![]() |
ভারতের রাষ্ট্রপতির নামের তালিকা এবং রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত আলোচনা (PDF) [ List of Prime Minister of India and Detailed discussion about the President of India] |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত আলোচনা (PDF) ও রাষ্ট্রপতির নামের তালিকা এবং বিষয়বস্তু সুন্দর করে আলোচনা করা আছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে । যা আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।
আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।
বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হলো
বিস্তারিত আলোচনায় রাষ্ট্রপতি :
১৯৪৯ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের জন্যে গ্রহণ (Constituent Assembly) সংবিধান প্রণয়ন করে।গণপরিষদে অনেক আলোচনার পরে সিদ্ধান্ত করা হয় যে, ব্রিটেনের অনুকরণে ভারতে ক্যাবিনেট বা সংসদীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ব্যবস্থা অনুসারে রাষ্ট্রের শীর্ষে থাকবেন একজন রাষ্ট্রপতি (There shall be a President of India) এবং তাঁকে সাহায্য ও পরামর্শদানের জন্যে একটি মন্ত্রীসভা থাকবে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হলেন ভারতীয় সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান, তবে তত্ত্বগতভাবে শাসন বিভাগের চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হলেও বাস্তবে তিনি নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক হিসেবে পরিগণিত হন।
পদ্ধতি : ভারতের রাষ্ট্রপতি হলেন কেন্দ্রের শাসন বিভাগের প্রধান তবে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতো নির্বাচিত ক্ষমতাশালী শাসক নন। নিম্নে রাষ্ট্রপতির যোগ্যতা, নির্বাচন ও অপসারণ পদ্ধতি আলোচনা করা হল-
রাষ্ট্রপতির যোগ্যতা : সংবিধানের ৫৮নং ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ আছে। রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিম্নলিখিত যোগ্যতার অধিকারী হতে হয় ।নিম্মে তা আলোচনা করা হল-
1.ভারতের নাগরিক হতে হবে। 2. কমপক্ষে ৩৫ বছর বয়স্ক হতে হবে। 3.লোকসভার সদস্য হওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে। 4.কেন্দ্র ও রাজ্য আইনসভার কোনো সদস্যপদে থাকতে পারবেন না। 5.তিনি কোনো রকম সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। 6.প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৫,০০০ টাকা ফি-বাবদ জামানত হিসেবে দিতে হয়।
রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি :
ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। কিন্তু তিনি প্রত্যক্ষভাবে জনসাধারণের ভোটে নির্বাচিত হন না
। এক বিশেষ ও জটিল পদ্ধতির মাধ্যমে তিনি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন। সংসদের দুটি কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে এই নির্বাচক সংস্থা গঠিত হয়। রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়— ১.যথাসম্ভব সমহারে অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং ২.রাজ্য বিধানসভাগুলির প্রদত্ত ভোটটসংখ্যার সঙ্গে পার্লামেন্টের প্রদত্ত ভোটের সমতা রক্ষা।
শপথগ্রহণ :
নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি পদের দায়িত্বগ্রহণের আগে রাষ্ট্রপতিকে ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির দ্বারা শপথগ্রহণ করে কার্যভার গ্রহণ করতে হয়। শপথগ্রহণের সময় রাষ্ট্রপতি এই মর্মে ঘোষণা করেন যে, তিনি বিশ্বস্ততার সঙ্গে রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করবেন, সংবিধান ও আইন সংরক্ষণ করবেন এবং ভারতের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
❖ অব্যাহতি: রাষ্ট্রপতি হিসেবে তিনি যে-সকল কাজ ও দায়িত্ব পালন করেন তাঁর জন্যে কোনো আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না। রাষ্ট্রপতি পদে আসীন থাকাকালীন সময়ে রাষ্ট্রপতিকে আটক করা যায় না বা তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যায় না।
❖ রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি:
সংবিধানের ৫৬ নম্বর ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অভিযোগে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। সংবিধানের ৬১নম্বর ধারায়, রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত নিয়মাবলি লিপিবদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতিকে বলে ‘মহাবিচার’ বা ‘Impeachment’। সংসদের যে-কোনো কক্ষ ১৪ দিনের নোটিশ দিয়ে ওই কক্ষের কমপক্ষে এক-চতুর্থাংশ সদস্যের স্বাক্ষর-সহ রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রস্তাবাকারে আনতে পারে। যদি ওই অভিযোগ ওই কক্ষের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্য দ্বারা গৃহীত হয় এবং অন্য কক্ষ কর্তৃক অনুসন্ধানের পর সেই কক্ষেরও যদি দুই-তৃতীয়াংশ সদস্য দ্বারা গৃহীত প্রস্তাবে বলাহয় যে, রাষ্ট্রপতির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে, তবে রাষ্ট্রপতি তাঁর পদ থেকে অপসারিত হন।
❖ তবে কার্যকাল পরিসমাপ্তির পূর্বে – ক. রাষ্ট্রপতির মৃত্যু হলে, খ. রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে, গ. আদালত নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাতিল করে দিলে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে।
রাষ্ট্রপতির বেতন ও ভাতা:
সংসদ আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির বেতন, ভাতা (১.১.২০০৬ থেকে) ইত্যাদি নির্ধারণ করে। বর্তমানে রাষ্ট্রপতি মাসিক করমুক্ত ৫ লক্ষ টাকা বেতন পান। তা ছাড়া, অন্যান্য ভাতা ও সুযোগসুবিধা পান। যখন তিনি ওই পদ থেকে অবসর নেন বা পদত্যাগ করেন তখন মাসিক করমুক্ত ৭৫,০০০ টাকা পেনশন পান। রাষ্ট্রপতি পদে থাকাকালীন তাঁর বেতন ও ভাতা হ্রাস করা যায় না।
❖রাষ্ট্রপতির নির্বাচন , যোগ্যতা ও
কার্যকাল সংক্ষেপে তুলে ধরা হল -
নির্বাচন |
যোগ্যতা |
কার্যকাল |
|
১. রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থার দ্বারা সমানানুপাতিক
প্রতিনিধিত্বের নীতি অনুসারে একক হস্তান্তরযোগ্য গোপন ভোটে নির্বাচিত হন। ২. নির্বাচক সংস্থা গঠিত হয় (ক) সংসদের উভয় কক্ষের সকল নির্বাচিত সদস্য এবং (খ)সকল রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের নিয়ে। |
১. ভারতের নাগরিক হতে হবে। ২. বয়স ৩৫ বছর বা তার বেশি। ৩. লোকসভার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন। 8. সরকারের অধীন কোনো লাভজনক কাজে যুক্ত থাকা যাবে না। |
১. রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার দিন থেকে পাঁচ বছর। ২. এর আগে নিম্নলিখিত কারণে ক্ষমতা থেকে অপসারিত হতে পারেন : (ক) তিনি যদি কার্যকাল শেষ হওয়ার আগে পদত্যাগ করেন এবং (খ) তিনি মহাবিচার (Impeachment) দ্বারা অপসারিত হন। |
❖ভারতের রাষ্ট্রপতি পদের নামের তালিকা
(List of the names of the President of India);
ক্রমিক সংখ্যা |
নামের তালিকা |
সময় কাল |
1. |
ড. রাজেন্দ্রপ্রসাদ (Dr. Rajendra Prasad) |
26-01-1950 12-05-1962 |
2. |
ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান (Dr. Sarvapalli Radhakrishnan) |
13-05-1962 13-05-1967 |
3. |
জাকির হোসেন (Zakir
Husain) |
13-051967 03-05-1969 |
4. |
বরাহগিরি ভেঙ্কটগিরি (Varahagiri Venkata Giri) (কার্যকরী রাষ্ট্রপতি, Acting
President) |
03-05-1969 20-07-1969 |
5. |
মোহম্মদ হিদয়াতুল্লা (Mohammad Hidayatullah)(কার্যকরী রাষ্ট্রপতি, Acting
President) |
20-07-1969 24-08-1969 |
6. |
বরাহগিরি ভেঙ্কটগিরি (Varahagiri Venkata Giri) |
24-08-1969 24-08-1974 |
7. |
ফকরুদ্দিন আলি আহমেদ (Fakhruddin Ali Ahmed) |
24-08-1974 11-02-1977 |
8. |
বাসাপ্পা দানাপ্পা জাত্তি (Basappa Danappa Jatti) (কার্যকরী রাষ্ট্রপতি, Acting
President) |
11-02-1977 25-07-1977 |
9. |
নীলম সঞ্জীব রেড্ডি (Neelam Sanjiva Reddy) |
25-07-1977 25-07-1982 |
10. |
জ্ঞানী জৈল সিং (Giani Zail Singh) |
25-07-1982 25-07-1987 |
11. |
রামস্বামী ভেঙ্কটরমন (Ramaswami Venkataraman) |
25-07-1987 25-07-1992 |
12. |
ড.শঙ্করদয়াল শর্মা (Dr. Shankar Dayal Sharma) |
25-07-1992 25-07-1997 |
13. |
কোচেরিল রমন নারায়ণন (Kocheril Raman Narayanan) |
25-07-1997 25-07-2002 |
14. |
ড. এ পি জে আবদুল কালাম (Dr. A PJ Abdul Kalam) |
25-07-2002 25-07-2007 |
15. |
প্রতিভা পাটিল (Pratibha Patil) |
25-07-2007 25-07-2012 |
16. |
প্রণব মুখার্জি (Pranab Mukherjee) |
25-07-2012 25-07-2017 |
17. |
রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)
|
25-07-2017- বর্তমান কাল |
নিয়োগ সংক্রান্ত ক্ষমতা:
ভারতের প্রকৃত শাসক প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীসভার অন্যান্য সদস্য,
ভারতের অ্যাটর্নি জেনারেল, ব্যয়-নিয়ন্ত্রক ও মহাগগনা পরীক্ষক, নির্বাচন কমিশনার,
কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য, অঙ্গরাজ্যের রাজ্যপাল প্রমুখ। উচ্চপদাধিকারীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন।
এদের অনেককে তিনি অপসারণ করতে পারেন।
কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
১. সাহিত্যিক, বৈজ্ঞানিক, সমাজসেবী প্রমুখ
বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে তিনি রাজ্যসভা ১২ জনকে এবং লোকসভায় ২ জন ইঙ্গ-ভারতীয়
প্রতিনিধিকে মনোনয়ন করতে পারেন।
২.রাজ্য-বিধানসভায়
গৃহীত হওয়ার পর যেসব বিল রাষ্ট্রপতির বিবেচনার্থে রাজ্যপাল প্রেরণ করেন, সেইসব বিলে
তিনি সম্মতি জ্ঞাপন করতে পারেন অথবা নাও পারেন। রাষ্ট্রপতির বিল বাতিল ব্রার ক্ষমতাকে‘ভিটো’ ক্ষমতা (veto'
power) বলা হয়।
৩.পার্লামেন্টের
অধিবেশন বন্ধ থাকাকালে বিশেষ প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ‘অধ্যাদেশ’ বা ‘অর্ডিন্যান্স’ জারি করতে পারেন।
৪.অপরাধীকে ক্ষমা প্রদর্শন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ডাজ্ঞ হ্রাস,
দণ্ডাজ্ঞা থগিত, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা প্রদর্শন কিংবা মৃত্যুদণ্ডের
পরিবর্তে অন্য শাস্তিবিধানের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে (৭২ নং ধারা)।
File Details :
PDF Name : ভারতের রাষ্ট্রপতির নামের তালিকা এবং রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত আলোচনা (PDF)
Language : Bengali
Size: 03 MB
Number of Page : 05
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ]
'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]
❖ আপনারা আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment