![]() |
| ভারতের সংবিধান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Model Question of Indian Constitution MCQ PDF file in Bengali (Part -2) |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি ভারতের সংবিধান থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর ( Part -02) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । প্রশ্ন গুলো আপনারা মনোযোগ দিয়ে পড়ুন ,ধীরে ধীরে আমরা আরও মডেল প্রশ্ন আপলোড করবো।
প্রশ্ন : ভারতীয় সংবিধানের রূপকার হলেন-
উত্তর:ড. বি আর আম্বেদকর
প্রশ্ন
: “ভারতীয় গণপরিষদ হল আইনজীবীদের স্বর্গ।”—কথাটি বলেছেন-
উত্তর:আইভর জেনিংস
প্রশ্ন
: গণপরিষদের
কাছে খসড়া সংবিধান পেশ করা হয়-
উত্তর:1948 খ্রিস্টাব্দের
21 ফেব্রুয়ারি
প্রশ্ন
: গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে
উত্তর:1950 খ্রিস্টাব্দের
24 জানুয়ারি
প্রশ্ন
: গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন-
উত্তর:সচ্চিদানন্দ সিংহ
প্রশ্ন
: দেশবিভাগের ফলে গণপরিষদে মুসলিম লিগের সদস্যসংখ্যা ছিল—
উত্তর:28 জন।
প্রশ্ন
: ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন-
উত্তর:বি এন রাউ
প্রশ্ন
: গণপরিষদ গঠনের সময় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল-
উত্তর:208 জন
প্রশ্ন
: গণপরিষদ গঠনের সময় মুসলিম লিগের সদস্যসংখ্যা ছিল-
উত্তর:73 জন
প্রশ্ন
: ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত সালে ?
উত্তর:1976 সালে
প্রশ্ন
: ভারতের সংবিধান হল-
উত্তর:দুষ্পরিবর্তনীয়
প্রশ্ন
: ইংল্যান্ডের সংবিধান হল-
উত্তর:অলিখিত ও সুপরিবর্তনীয়
প্রশ্ন
: খসড়া কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:29 আগস্ট 1947
প্রশ্ন
:কোন সংবিধানে
সর্বপ্রথম একটি প্রস্তাবনা সংযুক্ত হয়?
উত্তর:মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রশ্ন
: ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন-
উত্তর:জওহরলাল নেহরু
প্রশ্ন
: ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন-
উত্তর:ড.সর্বপল্লি রাধকৃষ্ণান
প্রশ্ন
: বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের ন্যূনতম বয়স হল-
উত্তর:18 বছর
প্রশ্ন
: বর্তমানে ভারতের সংবিধানে তপশিলের সংখ্যা কয়টি?
উত্তর:12 টি
প্রশ্ন
: ভারতের সংবিধান গৃহীত হয়-
উত্তর: 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে
প্রশ্ন
: ভারতীয় সংবিধান অদ্যাবধি সংশোধিত হয়েছে ?
উত্তর:103 বার (2019)
প্রশ্ন
: সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রদান করেন—
উত্তর:মানবেন্দ্রনাথ রায়।
প্রশ্ন
: সংবিধানের যে ধারাটি খুবই অনমনীয় তা হল-
উত্তর: 368 নম্বর ধারা।
প্রশ্ন
: ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয়
উত্তর:ক্যাবিনেট মিশন
প্রশ্ন
: পৃথিবীর
বৃহত্তম লিখিত সংবিধান যে দেশের তা হল-
উত্তর:ভারতের
প্রশ্ন
:
‘our Constitution' গ্রন্থটির লেখক-
উত্তর:এস সি কাশ্যপ
প্রশ্ন
: 'Indian Government
and Politics' গ্রন্থের লেখক হলেন-
উত্তর:বি চক্রবর্তী, আর কে
পান্ডে
প্রশ্ন
: গণপরিষদকে ‘A body of Hindus' বলেছেন-
উত্তর:লর্ড ডিসকাউন্ট সাইমন
প্রশ্ন
: 'Law of the
Constitution'-গ্রন্থের রচয়িতা হলেন -
উত্তর:এ ভি ডাইসি
প্রশ্ন
: অসম,
মণিপুর, সিকিম, নাগাল্যান্ডের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে সংবিধানের-
উত্তর:371 নম্বর ধারায়।
প্রশ্ন
: গণপরিষদ
হল-
উত্তর:সংবিধান রচনার জন্য
কমিটি
প্রশ্ন
: ভারতীয় গণপরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা লাভ করে-
উত্তর:1947 খ্রিস্টাদের
15 আগস্টের পর
প্রশ্ন
: প্রস্তাবনা কি ?
উত্তর:প্রস্তাবনা হল সংবিধানের
কার্যকরী অংশ
প্রশ্ন
: সংবিধান
ব্যাখ্যার দায়িত্ব ন্যস্ত থাকে—
উত্তর:সুপ্রিমকোর্টের ওপর
প্রশ্ন
: ভারতীয় সংবিধানকে আধা-যুক্তরাষ্ট্রীয় ধরনের বলে অভিহিত করেছেন-
উত্তর: কে সি হোয়ার
প্রশ্ন
: 'The Indian Constitution: Corner Stone of a Nation' বইটির লেখক-
উত্তর:গ্রেনভিল অস্টিন
প্রশ্ন
: গণপরিষদে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন-
উত্তর:ড.বি আর আম্বেদকর
প্রশ্ন
: “গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত।”বলেছেন-
উত্তর:অস্টিন
প্রশ্ন
: ভারতের সংবিধানের খসড়া রচনায় সময় লেগেছিল ?
উত্তর:114 দিন
প্রশ্ন
: লিখিত সংবিধানে প্রাধান্য থাকে—
উত্তর:সংবিধানের
প্রশ্ন
: ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন -
উত্তর:ড.রাজেন্দ্রপ্রসাদ
প্রশ্ন
: ড.রাজেন্দ্রপ্রসাদ ছিলেন গণপরিষদের
উত্তর:স্থায়ী সভাপতি
প্রশ্ন
: জি ভি
মভলঙ্কর ছিলেন স্বাধীন ভারতের প্রথম-
উত্তর:অধ্যক্ষ
প্রশ্ন
: সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে ?
উত্তর:চতুর্থ
প্রশ্ন
: মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল?
উত্তর:7 টি
প্রশ্ন
: ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হল-
উত্তর:6 টি
প্রশ্ন
: ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির উল্লেখ করা হয়েছে-
উত্তর:তৃতীয়
প্রশ্ন
: জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয় নং ধারায় ?
উত্তর: 370 নং ধারায় ( বর্তমানে
তা বাতিল বলে গণ্য হয়েছে )
প্রশ্ন
:কত তম
সংবিধান সংশোধনী অনুসারে
ভারতে দল ত্যাগ বন্ধ করা হয়-
উত্তর:52 তম
প্রশ্ন
: বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য,কর্তব্যের উল্লেখ আছে-
উত্তর:11 টি
প্রশ্ন
: মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে-
উত্তর: ব্যক্তিগত সম্পত্তির
অধিকার
File Details :
PDF Name : ভারতের সংবিধান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর , [পার্ট- ০২ ]
Language : Bengali
Size: 751 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ]
'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment