ভারতের বিভিন্ন অঞ্চলের উপজাতিদের নাম ও অবস্থান সম্পর্কে আলোচনা
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি ভারতের বিভিন্ন অঞ্চলের উপজাতিদের নাম ও অবস্থান সম্পর্কে আলোচনা , তোমরা জানতে পারবে কোন্ কোন্ অঞ্চলের কোন্ উপজাতি বসবাস করে এই সম্পর্কে একটি তালিকা আকারে প্রকাশ করা হল , আশা করি তোমাদের খুব উপকৃত হবে । সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
ভারতের বিভিন্ন অঞ্চলের উপজাতিদের নাম ও অবস্থান
|
উপজাতিদের নাম |
রাজ্য/ স্থান |
|
ভুটিয়া ,লোধা |
পশ্চিমবঙ্গ |
|
সাঁওতাল |
পশ্চিমবঙ্গের বীড়ভূম , ঝাড়খন্ডের হাজারীবাগ , রাঁচি , পেলাম |
|
গাদ্দি ,গুর্জর,লাহালাউস |
হিমাচল
প্রদেশ |
|
চুটীয়া , মিকির , এবোরাস ,খাসি, গারো ,চাকমা
|
আসাম |
|
নাগা |
আসাম, নাগাল্যান্ড |
|
বৈগা |
মধ্যপ্রদেশ ,রাজস্থান ,গুজরাট |
|
গোন্ড |
মধ্যপ্রদেশ,ছত্তিসগাড় ,বিহার , ঝাড়খন্ড ,ওড়িশা ,অন্ধ্রপ্রদেশ |
|
ভুটিয়া |
উত্তরাঞ্চলের গাডোয়াল ও কুমায়ুন অঞ্চল |
|
মিনা, গাঁথালি ,ভীল ,বৈগা,বানজারা ,বাইকা |
রাজস্থান |
|
লেপচা , ওয়াংচু |
সিকিম |
|
খন্ড |
ওড়িশা |
|
মুন্ডা |
ঝাড়খন্ড |
|
মেইথেই |
মনিপুর |
|
লুসাই , রিয়াং |
ত্রিপুরা |
|
লুসাইন ,রালতেস ,মিরাশ , হিমারশ |
মিজোরাম |
|
সিমা ,লোথা, সাংতম |
নাগাল্যান্ড |
|
কোরকু |
ছত্তিসগাড় |
|
ডুবলা |
দাদরা ও নগর হাভেলি |
|
ডোগরা |
জম্মু ও কাশ্মীর |
|
গারো ,জয়ন্তীয়া |
মেঘালয় |
|
বাদাগা , কোটা ,টোডা , বাদাগাস , কুরুম্ব |
নীলগিরি ( তামিলনাড়ু) |
|
কুফি, ফো |
মনিপুর ,ত্রিপুরা |
|
খাসি ,ঢ্যাং |
আসাম ,ত্রিপুরা , মেঘালয়
|
|
কোল,ভিল |
মধ্যপ্রদেশ |
|
কাদার,উরলিস ,মোপলা |
কেরালা |
|
ওঙ্গে ,জারোয়া , সেন্টিনেলিস ,সোমপেন |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
|
মোনপা ,আপাটামিস, ত্ররোবস ,আদি ,সিংফো ,মিশমি , নিসি ,তাপিন , অবোর |
অরুণাচল প্রদেশ |
|
কোলাম |
অন্ধ্রপ্রদেশ |
|
চেঞ্চু |
তেলেঙ্গানা |
|
ওয়ারলিস |
মহারাষ্ট্র |
|
নিকোবরি ও শোম্পেন |
নিকোবর |
|
খাস |
উত্তরপ্রদেশ |
File Details :
PDF Name : ভারতের বিভিন্ন অঞ্চলের উপজাতিদের নাম ও অবস্থান সম্পর্কে আলোচনা
Size: 368 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ]
'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment