Breaking



Saturday, June 26, 2021

বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক [Various diseases and vaccines and inventors.PDF

 বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক

বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক  [Various diseases and vaccines and inventors
বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক  [Various diseases and vaccines and inventors 


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারককের নাম । যা এই  পি. ডি. এফ  ফাইলে  বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর করে আলোচনা করা আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ ,   এবং তোমদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে ।  


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  


 বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক

রোগের নাম জীবাণুর ধরন আবিষ্কারক সাল ভ্যাকসিন / টিকা
হাইড্রোফোবিয়া ভাইরাস পল বার্গ ১৮৮৫ র‍্যাবিস ভ্যাকসিন
স্মাল পক্স ভাইরাস এডওয়ার্ড জেনার ১৮৯৮ পক্স ভ্যাকসিন
টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া অ্যালবার্ট ক্যলমেট্রা এবং ক্যামিলে গুয়েরিন ১৯২১ বিসিজি ভ্যাকসিন
ডিপথেরিয়া ব্যাকটেরিয়া জি রামন ১৯২৩ ডিপথেরিয়া ভ্যাকসিন
পারটুসিস ( হুপিং কাশি ) ব্যাকটেরিয়া থোরভাল্ড ম্যাডসেন ১৯২৩ পারটুসিস ভ্যাকসিন
টিটেনাস ব্যাকটেরিয়া পি ডেসকম্বে ১৯২৭ টিটেনাস টক্সয়েড
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডঃ থমাস ফ্রান্সিস ১৯৩৭ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন
ইয়েলো ফিভার ভাইরাস ম্যাক্স থিলর ১৯৩৭ ইয়েলো ফিভার ভ্যাকসিন
মাম্পস ভাইরাস মোরিস হিলম্যান ১৯৪৯ মাম্পস ভ্যাকসিন
পোলিও ভাইরাস জোনাস সক ১৯৫৪ সক’স্‌ পোলিও ভ্যাকসিন
পোলিও ভাইরাস স্যাবিন ১৯৫৭ লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন
মিসলেস ভাইরাস মোরিস হিলম্যান ১৯৬০ মিসলেস ভ্যাকসিন
রুবেলা ভাইরাস মোরিস হিলম্যান ১৯৬২ রুবেলা ভ্যাকসিন
হেপাটাইটিস - এ ভাইরাস মোরিস হিলম্যান ১৯৭৬ হেপাটাইটিস – এ ভ্যাকসিন

 
 File Details:
PDF Name : বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এবং আবিষ্কারক  [Various diseases and vaccines and inventors 
Language : Bengali
Size : 412 KB
No. of Pages : 01
Download Link : Click Here To Download
 

No comments:

Post a Comment