Breaking



Friday, April 2, 2021

Daily Current Affairs 01th April 2021

 

Daily Current Affairs 01th April 2021
Daily Current Affairs 01th April 2021

নমস্কার বন্ধুরা,

 আপনাদের কাছে আজ শেয়ার করছি  Daily Current Affairs (01.04.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন । ভালো লাগলে আপনাদের মতামত  কমেন্ট করে জানান ।

আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।


                      Daily Current Affairs 01th April 2021

০১.কেন্দ্রিয় সরকার ২০২০-২১ বর্ষে ১৪,৫০০ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন এর মধ্যে Central Bank of India ,India Overseas Bank ,Bank of India ,UCO Bank]


০২. কেন্দ্রিয় সরকার Emergency Credit Line Guarantee Scheme ( ECLGS 3.0) টি আরও তিন মাস বাড়িয়ে ৩০ শে জুন ২০২১ সাল পর্যন্ত করেছেন ।


০৩. করোনা ভাইরাস মহামারী জন্য অর্থনীতিকে পুনরুদ্ধারে সংস্থান করতে ২০২০-২১ আর্থিক বছরের প্রথমার্ধে FY22 থেকে 7.24 লক্ষ কোটি টাকা  সরকার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।


০৪.The Reserve Bank of India (RBI) অনলাইন লেনদেনগুলি পুনর্বিবেচনার সময়সীমা ৬ মাস বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত করেছেন ।


০৫. State Bank of India  জাপান ব্যাংকের সাথে এক বিলিয়ন ডলার চুক্তি করেছেন ।


০৬. বিশ্বব্যাংক ভারতের জন্য GDP প্রবৃদ্ধি বাড়িয়েছে  FY22 জন্য ১০.১% ।


০৭.COVID-19 মহামারী থেকে সৃষ্ট সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে কেন্দ্রিয় সরকার স্থায়ী অ্যাকাঊণ্ট (প্যান) এর সাথে আধার নম্বরটি সংযুক্ত করার সময়সীমা বাড়িয়ে ৩০ শে জুন ২০২১ সাল পর্যন্ত করেছেন ।


০৮.Utkal Divas বা  Odisha Day 1 এপ্রিল পালিত হয় ।


০৯.সনাতন শিরোনামে বইয়ের জন্য সরস্বতী সম্মান ২০২০ পাচ্ছেন মারাঠী লেখক ড. শরণকুমার লিম্বানে ।


১০.মায়ানমারের সাথে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক সাসপেন্ড করলো যুক্তরাষ্ট্র ।


File Details :

PDF Name :  Daily Current Affairs 01th April 2021

Size: 652 KB

Download link : Click Here To Downloads

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     





No comments:

Post a Comment