Breaking



Wednesday, March 3, 2021

সাধারণ জ্ঞান পর্ব - ০৫ (General Knowledge Model Question for all competitive exam )


  
সাধারণ জ্ঞান পর্ব - ০৫ (General Knowledge Model Question for all competitive exam )
সাধারণ জ্ঞান পর্ব - ০৫ (General Knowledge Model Question for all competitive exam )

নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান থেকে  বাছায় করা কয়েকটি প্রশ্নোত্তর আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী । যেমন - WB SI POLICE,  CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect


আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান । 

সাধারণ জ্ঞান (পর্ব - ০৫ )

জিপসামের রাসায়নিক নাম কী ?

 ক্যালসিয়াম সালফেট।

হ্যাভলক দ্বীপ কোথায় অবস্থিত?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

ভেলাকালী নাচ কোন রাজ্যের নাচ?

কেরালা।

বাস্কেটবল খেলা কে আবিষ্কার করেন?

জেমস এ নাইস্মিথ।

ইলতুতমিস এবং আলাউদ্দিন খিলজির সমাধি রয়েছে?

কুতুবমিনার চত্বরে।

লতা মঙ্গেশকর ভারতরত্ন সম্মান পান কোন সালে?

২০০১।

নীলগিরি মাউন্টেন রেলপথ কোথা থেকে কত অবধি বিস্তৃত?

মেট্টপলায়ম থেকে উধাগামণ্ডলম।

পুলকভো আন্তর্জাতিক বিমানবন্দর শহরে অবস্থিত?

সেন্ট

ভারতে কে প্রথম সম্পদের নির্গমন তত্ত্ব প্রচার করেন ?

দাদাভাই নৌরজি

মৌমাছি পালনকে কী বলা হয় ?

এপিকালচার।

কোন টেনিস খেলোয়াড়ের আত্মজীবনীর নাম Open?

আন্দ্রে আগাসি।

ভারতের কোন রাজ্য থেকে সবথেকে বেশি লোকসভা সদস্য নির্বাচিত হন?

উত্তরপ্রদেশ।

মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত?

 দুররাজপুর (বীরভূম)

কোন ক্ষারীয় মূলক দ্বারা RNA- কে DNA থেকে পৃথক করা যায় ?

ইউরাসিল।

কোন দেশের জাতীয় প্রতীক সমুদ্রসৈকত ?

ডেনমার্ক।

UNO-র সরকারি ভাষা কটি ?

৮টি।

হো-চি-মিন সরণির পুরনো নাম কী ?

হ্যারিংটন স্ট্রিট।

উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

ক্রেসকোগ্রাফ।

রেংমা কোন প্রদেশের নৃত্যশৈলী ?

নাগাল্যান্ড।

পশ্চিমবঙ্গের কোথায় কিরণ সি-বিচ অবস্থিত?

হেনরি আইল্যান্ড (বকখালি)।

পৃথিবীর কেন্দ্রে কোনও বস্তুর ওজন কত?

শূন্য (০)।

মিটাল ভালভ শরীরের কোথায় থাকে?

হার্ট।

নোবল পুরস্কার প্রদানের দুটি প্রধান শর্ত কী?

পুরস্কার প্রাপককে জীবিত হতে হবে এবং একটি নির্দিষ্ট বিষয়ে তিনজনের বেশি ব্যক্তিকে পুরস্কার দেওয়া যাবে না।

সিলভার ক্রাইম' কী?

সিনিয়র সিটিজেনরা যে অপরাধ করেন তাকে বলা হয় সিলভার ক্রাইম।

এই গাছের কাঠ থেকে টারপেনটাইন তেল পাওয়া যায়। গাছটির নাম কী ?

পাইন।

বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

ভিটামিন B,

❖‘পেরেস্ত্রৈকা শব্দের অর্থ কী?

পুনর্গঠন।

বিশান দাস কে ছিলেন?

জাহাঙ্গিরের রাজসভার চিত্রকর।

কোন খেলার মাঠকে ডায়মন্ড বলা হয়?

বেসবল

কলকাতা পুলিশ কত সালে গঠিত হয়?

১৮৫৬

NSNIS পুরো কথাটি কী?

Netaji Subhashi National Institute of Sports.

লেসোথো দেশটির রাজধানীর নাম কী ?

মাসেরু।

বেনারস দ্য সেক্রেড সিটি' বইটি কার লেখা?

আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল।

অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

গোরগাবুরু।

ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম?

লাক্ষাদ্বীপ। ।

নতুন দিল্লির ভাইসরয় হাউসের মুখ্য স্থপতি কে ছিলেন?

এডওয়ার্ড লুটইয়েন্স (Edward Lutyens)।

নতুন দিল্লিতে অবস্থিত সেক্রেটারিয়েট- এর মুখ্য স্থপতি কে ছিলেন?

হার্বার্ট বেকার (Herbert Baker)।

প্রধানমন্ত্রিত্বকালে প্রথম অর্থবাজেট পেশ করেন?

ইন্দিরা গান্ধি।

দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে চালু করেন?

লর্ড লিটন

কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? -

৪.১ কিলোক্যালরি/গ্রাম।

পৃথিবীতে উচ্চচাপ বলয় ও নিম্নচাপ বলয়ের সংখ্যা কত?

টি উচ্চচাপ বলয় ও টি নিম্নচাপ বলয়।

উত্তরপ্রদেশের রাজ্যবৃক্ষ কী?

অশোক গাছ।

ভারতীয় সংসদের কাউন্সিল অব স্টেটসকে রাজ্যসভা হিসেবে কে ঘোষণা করেন ?

. সর্বপল্লি রাধাকৃষ্ণান (২৩ আগস্ট, ১৯৫৪)।

মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

আলাউদ্দিন খিলজি।

হ্যালির ধূমকেতু কত বছর পরপর আকাশে দৃশ্যমান হয়?

৭৬

সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল?

পৈঠান।

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রকৃত নাম কী ছিল?

মুহি-উদ-দিন মুহম্মদ।

কোন মৌলের অ্যাটম নিউট্রনবিহীন?

হাইড্রোজেন (প্রোটিয়াম)।

বিজয়নগর সাম্রাজ্যে প্রদেশের সংখ্যা কত ছিল?

১১টি।

কাকড়ার রক্তের রং কী?

নীল।

লালকেল্লায় জাফর মহল কে তৈরি করেছিলেন?

দ্বিতীয় বাহাদুর শাহ।

মিগ-২১ বিমান কোন দেশ তৈরি করে?

রাশিয়া।

ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান কাকে বলা হয়?

দাদাভাই নৌরজি।

বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল?

 ট্রপোস্ফিয়ার।

আসোয়ান বাঁধ কোন নদের গতিপথে অবস্থিত?

নীলনদ।

সেক্স ক্রোমোজোমকে কী বলা হয়?

অ্যালোজেম।

অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কী?

NH4NO3

সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

০১৩.২ মিলিবার

   ভারতে ইংরেজ আমলে প্রথম কবে ডাকব্যবস্থা চালু হয়?

  ১৮৩৭ সালে।

  প্রথম কে কে ভারতরত্ন পুরস্কার পান?

  চক্রবর্তী রাজাগোপালাচারী/এস

রাধাকৃষ্ণাণ/সি ভি রমন।

  ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কী?

  ভারতরত্ন

  ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কলে ভারতরত্ন পুরস্কার পান?

১৯৫৫ সালে

কোন বিশিষ্ট ভারতীয়  প্রথম মরণোত্তররত্ন পুরস্কার পান?

লাল বাহাদুর শাস্ত্রী (১৯৬৬ সালে)।

প্রথম বাঙালি হিসেবে কে, কবে ভারতরত্ন পান?

বিধানচন্দ্র রায়,১৯৬১ সালে।

প্রথম বিদেশি হিসেবে কে, হবে 'ভারতরত্ন পুরস্কার পান?

খান আব্দুল গফফর খান, ১৯৮৭ সালে।

দ্বিতীয় বিদেশি হিসেবে কে, কবে ভারতরত্ন পুরার পান?

নেলসন ম্যান্ডেলা, ১৯৯০ সালে।

মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পান ?

১৯৮০ সালে

প্রথম মহিলা হিসেবে কে, কবে 'ভারতরত্ন পুরস্কার পান

ইন্দিরা গান্ধি, ১৯৭১ সালে।

সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান?

১৯৯২ সালে।

প্রথম কোন বাঙালি বে জ্ঞানপীঠ পুরস্কার পান ?

তারাশংকর বন্দ্যোপাধ্যায়, ১৯৬৬ সালে।

প্রথম কবে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়?

১৯৬৫ সালে

আশাপূর্ণা দেবী করে জ্ঞানপীঠ পুরস্কার পান?

১৯৭৬ সালে

প্রথম কবে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয়া হয়?

১৯৬৯ সালে

প্রথম কে দাদাসাহেব ফালকে পুরস্কার পান?

দেবিকারানি

সত্যজিৎ রায় কার দাদাসাহেব ফালকে পুরস্কার পান?

১৯৮৪ সালে

ভারতীয় সেনাবাহিনীর স্থলবাহিনীর (Army) প্রধানকে কী বলা হয় ?

জেনারেল।

অনিরুদ্ধ ভট্ট কোন যুগের সাহিত্যিক ?

সেনযুগ।

লুইপাদ ও কাহ্নপাদ কোন যুগের সাহিত্যিক?

পালযুগ।

কে কৌলিন্যপ্রথার প্রবর্তন করেন? -

বল্লাল সেন।

ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়

ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়

ইতিহাসের জনক কাকে বলা হয়? -

হেরোডোটাসকে।

ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ?

কালিদাস।

পল্লবদের রাজধানী কোথায় ছিল?

কাঞ্চিপুরম।

নালন্দা বিশ্ববিদ্যালয় কোন বংশের সঙ্গে যুক্ত?

পুষ্যভূতি।

File Details :

PDF Name :  General Knowledge Model Question for all competitive exam[ Part-05]

Language : Bengali 

Size: 712KB  

Download link : Click Here To Downloads     

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     

No comments:

Post a Comment