বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক
![]() |
বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক [Various diseases and vaccines and inventors |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারককের নাম । যা এই পি. ডি. এফ ফাইলে বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর করে আলোচনা করা আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ , এবং তোমদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক
রোগের নাম | জীবাণুর ধরন | আবিষ্কারক | সাল | ভ্যাকসিন / টিকা |
---|---|---|---|---|
হাইড্রোফোবিয়া | ভাইরাস | পল বার্গ | ১৮৮৫ | র্যাবিস ভ্যাকসিন |
স্মাল পক্স | ভাইরাস | এডওয়ার্ড জেনার | ১৮৯৮ | পক্স ভ্যাকসিন |
টিউবারকুলোসিস | ব্যাকটেরিয়া | অ্যালবার্ট ক্যলমেট্রা এবং ক্যামিলে গুয়েরিন | ১৯২১ | বিসিজি ভ্যাকসিন |
ডিপথেরিয়া | ব্যাকটেরিয়া | জি রামন | ১৯২৩ | ডিপথেরিয়া ভ্যাকসিন |
পারটুসিস ( হুপিং কাশি ) | ব্যাকটেরিয়া | থোরভাল্ড ম্যাডসেন | ১৯২৩ | পারটুসিস ভ্যাকসিন |
টিটেনাস | ব্যাকটেরিয়া | পি ডেসকম্বে | ১৯২৭ | টিটেনাস টক্সয়েড |
ইনফ্লুয়েঞ্জা | ভাইরাস | ডঃ থমাস ফ্রান্সিস | ১৯৩৭ | ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন |
ইয়েলো ফিভার | ভাইরাস | ম্যাক্স থিলর | ১৯৩৭ | ইয়েলো ফিভার ভ্যাকসিন |
মাম্পস | ভাইরাস | মোরিস হিলম্যান | ১৯৪৯ | মাম্পস ভ্যাকসিন |
পোলিও | ভাইরাস | জোনাস সক | ১৯৫৪ | সক’স্ পোলিও ভ্যাকসিন |
পোলিও | ভাইরাস | স্যাবিন | ১৯৫৭ | লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন |
মিসলেস | ভাইরাস | মোরিস হিলম্যান | ১৯৬০ | মিসলেস ভ্যাকসিন |
রুবেলা | ভাইরাস | মোরিস হিলম্যান | ১৯৬২ | রুবেলা ভ্যাকসিন |
হেপাটাইটিস - এ | ভাইরাস | মোরিস হিলম্যান | ১৯৭৬ | হেপাটাইটিস – এ ভ্যাকসিন |
PDF Name : বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক [Various diseases and vaccines and inventors
Language : Bengali
Size : 412 KB
No. of Pages : 01
Download Link : Click Here To Download
More PDF:
No comments:
Post a Comment