ভারতে আগত বিদেশি পর্যটগনের তালিকা PDF - Indian History in Bengali PDF for all competitive Exam
![]() |
| ভারতে আগত বিদেশি পর্যটকগনের তালিকা PDF - Indian History in Bengali PDF for all competitive Exam |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি ঐতিহাসিক ঘটনাবলির নিরিখে ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটক । যা এই পি. ডি. এফ ফাইলে তোমরা জানতে পারবে কোন রাজার শাসনকালে কোন বিদেশি পর্যটকের আগমন ঘটেছে , বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর করে আলোচনা করা আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ , এবং তোমদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
ভারতে আগত বিদেশি পর্যটক
| পর্যটক | দেশ | শাসনকাল | ||
|---|---|---|---|---|
| মানচি | ইতালি | ঔরাঙ্গজেব | ||
| মার্কোপোলো | ইতালি | সুলতান মামুদ | ||
| হিউয়েন সাঙ | চিন | হর্ষবর্ধন | ||
| ফা-হিয়েন | চিন | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | ||
| ফ্রান্সসকো পেলসার্ট | হল্যান্ড | জাহাঙ্গীর | ||
| বার্নিয়ে | ফ্রান্স | ঔরাঙ্গজেব | ||
| সুলেমান | সৌদি আরব | দেবপাল | ||
| আব্দুল রজ্জাক | পারস্য ( বর্তমান ইরান ) | দ্বিতীয় দেবরায় | ||
| মেগাস্থিনিস | গ্রীস | চন্দ্রগুপ্ত মৌর্য | ||
| ইবন বতুতা | মরক্কো | মহম্মদ-বিন-তুঘলক | ||
| স্যার টমাস রো | ব্রিটেন | জাহাঙ্গীর | ||
| হকিন্স | ব্রিটেন | জাহাঙ্গীর | ||
File Details:
PDF Name : ভারতে আগত বিদেশি পর্যটক .PDF
Language : Bengali
Size : 274 KB
No. of Pages : 01
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment