Breaking



Friday, February 12, 2021

বিখ্যাত লেখকদের রচনা সমূহ

 
বিখ্যাত লেখকদের রচনা সমূহ
বিখ্যাত লেখকদের রচনা সমূহ


নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি বিখ্যাত লেখকদের রচনা সমূহ ,আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।


আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।


বিখ্যাত লেখকদের রচনা সমূহ

1. সুনীল গঙ্গোপাধ্যায় :    অরণ্যের দিনরাত্রি, সেই সময়, একা এবং কয়েকজন, জোছনাকুমারী, পূর্ব-পশ্চিম, প্রথম আলাে,অর্ধেক জীবন, রাকা, আত্মপ্রকাশ, কাকাবাবু ও বজ্ৰলামা, সবুজ দ্বীপের রাজা।

2.সুকুমার রায়:  আবাল-তাবােল, খাই খাই, হ-য-ব-র-ল, পাগলা দাশু, ঝালাপালা, লক্ষণের শক্তিশেল, বাবুরাম -সাপুড়ে।

3.শক্তিপদ রাজগুরু: মেঘে ঢাকা তারা, বাঘিনী, অমানুষ, অনুসন্ধান।

4.সুচিত্রা ভট্টাচাৰ্য‍‍্য: কাছের মানুষ, কাচের দেওয়াল, দহন, হেমন্তের পাখি, গভীর অসুখ, ছেড়া তার, পরবাস,পালাবার পথ নেই, রঙিন পৃথিবী, জলছবি, আয়নামহল, সহেলি।

5.শঙ্করীপ্রসাদ বসু: বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, লােকমাতা নিবেদিতা, নেতাজি ও প্ল্যানিং কমিশন।

6.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: বিরাজ বৌ, পরিণীতা, পণ্ডিতমশাই, পল্লীসমাজ, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল, দেবদাস, চরিত্রহীন,দত্তা, গৃহদাহ, দেনা-পাওনা, পথের দাবী, শ্রীকান্ত, বিপ্রদাস, নিষ্কৃতি, রামের সুমতি, বিন্দুর ছেলে,অভাগীর স্বর্গ, মহেশ, একদশী, বৈরাগী, শুভদা।

7.শরদিন্দু বন্দ্যোপাধ্যায়:  ব্যোমকেশ সমগ্র তুঙ্গভদ্রার তীরে, ঝিন্দের বন্দী, সজারুর কাঁটা, লালপাথর, বিষের ধোঁয়া, দাদার কীর্তি।

8.শিবনাথ শাস্ত্রী: রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ।

9.ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়: পাণ্ডব গােয়েন্দা।

10.সন্ধ্যা মুখােপাধ্যায়: ওগাে মাের গীতিময়।

11.হেমন্ত মুখােপাধ্যায়: আমার গানের স্বরলিপি।

12.রণজিৎ গুহ: কবির নাম ও সর্বনাম।

13.বনফুল: স্থাবর, জঙ্গম, দুধের দাম, আলােবাবু, মায়াকানন, অলংকারপুরী।

14.বিমল কর: অসময়, মৃত ও জীবিত।

15.বিমল মিত্র: সাহেব বিবি গােলাম, কড়ি দিয়ে কিনলাম, বেগম মেরি বিশ্বাস, সাত পাকে বাঁধা, যা ইতিহাস নেই, নিশিপালন।

16.মান্না দে :  জীবনের জলসাঘরে ,আমি নিরালায় বসে।

17.মনােজ বসু :  নিসি কুটুম্ব, মানুষ গড়ার কারিগর।

18.মনােজ মিত্র:  নরক গুলজার, সাজানাে বাগান, গল্প হেকিম সাহেব, সন্ধ্যাতারা, অপারেশন ভােমরাগড়।

19.মতি নন্দী:  কোনি, স্ট্রাইকার, স্টপার, কলাবতী, সাদা খাম।

20.মানিক বন্দ্যোপাধ্যায়:  দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, প্রাগৈতিহাসিক, হারানাে নাতজামাই,সরীসৃপ।

21.মহাশ্বেতা দেবী:   হাজার চুরাশির মা, নটী, অরণ্যের অধিকার, টেরােড্যাকটিল, বেহুলার ঝরমাস্যা, কৈবর্ত, পূরণ সহায় ও পিরথা, তিতুমীর, রুদালী, জরৎকুমারী, মার্ডারারের মা।

22.মাইকেল মধুসূদন দাত্ত:   তিলােত্তমাসম্ভব, মেঘনাদবধ, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড়াে  শালিকের ঘাড়ে রোঁ  ।

23.যাযাবর:  দৃষ্টিপাত, ঝিলাম নদীর তীরে।

24.রমাপদ চৌধুরী :  এখনই, খারিজ, দ্বীপের নাম টিয়ার রঙ, বনপলাশির পদাবলী, পিকনিক, বাড়ি বদলে যায়, ডুব  সাঁতার।

25.রবিশংকর :   রাগ-অনুরাগ।

26.রাজশেখর বসু (পরশুরাম): গড্ডালিকা, কজ্জলি, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, লম্বকর্ণ, বিরিঞ্চিবাবা, উলটপুরাণ।

27.শংকর: চৌরঙ্গী, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, সীমাবদ্ধ, তনয়া, চরণ ছুঁয়ে যাই, সম্রাট ও সুন্দরী,একদিন হঠাৎ, যেখানে যেমন, অজানা অচেনা বিবেকানন্দ, মানব সাগরের তীরে, স্বর্গ মর্ত পাতাল, জনঅরণ্য।

28.শিবরাম চক্রবর্তী: হর্ষবর্ধন গােবর্ধন, স্বামী মানেই আসামী, ঈশ্বর পৃথিবী ভালােবাসা।

29.শীর্ষেন্দু মুখােপাধ্যায়:  হারানাে কাকাতুয়া, মনােজদের অদ্ভুত বাড়ি, কাগজের বউ, দূরবীন, পারাপার, মানব জমিন,হেতমগড়ের গুপ্তধন, ঘুণপােকা, পার্থিব।

30.সমরেশ বসু : শাম্ব, বি টি রােডের ধারে, বিবর, প্রজাপতি, মহাকালের রথের ঘােড়া, জঙ্গলমহলে গােগাল, দেখি নাই ফিরে।

31.সমরেশ মজুমদার :   দৌড়, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উজান গঙ্গা, শরণাগত, বুনাে হাঁসের পালক, ফেরারী সাতকাহন।

32.সতীনাথ ভাদুড়ী :  জাগরি, ঢ়েঁড়াইচরিত মানস, চিত্রগুপ্তের ফাইল।

33.সঞ্জীব চট্টোপাধ্যায় :  লােটাকম্বল, সােফা কাম বেড, শাখাপ্রশাখা, হেটমুণ্ড ঊর্ধ্বপদ।

34.সত্যজিৎ রায়: তােড়ায় বাঁধা ঘােড়ার ডিম, ফটিক চাঁদ, টিনটরেটোর যিশু, বাদশাহী আংটি, প্রােফেসর শঙ্কুর কাণ্ডকারখানা, পিকুর ডায়েরি, বােম্বাইয়ের বােম্বেটে, তারিণী খুড়াের কীর্তিকলাপ, সােনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ।

35.সৈয়দ মুজতবা আলি : দেশে বিদেশে, চাচাকাহিনী, মুসাফির, গুরুদেব ও শান্তিনিকেতন।


বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 

No comments:

Post a Comment