Breaking



Thursday, August 21, 2025

KP SI Preliminaly Question Paper 2023 With Answer Key in Bengali || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র

 

KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key by  PRB || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র
KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key  || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র 



নমস্কার বন্ধুরা, 

       আপনাদের কাছে আজ শেয়ার করছি   KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key by  PRB || 2023 সালের কলকাতা পুলিশের সব ইন্সপেক্টর পদের প্রিলিমিলালি প্রশ্নপত্র ও সঙ্গে উত্তর পত্র দেওয়া হল । নীচে দেওয়া লিংক এ গিয়ে ডাউনলোড করে নিন। এছাড়াও পরীক্ষার সলভ  প্রশ্নপত্র দেওয়া আছে । আপনারা খুব উপকৃত হবেন।  

 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।

নীচে কয়েকটি নমুনা দেওয়া :-

1. Which hormone is synthesized in the ripened seed of a plant?
Ans: Gibberellin
উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় ?
Ans: জিব্বারেলিন

2. In human body which hormone is secreted from ) 𝛼 (alfa) cell of pancreas ?
Ans: Glucagon
মানবদেহে অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়?
Ans: গ্লুকাগন

3. Which portion of human brain maintains
the body balance?
Ans: Cerebellum
মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
Ans: লঘুমস্তিষ্ক

4. How many sex chromosomes are there in every human cell?
Ans: 2
মানুষের প্রতিটি দেহকোশে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে?
Ans: 2 টি

5. Which Scientist invented the law of use and disuse of organs?
Ans: Lamarck
অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সুত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ?
Ans: ল্যামার্ক

6. The Headquarters of UNESCO is located at Ans: Paris
ইউনেসকোর সদর দফতর কোথায় অবস্থিত ?
Ans: প্যারিস 

7. How many members are there in United Nations' Security Council?
Ans: 15
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য
থাকে ?
 Ans: 15


8. In 1967 who of the following was designated as Deputy Prime Minister?
Ans: Morarji Desai
1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি
উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত হন?
Ans: মোরারজি দেশাই

9. A Money Bill, after being passed in Lok Sabha is transmitted to Rajya Sabha. Within how many days it will have to be returned to Lok Sabha?
Ans: 14
লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়?
Ans: 14

10. As per provision of which writ a higher court can compel a lower court or a person to perform his duty?
Ans: Mandamus
কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে ?
 Ans: ম্যান্ডামাস

11. Who wrote 'Ramacharit'?
Ans: Sandhyakar Nandi
'রামচরিত' এর রচয়িতা কে?
Ans: সন্ধ্যাকর নন্দী

pকরা
Ans: নাইট্রিক অ্যাসিড

24. Which of the following scientists explained the structure of atom with the help of Quantum Theory?
Ans: Niels Bohr
নীচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন ?
 Ans: নিলস্ বোর

25. Hertz is an unit of
Ans: Frequency
হার্ৎজ (Hertz) কীসের একক?
Ans: কম্পাঙ্ক'র

26. In respect of which of the following, when converted into solid from liquid, its volume does not increase?
Ans: Aluminium
নীচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না?
 Ans: অ্যালুমিনিয়াম

27. While lifting anything with the help of the hand, the hand performs as which class of Lever? Ans: 3rd
হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণির লিভার রূপে কাজ করে? Ans: তৃতীয়

28. Mirage is an example of which of the
following?
Ans: Total internal reflection
মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ?
Ans: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

29. In standard temperature and pressure which of the following is not an amorphous? 
Ans: Common Salt
সাধারণ চাপ ও তাপমাত্রায় নীচের কোনটি অনিয়তাকার নয় ?
Ans: সাধারণ লবণ

30. Which of the following smells like rotten fish?
Ans: Phosphine
নীচের কোনটির গন্ধ পচা মাছের মত?
Ans: ফসফিন

31. Name the acid present in the sting of an ant. 
Ans: Formic acid
পিঁপড়ের হুলের মধ্যে নীচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে ?
Ans: ফরমিক অ্যাসিড

32. Kanha National Park is located in which
State?
Ans: Madhya Pradesh
কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
Ans: মধ্যপ্রদেশ

33. Which of the following is not a Cricket field of South Africa?
Ans: Wellington
নীচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় ?
Ans: ওয়েলিংটন

34. The country Madagascar is situated in which continent?
Ans: Africa
মাদাগাসকার দেশটি কোন মহাদেশে অবস্থিত? Ans: আফ্রিকা

35. The tourist spot Daringbari is situated in which State?
Ans: Odisha
দারিংবারি পর্যটনস্থলটি কোন রাজ্যে অবস্থিত?
Ans: ওড়িশা

36. Which one is the highest peak of Aravalli range?
Ans: Gurusikhar
আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি?
Ans: গুরুশিখর

37. In which of the following coastal areas winter rainfall is observed?
Ans: Coromondol Coast
নীচের কোন উপকূলভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় ?
Ans: করমণ্ডল উপকূল

38. Which type of soil is ideal for coffee plantation?
Ans: Laterite Soil
কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট?
Ans: ল্যাটেরাইট মৃত্তিকা

39. In the North-Eastern states of India which type of natural vegetation are mostly observed?
Ans: Tropical Evergreen
ভারতবর্ষের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়?
Ans: ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ

40. Bailadila Iron ore mine is located in which state?
Ans: Chhattisgarh
বায়লাডিলা লৌহ-আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত?
Ans: ছত্তিশগড়

41. Sardar Sarovar Multi-purpose Project is located on which river?
Ans: Narmada
সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? 
Ans: নর্মদা

42. Rill erosion is an example of erosion caused by which natural agent?
Ans: Waterflow
নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ?
Ans: জলপ্রবাহ


43. In which city of India for the first time Lok Adalat was held?
Ans: New Delhi
ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? 
Ans: নিউ দিল্লি

44. Who established 'Servants of India Society'?
Ans: Gopal Krishna Gokhale
'Servants of India Society'-র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans: গোপালকৃষ্ণ গোখেল

45. In which year battle of Haldighat took place ?
Ans: 1576
কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল?
Ans: 1576

46. Which enzyme converts protein into peptone?
Ans: Pepsin
কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে?
Ans: পেপসিন

47. Nephridiam is the excretory organ of
Ans: Earthworm
নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ?
Ans: কেঁচো

48. Shivaji was compelled to sign which treaty with Mughals?
Ans: Treaty of Purandar
শিবাজী মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন ?
Ans: পুরন্দরের সন্ধি


49. Locomotion of Eugleena is done by Ans: Flagellar
ইউগ্লিনা কীসের সাহায্যে গমন করে?
Ans: ফ্ল্যাজেলার

50. Emmanuel Macron is the head of which nation?
Ans: France
ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান?
Ans: ফ্রান্স

51. In a certain code BOARD is written as 53169 and NEAR is written as 2416. How is NODE written in that code?
 Ans: 2394
কোনো সাংকেতিক ভাষায় BOARD-কে লেখা হয় 53169 এবং NEAR-কে লেখা হয় 2416। ওই সাংকেতিক ভাষায় NODE-কে কী লেখা হবে?
Ans: 2394

52. What should come next in the following sequence of letters?
BBCBCDBC DEBCD
EFBCDEFGBCDEF
Ans: G
নিম্নের বর্ণবিন্যাসের পর কোন বর্ণটি আসবে?
BBCBCDBC DEBCD
EFBCDEFGBCDEF

Ans: G

53. In a certain code SPORADIC is written as QNORDJEB. How is TROUBLES written in that code?
Ans: TNQSTFMC
কোনো সাংকেতিক ভাষায় SPORADIC-কে লেখা হয় QNORDJEB | ওই সাংকেতিক ভাষায় TROUBLES কীভাবে লেখা হবে?
Ans: TNQSTFMC


File Details :

PDF Name : KP SI Preliminaly Question  Paper 2023 With Answer Key 

Language : Bengali / Hindi / English

 Download link : Click Here to Download


Telegram Join Link : Click Here to Join




 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     



 

No comments:

Post a Comment