![]() |
শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব ( Child Development and Pedagogy MCQ Type Questions in Bengali ) |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমদের কাছে আজ শেয়ার করছি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব ( Child Development and Pedagogy MCQ Type Questions ) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর , আশা করি তোমাদের খুব উপকৃত হবে । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য । যেমন - WB TET , CTET ect.
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব ( Child Development and Pedagogy )
❖মনােবিদ পিকুনাসের মতে মানবজীবন বিকাশের প্রথম স্তরের নামটি হল-
➤ প্রাক্-জন্মস্তর
❖'Tri-Dimensional theory'-এর উদ্ভাবক হলেন -
➤গিলফোর্ড
❖পিঁঁয়াজে-এর জ্ঞানমূলক বিকাশের স্তরটি ক-টি ভাগে বিভক্ত?
➤ছয়টি
❖সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনােবিদ-
➤স্কিনার
❖কোঠারি কমিশন গঠিত হয়-
➤1964 খ্রিস্টাব্দে
❖Emoure' শব্দটির উৎপত্তি -
➤লাতিন শব্দ থেকে ।
❖মনােবিদ্যার আলােচনা থেকে আত্মা, মন,চেতনা ও এদের সমার্থক শব্দের ব্যবহার
বর্জন করেছেন-
➤ওয়াটসন
❖Case study' প্রক্রিয়া ব্যবহার করা যেতে
পারে-
➤শিশুরা যারা বিশেষরূপে ব্যবহারিক কলায়
ও অঙ্কনে দক্ষতা দেখায় তাদের জন্য ।
❖বুনিয়াদি শিক্ষার ধারণাটি দিয়েছিলেন-
➤মহাত্মা গান্ধি
❖প্রাচীন অনুবর্তনের সহায়ক নীতি হল-
➤অনুবর্তিত উদ্দীপক
❖ C. A. I.-এর পুরাে নাম কী ?
➤Computer Assisted Instruction
❖মূক-বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন-
➤জুয়ান প্যাবলাে বঁনে
❖মনােভাব হল -
➤ধারণা গঠন
❖শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স (Puzzle Box) ব্যবহার করেছিলেন-
➤থর্নডাইক
❖মানসিক ক্ষমতা বা বুদ্ধি সংক্রান্ত দ্বি-উপাদান তত্ত্বটি উদ্ভাবন করেন-
➤স্পিয়ারম্যান
❖শিশুবিকাশ সংক্রান্ত ইকোলজিক্যাল থিওরির প্রবক্তা হলেন -
➤ইউরি ব্রোনফেন ব্রুনার
❖একজন নির্মিতিবাদী (Constructivis)শিক্ষা মনােবিজ্ঞান হলেন-
➤জ্যাঁ পিঁঁয়াজে
❖‘জেনেটিক এপিস্টেমােলজি’ নামক মতবাদটি
প্রবক্তা হলেন-
➤পিঁঁয়াজে
❖Pedagogy হল -
➤শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা।
❖কোহলবার্গের তত্ত্বটি শিশুর যে বিকাশের সঙ্গে যুক্ত সেটি হল-
➤নৈতিক বিকাশ ।
❖স্বাভাবিক শিশুরা বসতে শেখে-
➤ ছয় মাস বয়সে
❖বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
➤নতুন পরিস্থিতির সঙ্গে ব্যক্তিকে অতিযােজিত হতে সহায়তা করা ।
❖গ্যারেটের মতে উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক হল -
➤120-139
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
No comments:
Post a Comment