General Knowledge Important Questions Part -08 in Bengali
![]() |
General Knowledge Important Questions Part -08 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৮] |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (PDF) । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে নিজের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত হবে ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
General Knowledge Important Questions
Part -08
❖ বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ 1757 সালে
❖শকাব্দ কবে থেকে শুরু
হয়?
উঃ 327 খ্রিস্টাব্দ
❖ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ
ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ লখনউ
❖তরাইনের দ্বিতীয় যুদ্ধ
কত সালে হয়েছিল?
উঃ 1192 সালে
❖ভারতে রেলওয়ে কোচ কোথায়
তৈরি হয় ?
উঃ বারাণসী
❖ ঋষিকোভা বিচ কোথায় অবস্থিত?
উঃ বিশাখাপত্তনম
❖ বিশ্বব্যাঙ্কের সদর দপ্তর
কোথায় অবস্থিত?
উঃ নিউইয়র্ক
❖ কোন দেশের জাতীয় মুদ্রার
নাম ‘পেসো’?
উঃ কলম্বিয়া
❖বৈশাখী
উৎসবটি কে প্রচলন করেছিলেন?
উঃ রানাপ্রতাপ সিং
❖প্রথম ভারতীয় মন্ত্রিসভার
শিক্ষামন্ত্রী কে ছিলেন?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল
❖সোমনাথ মন্দির কোন রাজ্যে
অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশ
❖ মহাবলীপুরমের মন্দিরগুলি
কোন বংশীয় রাজাদের কীর্তি ?
উঃ কুষাণ
❖হলদিঘাটের যুদ্ধ কত সালে
হয়েছিল?
উঃ 1676 সালে
❖শিবসাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত?
উঃ কৃষ্ণা
❖দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কী বলে?
উঃ অ্যানাইসোগ্যামি
❖বিপ্লবী
যতীন্দ্রনাথ দাস কোন মামলায় বন্দি হন?
উঃ লাহোর ষড়যন্ত্র মামলা
❖ওড়িশা কত সালে বাংলা প্রদেশ থেকে বিচ্ছিন্ন
হয়?
উঃ 1915
সালে
❖রানি ভিক্টোরিয়াকে 'কাইজার-ই-হিন্দ' উপাধি দেওয়া হয় কোন
ভাইসরয়ের আমলে ?
উঃ লর্ড লিটন
❖জোট নিরপেক্ষ আন্দোলনের
জনক কে বলা হয়?
উঃ মার্শাল টিটো
❖জলে ওয়াশিং সোডার মিশ্রণ হল –
উঃ অ্যালকালাইন
❖ সিফিলিস রোগের জন্য দায়ী হল –
উঃ ব্যাক্টেরিয়া
❖কোন নদীর উপত্যকায়
রবার চাষ হয় ?
উঃ পেরিয়ার
❖ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন
কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উঃ লালা লাজপত রায়
No comments:
Post a Comment