![]() |
Daily Current Affairs 28th Feb 2021 |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি Daily Current Affairs (28.02.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন । ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট করে জানান ।
আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।
1.২৮ শে ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে ‘জাতীয় বিজ্ঞান দিবস’ পালিত হয়।
2.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রথমবার ভারতে খেলনা মেলা 2021 শে উদ্বোধন করলেন ।
3. প্রতি বছর ফেব্রুয়ারির মাসের শেষ দিনে '
বিরল রোগ দিবস '( Rare
Disease Day ) পালন করা হয়।
4. 27 শে ফেব্রুয়ারি ভারত দ্বিতীয় 'প্রোটিন
দিবস' পালন করল।
5. ভারতের অর্থমন্ত্রী
নির্মলা সিথারমন 'জি -২০ কেন্দ্রীয় ব্যাংকের
গভর্নরদের' (
G20 Central Bank Governors’) সভায় অংশ নিয়েছেন। এটিই ছিল প্রথমবারের মতো জি -২০ কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের
সভা , যা ইতালীয় রাষ্ট্রপতির অধীনে অনুষ্ঠিত হয়েছিল।
6. ওড়িশায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান মহিলা ফুটবল লিগ 2020-21 (Indian Women’s Football League 2020-21)
7. ISRO’s PSLV-C51 ব্রাজিলের Amazonia-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে
8. প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী শক্তি ও পরিবেশ (global
energy and environment leadership ) নেতৃত্বের জন্য পুরস্কার পাবেন।
9.ত্রিপুরায় 39 তম আগরতলা ( Agartala ) আন্তর্জাতিক বইমেলা শুরু
হচ্ছে ।

File Details :
PDF Name : Daily Current Affairs 28th Feb 2021
Language : Bengali
Size: 629 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment