![]() |
GENERAL KNOWLEDGE 2021: Notes ,Topic PDF ( সাধারন জ্ঞান - ২০২১ ) |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (PDF Part- 06) আশা করি তোমাদের খুব উপকৃত হবে । বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য । যেমন - WB SI POLICE, CONSTABLE , RRB NTPC -C ,WBCS ,SSC -CGL ect
০১.পালযুগের কোন কোন মুদ্রার প্রচলন ছিল ?
উঃ সুর্য , ইন্দ্র , অগ্নি
০২.বিক্রমশীল বিহার বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?
উঃ ধর্মপাল
০৩.পাল যুগের জমি মাপার একক কি ছিল?
উঃ কুল্যবাপ ,দ্রোণ ,আঢ়বাপ, পাটক
০৪. দক্ষিণ ভারতীয় স্থাপত্যের জন্মভুমি বলা হয় কোন স্থানকে ?
উঃ মহাবলীপুরম
০৫. রুশ বিপ্লব করে হয় ?
উঃ
১৯১৭ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর।
০৬.দীপঙ্কর শ্রীজ্ঞান কোথায় দেহত্যাগ
করেন?
উঃ
তিব্বত।
০৭.ফরাসি বিপ্লব কবে হয়?
উঃ
১৯৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই।
০৮. চিনা বিপ্লব কবে হয় ?
উঃ
১৯০০ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর।
০৯.আমেরিকার বিদ্রোহ কবে হয় ?
উঃ
১৭৭৬ খ্রিস্টাব্দের ৪ জুলাই।
১০.প্রথম জৈন সঙ্গীতি কোথায় এবং কার সভাপতিত্বে হয়? –
উঃ
পাটলিপুত্র, ভদ্রবাহু ও সমভূতি বিজয়।
১১.দ্বিতীয়া জৈন সঙ্গীতি কোথায় হয়?
উঃ বল্লভি।
১২.ভারতের অধিবাসীদের কারা প্রথম হিন্দু নামে অভিহিত করেন? —
উঃ গ্রিকরা।
১৩.সবথেকে প্রাচীন ভারতীয় বাদ্যযন্ত্র কী?
উঃ
বীণা।
১৪.আমির খসরু যে বাদ্যযন্ত্রটির জনক
হিসেবে বিখ্যাত?
উঃ
সহতারা বা সেতার।
১৫.চেঙ্গিস খানের আসল নাম কী ?
উঃ
তেমুজিন।
১৬.উপনিষদ' কোন বিষয়ের ওপর রচিত ?
উঃ
দর্শন।
১৭.জিতল মুদ্রা কে প্রবর্তন করেন?
উঃ
মহম্মদ বিন তুঘলক।
১৮.‘সিলিকন ভ্যালি অব ইন্ডিয়া’ ভারতের কোন শহরকে বলা হয় ?
উঃ
বেঙ্গালুরু।
১৯.আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির
সংখ্যা কত?
উঃ
১৫ জন।
২০.ইগুয়াজু জলপ্রপাত কোন দেশে
অবস্থিত?
উঃ
আর্জেন্টিনা।
২১.কোন বিখ্যাত স্থাপত্যের আসল না ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার
?
উঃ
কলোসিয়াম।
২২.পশ্চিমবঙ্গের কোন শহরের প্রাচীন নামছিল ডালিং কোট?
উঃ
কালিম্পং
২৩.কোন নদীর প্রাচীন নাম ছিল acesines'?
উঃ
চেনাব।
২৪.‘জমিদার সমিতি' কবে স্থাপিত হয়?
উঃ
১৮৩৮ খ্রিস্টাব্দে।
২৫.কোন ভিটামিনের অপর নাম B6 ?
উঃ ফলিক অ্যাসিড।
২৬.‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ বই দুটিকে লিখেছেন?
উঃ
বল্লাল সেন।
২৭.শিবাজির জন্মস্থান কোথায়?
উঃ
শিভনেরি (মহারাষ্ট্র)।
২৮.ইংল্যান্ডের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার
কোনটি?
উঃ
ডেভিড কোহেন পুরস্কার।
২৯.কোন বিখ্যাত স্থাপত্যের আসল নাম
ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার ?
উঃ
কলোসিয়াম।
৩০.গোয়ালিয়র শহরের কাছে ‘বাঘ’ গ্রাম কীজন্য বিখ্যাত?
উঃ
গুহাচিত্র।
৩১.অলিম্পিকে প্রথম কোন বক্সার ৩টি স্বর্ণপদক পেয়েছেন?
উঃ
ল্যাসজল প্যাপ (Laszol
Papp).
৩২.ডেনমার্কের রাজধানীর নাম কী?
উঃ
কোপেনহেগেন।
৩৩.অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে ছিলেন?
উঃ
নরম্যান জি পিচার্ড।
৩৪.‘নাট্যশাস্ত্র’ বইটি কে লিখেছেন ?
উঃ
ভারতমুনি।
৩৫.সত্যমেব জয়তে' শব্দটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে?
উঃ
মুণ্ডক উপনিষদ।
৩৬.সি জি এস (CGS) পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের একক কী?
উঃ সেমি/ সে²
৩৭.বলের মাত্রা কত?.
উঃ [M¹ L¹ T ⁻²] = [MLT⁻² ]
৩৮.SI এককে ওজনের পরম
একক কী?
উঃ নিউটন।
৩৯.DNA পর্যায়ক্রম প্রক্রিয়ার আবিষ্কর্তা কে ?
উঃ ই এম সাউদার্ন।
৪০.অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রথম রাজধানীর নাম কী ছিল?
উঃ কুর্নল
৪১.HMV-র পুরো কথাটি
কী?
উঃ হিস মাস্টার্স ভয়েস।
৪২.ভারতে বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়?
উঃ ১৯৮০ সালে।
৪৩.ভারতে সামাজিক বনসৃজন কত সালে প্রণয়ন করা
হয়?
উঃ ১৯৭৬ সালে।
৪৪.GT H পুরো কথাটি কী?
উঃ গোনাডো ট্রফিক হরমোন।
৪৫.সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কী?
উঃ ফ্লোরিন
৪৬.জলের চেয়ে হালকা ধাতু কোনটি?
উঃ সোডিয়াম
৪৭ ‘মহাক্ষত্রপ’ কার উপাধি
ছিল?
উঃ রুদ্রদমন
৪৮. উল্কার প্রধান উপাদান কি ?
উঃ নিকেল
৪৯. প্রোটনের ভর কত ?
উঃ 1.6725 x 10⁻²⁴
৫০. ভিটামিন B1 এর অ্যান্টিভিটামিন
কি ?
উঃ পাইরিথিয়ামিন
PDF Name : GENERAL KNOWLEDGE 2021: Notes ,Topic PDF ( সাধারন জ্ঞান - ২০২১ )
Size: 714KB
Number of Page : 03 Download link :Click Here To Downloads Join Telegram Channel Link : Click Here To Join Facebook Group Join Link : Click Here To Join 'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় । ] 'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ] ❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় । ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment