এর কোনটি ধ্রুবক হবে?
(a)
বেগ (b) ত্বরণ (c) গতিশক্তি (d) সরণ
35.
কোন বিদ্যার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানকে তুলনা করা চলে?
(a)
তর্কবিদ্যা (b) পদার্থবিদ্যা (c) আবহবিদ্যা (d) জীবনবিজ্ঞান
36.
কোন অবস্থায় বাষ্পীভবনের হার সর্বোত্তম?
(a)
ক্ষুদ্ৰক্ষেত্র (b) নিম্নতাপ (c) বৃহৎক্ষেত্র (d) আর্দ্র বায়ুমণ্ডল
37.
সাবমেরিন পেরিস্কোপের প্রতিফলক:
(a)
অবতল দর্পণ (b) উত্তল দর্পণ (c) প্রতিফলনকারী প্রিজম (d) সমতল দর্পণ
38.
সাধারণত মানুষের ১০০ মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের
পরিমাণ কত ?
(a)
১০.৫ গ্রাম (b) ১২.৫ গ্রাম (c) ১৪.৫ গ্রাম (d) ১৫ গ্রাম
39.
যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ:
(a)
স্টিম ইঞ্জিন (b) বৈদ্যুতিক হিটার (c) ডায়নামো (d) বৈদ্যুতিক ঘণ্টা
40.
কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ?
(a)
Vitamin-A (b) Vitamin-B, (c) Vitamin-C (d) Vitamin-D
41.
ভাইরাস হল:
(a)
জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু (b) একটি জীব (c) একটি জড়পদার্থ (d)
একটি
অতি ক্ষুদ্র প্রাণী।
42.
জল বরফে পরিণত হলে আয়তনের কী পরিবর্তন হয় ?
(a)
আয়তনে বাড়ে (b) আয়তনে কমে (c) আয়তনে প্রথমে কমে এবং তারপর বাড়ে
(d)
আয়তন অপরিবর্তিত থাকে
43.
কিসের অভাবে গলগণ্ড রোগ হয় ?
(a)
ফসফরাস (b) ভিটামিন (c) আয়োডিন
(d) ক্যালসিয়াম
44.
বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগে কী পরিবর্তন দেখা যায় ?
(a)
শব্দের বেগ অপরিবর্তিত থাকে (b) শব্দের বেগ বৃদ্ধি পায় (c) শব্দের বেগ হ্রাস পায়
(d) নিশ্চিত করে কিছু বলা যায় না
45.
তামা ও টিনের মিশ্রণে কী উৎপন্ন হয়?
(a)
পিতল (b) জার্মান সিলভার (c) কাসা (d) ম্যাগনেসিয়াম
46.
‘হুতোম পেঁচার নকশা’ গ্রন্থটি কার
রচনা?
(a)
প্যারীচাদ মিত্র (b) কালীপ্রসন্ন সিংহ (c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (d) অক্ষয়কুমার
দত্ত
47.
ফরওয়ার্ড ব্লক’ দল কে গঠন করেন?
(a)
জওহরলাল নেহরু (b) চিত্তরঞ্জন দাশ (c) রাসবিহারী বসু (d) নেতাজি সুভাষচন্দ্র বসু
48.
হাইড্রোলিক ব্রেক কোন কোন সূত্র অনুযায়ী কাজ করে?
(a) বানৌলির সূত্র (b) পাস্কালের সূত্র (c) আর্কিমিডিসের সূত্র (d) চার্লসের সূত্র
49.
অ্যাসিটিলিন কী কাজে ব্যবহৃত হয়?
(a)
বেকেলাইট প্রস্তুতিতে (b) ঘুমের ওষুধ প্রস্তুতিতে (c) কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে (d)
ঝালাইয়ের কাজে
50.
নীচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ?
(a)
মোমের গলন (b) মোমের দহন (c) কপূরের উর্ধ্বপাতন (d) এগুলির কোনওটিই নয়।
51.
ভারতের সাতপুরা পর্বত কিসের উদাহরণ?
(a) স্তূপ পর্বত (b) ক্ষয়জাত পর্বত (c) আগ্নেয় পর্বত (d) এগুলির কোনওটিই নয়
52.
গোবর গ্যাসের প্রধান উপাদান হল:
(a)
ইথিলিন (b) অ্যাসিটিলিন (c) মিথেন (d) ক্লোরোফর্ম
53.
পেঁপেগাছ থেকে প্রাপ্ত প্যাপাইন উৎসেচক কোন প্রক্রিয়ায় সহায়তা করে ?
(a)
স্নেহপদার্থের পরিপাক (b) প্রোটিন পরিপাক (c) রক্ততঞ্চন (d) রক্ত তৈরি
54.
রক্তে কী থাকার ফলে রক্তবাহের রক্ত জমাট বাঁধে না?
(a)
থ্রোমবিন (b) লোহিতকণিকা (c) শ্বেতকণিকা
(d) হেপারিন
55,
ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে?
(a)
১৬৯০ (b) ১৬৯৯ (c) ১৭০০ (d) ১৭০৭
56.
ভারতীয় সংবিধানের কোন ভাগে রাষ্ট্র শাসন প্রণালীর নির্দেশক নীতিগুলি সন্নিবিষ্ট করা
হয়েছে?
(a)
ভাগ-১ (b) ভাগ-২ (c) ভাগ-৪ (d) ভাগ-৫
57.
কোন শহরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে?
(a)
কলকাতা (b) দিল্লি (c) চেন্নাই (d) মুম্বই
58.
লােকসভায় পশ্চিমবঙ্গের জন্য কটি আসন বরাদ্দ রয়েছে?
(a)
৩০টি (b) ৪০টি (c) ৪২টি (d) ৫০টি
59.
অধীনতামূলক মিত্রতা নীতি কে গ্রহণ করেন?
(a)
লর্ড কর্নওয়ালিশ (b) লর্ড ওয়েলেসলি (c) লর্ড বেন্টিঙ্ক (d) লর্ড আমহার্স্ট
60.
A Thousand Suns'- কার রচনা?
(a)
রবার্ট ওপেনহাইমার (b) আইনস্টাইন (c) অ্যাডলফ হিটলার (d) দোমিনিক লাপিয়ের।
61,
তড়িৎকোষের তড়িচ্চালক বল নির্ভর করে না:
(a)
কোষের আকারের ওপর (b) ক্যাথোড় পদার্থের
ওপর (c) অ্যানোড পদার্থের ওপর
(d) ব্যবহৃত তড়িৎবিশ্লেষ্যের ওপর
62.
কোন সুলতান প্রথম জমি জরিপ করেন?
(a)
ইলতুতমিস (b) আলাউদ্দিন খিলজি (c) মহম্মদ বিন তুঘলক (d) ফিরোজ তুঘলক
63.
ইংরিজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা
করেন কোন গভর্নর জেনারেল ?
(a)
লর্ড কর্নওয়ালিশ (b) লর্ড আমহার্স্ট (c) লর্ড বেন্টিঙ্ক (d) লর্ড হার্ডিঞ্জ
64.
সবচেয়ে হালকা মৌল কোনটি ?
(a)
অক্সিজেন (b) হাইড্রোজেন (c) নাইট্রোজেন (d) অ্যামোনিয়া
65.
মুঘল আমলে কোনটি বৃহত্তম বন্দর ছিল ?
(a)
বালাসোর (b) তাম্রলিপ্ত (c) সুরাট
(d) চট্টগ্রাম,
66.
কম্পাঙ্কের একক কী ?
(a)
নিউটন (b) ভোল্ট (c) হার্জ (d) কুলম্ব
67.
রিহান্দ জলবিদ্যুৎকেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
(a)
গুজরাট (b) হিমাচল প্রদেশ (c) উত্তরপ্রদেশ (d) বিহার
68.
নীচের কোন নদীটি পশ্চিমবাহিনী?
(a)
মহানদী (b) গঙ্গা (c) নর্মদা (d) গােদাবরী
69.
বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ?
(a)
৮ মার্চ (b) ১ জুলাই (c) ১২ আগস্ট (d) ১ ডিসেম্বর
70.
মানবদেহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোন আবরণ দ্বারা আবৃত থাকে ?
(a)
এপিডারমিস (b) মেনিনজেস (c) অ্যাকুয়সহিউমর (d) এগুলির কোনওটিই নয়
71,
‘আর্মস অ্যান্ড দ্য ম্যান গ্রন্থটি কার লেখা ?
(a)
সমারসেট মম (b) চার্লস ডিকেন্স (c) জর্জ বার্নার্ড শ (d) লিও টলস্টয়
72,
হাইকোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স কত?
(a)
৬০ বছর (b) ৬২ বছর (c) ৬৪ বছর (d) ৬৫ বছর।
73,
বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
(a)
লর্ড বেন্টিঙ্ক (b) লর্ড ডালহৌসি (c) ওয়ারেন হেস্টিংস (d) লর্ড ক্যানিং
74.
১৬তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় হবে?
(a)
মালদ্বীপ (b) বাংলাদেশ (c) ভুটান (d) নেপাল
75,
শিবচরণ মাথুর কোন রাজ্যের রাজ্যপাল ?
(a)
অন্ধপ্রদেশ (b) মধ্যপ্রদেশ (c) উত্তরাখণ্ড (d) উত্তরপ্রদেশ
76. চালের দাম প্রতিবছর 10% বৃদ্ধি পায়, চালের বর্তমান মূল্য
কুইন্টাল প্রতি 1,936 টাকা। 2 বছর আগে প্রতি কুইন্টাল চালের মূল্য কত ছিল?
(a) 1,500 টাকা (b) 1,580 টাকা (c) 1,600 টাকা (d) 1,640 টাকা
77. একটি নল দ্বারা একটি জলাধার 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর
একটি নল দ্বারা ওই জলাধার 20 মিনিটে নিঃশেষ হয়। অর্ধজলপূর্ণ অবস্থায় দুটি
নল একসঙ্গে খােলা হলে জলাধারটি জলপূর্ণ হতে কত সময় নেবে?
(a) 30 মিনিট (b) 32 মিনিট (c) 36 মিনিট (d) 40 মিনিট
78. দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের বিয়োগফল 81, বৃহত্তর
সংখ্যাটি কত?
(a) 30 (b) 40 (c) 41 (d) 42
79. কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরে সুদে-আসলে দ্বিগুণ
হয় বাৎসরিক সুদের হার কত?
(a) 10% (b) 8% (c) 6% (d) 5%
৪০. একটি ক্লাবের প্রতিটি সদস্য কোনও ত্রাণ তহবিলে ক্লাবের সদস্যসংখ্যার
সমান সংখ্যক 5 টাকার নোট চাঁদা দেন, মোট চাঁদার পরিমাণ 12,500 টাকা ক্লাবের সদস্যসংখ্যা হল:
(a) 50 (b) 250 (c) 2,500 (d) এগুলির কোনওটিই নয়
81. একটি সংখ্যার 80% -এর সঙ্গে 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হল:
(a) 240 (b) 300 (c) 360 (d) 400
82. 228 টাকায় একটি দ্রব্য বিক্রি করে এক বিক্রেতার 5% ক্ষতি
হল। 10% লাভ করতে হলে ওই দ্রব্যটির বিক্রয়মূল্য হওয়া উচিত:
(a) 248 টাকা (b) 252 টাকা (c) 260 টাকা (d) 264 টাকা
83. দুধ ও জলমিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3; ওই
পাত্রে আরও 6লিটার দুধ মেশালে অনুপাত হয় 3 : 1। পাত্রে জলের পরিমাণ:
(a) 15 লিটার (b) 12 লিটার (c) 6 লিটার (d) 9 লিটার
84. একটি শ্রেণীর ছাত্রসংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 66 হল, পূর্বতন
ছাত্রসংখ্যা কত ছিল?
(a) 45 (b) 50 (c) 55 (d) 60
85. 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে
পারে,তাহলে 9 জন পুরুষ এবং 10 জন মহিলা একত্রে কতদিনে ওই কাজ সম্পূর্ণ
করবে ?
(a) 8 দিনে (b) 6 দিনে (c) 5 দিনে (d) 4 দিনে।
উত্তর পত্র
|
1.(B)
|
11.(A)
|
21.(A)
|
31.(D)
|
41.(A)
|
51.(A)
|
61.(A)
|
71.(C)
|
81.(D)
|
91.(B)
|
|
2.(B)
|
12.(B)
|
22.(C)
|
32.(C)
|
42.(A)
|
52.(C)
|
62.(B)
|
72.(B)
|
82.(D)
|
92.(D)
|
|
3.(B)
|
13.(A)
|
23.(D)
|
33.(B)
|
43.(C)
|
53.(B)
|
63.(C)
|
73.(C)
|
83.(D)
|
93.(A)
|
|
4.(C)
|
14.(C)
|
24.(D)
|
34.(C)
|
44.(B)
|
54.(D)
|
64.(B)
|
74.(C)
|
84.(C)
|
94.(B)
|
|
5.(B)
|
15.(D)
|
25.(A)
|
35.(A)
|
45.(C)
|
55.(D)
|
65.(C)
|
75.(D)
|
85.(D)
|
95.(C)
|
|
6.(C)
|
16.(B)
|
26.(A)
|
36.(C)
|
46.(B)
|
56.(C)
|
66.(C)
|
76.(C)
|
86.(B)
|
96.(D)
|
|
7.(A)
|
17.(B)
|
27.(D)
|
37.(B)
|
47.(D)
|
57.(D)
|
67.(C)
|
77.(A)
|
87.(D)
|
97.(D)
|
|
8.(A)
|
18.(D)
|
28.(B)
|
38.(C)
|
48.(A)
|
58.(C)
|
68.(C)
|
78.(C)
|
88.(C)
|
98.(B)
|
|
9.(A)
|
19.(B)
|
29.(C)
|
39.(C)
|
49.(D)
|
59.(B)
|
69.(D)
|
79.(D)
|
89.(A)
|
99.(C)
|
|
10.(C)
|
20.(A)
|
30.(A)
|
40.(B)
|
50.(B)
|
60.(D)
|
70.(B)
|
80.(A)
|
90.(A)
|
100.(A)
|
File Details :
PDF Name : West Bengal Police Sub Inspector Practice Set in Bengali PDF
Language : Bengali
Size: 1.0 MB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
যারা মোবাইল এ দেখছেন তাঁরা মোবাইল এ DESKTOP MODE টা On করে দেখুন ।
No comments:
Post a Comment