![]() |
| ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-03 ] |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি ইতিহাস বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর (PDF Part -03) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।
ইতিহাস বিষয়ক প্রশ্নোওর [ পর্ব - ০৩ ]
প্রশ্ন
: শশাঙ্কের রাজধানী কোথায়
ছিল?
উত্তর:কর্ণসুবর্ণ।
প্রশ্ন
: কর্ণসুবর্ণ নগরের কাছেই অবস্থিত ছিল-
উত্তর:রক্তমৃত্তিকা।
প্রশ্ন
: শশাঙ্ক ছিলেন কোন দেবতার উপাসক?
উত্তর:শিবের
প্রশ্ন
: ‘আর্যমঞ্জুশ্রীমূলকল্প’ একটি -
উত্তর:বৌদ্ধ গ্রন্থ
প্রশ্ন
: ‘শ্রেষ্ঠী’ বলা হত কাদের ?
উত্তর:বণিকদের
প্রশ্ন
: বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক -
উত্তর:৭৫০ খ্রিস্টাব্দ থেকে।
প্রশ্ন
: পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত কোন অঞ্চলে ছিল?
উত্তর:বরেন্দ্র
প্রশ্ন
: বাংলার প্রথম নির্বাচিত রাজা হলেন -
উত্তর:গোপাল
প্রশ্ন
: দিব্য ছিল একজন -
উত্তর:কৈবর্ত নেতা
প্রশ্ন
: কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা, -
উত্তর:রামপাল
প্রশ্ন
: পাল রাজা রামপালের রাজধানী ছিল,-
উত্তর:রামাবতী
প্রশ্ন
: কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন,-
উত্তর:ভীম
প্রশ্ন
: সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কোন অঞ্চলে ?
উত্তর:কর্ণাট
প্রশ্ন
: সেন বংশের রাজা লক্ষ্মণসেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের-
উত্তর:বিক্রমপুরে।
প্রশ্ন
: ‘সকলোত্তরপথনাথ’ উপাধি ছিল-
উত্তর:হর্ষবর্ধনের
প্রশ্ন
: ত্রিশক্তি সংগ্রামের উদ্দেশ্য ছিল কি দখল করা?
উত্তর:কনৌজ।
প্রশ্ন
: চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
উত্তর:বিজয়ালয়।
প্রশ্ন
: চোলদের রাজধানী কোথায় ছিল?
উত্তর:থাঞ্জাভুর বা তাঞ্জোর।
প্রশ্ন
: কল্যাণের চালুক্য শক্তিকে পরাস্ত করেন -
উত্তর:প্রথম রাজেন্দ্র চোল
প্রশ্ন
: প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে কোন উপাধি নেন?
উত্তর:গঙ্গাইকোণ্ডচোল
প্রশ্ন
:আরব উপদ্ধীপের দুটি গুরুত্বপূর্ণ
শহর হল-
উত্তর:মক্কা ও মদিনা।
প্রশ্ন
: মক্কা শহর ছিল দুটি -
উত্তর:বাণিজ্যপথের সংযোগস্থলে
প্রশ্ন
: হজরত মহম্মদ জন্মেছিলেন কত খ্রিস্টাব্দে?
উত্তর:৫৭০ খ্রিস্টাব্দে
প্রশ্ন
: 'খলিফা' শব্দটি কোন শব্দ ?
উত্তর:আরবি
প্রশ্ন
: ‘খলিফা’ শব্দের অর্থ কি?
উত্তর:প্রতিনিধি।
প্রশ্ন
: আরবরা সিন্ধুদেশ আক্রমণ করে কত খ্রিস্টাব্দে?
উত্তর:৭১২ খ্রিস্টাব্দে
প্রশ্ন
: সুলতান মাহমুদ কত বার ভারত আক্রমণ করেন?
উত্তর:১৭ বার
প্রশ্ন
: ১১৯২ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন।
উত্তর:দ্বিতীয় তরাইনের।
প্রশ্ন
:কত খ্রিস্টাব্দে
মহম্মদ ঘুরি মারা যান?
উত্তর:১২০৬ খ্রিস্টাব্দে
প্রশ্ন
: প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন কোন নদী দিয়ে ?
উত্তর:ভাগীরথী ,মেঘনা,পদ্মা
প্রশ্ন
: কোন কোন নদীর এলাকা বরেন্দ্র
নামে পরিচিত?
উত্তর: ভাগীরথী ,করতোয়া
প্রশ্ন
: বঙ্গ ও সুহ্ম নাম
দুটির উল্লেখ পাওয়া যায় কালিদাসের কোন গ্রন্থে?
উত্তর:রঘুবংশম
প্রশ্ন
: দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন-
উত্তর:কুতুবউদ্দিন আইবক
প্রশ্ন
: সেন রাজা কার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে?
উত্তর:লক্ষ্মণসেনের।
প্রশ্ন
:সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন-
উত্তর: মিনহাজ-ই সিরাজ
প্রশ্ন
:বঙ্গ ছিল প্রাচীন বাংলার
-
উত্তর:রাজধানী
প্রশ্ন
: ‘সুবা’ কথার অর্থ -
উত্তর:প্রাচীর
প্রশ্ন
:শশাঙ্ক
ছিলেন গুপ্ত সম্রাটের -
উত্তর:মহাসামান্ত
প্রশ্ন
: আরব দেশের যাযাবর মানুষদের বলা হত-
উত্তর:বেদুইন
প্রশ্ন
:বখতিয়ার
খলজি মারা যান কত খ্রিস্টাব্দে?
উত্তর:১২০৬ খ্রিস্টাব্দে
প্রশ্ন
:কাবার অপর নাম-
উত্তর:বাইতুল্লাহ
প্রশ্ন
: কিতাব অল-হিন্দ' গ্রন্থের রচয়িতা হলেন-
উত্তর:অল বিরুনি
প্রশ্ন
:ঈশ্বর বা আল্লাহ-র বার্তাবাহক
বলা হয়-
উত্তর:হজরত মহম্মদকে
File Details :
PDF Name : ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর
Language : Bengali
Size: 675 KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
❖আমাদের এই সবে মাত্র নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
![ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-03 ] ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-03 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8W1Y7EGkHf-fSKt-QapnRnnJAtEko9g5PtY5MCDMRQnFndUq24AL7Hbq_vwQs-Dh0Xq64V3LEpW7RCNpN3KchEeXrr_02YCk-i32_QeYb_eTj37Y9mm7nbducpgXlHx_oHtOrP8zNz2c/s16000-rw/WhatsApp+Image+2021-02-27+at+9.41.24+PM.jpeg)
No comments:
Post a Comment