28 August 2025 current affairs in bengali | ২৮শে আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স PDF Current Affairs 2025 in Bengali
28 August 2025 current affairs in bengali | ২৮শে আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স PDF Current Affairs 2025 in Bengali
![]() |
Today current affairs 28 aug | 2025 কারেন্ট অ্যাফেয়ার্স PDF Current Affairs 2025 in Bengali Daily Current Affairs: 28 August 2025 |
প্রিয় , ছাত্র- ছাত্রীরা তোমাদের কাছে আজ শেয়ার করছি প্রত্যহ কারেন্ট অ্যাফেয়ার্স যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী। অতএব তোমরা নীচে দেওয়া প্রশ্ন গুলো যত্ন সহকারে পড়ে নিন এবং প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নিন।
1 Exercise Maitree ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া?
a) থাইল্যান্ড ✅
b) জাপান
c) অস্ট্রেলিয়া
d) ভিয়েতনাম
🎯Exercise Maitree is a joint military exercise between India and which country?
a) Thailand✅
b) Japan
c) Australia
d) Vietnam
2) ইনগা রুগিনিয়েনে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
a)লিথুয়ানিয়া ✅
b) সেনেগাল
c) কানাডা
d) বলিভিয়া
🎯Inga Ruginen has been appointed as the new Prime Minister of which country?
a) Lithuania✅
b) Senegal
c) Canada
d) Bolivia
3. কোন ভারতীয় ভারোত্তোলক আহমেদাবাদে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে সোনা জিতলেন,?
a) মীরাবাই চানু✅
b) পায়েল
c) সৌম্যানী সুনীল ডালভি
d) প্রীতিস্মিতা ভোহি
🎯Which Indian weightlifter won gold in the women's 48 kg category at the Commonwealth Weightlifting Championships in Ahmedabad?
a) Mirabai Chanu✅
b) Payal
c) Soumani Sunil Dalvi
d) Pritismita Vohhi
4.আহমেদাবাদে 30তম কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মহিলাদের 44 কেজি-48 কেজি বিভাগে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন?
a) ধর্মজ্যোতি দেওঘরিয়া
b) মীরাবাই চানু
c)প্রীতস্মিতা ভোই✅
d) পুনম যাদব
🎯Who won India's first gold medal in the women's 44kg-48kg category on the opening day of the 30th Commonwealth Weightlifting Championships in Ahmedabad?
a) Dharmajyoti Deoghariya
b) Mirabai Chanu
c) Pritsmita Bhoi✅
d) Poonam Yadav
5. ব্রিকস দেশগুলির প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর (NDB) ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার পদে কে নিযুক্ত হলেন?
(a) শক্তিকান্ত দাস
(b) রাজীব রঞ্জন✅
(c) উর্জিত পটেল
(d) রঘুরাম রাজন
🎯Who has been appointed as the Vice President and Chief Risk Officer of the New Development Bank (NDB) established by the BRICS countries?
(a) Shaktikanta Das
(b) Rajiv Ranjan✅
(c) Urjit Patel
(d) Raghuram Rajan
6. কাজাকস্তানের শিমকেন্টে অনুষ্ঠিত 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 25 মিটার পিস্তল জুনিয়র ব্যক্তিগত ইভেন্টে কোন ভারতীয় শুটার স্বর্ণপদক জিতেছেন?
a) নাম্যা কাপুর
b) তেজস্বিনী
c)পায়েল খাতরি ✅
d) মনু ভাকের
🎯Which Indian shooter won the gold medal in the 25m Pistol Junior Individual event at the 16th Asian Shooting Championships held in Shymkent, Kazakhstan?
a) Namya Kapoor
b) Tejaswini
c) Payal Khatri✅
d) Manu Bhaker
7. বুলগেরিয়ার সামোকোভে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত মোট কয়টি পদক জিতেছে?
a) 6
b) 9✅
c) 12
d) 15
🎯How many medals did India win in total at the Under-20 World Wrestling Championship 2025 held in Samokov, Bulgaria?
a) 6
b) 9✅
c) 12
d) 15
৪. বিশ্ব ওরাংওটাং দিবস কবে পালিত হয়?
a) 15ই আগস্ট
b)19শে আগস্ট✅
c) 21শে আগস্ট
d) 22শে আগস্ট
🎯When is World Orangutan Day celebrated?
a) August 15th
b) August 19th✅
c) August 21st
d) August 22nd
9. লিঙ্গ সমতা বাড়াতে কোন ভারতীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তার প্রথম সর্ব-মহিলা কমান্ডো ইউনিট চালু করেছে?
a) বর্ডার সিকিউরিটি ফোর্স
b)সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স,✅
c) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ
d) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স
🎯Which Indian central armed police force has launched its first all-women commando unit to promote gender equality?
a) Border Security Force
b) Central Industrial Security Force✅
c) Indo-Tibetan Border Police
d) Central Reserve Police Force.
10. ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক উন্মোচিত সুনীল গাভাস্কারের পূর্ণাঙ্গ মূর্তিতে তাকে কোন আইকনিক শট খেলতে দেখা যাচ্ছে?
a) পোর্ট অফ স্পেনে তার প্রথম সেঞ্চুরির কভার ড্রাইভ
b) ব্যাঙ্গালোরে তার বিদায়ী টেস্টের স্ট্রেট ড্রাইভ
c)যে আইকনিক শট দিয়ে তিনি 10,000 টেস্ট রান করেছিলেন ✅
d) 1971 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার শতকের পুল শট
🎯Which iconic shot is shown playing in the full-length statue of Sunil Gavaskar unveiled by the Mumbai Cricket Association at the Wankhede Stadium?
a) The cover drive for his maiden century at Port of Spain
b) The straight drive in his farewell Test at Bangalore
c) The iconic shot with which he scored 10,000 Test runs✅
d) The pull shot for his century against the West Indies in 1971
11. সম্প্রতি খবরে আসা মতুয়া সম্প্রদায় মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়?
a) সিকিম
b)পশ্চিমবঙ্গ✅
c) বিহার
d) ওড়িশা
🎯The Matua community, which has recently come into the news, is mainly found in which state of India?
a) Sikkim
b) West Bengal✅
c) Bihar
d) Odisha
![]() |
জয়েন্ট করুন |
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।