Breaking



Tuesday, February 9, 2021

RRB NTPC Exam 2021 and Other Exam G.K MCQ Type Question in Bengali

RRB NTPC Exam 2021 and Other Exam G.K MCQ Type Question in Bengali



নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারন জ্ঞান থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।


আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান ।

                     সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্নোওর

.জাতীয় একতা দিবস পালিত হয়31 অক্টোবর।

২.ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন  পিঙ্গালি ভেঙ্কাইয়া।

৩.UNO-র সদর দফতর অবস্থিত  নিউ ইয়র্কে।

.ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি পরিমাণে যুক্ত   বাংলাদেশের সঙ্গে ।

৫.পূর্ব এশিয়ার বন্দরগুলি আক্রমণের জনা নৌবাহিনীকে ব্যবহার করেন  প্রথম রাজেন্দ্র চোল।

৬.ONGC-র সদর দফতর অবস্থিত  উত্তরাখণ্ডে।

৭.কামরূপ রাজবংশ ছিল আসামে।

৮.‘উইঙ্গস অফ ফায়ার' গ্রন্থটির লেখক এপিজে আব্দুল কালাম।

৯.ভারত ছাড়াে আন্দোলন শুরু হয়  1942 সালে। 

১০.2019 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  ইংল্যান্ড ও ওয়েলস।

১১.ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক ছিলেন  মহাত্মা গান্ধি।

১২.সাধারণ চোখের দৃশ্যমানতা  6 মিটার।

১৩.ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ⇒ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

১৪.ভারতবর্ষের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে।

১৫.ONGC-র সদর দফতর অবস্থিত উত্তরাখণ্ডে।

১৬.ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অবস্থিত কর্ণাটকে।

১৭.প্রথম দাদাসাহেব পুরস্কারজয়ী মহিলা দেবিকা রানি।

১৮.LAN-এর পুরাে কথাটি  Local Area Network

১৯.ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম  কেওলাদেও ন্যাশনাল পার্ক।

২০.শেষ মুঘল সম্রাট ছিলেন  বাহাদুর শাহ জাফর।

২১.সংবিধান সংশােধন অনুযায়ী ভােটাধিকারের ন্যূনতম বয়স

21 থেকে কমিয়ে 18 করা হয়  61তম সংশােধনে।

২২. ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয় সেটি হল  বলবন্ত রাই মেহেতা কমিটি রিপাের্ট, 1957।

২৩.চাঁদে পাঠানাে প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হল শুটনিক ।

২৪.বাংলার দুঃখ নামে পরিচিত নদী হলো দামােদর।

২৫.স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল  লর্ড মাউন্টব্যাটেন।

২৬.গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন  বৌদ্ধগয়ায়

২৭.ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক বলা হয়  বিক্রম সারভাইকে।

২৮.এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কমলজিৎ সান্ধু।

২৯.ব্রিটিশদের দেওয়া যে উপাধি গান্ধিজি পরিত্যাগ করেন তা হল কাইজার-ই-হিন্

৩০.Indomitable Sprit বইটির লেখক হলেন ⇒  আবদুল কালাম।

৩১.পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন⇒    ওলন্দাজ।

৩২.কবীর হলেন ⇒  রামানন্দের শিষ্য।

৩৩.চাদবিবি শাসক ছিলেন ⇒   আহম্মেদ নগরের।

৩৪.রান্নার সময় তাপে যে ভিটামিন নষ্ট হয় তা হল ⇒  ভিটানিম C।

৩৫.বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ হল⇒  সঙ্গম

৩৬.সাঁচি স্থপ নির্মিত হয়েছিল⇒   অশােকের আমলে।

৩৭.প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ⇒  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩৮.নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রােটনগুলি যে বলের প্রভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তা হল⇒  নিউক্লিও বল।

৩৯.ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হল   ⇒   সিলিকন।

৪০.আমরা আমাদের চারপাশে বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল ⇒   বিক্ষিপ্ত প্রতিফলন।

৪১.শীতপ্রধান দেশে রেডিয়েটারে জলের সঙ্গে গ্লিসারিন মেশানাে হয়, রেডিয়েটার নলের বন্ধের জন্য,

 কারণ এই মিশ্রণের ফলে ⇒  মিশ্রণের হিমাঙ্ক কমে যায়।

৪২.অলীক বল হল⇒   কেন্দ্রাতিগ বল।

৪৩.যার সাহায্যে বস্তুর সকল অবস্থানে অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব দেখা যায় তা হল ⇒   উত্তল লেন্স।

 ৪৪.একটি তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানাে যেতে পারে  ⇒  কুণ্ডলীর পাক সংখ্যা ও কুণ্ডলীর প্রবাহমাত্রা বাড়িয়ে

৪৫.জুড ফেলিক্স হলেন⇒   ভারতীয় হকি খেলােয়াড়।

৪৬.ভূমধ্যসাগর ও লােহিত সাগরকে সংযুক্ত করেছে ⇒  ক্যানেল।

৪৭.দাদাভাই নৌরজির লেখা বইটি হল ⇒   প্রভাটি অ্যান্ড আন ব্রিটিশ কল ইন ইন্ডিয়া।

৪৮.চোলবংশের শেষ শাসকের নাম হল তৃতীয় রাজেন্দ্র চোল।

৪৯.সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।

৫০.নাগাল্যান্ডের সরকারি ভাষা হল ইংরেজি।

৫১.উড়ন্ত শিখ নামে পরিচিত হল মিলখা সিং।

৫২.অক্সিজেনের পরমাণু সংখ্যা 4।

৫৩.পাকিস্তানের সাংসদ ভবনের নাম মজলিস ই সােরা।

৫৪.বেলুড়মঠ কোথায় অবস্থিতপশ্চিমবঙ্গে।

৫৫.টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন।

৫৬.গােয়ার সরকারি ভাষা হল কোঙ্কনি।

৫৭.ইস্পাত ও লােহায় গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু

দিয়ে? ⇒ জিঙ্ক।

৫৮.পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি?ডেনমার্ক।

৫৯.মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?98.6°F (37°C)

৬০.এলাহাবাদের পূর্ব নাম কি ছিল?প্রয়াগ (বর্তমানে প্রয়াগরাজ)।

৬১.লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি?হেপাটোলজি।

৬২.আইসিসির পূর্ব নাম কি?ইমপিরিয়াল ক্রিকেট কনফারেন্স।

৬৩.মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে?হাইড্রোক্লোরিক অ্যাসিড।

৬৪. পৃথিবীর দুই তৃতীয়াংশ এক শৃঙ্গ গণ্ডার কোথায় থাকে? কাজিরাঙা ন্যাশনাল পার্ক।

৬৫.রজার ফেডেরার কোন দেশের খেলােয়াড়? সুইজারল্যান্ড।

৬৬.ভিম বেকতা রক সেন্টার কোথায় অবস্থিত?মধ্যপ্রদেশ।

৬৭.বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে?টাংস্টেন।

৬৮.হাবল স্পেস টেলিস্কোপ কোন দেশে অবস্থিত ? আমেরিকা যুক্তরাষ্ট্র

৬৯.সাধারণ লবনের রাসায়নিক সংকেত কি?NaCl

৭০.মেরি কম কোন রাজ্যের অধিবাসী?মণিপুর।

৭১.সিরিয়ার রাজধানীর নাম কি?দামাস্কাস।

৭২.আদা কি প্রকৃতির?ভূনিমজ্জিত কাণ্ড।

৭৩.গগন নারাং ও অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ? শু্যটিং।

৭৪.সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?ফুটবল।

৭৫.সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?অন্ধ্রপ্রদেশ।

৭৬.তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রটির নাম কি?গ্যালভানাে মিটার।

৭৭.BRICS ব্যাঙ্কের অপর নাম কি?নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB)।

৭৮.সাদা পতাকা কিসের প্রতীক?আত্মসমর্পন।

৭৯.দাঁতের এনামেল কি দিয়ে প্রস্তুত হয়?ক্যালশিয়াম ফসফট।


File Details :

PDF Name :  RRB NTPC Exam 2021 and Other Exam G.K MCQ Type Question in Bengali ( Part -1)

Language : Bengali 

Size0.5 MB

Download link : Click Here To Downloads

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 


No comments:

Post a Comment