Breaking



Thursday, August 28, 2025

August 28, 2025

28 August 2025 current affairs in bengali | ২৮শে আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স PDF Current Affairs 2025 in Bengali

28 August 2025 current affairs in bengali  | ২৮শে আগস্ট ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স PDF Current Affairs 2025 in Bengali


Today current affairs 28 aug | 2025 কারেন্ট অ্যাফেয়ার্স PDF Current Affairs 2025 in Bengali

Today current affairs 28 aug | 2025 কারেন্ট অ্যাফেয়ার্স PDF Current Affairs 2025 in Bengali



Daily Current Affairs: 28 August 2025


প্রিয় , ছাত্র- ছাত্রীরা তোমাদের কাছে আজ শেয়ার করছি প্রত্যহ কারেন্ট অ্যাফেয়ার্স যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী। অতএব তোমরা নীচে দেওয়া প্রশ্ন গুলো যত্ন সহকারে পড়ে নিন এবং প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নিন।

1 Exercise Maitree ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া?


a) থাইল্যান্ড ✅


b) জাপান


c) অস্ট্রেলিয়া


d) ভিয়েতনাম


🎯Exercise Maitree is a joint military exercise between India and which country?


a) Thailand✅


b) Japan


c) Australia


d) Vietnam

2) ইনগা রুগিনিয়েনে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?


a)লিথুয়ানিয়া ✅


b) সেনেগাল


c) কানাডা


d) বলিভিয়া

🎯Inga Ruginen has been appointed as the new Prime Minister of which country?


a) Lithuania✅


b) Senegal


c) Canada


d) Bolivia

3. কোন ভারতীয় ভারোত্তোলক আহমেদাবাদে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে সোনা জিতলেন,?

a) মীরাবাই চানু✅

b) পায়েল

c) সৌম্যানী সুনীল ডালভি

d) প্রীতিস্মিতা ভোহি

🎯Which Indian weightlifter won gold in the women's 48 kg category at the Commonwealth Weightlifting Championships in Ahmedabad?

a) Mirabai Chanu✅

b) Payal

c) Soumani Sunil Dalvi

d) Pritismita Vohhi

4.আহমেদাবাদে 30তম কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মহিলাদের 44 কেজি-48 কেজি বিভাগে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন?


a) ধর্মজ্যোতি দেওঘরিয়া


b) মীরাবাই চানু


c)প্রীতস্মিতা ভোই✅


d) পুনম যাদব


🎯Who won India's first gold medal in the women's 44kg-48kg category on the opening day of the 30th Commonwealth Weightlifting Championships in Ahmedabad?


a) Dharmajyoti Deoghariya


b) Mirabai Chanu


c) Pritsmita Bhoi✅


d) Poonam Yadav

5. ব্রিকস দেশগুলির প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর (NDB) ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার পদে কে নিযুক্ত হলেন?

(a) শক্তিকান্ত দাস

(b) রাজীব রঞ্জন✅

(c) উর্জিত পটেল

(d) রঘুরাম রাজন

🎯Who has been appointed as the Vice President and Chief Risk Officer of the New Development Bank (NDB) established by the BRICS countries?




(a) Shaktikanta Das



(b) Rajiv Ranjan✅




(c) Urjit Patel




(d) Raghuram Rajan



6. কাজাকস্তানের শিমকেন্টে অনুষ্ঠিত 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 25 মিটার পিস্তল জুনিয়র ব্যক্তিগত ইভেন্টে কোন ভারতীয় শুটার স্বর্ণপদক জিতেছেন?

a) নাম্যা কাপুর

b) তেজস্বিনী

c)পায়েল খাতরি ✅

d) মনু ভাকের



🎯Which Indian shooter won the gold medal in the 25m Pistol Junior Individual event at the 16th Asian Shooting Championships held in Shymkent, Kazakhstan?




a) Namya Kapoor



b) Tejaswini



c) Payal Khatri✅


d) Manu Bhaker

7. বুলগেরিয়ার সামোকোভে অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত মোট কয়টি পদক জিতেছে?


a) 6

b) 9✅


c) 12


d) 15


🎯How many medals did India win in total at the Under-20 World Wrestling Championship 2025 held in Samokov, Bulgaria?


a) 6


b) 9✅


c) 12


d) 15


৪. বিশ্ব ওরাংওটাং দিবস কবে পালিত হয়?


a) 15ই আগস্ট

b)19শে আগস্ট✅

c) 21শে আগস্ট

d) 22শে আগস্ট


🎯When is World Orangutan Day celebrated?




a) August 15th



b) August 19th✅



c) August 21st


d) August 22nd

9. লিঙ্গ সমতা বাড়াতে কোন ভারতীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তার প্রথম সর্ব-মহিলা কমান্ডো ইউনিট চালু করেছে?


a) বর্ডার সিকিউরিটি ফোর্স


b)সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স,✅


c) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ


d) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স

🎯Which Indian central armed police force has launched its first all-women commando unit to promote gender equality?


a) Border Security Force


b) Central Industrial Security Force✅


c) Indo-Tibetan Border Police


d) Central Reserve Police Force.

10. ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক উন্মোচিত সুনীল গাভাস্কারের পূর্ণাঙ্গ মূর্তিতে তাকে কোন আইকনিক শট খেলতে দেখা যাচ্ছে?


a) পোর্ট অফ স্পেনে তার প্রথম সেঞ্চুরির কভার ড্রাইভ


b) ব্যাঙ্গালোরে তার বিদায়ী টেস্টের স্ট্রেট ড্রাইভ


c)যে আইকনিক শট দিয়ে তিনি 10,000 টেস্ট রান করেছিলেন ✅


d) 1971 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার শতকের পুল শট


🎯Which iconic shot is shown playing in the full-length statue of Sunil Gavaskar unveiled by the Mumbai Cricket Association at the Wankhede Stadium?


a) The cover drive for his maiden century at Port of Spain


b) The straight drive in his farewell Test at Bangalore


c) The iconic shot with which he scored 10,000 Test runs✅


d) The pull shot for his century against the West Indies in 1971

11. সম্প্রতি খবরে আসা মতুয়া সম্প্রদায় মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়?


a) সিকিম


b)পশ্চিমবঙ্গ✅


c) বিহার


d) ওড়িশা



🎯The Matua community, which has recently come into the news, is mainly found in which state of India?


a) Sikkim


b) West Bengal✅


c) Bihar


d) Odisha





জয়েন্ট করুন 


Join Telegram Channel Link 
Click Here To Join

   


আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট  করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।


➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


 



Tuesday, August 26, 2025

August 26, 2025

today current affairs | 23 , 24 ,25 ,26 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স |Daily current affairs

 today current affairs | 23 , 24 ,25 ,26 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স |Daily current affairs 

today current affairs || 23 , 24 ,25 ,26 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স || Daily current affairs
today current affairs | 23 , 24 ,25 ,26 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স | Daily current affairs 


আজকে আপনাদের কাছে শেয়ার করছি 23 শে আগস্ট থেকে 26 শে আগস্ট 2025 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স  । আশাকরি আপনারা খুব উপকৃত হবেন। 



23 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2025

1. ২০২৫ সালের কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?


(a) নয়াদিল্লি


(b) মুম্বাই


c)আহমেদাবাদ


(d) চেন্নাই

উঃc)আহমেদাবাদ

🎯Where will the 2025 Commonwealth Weightlifting Championships be held?


(a) New Delhi


(b) Mumbai


(c) Ahmedabad✅


(d) Chennai


2. ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের এয়ার রাইফেল দল কাকে হারিয়ে সোনা জিতেছে?


a) চীন

b) রাশিয়া

c) দক্ষিণ কোরিয়া

d) জাপান

উঃa)চীন

🎯Whom did the Indian men's air rifle team defeat to win gold at the 16th Asian Shooting Championship?


a) China✅


b) Russia


c) South Korea


d) Japan

3. UIDAI ও Starlink এর সহযোগিতার প্রধান উদ্দেশ্য কী? এ


a) স্যাটেলাইট ইন্টারনেট সম্প্রসারণ

b) আধার-ভিত্তিক গ্রাহক যাচাইকরণ

c) একটি নতুন KYC প্রক্রিয়া তৈরি করা

d) আধার নিবন্ধন বৃদ্ধি

উঃ  b) আধার-ভিত্তিক গ্রাহক যাচাইকরণ


🎯What is the main objective of the UIDAI and Starlink collaboration?


a) Satellite internet expansion


b) Aadhaar-based customer verification ✓✅

c) Creating a new KYC process


d) Increasing Aadhaar enrollment


4. কোন রাজ্যের 'জালালাবাদ' শহরটির নাম পরিবর্তন করে 'পরশুরামপুরী' রাখা হয়েছে?

a) বিহার

b)উত্তর প্রদেশ

c) মধ্যপ্রদেশ

d) রাজস্থান


উঃ b)উত্তর প্রদেশ

🎯In which state the name of the city 'Jalalabad' has been changed to 'Parshurampuri'?


a) Bihar

b) Uttar Pradesh✅

c) Madhya Pradesh

d) Rajasthan

5. U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2025 এ ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন?


a) প্রিয়া মালিক


b)তাপস্যা


c) সৃষ্টি


d) সুমিত মালিক

উঃ b)তাপস্যা


🎯Who won India's first gold medal at the U20 World Wrestling Championship 2025?


a) Priya Malik


b) Tapasya✅


c) Srishti


d) Sumit Malik

৪. ভারতের কোন শহর প্রথম রেলপথে পোর্টেবল সোলার প্যানেল স্থাপন করেছে?

a) জয়পুর

b) মুম্বাই

c)বারাণসী


d)আহমেদাবাদ

উঃc)বারাণসী

🎯Which city in India was the first to install portable solar panels on railway tracks?



a) Jaipur


b) Mumbai


c) Varanasi✅


d) Ahmedabad

7. কাজাকিস্তানের শিমকেন্টে অনুষ্ঠিত 16 তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট ইভেন্টে কোন ভারতীয় শুটার স্বর্ণপদক জিতেছেন?


a) সৌরভ চৌধুরী

b)অনন্তজিৎ সিং নারুকা

c) মনসুর আল রাশিদী

d) সুরুচি ইন্দার সিং

উঃ b)অনন্তজিৎ সিং নারুকা

🎯Which Indian shooter won the gold medal in the men's skeet event at the 16th Asian Shooting Championships held in Shymkent, Kazakhstan?


a) Saurabh Chaudhary


b) Anantjit Singh Naruka✅


c) Mansur Al Rashidi


d) Suruchi Inder Singh


৪. কোন দেশের পর্যটন বোর্ড TikTok-এর সাথে মিলিত হয়ে স্রষ্টা-নেতৃত্বাধীন প্রচারণার মাধ্যমে পর্যটন প্রচার করছে?

a)নেপাল

b) ভুটান

c) শ্রীলঙ্কা

d) মালদ্বীপ

উঃ a)নেপাল

🎯Which country's tourism board is teaming up with TikTok to promote tourism through creator-led campaigns?


a) Nepal✅


b) Bhutan


c) Sri Lanka


d) Maldives

9. ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত 'ক্লিন স্ট্রিট ফুড হাব" কোথায় উদ্বোধন করা হয়েছে?


a)মুম্বাই


b) পুনে


c) নতুন দিল্লি


d) আহমেদাবাদ

উঃ a)মুম্বাই


🎯Where has India's first all-women-run "Clean Street Food Hub" been inaugurated?


a) Mumbai✅


b) Pune


c) New Delhi


d) Ahmedabad

10. দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন?


a) সঞ্জয় অরোরা


b) শশী ভূষণ কুমার সিং


c)সতীশ গোলচা


d) কিরণ বেদি

উঃ  c)সতীশ গোলচা



🎯Who has been appointed as the new Delhi Police Commissioner?


a) Sanjay Arora


b) Shashi Bhushan Kumar Singh


c) Satish Golcha✅


d) Kiran Bedi



11 প্রথম তিন দিনব্যাপী "খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল" কোথায় অনুষ্ঠিত হয়েছে?


(A) মানস সরোবর হ্রদ


(B) ভোপালের ভোজতাল হ্রদ


c)শ্রীনগরের ডাল লেক-


(D) নৈনিতালের নৈনি লেক

উঃ। c)শ্রীনগরের ডাল লেক-



🎯Where was the first three-day "Khelo India Water Sports Festival" held?


(A) Mansarovar Lake


(B) Bhojtal Lake in Bhopal


(C) Dal Lake in Srinagar✅


(D) Naini Lake in Nainital


24 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2025

1. "Operation Sindoor - A Saga of Valour" বইটি কোন কোন ক্লাসের পাঠ্যক্রমে রাখা হয়েছে?

a) প্রথম থেকে পঞ্চম

b) ষষ্ঠ থেকে অষ্টম

c)তৃতীয় থেকে দ্বাদশ

d) নবম থেকে দ্বাদশ

উঃ c)তৃতীয় থেকে দ্বাদশ

🎯The book "Operation Sindoor - A Saga of Valour" is included in the curriculum of which classes?


a) 1st to 5th

b) 6th to 8th

c) 3rd to 12th✅

d) 9th to 12th


2. কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালি সাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে?


a) তামিলনাডু


b) মহারাষ্ট্র


c)কেরালা


d) পশ্চিমবঙ্গ

উঃ c)কেরালা


🎯Which state has been declared as the first fully digitally literate state in India?


a) Tamil Nadu


b) Maharashtra


c) Kerala✅


d) West Bengal


3. ২০২৫ সালে এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (AIBD)-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে কোন দেশ নির্বাচিত হয়েছে?

A) চীন

B) জাপান

C)ভারত-

D) দক্ষিণ কোরিয়া

উঃ C)ভারত

🎯Which country has been elected as the Chairman of the Executive Board of the Asia-Pacific Institute for Broadcasting Development (AIBD) in 2025?


A) China


B) Japan


C) India✅

D) South Korea


4. ২০২৫-২৬ সালের জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (AAAI)-এর প্রেসিডেন্ট হিসেবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে?


a) রাজেশ ভাটিয়া


b)শ্রীনিবাসন কে স্বামী


c) অনিল আগরওয়াল


d) পুনিত গোয়েঙ্কা

উঃ b)শ্রীনিবাসন কে স্বামী



🎯Who has been re-elected as the President of Advertising Agencies Association of India (AAAI) for the year 2025-26?


a) Rajesh Bhatia


b) Srinivasan K Swamy✅


c) Anil Agarwal


d) Punit Goenka

5. ভারত কোন দেশের সঙ্গে শিপিং ও লজিস্টিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত করার জন্য Joint Working Group (JWG) গঠন করেছে?

A) সংযুক্ত আরব আমিরাত

B) সৌদি আরব

C) জাপান

D) রাশিয়া

উঃ B) সৌদি আরব

🎯With which country has India formed a Joint Working Group (JWG) to strengthen cooperation in the field of shipping and logistics?


A) United Arab Emirates


B) Saudi Arabia✅


C) Japan

D) Russia


১৫. ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন কোন শ্যুটার?

a) অভিনব বিন্দ্রা

b) মনু ভাকের

c)রশ্মিকা সহগাল

d) অপূর্বী চান্দেলা

উঃ c)রশ্মিকা সহগাল

🎯Which shooter won gold at the 16th Asian Shooting Championship?


a) Abhinav Bindra



b) Manu Bhaker



c) Rashmika Sehgal✅



d) Apurvi Chandela

7. বিহারের গয়ায় কোন প্রকল্পের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?


A)Aunta-Simaria Project


B) Ganga Expressway


C) Narmada Canal Project


D) Sardar Sarovar Project

উঃ A)Aunta-Simaria Project

🎯Which project did Narendra Modi inaugurate in Gaya, Bihar?


A) Aunta-Simaria Project✅


B) Ganga Expressway


C) Narmada Canal Project


D) Sardar Sarovar Project


৪.৮৮ বছর বয়সে কোন বিখ্যাত আমেরিকান বিচারপতি মারা গেছেন, যিনি 'Nicest Judge in the World' নামে পরিচিত ছিলেন?

A) Ruth Bader Ginsburg

B) Frank Caprio

C) Sonia Sotomayor

D) Stephen Breyer

উঃ B) Frank Caprio


🎯Which famous American justice, known as the 'Nicest Judge in the World', has died at the age of 88?


A) Ruth Bader Ginsburg


B) Frank Caprio✅


C) Sonia Sotomayor


D) Stephen Breyer


9. PFA Player of the Year


Award তৃতীয়বার পেলেন কে?


A) Lionel Messi


B) Cristiano Ronaldo


C)Mohamed Salah


D) Neymar

উঃ  C)Mohamed Salah

🎯Who won the PFA Player of the Year

Award for the third time?


A) Lionel Messi


B) Cristiano Ronaldo


C) Mohamed Salah✅


D) Neymar


10. ২০২৩-২৪ অর্থ বছরে ভারতের সামুদ্রিক মাছ উৎপাদন কত লক্ষ টন পৌঁছেছে?

A) ৪২.৩৫ লক্ষ টন

B) ৪৪.৯৫ লক্ষ টন

C) ৪৬.৫০ লক্ষ টন

D) ৪১.২০ লক্ষ টন

উঃ B) ৪৪.৯৫ লক্ষ টন

🎯How many lakh tonnes did India's marine fish production reach in the financial year 2023-24?


A) 42.35 lakh tonnes

B) 44.95 lakh tonnes✅

C) 46.50 lakh tonnes

D) 41.20 lakh tonnes

11. কাকে ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প?

a) জেডি ভ্যান্স

b) সার্জিও গোরে-

c) লয় ডব্লিউ হেন্ডারসন

d) কমলা হ্যারিস

উঃ b) সার্জিও গোরে-


🎯Who has Donald Trump nominated as the next US Ambassador to India?



a) J.D. Vance


b) Sergio Gore✅


c) Loy W. Henderson

d) Kamala Harris

25 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2025

1. অগ্নি-5 ক্ষেপণাস্ত্র সফলভাবে কোথায় পরীক্ষা করা হয়েছিল?

a) পোখরান

b) চণ্ডীপুর

c) লাদাখ

d) জয়সালমের

উঃ  b) চণ্ডীপুর

🎯Where was the Agni-5 missile successfully tested?


a) Pokhran

b) Chandipur✅

c) Ladakh

d) Jaisalmer


2. কোন ICAR-কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK) উত্তর-পূর্বাঞ্চলে সেরা KVK হিসাবে পুরস্কৃত হয়েছিল?


a)ICAR-KVK Wokha, Nagaland


b) ICAR-CMFRI Lakshadweep KVK


c) ICAR-KVK Assam


d) ICAR-KVK Tripura

উঃ a)ICAR-KVK Wokha, Nagaland



🎯Which ICAR-Krishi Vigyan Kendra (KVK) was awarded as the best KVK in the North-Eastern region?


a) ICAR-KVK Wokha, Nagaland✅


b) ICAR-CMFRI Lakshadweep KVK


c) ICAR-KVK Assam


d) ICAR-KVK Tripura

3. ভারতের কোন বন্দর ঐতিহাসিক ছোটেলাল কি ঘাটের পুনর্গঠনের জন্য IHCL-এর সাথে সহযোগিতা করছে?

a) নাহভা শেভা বন্দর

b) এন্নোর বন্দর

c)শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর

d) বিশাখাপত্তনম বন্দর


উঃ c)শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর

Which Indian port is collaborating with IHCL for the reconstruction of the historic Chotelal Ki Ghat?



a) Nahva Sheva Port


b) Ennore Port


c) Shyama Prasad Mukherjee Port✅

d) Visakhapatnam Port

4. খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে কে প্রথম স্বর্ণপদক জিতেছেন?


a) বিশাল কুমার


b)মহসিন আলী


c) রশ্মিতা সাহু


d) মনোজ সিনহা

উঃ b)মহসিন আলী

🎯Who won the first gold medal at the Khelo India Water Sports Festival?


a) Vishal Kumar


b) Mohsin Ali✅


c) Rashmita Sahu


d) Manoj Sinha


5. কোন গ্রহের নতুন 29তম উপগ্রহ S/2025 U1 আবিষ্কার করেছে নাসা?

(a) শনি

(b) ইউরেনাস

(c) নেপচুন

(d) বৃহস্পতি

উঃ  (b) ইউরেনাস

🎯NASA has discovered the 29th new moon of which planet, S/2025 U1?


(a) Saturn

(b) Uranus✅

(c) Neptune

(d) Jupiter

6. কোন পরিবার 2025 হুরুন ইন্ডিয়া মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি বিজনেস তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে?

a) বিড়লা

b)আম্বানি

c) জিন্দাল

d) গোদরেজ

উঃ  b)আম্বানি


🎯Which family has topped the 2025 Hurun India Most Valuable Family Business list?


a) Birla


b) Ambani✅


c) Jindal


d) Godrej

7. 2025 সালের গ্লোবাল ব্র্যান্ডস তালিকায় কোন কোম্পানি শীর্ষস্থান অধিকার করেছে?


a)মাইক্রোসফ্ট


b) অ্যাপল


c) অ্যামাজন


d) নিভাডিয়া

উঃ a)মাইক্রোসফ্ট

🎯Which company has topped the list of Global Brands 2025?


a) Microsoft✅


b) Apple


c) Amazon


d) Nivadia


৪. নিম্নলিখিত কোন রাজ্যে 2025 সমন্বয় শক্তি মহড়া অনুষ্ঠিত হয়েছিল?

a)আসাম

b) সিকিম

c) মেঘালয়

d) অরুণাচল প্রদেশ

উঃ  a)আসাম

🎯In which of the following states was the 2025 Combined Forces Exercise held?



a) Assam✅


b) Sikkim


c) Meghalaya


d) Arunachal Pradesh


9. M.S. Swaminathan: The Man Who Fed Indiaবইটির লেখক কে?


a)প্রিয়ম্বদা জয়কুমার


b) রামচন্দ্র গুহ


c) বিক্রম শেঠ


d) রিচা শর্মা

উঃ a)প্রিয়ম্বদা জয়কুমার

🎯Who is the author of the book M.S. Swaminathan: The Man Who Fed India?


a) Priyambada Jayakumar


b) Ramachandra Guha


c) Vikram Seth


d) Richa Sharma

10. কোন কোম্পানির সাথে কোল ইন্ডিয়া লিমিটেড (CIL) রেল অবকাঠামো উন্নয়নের জন্য আগস্ট 2025-এ একটি চুক্তি স্বাক্ষর করেছে?


a)কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (KRCL)


b) ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড


c) রেল বিকাশ নিগম লিমিটেড


d) ইন্ডিয়ান রেলওয়ে

উঃ a)কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (KRCL)



With which company did Coal India Limited (CIL) sign an agreement in August 2025 for the development of rail infrastructure?


a) Konkan Railway Corporation Limited (KRCL)✅


b) Indian Port Rail and Ropeway Corporation Limited


c) Rail Vikas Nigam Limited


d) Indian Railways


11. কোন দেশ 'Sustainable Power 1404' শীর্ষক সামরিক মহড়া শুরু করেছে?

a) ইসরায়েল

b)ইরান

c) রাশিয়া

d) চীন

উঃ b)ইরান

🎯Which country has started military exercises titled 'Sustainable Power 1404'?


a) Israel


b) Iran✅


c) Russia


d) China


26 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2025


1. World Competitiveness Ranking 2025-এ ভারত কোন অবস্থানে রয়েছে?

a)41st

b) 32nd

c) 39th

d) 40th

উঃ a)41st

2. সারা এরানি ও আন্দ্রেয়া ভাভাসোরি কোন টুর্নামেন্টের মিক্সড ডাবলস খেতাব জিতেছেন?

a) উইম্বলডন (Wimbledon)

b) ফ্রেঞ্চ ওপেন (French Open)

c) ইউএস ওপেন (US Open)

d) অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)

উঃ c) ইউএস ওপেন (US Open)

3. ভারত ও চীন কোন ঐতিহ্যবাহী বাণিজ্য পথটি পুনরায় চালু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে?

a) নাথু লা

b) রোহতাং

c)শিপকি-লা

d) লিপুলেখ

উঃ c)শিপকি-লা


4. নাসা ও IBM যৌথভাবে কোন নতুন AI মডেল উন্মোচন করেছে সৌর ঝড় পূর্বাভাসের জন্য?


(a) Chandrayaan


c) Surya


(c) Aditya


(d) Helios

উঃc) Surya

5. অনলাইন মানি গেম নিষিদ্ধ করার জন্য যে বিলটি 2025 সালে সংসদে পাশ হয়েছে তার নাম কী?


a)Online Gaming Promotion and Regulation Bill, 2025


(b) Online Betting and Casino Bill, 2025


(c) Information Technology Regulation Bill, 2025


(d) Gambling Control Bill, 2025


উঃ a)Online Gaming Promotion and Regulation Bill, 2025


6. বেজিং-এ অনুষ্ঠিত AI Olympiad-এ ভারতীয় দল কত নম্বর স্থান অর্জন করেছে?


(a) প্রথম


(b) দ্বিতীয়


c)তৃতীয়


(d) চতুর্থ

উঃc)তৃতীয়

7. কোন রাজ্য সরকার National Space Day


উপলক্ষে বিশেষ কর্মসূচি আয়োজনের ঘোষণা করেছে?


a) গুজরাট


b)উত্তর প্রদেশ


c) তামিলনাড়ু


d) মহারাষ্ট্র

উঃ b)উত্তর প্রদেশ

৪. সৌদি আরব ভিসা সহজতর করার জন্য


কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে?


(a) Hajj Connect


b)Nusuk Umrah


(c) Makkah Visa Hub


(d) Saudi Smart Travel

উঃb)Nusuk Umrah

9. ভারতীয় ক্রিকেটারদের জন্য সম্প্রতি কোন নতুন ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে?


a) বিপ টেস্ট (Beep Test)


b) ব্রোঙ্কো টেস্ট (Bronco Test)


c) ইয়ো-ইয়ো টেস্ট (Yo-Yo Test)


d) শাটল রান (Shuttle Run)

উঃ b) ব্রোঙ্কো টেস্ট (Bronco Test)

10. জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়?


(a) 15ই আগস্ট


(b) 23শে আগস্ট


(c) 5ই সেপ্টেম্বর


(d) 2রা অক্টোবর

উ(b) 23শে আগস্ট




জয়েন্ট করুন 


Join Telegram Channel Link 
Click Here To Join

   


আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট  করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।


➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


 


Saturday, August 23, 2025

August 23, 2025

Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।। Bengali gk questions and answers in Bengali pdf

 Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf

Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf
Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  (PDF) । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে  নিজের  প্রস্তুতিকে  আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও। 

 General Knowledge  Important Questions 

                     Part -09

01. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি. NaHCO3

02. পোড়া চুনের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম অক্সাইড

03. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কল্কিধাম মন্দিরের শিলান্যাস কোথায় করেছেন- উত্তরপ্রদেশে

04. দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- নীলগিরি

05. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- পশ্চিমবঙ্গ

06. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন- তবলা

07. এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত- বেঙ্গালুরু, কর্ণাটক

08. সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন- মহাত্মা গান্ধী

09. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন- কাজী নজরুল ইসলাম

10. বেলেপাথরের রূপান্তরিত রূপ কি- কোয়ার্টজাইট

11. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী

12. কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে-৮

13. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড রিপন

14. ফায়ার আইস কোনটি- মিথেন হাইড্রেট

15. মহিলা গোয়েন্দা মিতিন মাসির স্রষ্টা কে সুচিত্রা ভট্টাচার্য

16. ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন- রাষ্ট্রপতি

17. কোন দেশের প্রধানমন্ত্রী Luis Montenegro- পর্তুগালের

18. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

19. তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি- জার্মানি

20. ২০২৪-এ ভারতে প্রথম French Film Festival কোথায় হয়েছে- কলকাতায়

21. মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে- নিউ দিল্লি

22. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ? 

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

23. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ? 

উত্তরঃ জওহরলাল নেহরু।

24. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন ?

উত্তরঃ ১৮ বছর।

25. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ? 

উত্তরঃ উপরাষ্ট্রপতি।

26. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি ।

27. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?

উত্তরঃ প্রস্তাবনা।

28. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ? উত্তরঃ ১৯৫৯ সালে।

29. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?

উত্তরঃ ১৯৫১ সালে।

30. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ? 

উত্তরঃ জেলা পরিষদ।

32. ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ?

 উত্তরঃ ১৯৪৬ সালে।

33. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

 উত্তরঃ সুপ্রিমকোর্ট ।

34. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি।

35. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ?

উত্তরঃ ভারত।

36. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন ?

উত্তরঃ রাষ্ট্রপতি।

37. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?

উত্তরঃ ২৫ বছর।

38. ভারতীয় সংবিধানে কতগুলিমৌলিক অধিকার আছে ? উত্তরঃ ছয়টি।

39. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ? উত্তরঃ ছয় বছর।

40. ভারতের সংসদ ক-কক্ষ বিশিষ্ট ? উত্তরঃ দ্বিকক্ষ।

41. লোকসভার স্পিকারকে কে নিযুক্ত উত্তরঃ লোকসভার সদস্যগণ।

42. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ? উত্তরঃ বিডিও।

43. ভোটদানের অধিকার কি ধরণের অধিকার ?

উত্তর : রাজনৈতিক

44. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ? 

উত্তরঃ ড. বি.আর. আম্বেদকরকে।

45. গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল।

46. গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই

47. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ? উত্তরঃ সুপ্রিমকোর্টকে।

48. ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে ? উত্তরঃ গণপরিষদ।

49. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

50. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ? উত্তরঃ গণপরিষদ দ্বারা।

51. গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন ? উত্তরঃ ২০৮ জন।

52. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিলেন ? উত্তরঃ ৭৩ জন।

53. ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল?

উত্তরঃ ২৯৬ জন।

54. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তর :ডঃ সচ্চিদানন্দ সিনহা

55. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে- ১২৩ ধারা

56. কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে- উদয়পুর

57. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে

58. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দ্বারকানাথ ঠাকুর

59. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়- ১৯৮৩ সালে

60. Servants of India society- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে

61. Global Hunger Index এ ভারত কততম স্থানে রয়েছে- ১০৫তম

62. Asian Table Tennis Championships 2024-এ ভারত কোন পদক জিতেছে- ব্রোঞ্জ

63. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?-  ক্যালসিয়াম হাইপোক্লোরাইট

64. প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন- মিহির সেন

65. লিচ্ছবিদৌহিত্র কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত

66. RAW কোন দেশের গোয়েন্দা সংস্থা- ভারত

67. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়- বেঙ্গালুরুকে

68. Kambala Festival কোন রাজ্যে পালন করা হয়- কৰ্ণাটক

69. FIH-এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড

70. মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে- ৮° চ্যানেল

71. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি- Bor Tiger Reserve

72. National Law Day কবে পালন করা হয়- ২৬শে নভেম্বর

73. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস

74. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস

75. সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন- সঞ্জীব খান্না

76. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে- আসাম

77. ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম- মধ্যপ্রদেশ

78. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে- ভারত ও চিন

79. আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত- কেরালা

80. মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়- নরওয়ে

81. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি- সোডিয়াম কার্বনেট

82. ISSF Junior World Cup 2025 হোস্ট করবে কোন দেশ- ভারত

83. সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশ হল- আলজেরিয়া

84. উমাপতিধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন- রাজা লক্ষণ সেন

85. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে- নীলগিরি

86. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল- ১৯৩০ সালে

87. জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়- ভিটামিন A

88. Hindustan Socialist Republican Association প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯২৮ সালে

89. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে- পুষ্যমিত্র

80. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল- নদীয়া

81. জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন- জোহানসন

82. বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি- ভারত

83. ICC Men's ODI Player of the Year 2023-এর অ্যাওয়ার্ড কে পেয়েছেন- Virat Kohli

84. Rast Goftar কে প্রকাশ করেছিলেন- দাদাভাই নওরোজী

85. DDT- এর পুরো নাম কি - Dichloro DiphenylTrichloroethane

86. বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন- আলাউদ্দিন খলজি

87. ঋকবেদে উল্লেখিত পারুশনি নদীর বর্তমান নাম কি- রাভি

88. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর

89. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন- মহম্মদ শাহ

90. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬০ সালে

91. নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল- ১৯০১ সালে

92. Sitara Devi কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন- কখক

93. জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল- ১৯৫০ সালে

94. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত- ওয়াশিংটন

95.Human Development Index প্রকাশকারী সংস্থা কোনটি- UNDP

96. ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু ঘটেছিল- জাকির হোসেন

97. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য- মহারাষ্ট্র

98. কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত- সরযূ

99. 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে- ব্রাজিল

100. ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি- Hemis National Park

 

◆ পরবর্তী সময়ে G.K pdf টি আপলোড করে দেওয়া হবে ।


August 23, 2025

22 August Daily current affairs 2025 in Bengali GK || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২২শে আগস্ট ২০২৫

 Daily current affairs 22 Aug 2025 in bengali Gk || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২২ শে আগস্ট ২০২৫   জি .কে

Daily current affairs 22 Aug 2025 in bengali Gk || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২২ শে আগস্ট ২০২৫   জি .কে
Daily current affairs 22 Aug 2025 in bengali Gk || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২২ শে আগস্ট ২০২৫   জি .কে


❖. মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব 2025 জিতলেন কে?

a)মনিকা বিশ্বকর্মা

b) সুস্মিতা সেন

c) লারা দত্ত

d) হারনাজ সান্ধু

উঃ a)মনিকা বিশ্বকর্মা

Q.Who won the Miss Universe India title 2025?

a) Monica Vishwakarma

b) Sushmita Sen

c) Lara Dutta

d) Harnaaz Sandhu

➡️a) Monica Vishwakarma


❖.ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে কোন শহরে প্রথমবারের মতো কোনও বিদেশী তেরঙ্গা পতাকাকে সম্মান জানালেন?

(A) নিউ ইয়র্ক

(B) সিয়াটল

(C) লন্ডন

(D) টোকিও

উঃ  (৪) সিয়াটল

Q.Which city honored a foreign tricolour flag for the first time on India's 79th Independence Day?

(A) New York

(B) Seattle

(C) London

(D) Tokyo

➡️(B) Seattle


❖.জৈব-বিয়োজনযোগ্য বিকল্পগুলি বিকাশের জন্য কোন প্রতিষ্ঠান নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)-এর সাথে সহযোগিতা করছে?

a) IIT-বোম্বে

b) IIT-দিল্লি

c) IIT-গুয়াহাটি

d) IIT-মাদ্রাজ

উঃ c) IIT-গুয়াহাটি

Q.Which institute is collaborating with Northeast Frontier Railway (NFR) to develop biodegradable alternatives?

a) IIT-Bombay

b) IIT-Delhi

c) IIT-Guwahati

d) IIT-Madras

➡️ c) IIT-Guwahati


❖.প্রতিরক্ষার জন্য ড্রোন প্রযুক্তি প্রচারে কোন দুটি সংস্থা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

a) আসাম রাইফেলস এবং IIT বোম্বে

b)আসাম রাইফেলস এবং (IIIT) মণিপুর

c) আসাম রাইফেলস এবং IIT দিল্লি

d) আসাম রাইফেলস এবং IIT গুয়াহাটি

উঃ b)আসাম রাইফেলস এবং (IIIT) মণিপুর

Q.Which two organizations have signed an MoU to promote drone technology for defense?

a) Assam Rifles and IIT Bombay

b) Assam Rifles and IIIT Manipur

c) Assam Rifles and IIT Delhi

d) Assam Rifles and IIT Guwahati

➡️ b) Assam Rifles and IIIT Manipur


❖. কাজাখস্তানের শিমকেনটে অনুষ্ঠিত 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র মহিলা এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন।

a)রশ্মিকা সহগল

b) মনু ভাকের

c) বংশিকা চৌধুরী

d) মোহিনী সিং

উঃ a)রশ্মিকা সহগল

Q.Who won the gold medal in the junior women's air pistol event at the 16th Asian Shooting Championships held in Shymkent, Kazakhstan?

a) Rashmika Sehgal

b) Manu Bhaker

c) Vamshika Chowdhury

d) Mohini Singh

➡️ a) Rashmika Sehgal

❖.কে 2025 সালের সিনসিনাটি ওপেন জিতেছেন, যা তার প্রথম হার্ড-কোর্ট শিরোপা?

a) আরিনা সাবালেঙ্কা

b) কোকো গফ

c) জেসমিন পাওলিনি

d) ইগা সুইয়াটেক

উঃ d) ইগা সুইয়াটেক

Q.Who won the 2025 Cincinnati Open, her first hard-court title?

a) Aryna Sabalenka

b) Coco Gauff

c) Jasmine Paolini

d) Iga Suiatek

➡️d) Iga Suiatek


❖. 2025 সালের খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বিলের সংশোধনীতে কোন গুরুত্বপূর্ণ খনিজগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে?

a) লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কোবাল্ট, সোনা এবং রূপা

b) লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, তামা, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম

c) ইউরেনিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং লৌহ আকরিক

d) হীরা, মার্বেল, কাদামাটি এবং তামা

উঃ a) লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কোবাল্ট, সোনা এবং রূপা

Q.Which important minerals have been included in the amendment to the Mines and Minerals (Development and Regulation) Bill, 2025?


a) Lithium, graphite, nickel, cobalt, gold and silver

b) Iron ore, manganese, copper, zinc and aluminium

c) Uranium, coal, natural gas and iron ore

d) Diamonds, marble, clay and copper

➡️a) Lithium, graphite, nickel, cobalt, gold and silver


❖. লোকসভা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল, 2025 পাশ করেছে। IIM গুয়াহাটি প্রতিষ্ঠার জন্য বরাদ্দকৃত আর্থিক অনুদান কত?

a) 400 কোটি টাকা

b)500 কোটি টাকা-

c) 600 কোটি টাকা 

d) 700 কোটি টাক

উঃ b)500 কোটি টাকা-

Q.Institute of Management Lok Sabha has passed the Indian Amendment Bill, 2025. What is the financial grant allocated for the establishment of IIM Guwahati?

a) Rs 400 crore

b) Rs 500 crore

c) Rs 600 crore

d) Rs 700 crore

➡️b) Rs 500 crore


❖.আদি কর্মযোগী অভিযান কখন চালু হয়েছিল?

a) 16 আগস্ট, 2025

b) 17 আগস্ট, 2025

c) 18 আগস্ট, 2025

d) 19 আগস্ট, 2025 

উঃ d) 19 আগস্ট, 2025 


Q.When was the Adi Karma Yogi Abhiyan launched?

a) August 16, 2025

b) August 17, 2025

c) August 18, 2025

d) August 19, 2025

➡️ d) August 19, 2025


❖.বিজ্ঞানীরা ই. কোলি ব্যাকটেরিয়াকে সেন্সরে রূপান্তরিত করেছেন।

a) পারদ

b) কার্বন ডাই অক্সাইড

c) নাইট্রোজেন

d) অক্সিজেন

উঃ a) পারদ

Q.Scientists have transformed E. coli bacteria into sensors

a) Mercury

b) Carbon dioxide

c) Nitrogen

d) Oxygen

➡️a) Mercury



জয়েন্ট করুন 


Join Telegram Channel Link 
Click Here To Join

   


আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট  করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।


➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


 

Thursday, August 21, 2025

August 21, 2025

21 Aug Daily current affairs 2025 in Bengali GK || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে আগস্ট ২০২৫

 Daily current affairs 21 Aug 2025 in bengali Gk || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২১ শে আগস্ট ২০২৫   জি .কে

21 Aug Daily current affairs 2025 in Bengali GK || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে আগস্ট ২০২৫
21 Aug Daily current affairs 2025 in Bengali GK || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে আগস্ট ২০২৫      


. ২০২৫ সালের ১২তম শ্রীলঙ্কা-ভারত নৌ মহড়া (SLINEX-25) কোথায় অনুষ্ঠিত হল?

(a) ভারত

(b) শ্রীলঙ্কা

(c) মালদ্বীপ

(d) সিঙ্গাপুর

উঃ (b) শ্রীলঙ্কা

Q.India Naval Exercise (SLINEX-25) Where was the 12th Sri Lanka-of 2025 held?

(a) India

(b) Sri Lanka

(c) Maldives

(d) Singapore

➡️(b) Sri Lanka

 কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজস্থানের কোটা-বুন্দিতে নতুন বিমানবন্দর প্রকল্পের অনুমোদন দিয়েছে। কোটা-বুন্দিতে নতুন বিমানবন্দরের আনুমানিক ব্যয় কত?

a)1,507 কোটি টাকা

b) 1,000 কোটি টাকা

c) 2,000 কোটি টাকা

d) 500 কোটি টাকা

উঃ a)1,507 কোটি টাকা

Q.The Union Cabinet has approved the project of a new airport at Kota-Bundi in Rajasthan. What is the estimated cost of the new airport at Kota-Bundi?

a) Rs 1,507 crore

b) Rs 1,000 crore

c) Rs 2,000 crore

d) Rs 500 crore

➡️a) Rs 1,507 crore


 মুসকান ফাউন্ডেশনের সহযোগিতায় ইসরো কোন রাজ্যে একটি নতুন মহাকাশ গবেষণাগার উদ্বোধন করেছে?

a) আসাম

b) সিকিম

c) নাগাল্যান্ড

c)অরুণাচল প্রদেশ

উঃc)অরুণাচল প্রদেশ


Q.In which state has ISRO inaugurated a new space laboratory in collaboration with Muskan Foundation?


a) Assam


b) Sikkim


c) Nagaland


d) Arunachal Pradesh


 ➡️ d) Arunachal Pradesh


 Brand Finance Football 50-2025 অনুযায়ী বিশ্বের সর্বাধিক মূল্যবান ফুটবল ক্লাব কোনটি?


a) ম্যানচেস্টার ইউনাইটেড

b) বার্সেলোনা

c)রিয়াল মাদ্রিদ

d) প্যারিস সেন্ট জার্মেইন

উঃ c)রিয়াল মাদ্রিদ

Q.Which is the most valuable football club in the world according to Brand Finance Football 50-2025?


a) Manchester United


b) Barcelona


c) Real Madrid


d) Paris Saint-Germain

➡️c) Real Madrid


 নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিনসিনাটি ওপেন টাইটেল 2025 জিতেছেন?


a)কার্লোস আলকারাজ


b) জনিক সিনার


c) কার্লোস মোয়া


d) রাফায়েল নাদাল


উঃ a)কার্লোস আলকারাজ


Q.Who among the following won the Cincinnati Open title 2025?


a) Carlos Alcaraz


b) Janik Cener


c) Carlos Moya


d) Rafael Nadal


➡️a) Carlos Alcaraz


 বিশ্ব যুব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

a) উইনিপেগ

b) টোকিও

c) প্যারিস

d) লিমেরিক


উঃ a) উইনিপেগ


Q.Where is the World Youth Archery Championships 2025 being held?


a) Winnipeg

b) Tokyo

c) Paris

d) Limerick

➡️a) Winnipeg

 ৫০০ টিরও বেশি রোবট নিয়ে বিশ্ব মানবিক রোবট গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

a) টোকিও


b) সাংহাই


c) বেইজিং


d) সিউল


উঃ c) বেইজিং

Q.In which city was the World Humanoid Robot Games held with over 500 robots?


a) Tokyo


b) Shanghai


c) Beijing


d) Seoul


➡️c) Beijing

  ভারতের প্রথম সর্বমহিলা পরিচালিত ক্লিন স্ট্রিট ফুড হাব কোন শহরে উদ্বোধন করা হয়েছে?

a)মুম্বই

b) পুনে

c) নয়াদিল্লি

d) আহমেদাবাদ


উঃ a)মুম্বই


Q.India's first all-women-run Clean Street Food Hub has been inaugurated in which city?


a) Mumbai


b) Pune


c) New Delhi


d) Ahmedabad

➡️a) Mumbai


  ভারতীয় সেনাবাহিনী অপারেশন সম্ভাবনা-এর অধীনে তাওয়াং-এ 'আরোগ্যম স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র' উদ্বোধন করেছে। ভারতীয় সেনাবাহিনী কবে অপারেশন সম্ভাবনা চালু করেছিল?

a) 1998

b) 1999

c) 2000

d) 2001


উঃ a) 1998


Q.The Indian Army has inaugurated the 'Arogyam Health and Wellness Centre' in Tawang under Operation Sadbhavana. When did the Indian Army launch Operation Sadbhavana?


a) 1998


a) 1998

b) 1999


c) 2000


d) 2001


➡️a) 1998


  ১৬ আগস্ট, ২০২৫-এ কার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে?


a) ড. এ. পি. জে. আব্দুল কালাম


b)অটল বিহারী বাজপেয়ী


c) লাল বাহাদুর শাস্ত্রী


d) ইন্দিরা গান্ধী


উঃb)অটল বিহারী বাজপেয়ী



Q.Whose death anniversary is observed on August 16, 2025?


a) Dr. A. P. J. Abdul Kalam


b) Atal Bihari Vajpayee


c) Lal Bahadur Shastri


d) Indira Gandhi


➡️b) Atal Bihari Vajpayee


  ২০২৫ সালের টাটা সন্স-এর বার্ষিক সাধারণ সভায় (AGM) কাকে পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে?


a) রতন টাটা


b) সাইরাস মিস্ত্রি


c)নোয়েল এন টাটা


d) নারায়ণ মূর্তি


উঃ c)নোয়েল এন টাটা


Q.Who has been appointed as a director at the 2025 Annual General Meeting (AGM) of Tata Sons?


a) Ratan Tata


b) Cyrus Mistry


c) Noel N Tata


d) Narayana Murthy


➡️c) Noel N Tata


জয়েন্ট করুন 


Join Telegram Channel Link 
Click Here To Join

   


আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট  করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।


➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


 

August 21, 2025

KP SI Preliminaly Question Paper 2023 With Answer Key in Bengali || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র

 

KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key by  PRB || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র
KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key  || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র 



নমস্কার বন্ধুরা, 

       আপনাদের কাছে আজ শেয়ার করছি   KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key by  PRB || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র ও সঙ্গে উত্তর পত্র দেওয়া হল । নীচে দেওয়া লিংক এ গিয়ে ডাউনলোড করে নিন। এছাড়াও পরীক্ষার সলভ  প্রশ্নপত্র দেওয়া আছে । আপনারা খুব উপকৃত হবেন।  

 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।

নীচে কয়েকটি নমুনা দেওয়া :-

1. Which hormone is synthesized in the ripened seed of a plant?
Ans: Gibberellin
উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় ?
Ans: জিব্বারেলিন

2. In human body which hormone is secreted from ) 𝛼 (alfa) cell of pancreas ?
Ans: Glucagon
মানবদেহে অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়?
Ans: গ্লুকাগন

3. Which portion of human brain maintains
the body balance?
Ans: Cerebellum
মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
Ans: লঘুমস্তিষ্ক

4. How many sex chromosomes are there in every human cell?
Ans: 2
মানুষের প্রতিটি দেহকোশে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে?
Ans: 2 টি

5. Which Scientist invented the law of use and disuse of organs?
Ans: Lamarck
অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সুত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ?
Ans: ল্যামার্ক

6. The Headquarters of UNESCO is located at Ans: Paris
ইউনেসকোর সদর দফতর কোথায় অবস্থিত ?
Ans: প্যারিস 

7. How many members are there in United Nations' Security Council?
Ans: 15
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য
থাকে ?
 Ans: 15


8. In 1967 who of the following was designated as Deputy Prime Minister?
Ans: Morarji Desai
1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি
উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত হন?
Ans: মোরারজি দেশাই

9. A Money Bill, after being passed in Lok Sabha is transmitted to Rajya Sabha. Within how many days it will have to be returned to Lok Sabha?
Ans: 14
লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়?
Ans: 14

10. As per provision of which writ a higher court can compel a lower court or a person to perform his duty?
Ans: Mandamus
কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে ?
 Ans: ম্যান্ডামাস

11. Who wrote 'Ramacharit'?
Ans: Sandhyakar Nandi
'রামচরিত' এর রচয়িতা কে?
Ans: সন্ধ্যাকর নন্দী

pকরা
Ans: নাইট্রিক অ্যাসিড

24. Which of the following scientists explained the structure of atom with the help of Quantum Theory?
Ans: Niels Bohr
নীচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন ?
 Ans: নিলস্ বোর

25. Hertz is an unit of
Ans: Frequency
হার্ৎজ (Hertz) কীসের একক?
Ans: কম্পাঙ্ক'র

26. In respect of which of the following, when converted into solid from liquid, its volume does not increase?
Ans: Aluminium
নীচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না?
 Ans: অ্যালুমিনিয়াম

27. While lifting anything with the help of the hand, the hand performs as which class of Lever? Ans: 3rd
হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণির লিভার রূপে কাজ করে? Ans: তৃতীয়

28. Mirage is an example of which of the
following?
Ans: Total internal reflection
মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ?
Ans: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

29. In standard temperature and pressure which of the following is not an amorphous? 
Ans: Common Salt
সাধারণ চাপ ও তাপমাত্রায় নীচের কোনটি অনিয়তাকার নয় ?
Ans: সাধারণ লবণ

30. Which of the following smells like rotten fish?
Ans: Phosphine
নীচের কোনটির গন্ধ পচা মাছের মত?
Ans: ফসফিন

31. Name the acid present in the sting of an ant. 
Ans: Formic acid
পিঁপড়ের হুলের মধ্যে নীচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে ?
Ans: ফরমিক অ্যাসিড

32. Kanha National Park is located in which
State?
Ans: Madhya Pradesh
কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
Ans: মধ্যপ্রদেশ

33. Which of the following is not a Cricket field of South Africa?
Ans: Wellington
নীচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় ?
Ans: ওয়েলিংটন

34. The country Madagascar is situated in which continent?
Ans: Africa
মাদাগাসকার দেশটি কোন মহাদেশে অবস্থিত? Ans: আফ্রিকা

35. The tourist spot Daringbari is situated in which State?
Ans: Odisha
দারিংবারি পর্যটনস্থলটি কোন রাজ্যে অবস্থিত?
Ans: ওড়িশা

36. Which one is the highest peak of Aravalli range?
Ans: Gurusikhar
আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি?
Ans: গুরুশিখর

37. In which of the following coastal areas winter rainfall is observed?
Ans: Coromondol Coast
নীচের কোন উপকূলভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় ?
Ans: করমণ্ডল উপকূল

38. Which type of soil is ideal for coffee plantation?
Ans: Laterite Soil
কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট?
Ans: ল্যাটেরাইট মৃত্তিকা

39. In the North-Eastern states of India which type of natural vegetation are mostly observed?
Ans: Tropical Evergreen
ভারতবর্ষের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়?
Ans: ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ

40. Bailadila Iron ore mine is located in which state?
Ans: Chhattisgarh
বায়লাডিলা লৌহ-আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত?
Ans: ছত্তিশগড়

41. Sardar Sarovar Multi-purpose Project is located on which river?
Ans: Narmada
সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? 
Ans: নর্মদা

42. Rill erosion is an example of erosion caused by which natural agent?
Ans: Waterflow
নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ?
Ans: জলপ্রবাহ


43. In which city of India for the first time Lok Adalat was held?
Ans: New Delhi
ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? 
Ans: নিউ দিল্লি

44. Who established 'Servants of India Society'?
Ans: Gopal Krishna Gokhale
'Servants of India Society'-র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans: গোপালকৃষ্ণ গোখেল

45. In which year battle of Haldighat took place ?
Ans: 1576
কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল?
Ans: 1576

46. Which enzyme converts protein into peptone?
Ans: Pepsin
কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে?
Ans: পেপসিন

47. Nephridiam is the excretory organ of
Ans: Earthworm
নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ?
Ans: কেঁচো

48. Shivaji was compelled to sign which treaty with Mughals?
Ans: Treaty of Purandar
শিবাজী মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন ?
Ans: পুরন্দরের সন্ধি


49. Locomotion of Eugleena is done by Ans: Flagellar
ইউগ্লিনা কীসের সাহায্যে গমন করে?
Ans: ফ্ল্যাজেলার

50. Emmanuel Macron is the head of which nation?
Ans: France
ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান?
Ans: ফ্রান্স

51. In a certain code BOARD is written as 53169 and NEAR is written as 2416. How is NODE written in that code?
 Ans: 2394
কোনো সাংকেতিক ভাষায় BOARD-কে লেখা হয় 53169 এবং NEAR-কে লেখা হয় 2416। ওই সাংকেতিক ভাষায় NODE-কে কী লেখা হবে?
Ans: 2394

52. What should come next in the following sequence of letters?
BBCBCDBC DEBCD
EFBCDEFGBCDEF
Ans: G
নিম্নের বর্ণবিন্যাসের পর কোন বর্ণটি আসবে?
BBCBCDBC DEBCD
EFBCDEFGBCDEF

Ans: G

53. In a certain code SPORADIC is written as QNORDJEB. How is TROUBLES written in that code?
Ans: TNQSTFMC
কোনো সাংকেতিক ভাষায় SPORADIC-কে লেখা হয় QNORDJEB | ওই সাংকেতিক ভাষায় TROUBLES কীভাবে লেখা হবে?
Ans: TNQSTFMC


File Details :

PDF Name : KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key 

Language : Bengali / Hindi / English

 Download link : Click Here to Download


Telegram Join Link : Click Here to Join




 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     



 

Wednesday, August 20, 2025

August 20, 2025

20 Aug Daily current affairs 2025 in Bengali GK || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে আগস্ট ২০২৫

 Daily current affairs 20 Aug 2025 in bengali Gk || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০ শে আগস্ট ২০২৫   জি .কে

Today current affairs 20 Aug 2025 in bengali || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০ শে আগস্ট ২০২৫
Daily current affairs 20 Aug 2025 in bengali Gk|| আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০ শে আগস্ট ২০২৫   
 
 

❖ ২০৩৬ সালে উৎক্ষেপণের জন্য রাশিয়ার আসন্ন শুক্র অভিযানের নাম কি?

উঃ ভেনেরিয়া ডি ।

Q. What is the name of Russia's upcoming Venus mission, scheduled to launch in 2036?

➡️Veneria-D


কোন দিনটি 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' হিসাবে পালিত হবে?

উঃ 14 আগস্ট ।

Q. Which day will be observed as 'Partition Horrors Remembrance Day'?

➡️ 14th August

জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্র কৃষ্ণগহ্বরের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্ট নতুন সুপারনোভা আবিষ্কার করেছেন। কোন প্রযুক্তি এই সুপারনোভা সনাক্ত করতে সাহায্য করেছে?

উঃ কসমিক বিস্ফোরণ স্ক্যান করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম।

Q. Astronomers have discovered a new supernova caused by a star-black hole interaction. What technology helped detect this supernova?

➡️Artificial intelligence algorithms to scan cosmic bursts


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের কোন স্থানে নতুন অংশ উদ্বোধন করেছেন?

উঃ  উদ্যান কমপ্লেক্স ।

Q. President Draupadi Murmu recently inaugurated a new section of Rashtrapati Bhavan at which place?

➡️Udyan Complex


মালয়েশিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন?

উঃ দেবিকা সিহাগ।

Q. Who won the women's singles title at the Malaysia International Challenge 2025?

➡️Devika Sihag


16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তল পুরুষ জুনিয়র ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন?

উঃ কাপিল বাইনসলা ।

Q. Who won the gold medal in the 10m Air Pistol Men's Junior Final at the 16th Asian Shooting Championships?

➡️Kapil Bainsla


❖ নীরজ ঘায়ওয়ানের কোন সিনেমাটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM) ২০২৫-এ সেরা সিনেমা পুরস্কার জিতেছে?

উঃ হোমবাউন্ড ।

Q. Which Neeraj Ghaywan film won the Best Film Award at the Indian Film Festival of Melbourne (IFFM) 2025?

➡️Homebound


এশিয়ান ওপেন শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ট্রফি ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?

উঃ দেরাদুন ।

Q. Where will the Asian Open Short Track Speed Skating Trophy 2025 be held?

➡️Dehradun


❖ কে 'বিহু: দ্য এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল অফ আসাম' শিরোনামের সংকলনটি সম্পাদনা করেছেন?

উঃ সঞ্জীব কুমার বরকাকোটি ।

Q. Who edited the collection titled 'Bihu: The Agricultural Festival of Assam'?

➡️Sanjeev Kumar Barkakoti


 'নাগাল্যান্ডের রাজ্যপাল এবং তামিলনাড়র প্রাক্তন বিজেপি প্রধান লা গণেশন ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। লা গণেশন 2016 সালে কোন রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন?

উঃ মধ্যপ্রদেশ ।

Q. Nagaland Governor and former Tamil Nadu BJP chief La Ganesan has passed away at the age of 80. La Ganesan was elected to the Rajya Sabha from which state in 2016?

➡️Madhya Pradesh



❖ AI-চালিত কৃষি জলবায়ু পরামর্শ প্রকল্পটি হায়দ্রাবাদে কোন সংস্থা শুরু করেছে?

উঃ ICRISAT


❖ দর্জিপুং হাইড্রো-পাওয়ার প্রজেক্ট কোন দেশে

অবস্থিত?

 উঃ ভুটান


 পিপরাহওয়া বুদ্ধের ধাতু মূলত ভারতের কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছিল?

উঃ উত্তরপ্রদেশ ।


Skill Impact Bond (SIB) ভারতের প্রথম ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বন্ড, কে লঞ্চ করেছে?

উঃ NSDC


কোন দেশ ১ আগস্ট ২০২৫ থেকে ভারতীয় পণ্যের উপর ২৫% ট্যারিফ আরোপ করেছে?

উঃ যুক্তরাষ্ট্র ।


মেঘনাদ দেশাই, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

উঃ অর্থনীতি ।


সম্প্রতি আলোচনায় থাকা Ashtamudi Lake ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উঃ কেরল ।


প্রধানমন্ত্রী কিষান সম্পদা যোজনা (PMKSY) কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীন চলমান?

উঃ খাদ্য প্রক্রিয়াকরণ।


'স্বাস্থ্য সাথী' কোন রাজ্য সরকারের হেলথ

ইনস্যুরেন্স স্কিম?

উঃ পশ্চিমবঙ্গ।


সম্প্রতি বিশ্বে সর্বাধিক 5G স্মার্টফোন উৎপাদনকারী দেশ কোনটি?

উঃ চীন ।


ভারতের সাম্প্রতিক ঘোষিত বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় স্থাপিত হচ্ছে?

উঃ গুজরাট।


সংবিধান অনুযায়ী সাম্প্রতিক কোন রাজ্য ভারতীয় সংবিধানের ৫ম তফসিলভুক্ত হয়েছে?

উঃ তেলেঙ্গানা।



সম্প্রতি আন্তর্জাতিক মেরি নদী দিবস (International Mary River Day) কোথায় পালিত হয়েছে?

উঃ অস্ট্রেলিয়া।


ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম "Women-Only Industrial Park" চালু হল?

উঃ তেলেঙ্গানা।


 

জয়েন্ট করুন 


Join Telegram Channel Link 
Click Here To Join

   


আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট  করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।


➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য