Breaking



Friday, March 19, 2021

সাধারণ জ্ঞান [General Knowledge (GK) in Bengali 2021]

 

সাধারণ জ্ঞান [General Knowledge (GK) in Bengali 2021]
সাধারণ জ্ঞান [General Knowledge (GK) in Bengali 2021]

প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি   সাধারণ জ্ঞান ( General Knowledge )  থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ,  আশা করি তোমাদের খুব উপকৃত  হবে ।   সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে   খুবই গ্রহণযোগ্য  ।  

তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও। 

 সাধারণ জ্ঞান  থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

১। ইতিহাসে ‘পার্বত্য মুষিক' কাকে বলা হয় ?

শিবাজি

২। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কোন মেঘ দায়ী ?

কিউমিউলােনিম্বাস  

৩। মুখবিবরে কি ধরনের খাদ্য পরিপাক হয় ?

শর্করা 

৪। বৃক্কের ওপর কোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থাকে?

অ্যাড্রিনাল  

৫। প্রাচীনকালের রসায়নবিদ্যাকে বলা হয় ।

অ্যালকেমি 

৬। অ্যান আইডিয়ালিস্ট ভিউ অব লাইফ' লিখেছেন।

ডঃ এস রাধাকৃষ্ণণ 

৮। ভারতের রাষ্ট্রপতিকে শপথগ্রহণ করান কে?

  ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

৯। কত সালে গান্ধিজি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেন ?

 ১৮৯১ সালে।

১০। ইন্ডিয়ান এগ্রিকালচাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

নয়াদিল্লি 

১১। প্রােটোপ্লাজমের মধ্যে কত শতাংশ অক্সিজেন থাকে?

৬৫ শতাংশ

১২। শিক্ষকের প্রধান কর্তব্য কী? 

বিকাশ ও মূল্যবােধ তৈরি করা

১৩। পৃথিবীর গভীরতম লেক।

বৈকাল, এশিয়া 

১৪। ভারতের প্রথম ডাকটিকিট কোথায় প্রচলিত হয় ?

 করাচি

১৫। The policeman searched—my pockets

No preposition is needed

১৬। ইন্টারপােল’-এর সদরদপ্তর কোথায় ?

লুসান  

১৭। কোন রাষ্ট্রপতি বিনা বাধায় নির্বাচিত হয়েছিলেন ?

 নীলম সঞ্জীব রেড্ডি 

১৮। 'হামান' কোন দেশের গুপ্তচর সংস্থা?

 ইজরায়েল

১৯। 4 p.In ও 10 p m -এর মধ্যে ঘড়ির দুটি কাঁটা কতবাৱ সমকোণী হবে?

12  

২০। 'ধর্মনিরপেক্ষ' শব্দটি সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে?

১৯৭৬ সালে  

 ২১। নেলি সেনগুপ্তা কংগ্রসের কোন অধিবেশনে সভানেত্রী হিসেবে নির্বাচিত

হয়েছিলেন ?

 ১৯৩৩ সালে, কলকাতা  

 ২২। ভারতে পঞ্চায়েতিরাজের সূত্রপাত ঘটে কত সালে?

১৯৫৯ সালে  

২৩। ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?

প্রথম  

২৪। বর্ণালী মাপার যন্ত্রটির নাম কী ?

  স্পেক্ট্রোমিটার 

২৫। কোনটি জীবাশ্মের উদাহরণ?

সিলাকান্থ  , স্ফেনােডন, লিমুলাস  

২৬। Wake up India' গ্রন্থটির রচয়িতা কে?

অ্যানি বেসান্ত  

২৭। উত্তর কোরিয়ার রাজধানীর নাম কী?

 পিয়ং ইয়াং  

২৮। কোন নদীটি পরিচিত স্বর্ণরেণুর নদী নামে ?

  'ইয়াং-সি-কিয়াং  

২৯। যদি কোনও বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ

বাড়বে।

 ৩০০ শতাংশ  

৩০। ভারতীয় সংবিধানে কততম সংশােধনীতে ১০টি মৌলিক কর্তব্য সংযুক্ত

হয়েছে?

 ৪২তম  

৩১। সেলভা হল।

নিরক্ষীয় বৃষ্টি অরণ্য  

৩২। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি ?

  ওড়িশা  

৩৩। নাইটার-এর রাসায়নিক নাম কী ?

 পটাশিয়াম নাইট্রেট

৩৪। মুঘল আমলে ফরাসি ভাষায় রচিত “রাজমানামা’ কোন মহাকাব্যের অনুবাদ?

 মহাভারতের অনুবাদ

৩৫। মােতি মসজিদ নির্মাণ করেন।

   শাহজাহান  

৩৬। প্রাচীন ভারতীয় ভূগােলে ‘রত্নাকর’ বলা হত।

  ভারত মহাসাগরকে  

৩৭। সরকারিভাবে উর্দু ভাষাকে কোন রাজ্য গ্রহণ করেছে ?

   নাগাল্যান্ড  

  আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     


No comments:

Post a Comment