Breaking



Monday, March 22, 2021

Indian Polity MCQ question in Bengali (রাষ্ট্র বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )


 

Indian Polity MCQ question in Bengali (রাষ্ট্র বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )
Indian Polity MCQ question in Bengali (রাষ্ট্র বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর )

প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  রাষ্ট্র বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর   (INDIAN POLITY   ,  আশা করি তোমাদের খুব উপকৃত  হবে ।   সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে   খুবই গ্রহণযোগ্য  ।  

তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও। 

  রাষ্ট্র বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

1.পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানে-

উঃ পঞ্চম অংশে


2.সংবিধানের পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে -

উঃ 79 নং ধারায় 


3.ভারতের কেন্দ্রীয় আইন সভাকে বলা হয় -

উঃ পার্লামেন্ট


4.ভারতের পার্লামেন্ট গঠিত হয়-

উঃ লোকসভা , রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে


5.ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম-

উঃ রাজ্যসভা


6.ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম-

উঃ লোকসভা


7.রাজ্যসভার সর্বাধিক সংখ্যা হল-

উঃ 250 জন


8.রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হল-

উঃ 245 জন


9.রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন ? 

উঃ 12 জন


10.রাজ্যসভায় সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত বছর ?

উঃ 30 বছর 


11.রাজ্যসভায় সভাপতিত্ব করেন - 

উঃ উপরাষ্ট্রপতি 


12.পার্লামেন্টের স্থায়ী কক্ষ হল-

উঃ রাজ্যসভা


13. রাজ্যসভায় এক-তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন প্রতি - 

উঃ 2 বছর অন্তর


14.রাজ্য সভার সদস্যদের কার্যকালের মেয়াদ -

উঃ 6 বছর


15.লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল-

উঃ 552 জন


16.লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হল-

উঃ 545 জন


17.রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কত জন সদস্য মনোনীত হন -

উঃ 2 জন ( ইঙ্গ-ভারতীয় সদস্যকে )


18.স্বাধীনতার পর প্রথম লোকসভা নিবার্চন অনুষ্ঠিত হয়-

উঃ 1952 খ্রিস্টাব্দে


19.লোকসভায় সভাপতিত্ব করেন -

উঃ স্পিকার


20.লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যুনতম বয়স হওয়া দরকার -

উঃ 25 বছর


21.লোকসভার সদস্যদের কার্যকালে মেয়াদ কত বছর ?

উঃ 5 বছর


22.কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে -

উঃ লোকসভার কাছে


23. সংবিধানের 120 নং ধরা অনুযায়ী পার্লামেন্টের ব্যবহার্য ভাষা হল -

উঃ হিন্দি ও ইংরেজি


24.অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন -

উঃ লোকসভার অধ্যক্ষ


25. অর্থবিল প্রশ্নে সার্টিফিকেট প্রদান করেন - 

উঃ স্পিকার 


26.সাধারণ বিল পাস করেন-

উঃ লোকসভা ও রাজ্যসভা 


27.লোকসভার কোরাম হয় মোট সদস্যের-

উঃ এক -দশমাংশ উপস্থিতিতে


28.সংসদের নির্ণায়ক ভোট প্রদান করেন - 

উঃ লোকসভার স্পিকার


29.পার্লামেন্টের  উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন ?

উঃ স্পিকার


30.লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন - 

উঃ জি ভি মাভলংকর


 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     









No comments:

Post a Comment