List of Nobel Prize Winners in India 2019
![]() |
| ভারতের নোবেল বিজয়ীদের তালিকা [ List of Nobel Prize Winners in India 2019 ] |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি ভারতের নোবেল বিজয়ীদের তালিকা , তোমরা জানতে পারবে কত সালে কোন বিষের জন্য নোবেল বিজয়ীরা পুরষ্কার অর্জন করেছেন এই সম্পর্কে একটি তালিকা আকারে প্রকাশ করা হল , আশা করি তোমাদের খুব উপকৃত হবে । সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও ।
ভারতের নোবেল বিজয়ীদের তালিকা
|
সাল |
কোন বিষয়ে |
নোবেল বিজয়ীদের নাম |
পুরষ্কার পাওয়ার কারন |
|
১৯১৩ |
সাহিত্য |
রবীন্দ্রনাথ ঠাকুর |
‘গীতাঞ্জলি’
কাব্যগ্রন্থের অনুবাদের জন্য |
|
১৯৩০ |
পদার্থ বিজ্ঞান |
সি. ভি .রমন |
আলোর বিক্ষেপণের উপর গবেষণা , যা ‘রমন এফেক্ট’ নামে
পরিচিত । |
|
১৯৬৮ |
ফিজিওলজি |
হর গোবিন্দ খোরানা |
জেনেটিক কোডের ব্যাখ্যার জন্য |
|
১৯৭৯ |
শান্তি |
মাদার টেরিজা |
দরিদ্র ও অভাবী ব্যাক্তিদের সেবা প্রদান |
|
১৯৮৩ |
পদার্থ বিজ্ঞান |
সুভ্রমনিয়াম চন্দ্রশেখর |
নক্ষত্রের গঠন ও বিবর্তনে গবেষণা ‘চন্দ্রশেখর লিমিট’ নামে একটি
বৈজ্ঞানিক তত্ত্ব |
|
১৯৯৮ |
অর্থনীতি |
অমর্ত্য সেন |
অর্থনীতির কল্যান সাধনের জন্য |
|
২০০৯ |
রসায়ন |
ভেঙ্কটরমন রামকৃষ্ণন |
রাইবোজমের গঠন ও কার্যগত ব্যাখ্যা সংক্রান্তের
জন্য |
|
২০১৪ |
শান্তি |
কৈলাশ সত্যার্থী |
শিশুশ্রম বিরোধিতা ও শিশুদের অধিকারের
জন্য আন্দোলন |
|
২০১৯ |
অর্থনীতি |
আভিজিত ব্যানার্জী |
বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ পদ্ধতির
ব্যাখ্যার জন্য |
File Details :
PDF Name : ভারতের নোবেল বিজয়ীদের তালিকা / List of Nobel Prize Winners in India 2019
Size: 343KB
Download link :Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ]
'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
![ভারতের নোবেল বিজয়ীদের তালিকা [ List of Nobel Prize Winners in India 2019 ] ভারতের নোবেল বিজয়ীদের তালিকা [ List of Nobel Prize Winners in India 2019 ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUP5pdJDGxpl-xnSW0_rM-YRRmeqWwL6QDYwwhLWxA-7T2g4wj4KHueIlqrUVRg5ztGmEJoXI43VO_u-T2KMUV9-GL00eBennNVCyIZ5hM1mK8VV1s7BAisZcF7EPdSurfe9B_chlDqy0/s16000-rw/PicsArt_04-11-06.52.20.jpg)
No comments:
Post a Comment