Daily current affairs 20 Aug 2025 in bengali Gk || আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০ শে আগস্ট ২০২৫ জি .কে
![]() |
Daily current affairs 20 Aug 2025 in bengali Gk|| আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০ শে আগস্ট ২০২৫ |
❖ ২০৩৬ সালে উৎক্ষেপণের জন্য রাশিয়ার আসন্ন শুক্র অভিযানের নাম কি?
উঃ ভেনেরিয়া ডি ।
Q. What is the name of Russia's upcoming Venus mission, scheduled to launch in 2036?
➡️Veneria-D
❖কোন দিনটি 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' হিসাবে পালিত হবে?
উঃ 14 আগস্ট ।
Q. Which day will be observed as 'Partition Horrors Remembrance Day'?
➡️ 14th August
❖জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্র কৃষ্ণগহ্বরের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্ট নতুন সুপারনোভা আবিষ্কার করেছেন। কোন প্রযুক্তি এই সুপারনোভা সনাক্ত করতে সাহায্য করেছে?
উঃ কসমিক বিস্ফোরণ স্ক্যান করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম।
Q. Astronomers have discovered a new supernova caused by a star-black hole interaction. What technology helped detect this supernova?
➡️Artificial intelligence algorithms to scan cosmic bursts
❖রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের কোন স্থানে নতুন অংশ উদ্বোধন করেছেন?
উঃ উদ্যান কমপ্লেক্স ।
Q. President Draupadi Murmu recently inaugurated a new section of Rashtrapati Bhavan at which place?
➡️Udyan Complex
❖মালয়েশিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন?
উঃ দেবিকা সিহাগ।
Q. Who won the women's singles title at the Malaysia International Challenge 2025?
➡️Devika Sihag
❖16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তল পুরুষ জুনিয়র ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন?
উঃ কাপিল বাইনসলা ।
Q. Who won the gold medal in the 10m Air Pistol Men's Junior Final at the 16th Asian Shooting Championships?
➡️Kapil Bainsla
❖ নীরজ ঘায়ওয়ানের কোন সিনেমাটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM) ২০২৫-এ সেরা সিনেমা পুরস্কার জিতেছে?
উঃ হোমবাউন্ড ।
Q. Which Neeraj Ghaywan film won the Best Film Award at the Indian Film Festival of Melbourne (IFFM) 2025?
➡️Homebound
❖এশিয়ান ওপেন শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ট্রফি ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ দেরাদুন ।
Q. Where will the Asian Open Short Track Speed Skating Trophy 2025 be held?
➡️Dehradun
❖ কে 'বিহু: দ্য এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল অফ আসাম' শিরোনামের সংকলনটি সম্পাদনা করেছেন?
উঃ সঞ্জীব কুমার বরকাকোটি ।
Q. Who edited the collection titled 'Bihu: The Agricultural Festival of Assam'?
➡️Sanjeev Kumar Barkakoti
❖'নাগাল্যান্ডের রাজ্যপাল এবং তামিলনাড়র প্রাক্তন বিজেপি প্রধান লা গণেশন ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। লা গণেশন 2016 সালে কোন রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন?
উঃ মধ্যপ্রদেশ ।
Q. Nagaland Governor and former Tamil Nadu BJP chief La Ganesan has passed away at the age of 80. La Ganesan was elected to the Rajya Sabha from which state in 2016?
➡️Madhya Pradesh
❖ AI-চালিত কৃষি জলবায়ু পরামর্শ প্রকল্পটি হায়দ্রাবাদে কোন সংস্থা শুরু করেছে?
উঃ ICRISAT
❖ দর্জিপুং হাইড্রো-পাওয়ার প্রজেক্ট কোন দেশে
অবস্থিত?
উঃ ভুটান
❖পিপরাহওয়া বুদ্ধের ধাতু মূলত ভারতের কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছিল?
উঃ উত্তরপ্রদেশ ।
❖Skill Impact Bond (SIB) ভারতের প্রথম ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বন্ড, কে লঞ্চ করেছে?
উঃ NSDC
❖কোন দেশ ১ আগস্ট ২০২৫ থেকে ভারতীয় পণ্যের উপর ২৫% ট্যারিফ আরোপ করেছে?
উঃ যুক্তরাষ্ট্র ।
❖মেঘনাদ দেশাই, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?
উঃ অর্থনীতি ।
❖সম্প্রতি আলোচনায় থাকা Ashtamudi Lake ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ কেরল ।
❖প্রধানমন্ত্রী কিষান সম্পদা যোজনা (PMKSY) কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীন চলমান?
উঃ খাদ্য প্রক্রিয়াকরণ।
❖'স্বাস্থ্য সাথী' কোন রাজ্য সরকারের হেলথ
ইনস্যুরেন্স স্কিম?
উঃ পশ্চিমবঙ্গ।
❖সম্প্রতি বিশ্বে সর্বাধিক 5G স্মার্টফোন উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ চীন ।
❖ভারতের সাম্প্রতিক ঘোষিত বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় স্থাপিত হচ্ছে?
উঃ গুজরাট।
❖সংবিধান অনুযায়ী সাম্প্রতিক কোন রাজ্য ভারতীয় সংবিধানের ৫ম তফসিলভুক্ত হয়েছে?
উঃ তেলেঙ্গানা।
❖সম্প্রতি আন্তর্জাতিক মেরি নদী দিবস (International Mary River Day) কোথায় পালিত হয়েছে?
উঃ অস্ট্রেলিয়া।
❖ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম "Women-Only Industrial Park" চালু হল?
উঃ তেলেঙ্গানা।
![]() |
জয়েন্ট করুন |
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment