Breaking



Sunday, February 21, 2021

রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ Model Question MCQ type in Political Science in Bengali ]

রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নওোর [ Model Question MCQ type in Political Science in Bengali ]
রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ Model Question MCQ type in Political Science in Bengali ]


 নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি  রাষ্ট্র বিজ্ঞান বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর (PDF Part -01) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।

 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।

      রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর ( Part-01)

প্রশ্ন :ভারতের কেন্দ্রীয় শাসনের রাজনৈতিক অংশ কাদের নিয়ে গঠিত?

উত্তর : ভারতের কেন্দ্রীয় শাসনের রাজনৈতিক অংশ রাষ্ট্রপতি,উপরাষ্ট্রপতি এবং মন্ত্রীসভাকে নিয়ে গঠিত।

প্রশ্ন : ভারতের শাসন বিভাগ একক পরিচালক না বহু-পরিচালকবিশিষ্ট ?

উত্তর : ভারতের শাসন বিভাগ বহু-পরিচালকবিশিষ্ট।

প্রশ্ন : ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে?*

উত্তর : ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি।

প্রশ্ন : ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় ?

উত্তর : ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতিকে বলা হয় ।

প্রশ্ন : রাষ্ট্রপতি ভারতের কীরূপ শাসক?

উত্তর : রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক।

প্রশ্ন : রাষ্ট্রপতি হওয়ার দুটি যোগ্যতা হল-

উত্তর :ক. ভারতীয় নাগরিক হতে হবে, খ. লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?

উত্তর : ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ ভাবে নির্বাচিত হন।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন?

উত্তর : ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের দুটি কক্ষের নির্বাচিত সদস্যগণ এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক নির্বাচিত হন।

প্রশ্ন : রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থাটি কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর : ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ এবং কেন্দ্রশাসিত অঞ্চল (পুদুচেরি) ও জাতীয় রাজধানী অঞ্চল (দিল্লি)-সহ রাজ্য আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যদেরকে নিয়ে এই নির্বাচক সংস্থাটি গঠিত হয়।

প্রশ্ন : ভারতে কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন

উত্তর : রাষ্ট্রপতি ।

প্রশ্ন : যে ধারায় রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের সব ক্ষমতা থাকে সেটি হল

উত্তর : ৫৩ নং ধারা ।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপ্রধান হলেন

উত্তর : রাষ্ট্রপতি ।

প্রশ্ন : ভারতের নামসর্বস্ব (নিয়মতান্ত্রিক) শাসক হলেন

উত্তর : রাষ্ট্রপতি ।

প্রশ্ন : ভারতের শাসনব্যবস্থার শীর্ষে আছেন

উত্তর : রাষ্ট্রপতি ।

প্রশ্ন : রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বছর হওয়ার প্রয়োজন?

উত্তর : ৩৫ বছর ।

প্রশ্ন : রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে কারা ভোটদান করেন?

উত্তর : রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা ভোটদান করেন।

প্রশ্ন : ভারতের কোন্ রাষ্ট্রপতি দ্বিতীয় পছন্দের ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন?

উত্তর : ১৯৬৯ খ্রিস্টাব্দের রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে ভি ভি গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।

প্রশ্ন : রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রতিনিধিত্বের কোন্ নীতি গ্রহণ করা হয়েছে?

উত্তর : রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি গ্রহণ করা হয়েছে।

প্রশ্ন : কোটা কী?

উত্তর : রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সকল প্রার্থীর বৈধ প্রথম পছন্দের ভোটে সংখ্যাকে ২ দ্বারা ভাগ করে ভাগফলের সঙ্গে ১ যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তাকে কোটা(Quata) বলা হয়। কোটা বলতে সেই নির্দিষ্ট সংখ্যক ভোটকে বোঝায় যা পেলে কোনো প্রার্থী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন।

প্রশ্ন : রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন?

উত্তর : রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে নিজে হাতে পদত্যাগপত্র লিখে উপরাষ্ট্রপতির কাছে জমা দেবেন।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি কীভাবে অপসারিত হন?

উত্তর : সংবিধানের ৬১নং ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি অপসারিত হন।এক্ষেত্রে ১৪ দিন পূর্বে পার্লামেন্টের যে-কোনো কক্ষে প্রস্তাব উত্থাপন করতে হয়। প্রস্তাবটি উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সমর্থন করলে রাষ্ট্রপতি অপসারিত হন।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতিকে কি কারণে পদচ্যুত করা হয় ?

উত্তর : ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে (সংবিধানের ৬১ নং ধারা) পদচ্যুত করা হয়।

প্রশ্ন : রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়টি উল্লেখ আছে সংবিধানের কত নং ধারায়?

উত্তর : ৫৫ নং ধারায়।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

উত্তর : পরোক্ষভাবে।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতির নির্বাচকমণ্ডলী হলেন

উত্তর : পার্লামেন্টের উভয় কক্ষের এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষের নির্বাচিত সদস্যগণ ।

প্রশ্ন : মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল

উত্তর : ৪ বছর।

প্রশ্ন : রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা পদ্ধতিকে বলা হয়

উত্তর : কোটা।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি যে দেশের সংবিধানের থেকে গৃহীত সেটি হল-

উত্তর : আয়ারল্যান্ডের সংবিধান থেকে।

প্রশ্ন : ইমপিচমেন্ট পদ্ধতির উল্লেখ আছে সংবিধানের কত নং ধারায়?

উত্তর : ৬১ নং ধারায়।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি কোন্ পদ্ধতিতে পদচ্যুত হন?

উত্তর : ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত হন।

প্রশ্ন : ইমপিচমেন্ট পদ্ধতি কী?

উত্তর : সংবিধান ভঙ্গের অপরাধে ভারতীয় সংবিধানের ৬১ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকেই ইমপিচমেন্ট পদ্ধতি বলে।

প্রশ্ন : রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি কে করে ?

উত্তর : রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সুপ্রিমকোর্ট করে।

প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ?

উত্তর : রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৬ মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

প্রশ্ন : রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কে দায়িত্ব পালন?

উত্তর : রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করেন।

প্রশ্ন : ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী কেন্দ্রের শাসনকার্য রাষ্ট্রপতির নামে সম্পাদিত হবে ?

উত্তর : ভারতীয় সংবিধানের ৭৭ (১) নং ধারা অনুযায়ী কেন্দ্রের শাসনকার্য রাষ্ট্রপতির নামে সম্পাদিত হবে।

প্রশ্ন : রাষ্ট্রপতি কাদের নিয়োগ করেন ?

উত্তর : শাসনবিভাগীয় প্রধান হিসেবে ভারতের রাষ্ট্রপতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদগুলিতে সদস্যদেরকে নিয়োগ করে থাকেন যে-সমস্ত সদস্যদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, তারা হলেন- অঙ্গরাজ্যের রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারকগণ, নির্বাচন কমিশন ও অর্থ কমিশনের সদস্যগণ প্রমুখ।

প্রশ্ন : ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে?

উত্তর : ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হলেন রাষ্ট্রপতি।

প্রশ্ন : রাষ্ট্রপতি তাঁর শাসন ক্ষমতা কীভাবে প্রয়োগ করেন?

উত্তর : রাষ্ট্রপতি তার শাসন ক্ষমতা নিজে বা অধস্তন কর্মচারীদের দ্বারা প্রয়োগ করেন।

প্রশ্ন : রাষ্ট্রপতির দুটি আইন সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো?

উত্তর : রাষ্ট্রপতির দুটি আইন সংক্রান্ত ক্ষমতা ক.আইনসভার অধিবেশন আহ্বান করতে পারেন, অধিবেশন স্থগিত রাখতে পারেন এবং খ.পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন।

প্রশ্ন : পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে বাণী প্রেরণ করতে এবং ভাষণ দিতে পারেন ?

উত্তর : রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশনে বাণী প্রেরণ করতে এবং ভাষণ দিতে পারেন।

প্রশ্ন : রাষ্ট্রপতি রাজ্যসভায় কত জন প্রতিনিধি মনোনয়ন করেন?

উত্তর : রাষ্ট্রপতি রাজ্যসভায় সাহিত্যিক, বৈজ্ঞানিক, সমাজসেবী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ১২ জনকে মনোনয়ন করতে পারেন।

প্রশ্ন : রাষ্ট্রপতি কত জনকে লোকসভায় মনোনীত করতে পারেন?

উত্তর : রাষ্ট্রপতি লোকসভায় ২ জন ইঙ্গ-ভারতীয় প্রতিনিধি মনোনয়ন করতে পারেন।

প্রশ্ন : রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা কাকে বলে?

উত্তর : রাজ্য বিধানসভায় গৃহীত কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার্থে রাজ্যপাল প্রেরণ করলে রাষ্ট্রপতি সেই বিলকে সম্মতি দিতে অস্বীকার করলে, তাকে ভিটো ক্ষমতা বলে।

প্রশ্ন : রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কী বলে?

উত্তর : রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভিটো ক্ষমতা (Veto Power) বলে।

প্রশ্ন : রাষ্ট্রপতির হাতে কয় ধরনের ভিটো ক্ষমতা রয়েছে?

উত্তর : ভারতের রাষ্ট্রপতির হাতে তিন ধরনের ভিটো ক্ষমতা রয়েছে। যথা ক.চরম ভিটো,খ.স্থগিতকারী ভিটো,গ.পকেট ভিটো।

File Details :

PDF Name : রাষ্ট্র বিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নওোর

Language : Bengali 

Size: 02MB

Download link : Click Here To Downloads 

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 

 

No comments:

Post a Comment