![]() |
| সাধারণ জ্ঞান [General Knowledge (GK) in Bengali 2021] |
প্রিয়, ছাত্র-ছাত্রী
তোমাদের কাছে আজ শেয়ার করছি সাধারণ জ্ঞান ( General Knowledge ) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর , আশা করি তোমাদের খুব উপকৃত হবে । সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য ।
তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , তোমরা সর্বদা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।
সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১। ইতিহাসে ‘পার্বত্য মুষিক' কাকে বলা হয় ?
➤শিবাজি
২। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কোন মেঘ দায়ী ?
➤কিউমিউলােনিম্বাস
৩। মুখবিবরে কি ধরনের খাদ্য পরিপাক হয় ?
➤শর্করা
৪। বৃক্কের ওপর কোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থাকে?
➤অ্যাড্রিনাল
৫। প্রাচীনকালের রসায়নবিদ্যাকে বলা হয় ।
➤অ্যালকেমি
৬। অ্যান আইডিয়ালিস্ট ভিউ অব লাইফ' লিখেছেন।
➤ডঃ এস রাধাকৃষ্ণণ
৮। ভারতের রাষ্ট্রপতিকে শপথগ্রহণ করান কে?
➤ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
৯। কত সালে গান্ধিজি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেন ?
➤ ১৮৯১ সালে।
১০। ইন্ডিয়ান এগ্রিকালচাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
➤নয়াদিল্লি
১১। প্রােটোপ্লাজমের মধ্যে কত শতাংশ অক্সিজেন থাকে?
➤৬৫ শতাংশ
১২। শিক্ষকের প্রধান কর্তব্য কী?
➤বিকাশ ও মূল্যবােধ তৈরি করা
১৩। পৃথিবীর গভীরতম লেক।
➤বৈকাল, এশিয়া
১৪। ভারতের প্রথম ডাকটিকিট কোথায় প্রচলিত হয় ?
➤ করাচি
১৫। The policeman searched—my pockets
➤No preposition is needed
১৬। ইন্টারপােল’-এর সদরদপ্তর কোথায় ?
➤লুসান
১৭। কোন রাষ্ট্রপতি বিনা বাধায় নির্বাচিত হয়েছিলেন ?
➤ নীলম সঞ্জীব রেড্ডি
১৮। 'হামান' কোন দেশের গুপ্তচর সংস্থা?
➤ ইজরায়েল
১৯। 4 p.In ও 10 p m -এর মধ্যে ঘড়ির দুটি কাঁটা কতবাৱ সমকোণী হবে?
➤12
২০। 'ধর্মনিরপেক্ষ' শব্দটি সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে?
➤১৯৭৬ সালে
২১। নেলি সেনগুপ্তা কংগ্রসের কোন অধিবেশনে সভানেত্রী হিসেবে নির্বাচিত
হয়েছিলেন ?
➤ ১৯৩৩ সালে, কলকাতা
২২। ভারতে পঞ্চায়েতিরাজের সূত্রপাত ঘটে কত সালে?
➤১৯৫৯ সালে
২৩। ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?
➤প্রথম
২৪। বর্ণালী মাপার যন্ত্রটির নাম কী ?
➤ স্পেক্ট্রোমিটার
২৫। কোনটি জীবাশ্মের উদাহরণ?
➤সিলাকান্থ , স্ফেনােডন, লিমুলাস
২৬। Wake up India' গ্রন্থটির রচয়িতা কে?
➤অ্যানি বেসান্ত
২৭। উত্তর কোরিয়ার রাজধানীর নাম কী?
➤ পিয়ং ইয়াং
২৮। কোন নদীটি পরিচিত স্বর্ণরেণুর নদী নামে ?
➤ 'ইয়াং-সি-কিয়াং
২৯। যদি কোনও বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ
বাড়বে।
➤৩০০ শতাংশ
৩০। ভারতীয় সংবিধানে কততম সংশােধনীতে ১০টি মৌলিক কর্তব্য সংযুক্ত
হয়েছে?
➤৪২তম
৩১। সেলভা হল।
➤নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
৩২। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি ?
➤ ওড়িশা
৩৩। নাইটার-এর রাসায়নিক নাম কী ?
➤পটাশিয়াম নাইট্রেট
৩৪। মুঘল আমলে ফরাসি ভাষায় রচিত “রাজমানামা’ কোন মহাকাব্যের অনুবাদ?
➤মহাভারতের অনুবাদ
৩৫। মােতি মসজিদ নির্মাণ করেন।
➤ শাহজাহান
৩৬। প্রাচীন ভারতীয় ভূগােলে ‘রত্নাকর’ বলা হত।
➤ ভারত মহাসাগরকে
৩৭। সরকারিভাবে উর্দু ভাষাকে কোন রাজ্য গ্রহণ করেছে ?
➤ নাগাল্যান্ড
❖ আমাদের সাইটে সর্বদা ভিজিট করুন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।
➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।
![সাধারণ জ্ঞান [General Knowledge (GK) in Bengali 2021] সাধারণ জ্ঞান [General Knowledge (GK) in Bengali 2021]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZw97pkpo35mdbtpjsuSThAHjx3D6D6vpzY70JeXZ_zuTr1Wzhb52JSjTgZRzEyqOFhMol7jm_lM9acV-2O3wzYOAbCNMubfd0DTlIJcDifjrT5e7awDwGZpjVlvRLIKwMvjc4OIqjX9U/s16000-rw/WhatsApp+Image+2021-03-19+at+6.18.35+PM.jpeg)
No comments:
Post a Comment