Breaking



Sunday, February 28, 2021

Daily Current Affairs 27th Feb 2021

 

Daily Current Affairs 27th Feb 2021
Daily Current Affairs 27th Feb 2021

 নমস্কার বন্ধুরা,

 আপনাদের কাছে আজ শেয়ার করছি  Daily Current Affairs (27.02.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন । ভালো লাগলে আপনাদের মতামত  কমেন্ট করে জানান ।



আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।

                      Daily Current Affairs 27th Feb 2021

  1.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিদেশী লেনদেনকে ত্বরান্বিত করতে মার্কিন ব্যাংকের blockchain প্রযুক্তি ব্যবহার করতে JPMorgan র সাথে চুক্তি করেছে।

 

2.শুল্ক ফিনান্স ব্যাংক তার নতুন রাষ্ট্রপতি ও সি.টি.ও হিসাবে Sharad Goklani নাম দিয়েছে।

 

3.ভারতের সাবেক আন্তর্জাতিক ও কর্ণাটকের অধিনায়ক আর বিনয় কুমার সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছে ।

 

4. ভারতীয় ক্রিকেটার Yusuf Pathan সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

 

5.National Statistical Office (NSO) আশা করে যে ২০২০-২১ সালে ভারতীয় অর্থনীতি 8% হ্রাস পাবে।

 

6.খ্যাতিমান মালায়ালাম কবি, পুরোহিত এবং শিক্ষাবিদ  Vishnu Narayanan Namboothiri মারা গেছেন। কয়েক দশক ধরে মালায়ালাম সাহিত্যের জগতে অবদানের জন্য ২০১৪ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

 

7. Papua New Guinea’s  প্রথম প্রধানমন্ত্রী Michael Somare  মারা গেলেন।

 

8. World NGO Day প্রতি বছর  27 শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়।

 

9.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2nd Khelo India National Winter Games এ উদ্বোধনী বক্তব্য দিয়েছেন।

 

    10.দেশবাসীর একাকীত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে   বিশেষ মন্ত্রী নিয়োগ করলো জাপান    ।

File Details :

PDF Name :  Daily Current Affairs 27th Feb 2021

Language : Bengali 

Size: 452 KB 

Download link : Click Here To Downloads 

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     

No comments:

Post a Comment