Breaking



Tuesday, March 2, 2021

Daily Current Affairs 28th Feb 2021

Daily Current Affairs 28th Feb 2021
 Daily Current Affairs 28th Feb 2021


  নমস্কার বন্ধুরা,

 আপনাদের কাছে আজ শেয়ার করছি  Daily Current Affairs (28.02.2021) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । সুতরাং আর দেরি না করে আপনারা দেখে নিন । ভালো লাগলে আপনাদের মতামত  কমেন্ট করে জানান ।

আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।


                      Daily Current Affairs 28th Feb 2021

1.২৮ শে ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়।

 

2.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রথমবার ভারতে খেলনা মেলা 2021 শে উদ্বোধন করলেন ।

 

3. প্রতি বছর ফেব্রুয়ারির মাসের শেষ দিনে ' বিরল রোগ দিবস '( Rare Disease Day ) পালন করা হয়।

 

4. 27 শে ফেব্রুয়ারি ভারত দ্বিতীয় 'প্রোটিন দিবস' পালন করল।

 

5. ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিথারমন 'জি -২০ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের' ( G20 Central Bank Governors’) সভায় অংশ নিয়েছেন। এটিই ছিল প্রথমবারের মতো জি -২০ কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের সভা , যা ইতালীয় রাষ্ট্রপতির অধীনে অনুষ্ঠিত হয়েছিল।

 

6.     ওড়িশায় অনুষ্ঠিত হবে   ইন্ডিয়ান মহিলা ফুটবল লিগ 2020-21 (Indian Women’s Football League 2020-21)

 

7. ISRO’s PSLV-C51  ব্রাজিলের Amazonia-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে

 

8. প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী শক্তি ও পরিবেশ (global energy and environment leadership ) নেতৃত্বের জন্য পুরস্কার পাবেন।

 

9.ত্রিপুরায় 39 তম আগরতলা ( Agartala )  আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ।

 

       10.অনিন্দ্য দত্ত রচিত  “Advantage India: The Story of Indian Tennis” নামক একটি নতুন বই লেখেন ।

File Details :

PDF Name :  Daily Current Affairs 28th Feb 2021

Language : Bengali 

Size: 629 KB 

Download link : Click Here To Downloads    

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     

No comments:

Post a Comment