![]() |
| RRB NTPC Exam 2021 and Other Exam G.K MCQ Type Question in Bengali |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারন জ্ঞান থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
২.ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন ⇒ পিঙ্গালি ভেঙ্কাইয়া।
৩.UNO-র সদর দফতর অবস্থিত ⇒ নিউ ইয়র্কে।
৪.ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি পরিমাণে যুক্ত ⇒ বাংলাদেশের সঙ্গে ।
৫.পূর্ব এশিয়ার বন্দরগুলি আক্রমণের জনা নৌবাহিনীকে ব্যবহার করেন ⇒ প্রথম রাজেন্দ্র চোল।
৬.ONGC-র সদর দফতর অবস্থিত ⇒ উত্তরাখণ্ডে।
৭.কামরূপ রাজবংশ ছিল⇒ আসামে।
৮.‘উইঙ্গস অফ ফায়ার' গ্রন্থটির লেখক ⇒এপিজে আব্দুল কালাম।
৯.ভারত ছাড়াে আন্দোলন শুরু হয় ⇒ 1942 সালে।
১০.2019 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ⇒ ইংল্যান্ড ও ওয়েলস।
১১.ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক ছিলেন ⇒ মহাত্মা গান্ধি।
১২.সাধারণ চোখের দৃশ্যমানতা ⇒ 6 মিটার।
১৩.ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ⇒ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
১৪.ভারতবর্ষের বিসমার্ক বলা হয় ⇒বল্লভভাই প্যাটেলকে।
১৫.ONGC-র সদর দফতর অবস্থিত ⇒উত্তরাখণ্ডে।
১৬.ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অবস্থিত ⇒কর্ণাটকে।
১৭.প্রথম দাদাসাহেব পুরস্কারজয়ী মহিলা ⇒দেবিকা রানি।
১৮.LAN-এর পুরাে কথাটি ⇒ Local Area Network
১৯.ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম ⇒ কেওলাদেও ন্যাশনাল পার্ক।
২০.শেষ মুঘল সম্রাট ছিলেন ⇒ বাহাদুর শাহ জাফর।
২১.সংবিধান সংশােধন অনুযায়ী ভােটাধিকারের ন্যূনতম বয়স
21 থেকে কমিয়ে 18 করা হয় ⇒ 61তম সংশােধনে।
২২. ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয় সেটি হল ⇒ বলবন্ত রাই মেহেতা কমিটি রিপাের্ট, 1957।
২৩.চাঁদে পাঠানাে প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হল ⇒শুটনিক ।
২৪.বাংলার দুঃখ নামে পরিচিত নদী হলো⇒ দামােদর।
২৫.স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ⇒ লর্ড মাউন্টব্যাটেন।
২৬.গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন ⇒ বৌদ্ধগয়ায়।
২৭.ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক বলা হয় ⇒ বিক্রম সারভাইকে।
২৮.এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম ⇒কমলজিৎ সান্ধু।
২৯.ব্রিটিশদের দেওয়া যে উপাধি গান্ধিজি পরিত্যাগ করেন তা হল ⇒কাইজার-ই-হিন্
৩০.Indomitable Sprit বইটির লেখক হলেন ⇒ আবদুল কালাম।
৩১.পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন⇒ ওলন্দাজ।
৩২.কবীর হলেন ⇒ রামানন্দের শিষ্য।
৩৩.চাদবিবি শাসক ছিলেন ⇒ আহম্মেদ নগরের।
৩৪.রান্নার সময় তাপে যে ভিটামিন নষ্ট হয় তা হল ⇒ ভিটানিম C।
৩৫.বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ হল⇒ সঙ্গম
৩৬.সাঁচি স্থপ নির্মিত হয়েছিল⇒ অশােকের আমলে।
৩৭.প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৮.নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রােটনগুলি যে বলের প্রভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তা হল⇒ নিউক্লিও বল।
৩৯.ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হল ⇒ সিলিকন।
৪০.আমরা আমাদের চারপাশে বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল ⇒ বিক্ষিপ্ত প্রতিফলন।
৪১.শীতপ্রধান দেশে রেডিয়েটারে জলের সঙ্গে গ্লিসারিন মেশানাে হয়, রেডিয়েটার নলের বন্ধের জন্য,
কারণ এই মিশ্রণের ফলে ⇒ মিশ্রণের হিমাঙ্ক কমে যায়।
৪২.অলীক বল হল⇒ কেন্দ্রাতিগ বল।
৪৩.যার সাহায্যে বস্তুর সকল অবস্থানে অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব দেখা যায় তা হল ⇒ উত্তল লেন্স।
৪৪.একটি তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানাে যেতে পারে ⇒ কুণ্ডলীর পাক সংখ্যা ও কুণ্ডলীর প্রবাহমাত্রা বাড়িয়ে।
৪৫.জুড ফেলিক্স হলেন⇒ ভারতীয় হকি খেলােয়াড়।
৪৬.ভূমধ্যসাগর ও লােহিত সাগরকে সংযুক্ত করেছে ⇒ ক্যানেল।
৪৭.দাদাভাই নৌরজির লেখা বইটি হল ⇒ প্রভাটি অ্যান্ড আন ব্রিটিশ কল ইন ইন্ডিয়া।
৪৮.চোলবংশের শেষ শাসকের নাম হল ⇒তৃতীয় রাজেন্দ্র চোল।
৪৯.সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন ⇒অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।
৫০.নাগাল্যান্ডের সরকারি ভাষা হল ⇒ইংরেজি।
৫১.উড়ন্ত শিখ নামে পরিচিত হল ⇒মিলখা সিং।
৫২.অক্সিজেনের পরমাণু সংখ্যা ⇒4।
৫৩.পাকিস্তানের সাংসদ ভবনের নাম ⇒মজলিস ই সােরা।
৫৪.বেলুড়মঠ কোথায় অবস্থিত⇒পশ্চিমবঙ্গে।
৫৫.টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ⇒ব্যাডমিন্টন।
৫৬.গােয়ার সরকারি ভাষা হল ⇒কোঙ্কনি।
৫৭.ইস্পাত ও লােহায় গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু
দিয়ে? ⇒ জিঙ্ক।
৫৮.পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি?⇒ডেনমার্ক।
৫৯.মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?⇒98.6°F (37°C)
৬০.এলাহাবাদের পূর্ব নাম কি ছিল?⇒প্রয়াগ (বর্তমানে প্রয়াগরাজ)।
৬১.লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি?⇒হেপাটোলজি।
৬২.আইসিসির পূর্ব নাম কি?⇒ইমপিরিয়াল ক্রিকেট কনফারেন্স।
৬৩.মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে?⇒হাইড্রোক্লোরিক অ্যাসিড।
৬৪. পৃথিবীর দুই তৃতীয়াংশ এক শৃঙ্গ গণ্ডার কোথায় থাকে? ⇒কাজিরাঙা ন্যাশনাল পার্ক।
৬৫.রজার ফেডেরার কোন দেশের খেলােয়াড়?⇒ সুইজারল্যান্ড।
৬৬.ভিম বেকতা রক সেন্টার কোথায় অবস্থিত?⇒মধ্যপ্রদেশ।
৬৭.বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে?⇒টাংস্টেন।
৬৮.হাবল স্পেস টেলিস্কোপ কোন দেশে অবস্থিত ?⇒ আমেরিকা যুক্তরাষ্ট্র
৬৯.সাধারণ লবনের রাসায়নিক সংকেত কি?⇒NaCl
৭০.মেরি কম কোন রাজ্যের অধিবাসী?⇒মণিপুর।
৭১.সিরিয়ার রাজধানীর নাম কি?⇒দামাস্কাস।
৭২.আদা কি প্রকৃতির?⇒ভূনিমজ্জিত কাণ্ড।
৭৩.গগন নারাং ও অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ? ⇒শু্যটিং।
৭৪.সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?⇒ফুটবল।
৭৫.সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?⇒অন্ধ্রপ্রদেশ।
৭৬.তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রটির নাম কি?⇒গ্যালভানাে মিটার।
৭৭.BRICS ব্যাঙ্কের অপর নাম কি?নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB)।
৭৮.সাদা পতাকা কিসের প্রতীক?⇒আত্মসমর্পন।
৭৯.দাঁতের এনামেল কি দিয়ে প্রস্তুত হয়?⇒ক্যালশিয়াম ফসফট।
File Details :
PDF Name : RRB NTPC Exam 2021 and Other Exam G.K MCQ Type Question in Bengali ( Part -1)
Language : Bengali
Size: 0.5 MB
Download link : Click Here To Downloads
বি:দ্র- পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।

No comments:
Post a Comment