Breaking



Showing posts with label G.K. Show all posts
Showing posts with label G.K. Show all posts

Saturday, August 23, 2025

August 23, 2025

Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।। Bengali gk questions and answers in Bengali pdf

 Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf

Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf
Top 100 GK Question with Answer for Student || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।।  Bengali gk questions and answers in Bengali pdf


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  (PDF) । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে  নিজের  প্রস্তুতিকে  আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও। 

 General Knowledge  Important Questions 

                     Part -09

01. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি. NaHCO3

02. পোড়া চুনের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম অক্সাইড

03. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কল্কিধাম মন্দিরের শিলান্যাস কোথায় করেছেন- উত্তরপ্রদেশে

04. দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ- নীলগিরি

05. পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- পশ্চিমবঙ্গ

06. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন- তবলা

07. এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত- বেঙ্গালুরু, কর্ণাটক

08. সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন- মহাত্মা গান্ধী

09. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন- কাজী নজরুল ইসলাম

10. বেলেপাথরের রূপান্তরিত রূপ কি- কোয়ার্টজাইট

11. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী

12. কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে-৮

13. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড রিপন

14. ফায়ার আইস কোনটি- মিথেন হাইড্রেট

15. মহিলা গোয়েন্দা মিতিন মাসির স্রষ্টা কে সুচিত্রা ভট্টাচার্য

16. ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন- রাষ্ট্রপতি

17. কোন দেশের প্রধানমন্ত্রী Luis Montenegro- পর্তুগালের

18. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

19. তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি- জার্মানি

20. ২০২৪-এ ভারতে প্রথম French Film Festival কোথায় হয়েছে- কলকাতায়

21. মেজর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়াম কোথায় রয়েছে- নিউ দিল্লি

22. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ? 

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

23. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ? 

উত্তরঃ জওহরলাল নেহরু।

24. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন ?

উত্তরঃ ১৮ বছর।

25. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ? 

উত্তরঃ উপরাষ্ট্রপতি।

26. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি ।

27. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?

উত্তরঃ প্রস্তাবনা।

28. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ? উত্তরঃ ১৯৫৯ সালে।

29. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?

উত্তরঃ ১৯৫১ সালে।

30. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ? 

উত্তরঃ জেলা পরিষদ।

32. ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ?

 উত্তরঃ ১৯৪৬ সালে।

33. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

 উত্তরঃ সুপ্রিমকোর্ট ।

34. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন ? উত্তরঃ রাষ্ট্রপতি।

35. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ?

উত্তরঃ ভারত।

36. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন ?

উত্তরঃ রাষ্ট্রপতি।

37. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?

উত্তরঃ ২৫ বছর।

38. ভারতীয় সংবিধানে কতগুলিমৌলিক অধিকার আছে ? উত্তরঃ ছয়টি।

39. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ? উত্তরঃ ছয় বছর।

40. ভারতের সংসদ ক-কক্ষ বিশিষ্ট ? উত্তরঃ দ্বিকক্ষ।

41. লোকসভার স্পিকারকে কে নিযুক্ত উত্তরঃ লোকসভার সদস্যগণ।

42. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ? উত্তরঃ বিডিও।

43. ভোটদানের অধিকার কি ধরণের অধিকার ?

উত্তর : রাজনৈতিক

44. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ? 

উত্তরঃ ড. বি.আর. আম্বেদকরকে।

45. গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল।

46. গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই

47. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ? উত্তরঃ সুপ্রিমকোর্টকে।

48. ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে ? উত্তরঃ গণপরিষদ।

49. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ? উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

50. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ? উত্তরঃ গণপরিষদ দ্বারা।

51. গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন ? উত্তরঃ ২০৮ জন।

52. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিলেন ? উত্তরঃ ৭৩ জন।

53. ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল?

উত্তরঃ ২৯৬ জন।

54. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তর :ডঃ সচ্চিদানন্দ সিনহা

55. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে- ১২৩ ধারা

56. কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে- উদয়পুর

57. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে

58. জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দ্বারকানাথ ঠাকুর

59. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়- ১৯৮৩ সালে

60. Servants of India society- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯০৫ খ্রিস্টাব্দে

61. Global Hunger Index এ ভারত কততম স্থানে রয়েছে- ১০৫তম

62. Asian Table Tennis Championships 2024-এ ভারত কোন পদক জিতেছে- ব্রোঞ্জ

63. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?-  ক্যালসিয়াম হাইপোক্লোরাইট

64. প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন- মিহির সেন

65. লিচ্ছবিদৌহিত্র কাকে বলা হয়- সমুদ্রগুপ্ত

66. RAW কোন দেশের গোয়েন্দা সংস্থা- ভারত

67. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়- বেঙ্গালুরুকে

68. Kambala Festival কোন রাজ্যে পালন করা হয়- কৰ্ণাটক

69. FIH-এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড

70. মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে- ৮° চ্যানেল

71. ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি- Bor Tiger Reserve

72. National Law Day কবে পালন করা হয়- ২৬শে নভেম্বর

73. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস

74. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস

75. সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন- সঞ্জীব খান্না

76. কোন রাজ্যের Charaideo Maidam ভারতের ৪৩ তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে- আসাম

77. ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম- মধ্যপ্রদেশ

78. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে- ভারত ও চিন

79. আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত- কেরালা

80. মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়- নরওয়ে

81. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি- সোডিয়াম কার্বনেট

82. ISSF Junior World Cup 2025 হোস্ট করবে কোন দেশ- ভারত

83. সাহারা মরুভূমিকে স্পর্শ করে এমন একটি দেশ হল- আলজেরিয়া

84. উমাপতিধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন- রাজা লক্ষণ সেন

85. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে- নীলগিরি

86. লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল- ১৯৩০ সালে

87. জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়- ভিটামিন A

88. Hindustan Socialist Republican Association প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯২৮ সালে

89. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে- পুষ্যমিত্র

80. পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধ হয়েছিল- নদীয়া

81. জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন- জোহানসন

82. বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি- ভারত

83. ICC Men's ODI Player of the Year 2023-এর অ্যাওয়ার্ড কে পেয়েছেন- Virat Kohli

84. Rast Goftar কে প্রকাশ করেছিলেন- দাদাভাই নওরোজী

85. DDT- এর পুরো নাম কি - Dichloro DiphenylTrichloroethane

86. বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন- আলাউদ্দিন খলজি

87. ঋকবেদে উল্লেখিত পারুশনি নদীর বর্তমান নাম কি- রাভি

88. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর

89. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন- মহম্মদ শাহ

90. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬০ সালে

91. নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল- ১৯০১ সালে

92. Sitara Devi কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন- কখক

93. জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল- ১৯৫০ সালে

94. IBRD-এর সদর দফতর কোথায় অবস্থিত- ওয়াশিংটন

95.Human Development Index প্রকাশকারী সংস্থা কোনটি- UNDP

96. ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু ঘটেছিল- জাকির হোসেন

97. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য- মহারাষ্ট্র

98. কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত- সরযূ

99. 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে- ব্রাজিল

100. ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি- Hemis National Park

 

◆ পরবর্তী সময়ে G.K pdf টি আপলোড করে দেওয়া হবে ।


Thursday, July 1, 2021

July 01, 2021

General Knowledge Important Questions Part -08 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৮]

 General Knowledge  Important Questions Part -08 in Bengali

General Knowledge  Model Questions Part -08 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৮]
General Knowledge  Important Questions Part -08 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৮]


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  (PDF) । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে  নিজের  প্রস্তুতিকে  আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

General Knowledge  Important Questions 

                     Part -08


  বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?

       উঃ 1757 সালে

শকাব্দ কবে থেকে শুরু হয়?

   উঃ 327 খ্রিস্টাব্দ

 সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

       উঃ লখনউ

তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?

      উঃ 1192 সালে

ভারতে রেলওয়ে কোচ কোথায় তৈরি হয় ?

      উঃ  বারাণসী

 ঋষিকোভা বিচ কোথায় অবস্থিত?

উঃ বিশাখাপত্তনম

 বিশ্বব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ নিউইয়র্ক

 কোন দেশের জাতীয় মুদ্রার নাম পেসো?

উঃ কলম্বিয়া

বৈশাখী উৎসবটি কে প্রচলন করেছিলেন?

     উঃ রানাপ্রতাপ সিং

প্রথম ভারতীয় মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কে ছিলেন?

উঃ সর্দার বল্লভভাই প্যাটেল

সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশ

 মহাবলীপুরমের মন্দিরগুলি কোন বংশীয় রাজাদের কীর্তি ?

উঃ কুষাণ

হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?

উঃ 1676 সালে     

শিবসাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত?

উঃ কৃষ্ণা

দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কী বলে?

উঃ অ্যানাইসোগ্যামি

বিপ্লবী যতীন্দ্রনাথ দাস কোন মামলায় বন্দি হন?

উঃ লাহোর ষড়যন্ত্র মামলা

ওড়িশা কত সালে বাংলা প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়?

     উঃ 1915 সালে

রানি ভিক্টোরিয়াকে 'কাইজার--হিন্দ' উপাধি দেওয়া হয় কোন ভাইসরয়ের আমলে ?

       উঃ লর্ড লিটন

জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে বলা হয়?

   উঃ মার্শাল টিটো

জলে ওয়াশিং  সোডার মিশ্রণ হল

উঃ অ্যালকালাইন

 সিফিলিস রোগের জন্য দায়ী হল

উঃ ব্যাক্টেরিয়া

কোন নদীর উপত্যকায় রবার চাষ হয় ?

উঃ পেরিয়ার

 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উঃ লালা লাজপত রায়


File Details:

PDF Name : General Knowledge  Important Questions Part -08 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর  পর্ব -০৮] 
Language : Bengali
Size : 625 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download
 

Friday, June 4, 2021

June 04, 2021

General Knowledge Model Questions Part -07 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৭]

  General Knowledge  Model Questions Part -07 in Bengali

General Knowledge  Model Questions Part -07 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৭]
General Knowledge  Model Questions Part -07 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৭]


 প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

General Knowledge  Model Questions 

                     Part -07


০১.প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয় ?

উঃ 1951

০২. তিতুমির এর প্রকৃত নাম কি ?

উঃ মির নিশার আলি

০৩.সমচৌম্বকজনিত রেখাকে কী বলে ?

উঃ আইসোজেনিক

০৪. পরামাণুর নিউটন আবিষ্কার করেন ?

উঃ আইসোজেনিক

০৫. পরামাণুর নিউটন আবিষ্কার করেন ?

উঃ চ্যাডউইক

০৬.আমেরিকার ক্রীতদাস প্রথা উচ্ছেদ করেন কে ?

উঃ আব্রাহাম লিংকন

০৭.মানুষের রক্তে PH এর মান কত?

উঃ7.5

০৮.তামশা কোন রাজ্যের লোকনৃত্য ?

উঃ মহারাষ্ট্র

০৯.হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?

উঃ কনৌজ

১০.উত্তর আফ্রিকার প্রধান মরুভূমির নাম কি ?

উঃ সাহারা

১১.ভিনিগারের রাসায়নিক নাম কি ?

উঃ অ্যাসিটিক অ্যাসিড

১২.কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় ?

উঃ ফসফরাস

১৩.রাজা সিং কার অধিনে সেনাপতি ছিলেন ?

উঃ ঔরঙ্গজেব

১৪.ইলেক্ট্রন কে আবিষ্কার করেছিলেন ?

উঃ স্যাডউইক

১৫.প্রথম চলচ্চিত্র সমালোচনা প্রকাশিত হয় কোন দৈনিক কাগজে ?

উঃ টাইমস অব ইন্ডিয়া

১৬.গ্রিন পার্ক কোথায় অবস্থিত ?

উঃ কানপুর

১৭.কোন গুপ্তরাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ?

উঃ কুমারগুপ্ত

 ১৮.শের-ই-বঙ্গাল কাকে বলা হয়?

 উঃ ফজলুল হক

 ১৯.বেদবিরোধী প্রথম ধর্মসম্প্রদায় কোনটি?

উঃ আজীবক ধর্ম

২০.আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে?

উঃ থিয়োডর বেক

২১.গুরু শির দিয়া সার (ধর্ম) না দিয়া' -কথাটি বলা হয়

উঃ গুরু গোবিন্দ সিংকে

২২.শেরশাহের বিখ্যাত সেনাপতি কে ছিলেন?

উঃ ব্রহ্মজিৎ গৌড়

২৩.১৯৬৮-তে অমৃতবাজার পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

উঃ যশোর থেকে

২৪.শাহজাহানের রাজত্বকাল ছিল কৃষিক্ষেত্রে শান্তির কাল’—একথা কে বলেছেন?

উঃ মোরল্যান্ড

২৫.দেবেন্দ্রনাথ কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন?

উঃ কেশবচন্দ্র সেনকে

২৬.কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উঃ ছত্তিশগড়

২৭.লন্ডনে ব্রিটিশ সরকারের সদরদপ্তরের নাম কী ?

  উঃ হোয়াইট হল

File Details :

PDF Name :    General Knowledge  Model Questions Part -07 in Bengali 

Size:706KB

Download link :Click Here To Downloads

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।     


Tuesday, April 13, 2021

April 13, 2021

General Knowledge Model Questions Part -06 in Bengali [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৬]

 General Knowledge  Model Questions Part -06 in Bengali

General Knowledge  Model Questions Part -06 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৬]
General Knowledge  Model Questions Part -06 in Bengali  [ জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব -০৬]


প্রিয়, ছাত্র-ছাত্রী

তোমাদের কাছে আজ শেয়ার করছি  জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  । যা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে । আশা করি তোমাদের খুব উপকৃত  হবে । 


 তোমাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ,  তোমরা সর্বদা আমাদের পাশে  থাকো এবং  বন্ধুদের কাছে শেয়ার করো ও তোমাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাও।  

General Knowledge  Model Questions 

                     Part -06


 সৌদি আরবের রাজধানীর নাম কী?

উঃ রিয়াদ

অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ গোর্গাবুরু

মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?

উঃ  দ্য ভ্রিস

পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড কী

 হিসেবে কাজ করে?

 উঃ অনুঘটক 

সাদা আলোর বর্ণালিতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর চ্যুতি সর্বাধিক সেটি হল:

উঃ  বেগুনি

ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব কোথায় আরম্ভ হয়েছিল?

উঃ পাঞ্জাব

অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোথায় দেখতে পাওয়া যায় ?

উঃ মধ্যভাগে

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সদর দপ্তর কোথায় ?

উঃ জুরিখ

একটি সিন্থেটিক ড্রাগের উদাহরণ:

উঃ অ্যাসপিরিন

মাটি সম্বন্ধীয় বিজ্ঞান:

উঃ পেডোলজি

আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয় ?

    উঃ উইলিয়ম হোগার্থ

 জরাসন্ধ' কোন লেখকের ছদ্মনাম ?

উঃ চারুচন্দ্র চক্রবর্তী

 ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটি কার লেখা?

উঃ ডঃ জাকির হুসেন

ডায়নামো আবিষ্কার করেন কে?

উঃ মাইকেল ফ্যারাডে

কোন শহরটি একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

উঃ  চন্ডিগড়

ভারতে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন;

উঃ লর্ড মিন্টো

শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণকারী মায়মুর নাম:

উঃ অডিটরি

প্রথম কোন বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন?

উঃ বি এন সরকার

কোন উদ্ভিদের প্রধান মূল থাকে না?

উঃ পদ্ম

পিতল, ব্রোঞ্জ ও জার্মান সিলভারে কোন ধাতুর উপস্থিতি আছে?

উঃ তামা

সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কী?

উঃ নায়াগ্রা

 পাইন কী জাতীয় উদ্ভিদ?

উঃ ব্যক্তবীজী

 রসুনে ঝাঁঝালো গন্ধ কীসের উপস্থিতির কারণে হয় ?

     উঃ  সালফার যৌগ

বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয় ?

উঃ  ৪ মে

বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে ?

উঃ অ্যামমিটার

কোন রাজ্যে ভালো পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ?

উঃ তামিলনাড়ু

 মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ:

উঃ চর্ম

কোনটিকে প্রকৃত হরমোন বলা যায় না?

উঃ এন্টেরোক্রাইনিন

ভারতের কালো মাটি অঞ্চলের প্রধান খাদ্যশস্য:

উঃ জোয়ার

এশিয়ার একটি প্রবাল দ্বীপ হল?

উঃ লাক্ষা দ্বীপ

এশিয়ার বৃহত্তম হ্রদ হল?

 উঃ কাস্পিয়ান



File Details :

PDF Name :    General Knowledge  Model Questions Part -06 in Bengali 

Size:419 KB

Download link :Click Here To Downloads

Join Telegram Channel Link Click Here To Join

 Facebook Group Join Link : Click Here To Join  

'SHIKHON' Official What App Group Link : Click Here To Join [ বি :দ্র  - এই গ্রুপে অ্যাডমিন ব্যতীত কেউ কোনো আলোচনা করতে পারবেন না । কেবল মাত্র পোস্ট শেয়ার করা হয় ।  ]

'Shikhon' Discussion What App Group Link : Click Here To Join  [ এই গ্রুপে আপনারা , আপনাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং যে কোনো  সমস্যা আমাদেরকে জানাতে পারেন । ]

 আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

 ➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য ।