Indian Constitution PDF 2021 (ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )
Indian Constitution PDF 2021 download (ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি ভারতীয় সংবিধান থেকে ৫০ টি বাছায় করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে , এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ , এবং তোমদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
০১. মূল সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ ছিল কয়টি ?
উঃ ৭ টি
০২. ভারতের বর্তমান মৌলিক অধিকার কয়টি ?
উঃ ৬ টি
০৩. ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি উল্লেখ ছিল ?
উঃ তৃতীয়
০৪.গণপরিষদ হল –
উঃ সংবিধান রচনার কমিটি
০৫. ভারতীয় সংবিধান কার্যকর হয় –
উঃ ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ শে জানুয়ারি
০৬. গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ?
উঃ হরেন্দ্র কুমার
মুখোপাধ্যায়
০৭. স্বাধীন
ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উঃ জি ভি মভলঙ্কার
০৮. গণপরিষদ
কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?
উঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ শে নভেম্বর
০৯. কে গণপরিষদকে ‘আইনজীবীদের স্বর্গ’ বলে অভিহিত করেছেন ?
উঃ আইভর জেনিংস
১০. কে গণপরিষদকে ‘কংগ্রেস পরিষদ’ বলে মন্তব্য করেছেন ?
উঃ অধ্যাপক জে সি
জোহারি
১১. গণপরিষদের প্রথম
অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ দিল্লির কনস্টিটিউশন হলে
১২. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ ড. রাজেন্দ্র প্রসাদ
১৩. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ?
উঃ গণপরিষদ দ্বারা
১৪. গণপরিষদের কত জন
কংগ্রেসের সদস্য ছিল ?
উঃ ২০৮ জন
১৫. গণপরিষদের কত জন
মুসলিম লিগের সদস্য ছিল ?
উঃ ৭৩ জন
১৬. মোট কত জন সদস্য
নিয়ে ভারতীয় গণপরিষদ গঠিত ছিল ?
উঃ ৩৮৯ জন
১৭. ভারতীয় গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল ?
উঃ ২৯৬ জন
১৮. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন
?
উঃ সচ্চিদানন্দ সিংহ
১৯. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ লর্ড মাউন্টব্যাটেন
২০. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ ড. রাজেন্দ্র প্রসাদ
২১. কাকে ‘ভারতীয় সংবিধানের জনক’ কাকে বলা হয় ?
উঃ ড. বি আর আম্বেদকরকে
২২. প্রস্তাবনা কি
ভারতীয় সংবিধানের মুল অংশ ?
উঃ না ,ভারতীয় সংবিধানের মুল অংশ
নয়
২৩. প্রস্তাবনার প্রধান গুরুত্ব কি ?
উঃ সংবিধান ব্যাখ্যায় কোনো
অস্পষ্টতা দেখা দিলে প্রস্তাবনা পথনির্দেশিকার কাজ করে ।
২৪. ভারতীয়
সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?
উঃ ড. বি আর আম্বেদকর
২৫. “প্রস্তাবনা
হল সংবিধানের সব থেকে মূল্যবান অংশ”- এ কথা কে বলেছেন?
উঃ ঠাকুর ভার্গব
২৬. সংবিধানের কোন ধারায় সংবিধানের সংশোধন পদ্ধতি
উল্লেখ আছে ?
উঃ ৩৬৮ নং ধারা
২৭. ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে কত
বার ?
উঃ ১ বার
২৯. সংবিধান সভার দাবি সর্ব প্রথম কে জানান ?
উঃ গান্ধিজি
৩০. কেশবানন্দ ভারতী মামলায় কত খ্রিস্টাব্দে সুপ্রিমকোর্ট
রায় দেয় পার্লামেন্ট সংবিধানের মৌল কাঠামোর কোনো পরির্তন করতে পারবে না ।
উঃ ১৯৭৩ সালে
৩১. ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে
অভিহিত করেছেন –
উঃ কে সি হোয়ার
৩১. পিতা-মাতা বা অভিভাবকের কর্তব্য ৬-১৪ বছর বয়স্ক
প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা এই সরকারি নির্দেশ্তি চালু হয় –
উঃ ২০০২ সালে
৩২. যে দেশের সংবিধানকে আনুকরণ করে ভারতের সংবিধানের
নির্দেশমূলক নীতি যুক্ত করা হয় –
উঃ আয়ারর্ল্যান্ডের সংবিধান
৩৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দাটি যুক্ত করা হয়েছিল-
উঃ ৪২ তম সংশোধনীতে
৩৪. ’Our Constitution’গ্রন্থের লেখক হলেন –
উঃ এস সি কাশ্যপ
৩৫. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন –
উঃ ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান
৩৬.বর্তমান সংবিধানের তপশিলের সংখ্যা –
উঃ ১২ টি
৩৭. মূল সংবিধানের তপশিলের সংখ্যা ছিল –
উঃ ৮ টি
৩৮. অসম , মনিপুর ,সিকিম ,নাগাল্যান্ডের জন্য বিশেষ
ব্যাবস্থা রয়েছে সংবিধানে –
উঃ ৩৭১ নং ধারা
৩৯. খসড়া কমিটি গঠিত হয় –
উঃ ২৯ আগস্ট ১৯৪৭
৪০. সংবিধানে সর্ব প্রথম প্রস্তাবনা সংযুক্ত হয় –
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রে
৪১. ভারতের সংবিধানের খসড়া কমিটি রচনার সময় লেগেছিল –
উঃ ১১৪ দিন
৪২. ভারতীয়
সংবিধান রচনার সময় লেগেছিল –
উঃ ২ বছর ১১ মাস ১৭ দিন
৪৩. সংবিধান প্রনয়নের ধারনাটি প্রথম প্রদান করেন ?
উঃ মানবেন্দ্রনাথ রায়
৪৪. সংবিধানের যে ধারাটি খুবই অনমনীয় তা হল –
উঃ ৩৬৮ নং ধারা
৪৫.পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হল –
উঃ ভারতের
৪৬. “Indian Government and Politics” - গ্রন্থেরলেখক হলেন –
উঃ বি চক্রবর্তী , আর কে পাণ্ডে
৪৭. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত একটি আদর্শ হল –
উঃ সাম্য
৪৮.“Low of the Constitution”- গ্রন্থের রচয়িতা কে
?
উঃ এ ভি ডাইসি
৪৯. কোন মামলার রায়ে বলা হয়েছিল
প্রস্তাবনা সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছে –
উঃ গোলকনাথ
৫০. সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটিকে কে ড্রাফটিং কমিটি
বলেছেন ?
উঃ গণপরিষদের সদস্য নাজিরুদ্দিন আহমেদ সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটিকে ড্রাফটিং কমিটি বলেছেন।
No comments:
Post a Comment