General Knowledge Model Questions Part -07 in Bengali
General Knowledge Model Questions Part -07 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৭]
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত হবে ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
General Knowledge Model Questions
Part -07
০১.প্রথম
এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয় ?
উঃ 1951
০২. তিতুমির –এর প্রকৃত নাম কি ?
উঃ মির নিশার আলি
০৩.সমচৌম্বকজনিত রেখাকে কী বলে ?
উঃ আইসোজেনিক
০৪. পরামাণুর নিউটন আবিষ্কার করেন ?
উঃ আইসোজেনিক
০৫. পরামাণুর নিউটন আবিষ্কার করেন ?
উঃ
চ্যাডউইক
০৬.আমেরিকার ‘ক্রীতদাস প্রথা’ উচ্ছেদ করেন কে ?
উঃ
আব্রাহাম লিংকন।
০৭.মানুষের রক্তে PH এর মান কত?
উঃ7.5।
০৮.তামশা কোন রাজ্যের লোকনৃত্য ?
উঃ
মহারাষ্ট্র।
০৯.হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
উঃ কনৌজ।
১০.উত্তর আফ্রিকার প্রধান মরুভূমির নাম কি ?
উঃ
সাহারা।
১১.ভিনিগারের রাসায়নিক নাম কি ?
উঃ
অ্যাসিটিক অ্যাসিড।
১২.কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় ?
উঃ ফসফরাস।
১৩.রাজা সিং কার অধিনে সেনাপতি ছিলেন ?
উঃ
ঔরঙ্গজেব।
১৪.ইলেক্ট্রন কে আবিষ্কার করেছিলেন ?
উঃ
স্যাডউইক।
১৫.প্রথম চলচ্চিত্র সমালোচনা প্রকাশিত হয় কোন দৈনিক কাগজে ?
উঃ
টাইমস অব ইন্ডিয়া
১৬.গ্রিন পার্ক কোথায় অবস্থিত ?
উঃ
কানপুর।
১৭.কোন গুপ্তরাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়
?
উঃ
কুমারগুপ্ত
১৮.শের-ই-বঙ্গাল কাকে বলা হয়?
উঃ ফজলুল হক ।
১৯.বেদবিরোধী প্রথম ধর্মসম্প্রদায় কোনটি?
উঃ
আজীবক ধর্ম।
২০.আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে?
উঃ
থিয়োডর বেক।
২১.গুরু শির দিয়া সার (ধর্ম) না দিয়া' -কথাটি বলা হয়
উঃ
গুরু গোবিন্দ সিংকে ।
২২.শেরশাহের বিখ্যাত সেনাপতি কে ছিলেন?
উঃ
ব্রহ্মজিৎ গৌড়
২৩.১৯৬৮-তে অমৃতবাজার পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উঃ
যশোর থেকে।
২৪.শাহজাহানের রাজত্বকাল ছিল কৃষিক্ষেত্রে শান্তির কাল’—একথা কে বলেছেন?
উঃ
মোরল্যান্ড ।
২৫.দেবেন্দ্রনাথ কাকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন?
উঃ কেশবচন্দ্র সেনকে।
২৬.কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ
ছত্তিশগড়।
২৭.লন্ডনে ব্রিটিশ সরকারের সদরদপ্তরের নাম কী ?
উঃ হোয়াইট হল।
File Details :
PDF Name : General Knowledge Model Questions Part -07 in Bengali
Size:706KB
Download link :Click Here To Downloads
Join Telegram Channel Link : Click Here To Join
Facebook Group Join Link : Click Here To Join
'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ]
'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment