Breaking



Saturday, August 23, 2025

Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।। Bengali gk questions and answers in Bengali pdf

 Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf

Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf
Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  (PDF) । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে  নিজের  প্রস্তুতিকে  আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও। 

 General Knowledge  Important Questions 

                     Part -09

01. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি. NaHCO3

02. পোড়া চুনের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম অক্সাইড

03. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কল্কিধাম মন্দিরের শিলান্যাস কোথায় করেছেন- উত্তরপ্রদেশে

04. দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- নীলগিরি

05. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- পশ্চিমবঙ্গ

06. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন- তবলা

07. এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত- বেঙ্গালুরু, কর্ণাটক

08. সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন- মহাত্মা গান্ধী

09. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন- কাজী নজরুল ইসলাম

10. বেলেপাথরের রূপান্তরিত রূপ কি- কোয়ার্টজাইট

11. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী

12. কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে-৮

13. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড রিপন

14. ফায়ার আইস কোনটি- মিথেন হাইড্রেট

15. মহিলা গোয়েন্দা মিতিন মাসির স্রষ্টা কে সুচিত্রা ভট্টাচার্য

16. ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন- রাষ্ট্রপতি

17. কোন দেশের প্রধানমন্ত্রী Luis Montenegro- পর্তুগালের

18. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

19. তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি- জার্মানি

20. ২০২৪-এ ভারতে প্রথম French Film Festival কোথায় হয়েছে- কলকাতায়

21. মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে- নিউ দিল্লি

22. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ? 

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

23. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ? 

উত্তরঃ জওহরলাল নেহরু।

24. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন ?

উত্তরঃ ১৮ বছর।

25. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ? 

উত্তরঃ উপরাষ্ট্রপতি।

26. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি ।

27. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?

উত্তরঃ প্রস্তাবনা।

28. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ? উত্তরঃ ১৯৫৯ সালে।

29. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?

উত্তরঃ ১৯৫১ সালে।

30. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ? 

উত্তরঃ জেলা পরিষদ।

32. ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ?

 উত্তরঃ ১৯৪৬ সালে।

33. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

 উত্তরঃ সুপ্রিমকোর্ট ।

34. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি।

35. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ?

উত্তরঃ ভারত।

36. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন ?

উত্তরঃ রাষ্ট্রপতি।

37. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?

উত্তরঃ ২৫ বছর।

38. ভারতীয় সংবিধানে কতগুলিমৌলিক অধিকার আছে ? উত্তরঃ ছয়টি।

39. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ? উত্তরঃ ছয় বছর।

40. ভারতের সংসদ ক-কক্ষ বিশিষ্ট ? উত্তরঃ দ্বিকক্ষ।

41. লোকসভার স্পিকারকে কে নিযুক্ত উত্তরঃ লোকসভার সদস্যগণ।

42. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ? উত্তরঃ বিডিও।

43. ভোটদানের অধিকার কি ধরণের অধিকার ?

উত্তর : রাজনৈতিক

44. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ? 

উত্তরঃ ড. বি.আর. আম্বেদকরকে।

45. গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল।

46. গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই

47. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ? উত্তরঃ সুপ্রিমকোর্টকে।

48. ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে ? উত্তরঃ গণপরিষদ।

49. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

50. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ? উত্তরঃ গণপরিষদ দ্বারা।

51. গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন ? উত্তরঃ ২০৮ জন।

52. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিলেন ? উত্তরঃ ৭৩ জন।

53. ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল?

উত্তরঃ ২৯৬ জন।

54. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তর :ডঃ সচ্চিদানন্দ সিনহা

55. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে- ১২৩ ধারা

56. কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে- উদয়পুর

57. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে

58. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দ্বারকানাথ ঠাকুর

59. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়- ১৯৮৩ সালে

60. Servants of India society- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে

61. Global Hunger Index এ ভারত কততম স্থানে রয়েছে- ১০৫তম

62. Asian Table Tennis Championships 2024-এ ভারত কোন পদক জিতেছে- ব্রোঞ্জ

63. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?-  ক্যালসিয়াম হাইপোক্লোরাইট

64. প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন- মিহির সেন

65. লিচ্ছবিদৌহিত্র কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত

66. RAW কোন দেশের গোয়েন্দা সংস্থা- ভারত

67. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়- বেঙ্গালুরুকে

68. Kambala Festival কোন রাজ্যে পালন করা হয়- কৰ্ণাটক

69. FIH-এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড

70. মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে- ৮° চ্যানেল

71. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি- Bor Tiger Reserve

72. National Law Day কবে পালন করা হয়- ২৬শে নভেম্বর

73. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস

74. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস

75. সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন- সঞ্জীব খান্না

76. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে- আসাম

77. ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম- মধ্যপ্রদেশ

78. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে- ভারত ও চিন

79. আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত- কেরালা

80. মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়- নরওয়ে

81. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি- সোডিয়াম কার্বনেট

82. ISSF Junior World Cup 2025 হোস্ট করবে কোন দেশ- ভারত

83. সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশ হল- আলজেরিয়া

84. উমাপতিধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন- রাজা লক্ষণ সেন

85. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে- নীলগিরি

86. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল- ১৯৩০ সালে

87. জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়- ভিটামিন A

88. Hindustan Socialist Republican Association প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯২৮ সালে

89. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে- পুষ্যমিত্র

80. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল- নদীয়া

81. জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন- জোহানসন

82. বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি- ভারত

83. ICC Men's ODI Player of the Year 2023-এর অ্যাওয়ার্ড কে পেয়েছেন- Virat Kohli

84. Rast Goftar কে প্রকাশ করেছিলেন- দাদাভাই নওরোজী

85. DDT- এর পুরো নাম কি - Dichloro DiphenylTrichloroethane

86. বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন- আলাউদ্দিন খলজি

87. ঋকবেদে উল্লেখিত পারুশনি নদীর বর্তমান নাম কি- রাভি

88. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর

89. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন- মহম্মদ শাহ

90. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬০ সালে

91. নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল- ১৯০১ সালে

92. Sitara Devi কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন- কখক

93. জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল- ১৯৫০ সালে

94. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত- ওয়াশিংটন

95.Human Development Index প্রকাশকারী সংস্থা কোনটি- UNDP

96. ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু ঘটেছিল- জাকির হোসেন

97. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য- মহারাষ্ট্র

98. কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত- সরযূ

99. 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে- ব্রাজিল

100. ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি- Hemis National Park

 

◆ পরবর্তী সময়ে G.K pdf টি আপলোড করে দেওয়া হবে ।


No comments:

Post a Comment