![]() |
| Daily Current Affairs 25th Feb 2021 |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি Daily Current Affairs (25.02.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন । ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট করে জানান ।
1.
উত্তর প্রদেশের নির্মাণাধীন কুশিনগর বিমানবন্দর আন্তর্জাতিক বিমান চালানোর জন্য বিমান Directorate General of Civil
Aviation (DGCA) থেকে
প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে।
2. ICICI ব্যাংক চালু করেছে 'Namma Chennai Smart Card’
3.
পাঞ্জাবের মন্ত্রিসভা ‘Lal
Lakir’ মিশনের বাস্তবায়নের
অনুমোদন দিয়েছে, যার লক্ষ্য ছিল রাজ্যজুড়ে সমস্ত গ্রামে বা গ্রামাঞ্চলে সম্পত্তির
অধিকারের নজরদারি করা এবং সরকারী বিভাগ, প্রতিষ্ঠান ও ব্যাংক কর্তৃক প্রদত্ত সুবিধা
গ্রহণের লক্ষ্যে।
4.
কেরালার গভর্নর ‘Arif
Mohammed Khan’ কেরালা
বিশ্ববিদ্যালয় ডিজিটাল সায়েন্সেস, উদ্ভাবন ও প্রযুক্তি নামে ভারতের প্রথম ডিজিটাল
বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন।
5.
প্রবীণ অভিনেতা কবির বেদী তাঁর স্মৃতিচারণ
অনুষ্ঠানে তাঁর জীবন কাহিনী বলবেন যা এপ্রিলে প্রকাশিত হবে।
6.
জাতীয় আরবান ডিজিটাল মিশন চালু করেছে কেন্দ্র
7.
চীন ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারতের শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার
হয়ে উঠেছে
8.
গজেন্দ্র সিং শেখাওয়াত ICOLD
Symposium উদ্বোধন
করলেন ।
9.
ভারত সরকার এবং Asian Infrastructure Investment
Bank (AIIB) আসামের অন্তঃরাষ্ট্র-রাজ্য ট্রান্সমিশন সিস্টেম
এনভান্সমেন্ট প্রকল্পের জন্য ২৩ শে ফেব্রুয়ারী, ২০২১ সালে $ 304 মিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটির লক্ষ্য উত্তর-পূর্ব
রাজ্য আসামের বিদ্যুৎ সংক্রমণ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, ক্ষমতা এবং সুরক্ষা উন্নত
করা।
10.প্রাক্তন
কেন্দ্রীয় মন্ত্রী Vijay
Sampla National Commission for Scheduled Castes (NCSC) চেয়ারম্যানের পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
11. স্বচ্ছতা
ও জবাবদিহিতার বিষয় নিয়ে কাজ করা এক ভারতীয় সামাজিক কর্মী অঞ্জলি ভরদ্বাজ সদ্য প্রতিষ্ঠিত
International
Anti-Corruption Champions Award জন্য বিডেন প্রশাসন কর্তৃক নামকরণ করা করা হয়েছে এমন 12 জন
"সাহসী" ব্যক্তির মধ্যে ইনি একজন।
।
File Details :
PDF Name : Daily Current Affairs 25th Feb 2021
Language : Bengali
Size:486 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment