Breaking



Friday, March 5, 2021

ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [ History Model questions in Bengali for all competitive Exam Part-04 ]

 

ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-04 ]
ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [ History Model questions in Bengali for all competitive Exam Part-04 ]

প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমদের কাছে আজ শেয়ার করছি  ইতিহাস বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (PDF Part-04) আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে   খুবই গ্রহণযোগ্য  ।


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।       

       ইতিহাস বিষয়ক প্রশ্নোওর [ পর্ব - ০৪ ]

প্রশ্ন : চোল রাজ্যে কোন্ ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল?

উত্তর:ব্রোঞ্জ।

 প্রশ্ন : চোল রাজ্যের প্রধান কে ছিলেন?

উত্তর:রাজা

 প্রশ্ন : চোল রাজ্যের প্রদেশকে কী বলা হত?

উত্তর:মণ্ডলম

 প্রশ্ন : চোল রাজ্যে গ্রাম শাসন করত যে গ্রাম-পরিষদ তাকে কী বলা হত ?

উত্তর:উর

 প্রশ্ন : চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে কী বলা হত ?

উত্তর: নাড়ু

 প্রশ্ন : চোল রাজ্যের নগর পরিষদকে কী বলা হত ?

উত্তর:নগরম

 প্রশ্ন : দক্ষিণ ভারতে বণিকদের কী বলা হয়?

উত্তর: চেট্টি

 প্রশ্ন : দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের যে জমি দান করা হত সেই জমিকে কী বলা হত ?

উত্তর: ব্রহ্মদেয়

 প্রশ্ন : পাল ও সেন যুগের জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কী হয়েছিল?

 Bউত্তর:কড়ি

 প্রশ্ন : পাল-সেন যুগে বাংলায় বাঙালিদের প্রধান খাদ্য কী ছিল?

উত্তর: ১/৬ ভাগ

 প্রশ্ন : বাংলার লোকেরা কোন যুগে আলু খেতে শিখেছে ?

উত্তর: মধ্যযুগে

  প্রশ্ন : কোন যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল হিসেবে পরিচিত?

উত্তর: পালযুগ

 প্রশ্ন : প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর: আনুমানিক ৮০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দে

 প্রশ্ন : প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী চরক ও সুশুতের রচনার উপর কে টীকা লেখেন ?

উত্তর: চক্রপাণিদত্ত

  প্রশ্ন : চক্রপাণিদত্ত-এর লেখা বইয়ের নাম কী?

উত্তর: চিকিৎসাসংগ্রহ

 প্রশ্ন :'রামচরিত' কার আদলে লেখা ?

উত্তর:রামায়ণ

  প্রশ্ন : পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন?

উত্তর: বৌদ্ধধর্মের

 প্রশ্ন : বজ্রযান বা যান বৌদ্ধমতের নেতাদের কী বলা হয়?

উত্তর: সিদ্ধাচার্য।

প্রশ্ন : দুজন সিদ্ধাচার্যের নাম লেখো

উত্তর:লুইপাদ ও কাহ্নপাদ।

প্রশ্ন : চর্যাপদগুলি কখন রচিত হয় ?

 উত্তর:অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে।

প্রশ্ন : বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন কী নামে পরিচিত?

উত্তর:চর্যাপদ।

 প্রশ্ন : কে চর্যাপদের পুথি আবিষ্কার করেন?

উত্তর:হরপ্রসাদ শাস্ত্রী।

 প্রশ্ন : হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেছিলেন?

উত্তর:নেপালের রাজদরবার থেকে

 প্রশ্ন : নির্বাণ শব্দের অর্থ কী?

উত্তর: মুক্তি

  প্রশ্ন : অশ্বঘোষ কোন্ সম্রাটের সমসাময়িক ছিলেন ?

উত্তর:কনিষ্ক।

 প্রশ্ন : কোথায় তান্ত্রিক বৌদ্ধধর্ম সক্রিয় ছিল?

উত্তর:বাংলাদেশে

 প্রশ্ন : কোন্ রাজাদের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উত্তর:গুপ্ত রাজাদের

 প্রশ্ন : নালন্দা বিশ্ববিদ্যালয় কোন্ সময় তৈরি হয়?

উত্তর:খ্রিস্টীয় পঞ্চম শতকে।

 প্রশ্ন : সুয়ান জাং কোন্ সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছেন?

উত্তর:খ্রিস্টীয় সপ্তম শতকে।

 প্রশ্ন : নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষু থাকতেন?

উত্তর: ১০,০০০ জন (দশ হাজার)।

 প্রশ্ন : কারা নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল?

উত্তর:তুর্কি আক্রমণকারীরা।

  প্রশ্ন : কোন্ শতক পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বজায় ছিল?

উত্তর:এয়োদশ

 প্রশ্ন : বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:ধর্মপাল।

 প্রশ্ন : বিক্রমশীল মহাবিহার কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর:অষ্টম শতকে

 প্রশ্ন : বিক্রমশীল মহাবিহার কখন ধ্বংস হয়?

উত্তর:এয়োদশ শতকে।

 প্রশ্ন : বিক্রমশীল মহাবিহার কত বছর টিকেছিল?

উত্তর:৫০০ বছর

 প্রশ্ন : বিক্রমশীল মহাবিহারে কত জন ছাত্র পড়াশোনা করত?

উত্তর:সর্বোচ্চ তিন হাজার।

 প্রশ্ন : অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন?

উত্তর:বিক্রমশীল মহাবিহারের।

 প্রশ্ন : কারা বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেছিল?

উত্তর:তুর্কি আক্রমণকারীরা।

 প্রশ্ন : পালযুগের শিল্পরীতিকে কী বলা হয় ?

উত্তর:প্রাচ্য শিল্পরীতি।

 প্রশ্ন : পালযুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো।

উত্তর:ধীমান/বীটপাল।

 প্রশ্ন : সংকর' বা 'শূদ্র হিসেবে কাদের গণ্য করা হত ?

উত্তর:অব্রাহ্মণদের।

  প্রশ্ন : গীতগোবিন্দম্ কাব্যের রচয়িতা কে ছিলেন?

 উত্তর:কবি জয়দেবের

 প্রশ্ন : পবনদূত' কাব্যের রচয়িতা কে ছিলেন?

উত্তর:ধোয়ী।

 প্রশ্ন : লক্ষ্মণসেনের রাজসভার পাঁচজন কবি কী নামে খ্যাত ছিলেন?

উত্তর:পঞ্চরত্ন

 প্রশ্ন : 'সদুক্তিকর্ণামৃত' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর:শ্রীধর দাস

 প্রশ্ন : 'ব্রাহ্মণসর্বস্ব গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর:হলায়ুধ।

  প্রশ্ন : বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন?

উত্তর:অতীশ দীপঙ্কর।

 প্রশ্ন : অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন ?

উত্তর: বঙ্গাল অঞ্চলের বিক্ৰমমণিপুরেরবজ্রযোগিনী গ্রামে।

 প্রশ্ন : অতীশ কার কাছে দীক্ষা নেন?

উত্তর:শীলরক্ষিতের কাছে।

 প্রশ্ন : কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন?

উত্তর: তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে।

 প্রশ্ন : অতীশ দীপঙ্কর তিব্বতে কোন্ ধর্ম প্রচার করেন ?

উত্তর:মহাযান বৌদ্ধধর্ম।

 প্রশ্ন : কার চেষ্টায় তিব্বতে বৌদ্ধধর্ম জনপ্রিয় হয় ?

উত্তর:অতীশ দীপঙ্করের।

 প্রশ্ন : অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত গ্রন্থ কোন্ ভাষায় অনুবাদ করেছিলেন?

  উত্তর:ভোট ভাষায়।

প্রশ্ন : কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে ?

উত্তর:তিব্বতের রাজধানী লাসায়।

 প্রশ্ন : বোরোববাদুর কোথায় অবস্থিত?

উত্তর:ইন্দোনেশিয়ায়।

 প্রশ্ন : আঙ্কোরভাট কোথায় অবস্থিত?

উত্তর:কম্বোডিয়ায়।

প্রশ্ন : রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্প খোদাই করা হয়েছে কোন্ মন্দিরের গায়ে ?

উত্তর:আঙ্কোরভাট।

প্রশ্ন :পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয় ?

উত্তর:প্রাচ্য শিল্পরীতি

প্রশ্ন :পাল যুগের বরেন্দ্রভুমির প্রসিদ্ধ শিল্পী কে ছিলেন ?

উত্তর:ধীমান

প্রশ্ন :জয়দেব রচনা করেন কোন কাব্য রচনা করেন ?

উত্তর:গীতগোবিন্দ কাব্য

প্রশ্ন : কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে ?

উত্তর:তিব্বতের রাজধানী লাসায়।

প্রশ্ন : বোরোববাদুর কোথায় অবস্থিত?

উত্তর:ইন্দোনেশিয়ায়।

 প্রশ্ন : আঙ্কোরভাট কোথায় অবস্থিত?

উত্তর:কম্বোডিয়ায়।

 প্রশ্ন : রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্প খোদাই করা হয়েছে কোন্ মন্দিরের গায়ে ?

উত্তর:আঙ্কোরভাট।

 প্রশ্ন :পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয় ?

উত্তর:প্রাচ্য শিল্পরীতি

 প্রশ্ন :পাল যুগের বরেন্দ্রভুমির প্রসিদ্ধ শিল্পী কে ছিলেন ?

উত্তর:ধীমান

 প্রশ্ন :জয়দেব রচনা করেন কোন কাব্য  ?

উত্তর:গীতগোবিন্দ কাব্য


File Details :

PDF Name :   ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  

Size: 2 MB

Download link : Click Here To Downloads     

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     

No comments:

Post a Comment