Breaking



Sunday, July 11, 2021

Indian Constitution PDF 2021 download (ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )

 Indian Constitution PDF 2021  (ভারতীয় সংবিধান  সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )

Indian Constitution PDF 2021 download (ভারতীয় সংবিধান  সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )
Indian Constitution PDF 2021 download (ভারতীয় সংবিধান  সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  ভারতীয় সংবিধান থেকে  ৫০ টি বাছায় করা কিছু  গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।  সংবিধান থেকে কিছু  গুরুত্বপূর্ণ তথ্য যা সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে , এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ ,   এবং তোমদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে ।  


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  


ভারতীয় সংবিধান  সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

০১. মূল সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ ছিল কয়টি ?

উঃ ৭ টি

০২. ভারতের বর্তমান মৌলিক অধিকার কয়টি ?

উঃ ৬ টি

০৩. ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি উল্লেখ ছিল ?

উঃ তৃতীয়

০৪.গণপরিষদ হল     

উঃ সংবিধান রচনার কমিটি                 

০৫. ভারতীয় সংবিধান কার্যকর হয়

উঃ ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ শে জানুয়ারি

০৬. গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ?

উঃ  হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়

০৭. স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উঃ জি ভি মভলঙ্কার

০৮. গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?

উঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ শে নভেম্বর

০৯. কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছেন ?

উঃ  আইভর জেনিংস

১০. কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেছেন ?

উঃ অধ্যাপক  জে সি জোহারি

১১.  গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

উঃ দিল্লির কনস্টিটিউশন হলে

১২. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ ড. রাজেন্দ্র প্রসাদ

১৩. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ?

উঃ গণপরিষদ দ্বারা

১৪. গণপরিষদের কত জন  কংগ্রেসের সদস্য ছিল ?

উঃ ২০৮ জন

১৫. গণপরিষদের কত জন  মুসলিম লিগের সদস্য ছিল ?

উঃ ৭৩ জন

১৬. মোট কত জন  সদস্য নিয়ে ভারতীয় গণপরিষদ গঠিত ছিল ?

উঃ ৩৮৯ জন

১৭. ভারতীয় গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল ?

উঃ ২৯৬ জন

১৮.  গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?

উঃ সচ্চিদানন্দ সিংহ

১৯. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ড মাউন্টব্যাটেন        

২০. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উঃ ড. রাজেন্দ্র প্রসাদ

২১. কাকে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?

উঃ ড. বি আর আম্বেদকরকে

২২. প্রস্তাবনা কি  ভারতীয় সংবিধানের মুল অংশ ?

উঃ না ,ভারতীয় সংবিধানের মুল অংশ নয়

২৩. প্রস্তাবনার প্রধান গুরুত্ব কি ?

উঃ সংবিধান ব্যাখ্যায় কোনো অস্পষ্টতা দেখা দিলে প্রস্তাবনা পথনির্দেশিকার কাজ করে ।

২৪.  ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন  ?

উঃ ড. বি আর আম্বেদকর

২৫. প্রস্তাবনা হল সংবিধানের সব থেকে মূল্যবান অংশ- এ কথা কে বলেছেন?

উঃ ঠাকুর ভার্গব

২৬. সংবিধানের কোন ধারায় সংবিধানের সংশোধন পদ্ধতি উল্লেখ আছে ?

উঃ ৩৬৮ নং ধারা

২৭. ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে কত বার ?

উঃ  ১ বার

২৯. সংবিধান সভার দাবি সর্ব প্রথম কে জানান ?

উঃ গান্ধিজি

৩০. কেশবানন্দ ভারতী মামলায় কত খ্রিস্টাব্দে সুপ্রিমকোর্ট রায় দেয় পার্লামেন্ট সংবিধানের মৌল কাঠামোর কোনো পরির্তন করতে পারবে না

উঃ ১৯৭৩ সালে

৩১. ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে অভিহিত করেছেন

উঃ কে সি হোয়ার

৩১. পিতা-মাতা বা অভিভাবকের কর্তব্য ৬-১৪ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা এই সরকারি নির্দেশ্তি চালু হয়

উঃ ২০০২ সালে

৩২. যে দেশের সংবিধানকে আনুকরণ করে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়

উঃ আয়ারর্ল্যান্ডের সংবিধান

৩৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দাটি যুক্ত করা হয়েছিল-

উঃ ৪২ তম সংশোধনীতে

৩৪. ’Our Constitution’গ্রন্থের লেখক হলেন

উঃ এস সি কাশ্যপ          

৩৫. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন

উঃ ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান

৩৬.বর্তমান সংবিধানের তপশিলের সংখ্যা

উঃ ১২ টি

৩৭. মূল সংবিধানের তপশিলের সংখ্যা  ছিল

উঃ ৮ টি

৩৮. অসম , মনিপুর ,সিকিম ,নাগাল্যান্ডের জন্য বিশেষ ব্যাবস্থা রয়েছে সংবিধানে

উঃ ৩৭১ নং ধারা

৩৯. খসড়া কমিটি গঠিত হয়

উঃ ২৯ আগস্ট ১৯৪৭

৪০. সংবিধানে সর্ব প্রথম প্রস্তাবনা সংযুক্ত হয়

উঃ মার্কিন যুক্তরাষ্ট্রে

৪১. ভারতের সংবিধানের খসড়া কমিটি রচনার সময় লেগেছিল

উঃ ১১৪ দিন

৪২. ভারতীয় সংবিধান রচনার সময় লেগেছিল

উঃ ২ বছর ১১ মাস ১৭ দিন

৪৩. সংবিধান প্রনয়নের ধারনাটি প্রথম প্রদান করেন ?

উঃ মানবেন্দ্রনাথ রায়

৪৪. সংবিধানের যে ধারাটি খুবই অনমনীয় তা হল

উঃ  ৩৬৮ নং ধারা

৪৫.পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হল

উঃ  ভারতের

৪৬.  Indian Government and Politics” - গ্রন্থেরলেখক হলেন

উঃ বি চক্রবর্তী , আর কে পাণ্ডে 

৪৭. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত একটি আদর্শ হল

উঃ  সাম্য

৪৮.Low of the Constitution”- গ্রন্থের রচয়িতা কে ?

উঃ এ ভি ডাইসি

৪৯. কোন মামলার রায়ে বলা হয়েছিল প্রস্তাবনা সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছে

উঃ গোলকনাথ

৫০. সংবিধান রচনার  জন্য গঠিত খসড়া কমিটিকে কে ড্রাফটিং কমিটি বলেছেন ?

উঃ গণপরিষদের সদস্য নাজিরুদ্দিন আহমেদ সংবিধান রচনার  জন্য গঠিত খসড়া কমিটিকে   ড্রাফটিং কমিটি বলেছেন।


 
 File Details:
PDF Name : Indian Constitution PDF 2021 download (ভারতীয় সংবিধান  সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )
Language : Bengali
Size :2 MB
No. of Pages : 05
Download Link : Click Here To Download
 



No comments:

Post a Comment