Breaking



Thursday, July 1, 2021

General Knowledge Important Questions Part -08 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৮]

 General Knowledge  Important Questions Part -08 in Bengali

General Knowledge  Model Questions Part -08 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৮]
General Knowledge  Important Questions Part -08 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৮]


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  (PDF) । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে  নিজের  প্রস্তুতিকে  আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

General Knowledge  Important Questions 

                     Part -08


  বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?

       উঃ 1757 সালে

শকাব্দ কবে থেকে শুরু হয়?

   উঃ 327 খ্রিস্টাব্দ

 সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

       উঃ লখনউ

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?

      উঃ 1192 সালে

ভারতে রেলওয়ে কোচ কোথায় তৈরি হয় ?

      উঃ  বারাণসী

 ঋষিকোভা বিচ কোথায় অবস্থিত?

উঃ বিশাখাপত্তনম

 বিশ্বব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ নিউইয়র্ক

 কোন দেশের জাতীয় মুদ্রার নাম পেসো?

উঃ কলম্বিয়া

বৈশাখী উৎসবটি কে প্রচলন করেছিলেন?

     উঃ রানাপ্রতাপ সিং

প্রথম ভারতীয় মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কে ছিলেন?

উঃ সর্দার বল্লভভাই প্যাটেল

সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশ

 মহাবলীপুরমের মন্দিরগুলি কোন বংশীয় রাজাদের কীর্তি ?

উঃ কুষাণ

হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?

উঃ 1676 সালে     

শিবসাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত?

উঃ কৃষ্ণা

দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কী বলে?

উঃ অ্যানাইসোগ্যামি

বিপ্লবী যতীন্দ্রনাথ দাস কোন মামলায় বন্দি হন?

উঃ লাহোর ষড়যন্ত্র মামলা

ওড়িশা কত সালে বাংলা প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়?

     উঃ 1915 সালে

রানি ভিক্টোরিয়াকে 'কাইজার--হিন্দ' উপাধি দেওয়া হয় কোন ভাইসরয়ের আমলে ?

       উঃ লর্ড লিটন

জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে বলা হয়?

   উঃ মার্শাল টিটো

জলে ওয়াশিং  সোডার মিশ্রণ হল

উঃ অ্যালকালাইন

 সিফিলিস রোগের জন্য দায়ী হল

উঃ ব্যাক্টেরিয়া

কোন নদীর উপত্যকায় রবার চাষ হয় ?

উঃ পেরিয়ার

 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উঃ লালা লাজপত রায়


File Details:

PDF Name : General Knowledge  Important Questions Part -08 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর  পর্ব -০৮] 
Language : Bengali
Size : 625 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download
 

No comments:

Post a Comment