Breaking



Friday, June 4, 2021

General Knowledge Model Questions Part -07 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৭]

  General Knowledge  Model Questions Part -07 in Bengali

General Knowledge  Model Questions Part -07 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৭]
General Knowledge  Model Questions Part -07 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৭]


 প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

General Knowledge  Model Questions 

                     Part -07


০১.প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয় ?

উঃ 1951

০২. তিতুমির এর প্রকৃত নাম কি ?

উঃ মির নিশার আলি

০৩.সমচৌম্বকজনিত রেখাকে কী বলে ?

উঃ আইসোজেনিক

০৪. পরামাণুর নিউটন আবিষ্কার করেন ?

উঃ আইসোজেনিক

০৫. পরামাণুর নিউটন আবিষ্কার করেন ?

উঃ চ্যাডউইক

০৬.আমেরিকার ক্রীতদাস প্রথা উচ্ছেদ করেন কে ?

উঃ আব্রাহাম লিংকন

০৭.মানুষের রক্তে PH এর মান কত?

উঃ7.5

০৮.তামশা কোন রাজ্যের লোকনৃত্য ?

উঃ মহারাষ্ট্র

০৯.হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?

উঃ কনৌজ

১০.উত্তর আফ্রিকার প্রধান মরুভূমির নাম কি ?

উঃ সাহারা

১১.ভিনিগারের রাসায়নিক নাম কি ?

উঃ অ্যাসিটিক অ্যাসিড

১২.কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় ?

উঃ ফসফরাস

১৩.রাজা সিং কার অধিনে সেনাপতি ছিলেন ?

উঃ ঔরঙ্গজেব

১৪.ইলেক্ট্রন কে আবিষ্কার করেছিলেন ?

উঃ স্যাডউইক

১৫.প্রথম চলচ্চিত্র সমালোচনা প্রকাশিত হয় কোন দৈনিক কাগজে ?

উঃ টাইমস অব ইন্ডিয়া

১৬.গ্রিন পার্ক কোথায় অবস্থিত ?

উঃ কানপুর

১৭.কোন গুপ্তরাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ?

উঃ কুমারগুপ্ত

 ১৮.শের-ই-বঙ্গাল কাকে বলা হয়?

 উঃ ফজলুল হক

 ১৯.বেদবিরোধী প্রথম ধর্মসম্প্রদায় কোনটি?

উঃ আজীবক ধর্ম

২০.আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে?

উঃ থিয়োডর বেক

২১.গুরু শির দিয়া সার (ধর্ম) না দিয়া' -কথাটি বলা হয়

উঃ গুরু গোবিন্দ সিংকে

২২.শেরশাহের বিখ্যাত সেনাপতি কে ছিলেন?

উঃ ব্রহ্মজিৎ গৌড়

২৩.১৯৬৮-তে অমৃতবাজার পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

উঃ যশোর থেকে

২৪.শাহজাহানের রাজত্বকাল ছিল কৃষিক্ষেত্রে শান্তির কাল’—একথা কে বলেছেন?

উঃ মোরল্যান্ড

২৫.দেবেন্দ্রনাথ কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন?

উঃ কেশবচন্দ্র সেনকে

২৬.কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উঃ ছত্তিশগড়

২৭.লন্ডনে ব্রিটিশ সরকারের সদরদপ্তরের নাম কী ?

  উঃ হোয়াইট হল

File Details :

PDF Name :    General Knowledge  Model Questions Part -07 in Bengali 

Size:706KB

Download link :Click Here To Downloads

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     


No comments:

Post a Comment