![]() |
সাধারণ জ্ঞান পর্ব - ০৫ (General Knowledge Model Question for all competitive exam ) |
নমস্কার বন্ধুরা,
আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান থেকে বাছায় করা কয়েকটি প্রশ্নোত্তর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE, CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect
❖জিপসামের রাসায়নিক নাম কী ?
➩ ক্যালসিয়াম
সালফেট।
❖হ্যাভলক দ্বীপ কোথায় অবস্থিত?
➩আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
❖ভেলাকালী নাচ কোন রাজ্যের নাচ?
➩কেরালা।
❖বাস্কেটবল খেলা কে আবিষ্কার
করেন?
➩জেমস এ নাইস্মিথ।
❖ ইলতুতমিস এবং আলাউদ্দিন খিলজির সমাধি রয়েছে?
➩কুতুবমিনার চত্বরে।
❖লতা মঙ্গেশকর ভারতরত্ন
সম্মান পান কোন সালে?
➩২০০১।
❖নীলগিরি মাউন্টেন রেলপথ
কোথা
থেকে কত অবধি বিস্তৃত?
➩মেট্টপলায়ম থেকে
উধাগামণ্ডলম।
❖পুলকভো আন্তর্জাতিক
বিমানবন্দর শহরে অবস্থিত?
➩সেন্ট
❖ভারতে কে প্রথম সম্পদের
নির্গমন তত্ত্ব প্রচার করেন ?
➩দাদাভাই নৌরজি
❖মৌমাছি পালনকে কী বলা হয় ?
➩এপিকালচার।
❖কোন টেনিস খেলোয়াড়ের
আত্মজীবনীর নাম ‘Open?
➩আন্দ্রে আগাসি।
❖ভারতের কোন রাজ্য থেকে
সবথেকে বেশি লোকসভা সদস্য নির্বাচিত হন?
➩উত্তরপ্রদেশ।
❖মামা-ভাগ্নে পাহাড় কোথায়
অবস্থিত?
➩ দুররাজপুর (বীরভূম)
❖কোন ক্ষারীয় মূলক দ্বারা RNA- কে DNA থেকে পৃথক করা যায় ?
➩ইউরাসিল।
❖ কোন দেশের
জাতীয় প্রতীক সমুদ্রসৈকত ?
➩ডেনমার্ক।
❖UNO-র সরকারি ভাষা কটি ?
➩৮টি।
❖হো-চি-মিন সরণির পুরনো নাম
কী ?
➩হ্যারিংটন স্ট্রিট।
❖উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা
হয় কোন যন্ত্রের সাহায্যে?
➩ক্রেসকোগ্রাফ।
❖রেংমা কোন প্রদেশের
নৃত্যশৈলী ?
➩নাগাল্যান্ড।
❖পশ্চিমবঙ্গের কোথায় কিরণ
সি-বিচ অবস্থিত?
➩হেনরি আইল্যান্ড (বকখালি)।
❖পৃথিবীর কেন্দ্রে কোনও বস্তুর ওজন কত?
➩শূন্য (০)।
❖মিটাল ভালভ শরীরের কোথায় থাকে?
➩হার্ট।
❖নোবল পুরস্কার প্রদানের দুটি প্রধান শর্ত কী?
➩ পুরস্কার প্রাপককে জীবিত হতে হবে এবং একটি নির্দিষ্ট বিষয়ে তিনজনের বেশি ব্যক্তিকে পুরস্কার দেওয়া যাবে না।
❖সিলভার ক্রাইম' কী?
➩সিনিয়র সিটিজেনরা যে অপরাধ করেন তাকে বলা হয় সিলভার ক্রাইম।
❖এই গাছের কাঠ থেকে টারপেনটাইন তেল পাওয়া যায়। গাছটির নাম কী ?
➩পাইন।
❖বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
➩ভিটামিন B,
❖‘পেরেস্ত্রৈকা’ শব্দের অর্থ কী?
➩পুনর্গঠন।
❖বিশান দাস কে ছিলেন?
➩জাহাঙ্গিরের রাজসভার চিত্রকর।
❖কোন খেলার মাঠকে ডায়মন্ড’ বলা হয়?
➩বেসবল
❖কলকাতা পুলিশ’ কত সালে গঠিত হয়?
➩১৮৫৬
❖NSNIS পুরো কথাটি কী?
➩Netaji Subhashi
National Institute of Sports.
❖লেসোথো দেশটির রাজধানীর নাম কী ?
➩মাসেরু।
❖বেনারস দ্য সেক্রেড সিটি' বইটি কার লেখা?
➩আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল।
❖অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
➩গোরগাবুরু।
❖ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম?
➩লাক্ষাদ্বীপ। ।
❖নতুন দিল্লির ভাইসরয় হাউসের মুখ্য স্থপতি কে ছিলেন?
➩এডওয়ার্ড লুটইয়েন্স (Edward Lutyens)।
❖নতুন দিল্লিতে অবস্থিত সেক্রেটারিয়েট- এর মুখ্য স্থপতি
কে ছিলেন?
➩হার্বার্ট বেকার (Herbert Baker)।
❖প্রধানমন্ত্রিত্বকালে প্রথম অর্থবাজেট পেশ করেন?
➩ইন্দিরা গান্ধি।
❖‘দেশীয় ভাষা সংবাদপত্র আইন’ কে চালু করেন?
➩লর্ড লিটন
❖কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? -
➩৪.১ কিলোক্যালরি/গ্রাম।
❖পৃথিবীতে উচ্চচাপ বলয় ও নিম্নচাপ বলয়ের সংখ্যা কত?
➩৪টি উচ্চচাপ বলয় ও ৩টি নিম্নচাপ বলয়।
❖উত্তরপ্রদেশের রাজ্যবৃক্ষ কী?
➩অশোক গাছ।
❖ভারতীয় সংসদের কাউন্সিল অব স্টেটস’কে ‘রাজ্যসভা হিসেবে কে ঘোষণা করেন ?
➩ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান (২৩ আগস্ট, ১৯৫৪)।
❖মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
➩আলাউদ্দিন খিলজি।
❖হ্যালির ধূমকেতু কত বছর পরপর আকাশে দৃশ্যমান হয়?
➩৭৬
❖সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল?
➩পৈঠান।
❖মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রকৃত নাম কী ছিল?
➩মুহি-উদ-দিন মুহম্মদ।
❖কোন মৌলের অ্যাটম নিউট্রনবিহীন?
➩হাইড্রোজেন (প্রোটিয়াম)।
❖ বিজয়নগর সাম্রাজ্যে প্রদেশের সংখ্যা কত ছিল?
➩ ১১টি।
❖ কাকড়ার রক্তের রং কী?
➩ নীল।
❖ লালকেল্লায় জাফর মহল কে তৈরি করেছিলেন?
➩ দ্বিতীয় বাহাদুর শাহ।
❖ মিগ-২১ বিমান কোন দেশ তৈরি করে?
➩ রাশিয়া।
❖ ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান কাকে বলা
হয়?
➩ দাদাভাই নৌরজি।
❖ বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল?
➩ ট্রপোস্ফিয়ার।
❖ আসোয়ান বাঁধ কোন নদের গতিপথে অবস্থিত?
➩ নীলনদ।
❖ সেক্স ক্রোমোজোমকে কী বলা হয়?
➩ অ্যালোজেম।
❖ অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কী?
➩ NH4NO3
❖ সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
➩ ১০১৩.২ মিলিবার
❖ ভারতে ইংরেজ আমলে প্রথম কবে
ডাকব্যবস্থা চালু হয়?
➩ ১৮৩৭ সালে।
❖ প্রথম কে কে ভারতরত্ন পুরস্কার
পান?
➩ চক্রবর্তী রাজাগোপালাচারী/এস
রাধাকৃষ্ণাণ/সি ভি রমন।
❖ ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার
কী?
➩ ভারতরত্ন।
❖ ভারতের প্রথম প্রধানমন্ত্রী
জওহরলাল নেহরু কলে ভারতরত্ন পুরস্কার পান?
➩১৯৫৫ সালে
❖ কোন বিশিষ্ট ভারতীয় প্রথম মরণোত্তররত্ন পুরস্কার পান?
➩লাল বাহাদুর শাস্ত্রী (১৯৬৬ সালে)।
❖প্রথম বাঙালি হিসেবে কে, কবে ভারতরত্ন পান?
➩বিধানচন্দ্র রায়,১৯৬১ সালে।
❖প্রথম বিদেশি হিসেবে কে, হবে 'ভারতরত্ন’ পুরস্কার পান?
➩খান আব্দুল গফফর খান, ১৯৮৭ সালে।
❖দ্বিতীয় বিদেশি হিসেবে কে, কবে ভারতরত্ন পুরার পান?
➩নেলসন ম্যান্ডেলা, ১৯৯০ সালে।
❖মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পান ?
➩১৯৮০ সালে
❖প্রথম মহিলা হিসেবে কে, কবে 'ভারতরত্ন পুরস্কার পান
➩ইন্দিরা গান্ধি, ১৯৭১ সালে।
❖সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান?
➩১৯৯২ সালে।
❖প্রথম কোন বাঙালি বে জ্ঞানপীঠ পুরস্কার পান
?
➩তারাশংকর বন্দ্যোপাধ্যায়, ১৯৬৬ সালে।
❖প্রথম কবে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়?
➩১৯৬৫ সালে
❖আশাপূর্ণা দেবী করে জ্ঞানপীঠ পুরস্কার পান?
➩১৯৭৬ সালে
❖প্রথম কবে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়?
➩১৯৬৯ সালে
❖প্রথম কে দাদাসাহেব ফালকে পুরস্কার পান?
➩দেবিকারানি
❖সত্যজিৎ রায় কার দাদাসাহেব ফালকে পুরস্কার পান?
➩১৯৮৪ সালে
❖ভারতীয় সেনাবাহিনীর স্থলবাহিনীর (Army) প্রধানকে কী বলা হয় ?
➩জেনারেল।
❖অনিরুদ্ধ ভট্ট কোন যুগের সাহিত্যিক ?
➩সেনযুগ।
❖লুইপাদ ও কাহ্নপাদ কোন যুগের সাহিত্যিক?
➩পালযুগ।
❖কে কৌলিন্যপ্রথার প্রবর্তন করেন? -
➩বল্লাল সেন।
❖ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
➩ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
❖ইতিহাসের জনক কাকে বলা হয়? -
➩হেরোডোটাসকে।
❖ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ?
➩কালিদাস।
❖পল্লবদের রাজধানী কোথায় ছিল?
➩কাঞ্চিপুরম।
❖নালন্দা বিশ্ববিদ্যালয় কোন বংশের সঙ্গে যুক্ত?
➩পুষ্যভূতি।
File Details :
PDF Name : General Knowledge Model Question for all competitive exam[ Part-05]
Language : Bengali
Size: 712KB
Download link : Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment